NOMAN シ︎

NOMAN シ︎ Abdullah Al Noman
Entrepreneur || Digital Marketer

22/11/2024

অস্থিরতা এসে ভর করলে, জীবনটাকে ভীষণ উদ্দেশ্যহীন মনে হলে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করবেন না। সোশ্যাল মিডিয়াগুলো এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা যে এগুলো আপনার মস্তিষ্কের ডোপামিন খরচ করে সাময়িক বিনোদনের বিনিময়ে আপনাকে আরো বেশি অস্থির আর উদ্দেশ্যহীন করে রাখবে।

সোশ্যাল মিডিয়ার চাইতে বড় কোনো ডিস্ট্রাকশান সৃষ্টিকারী টুলস প্রযুক্তি তৈরি করতে পারেনি।

জীবনের অস্থির আর উদ্দেশ্যহীন সময়গুলোতে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যান। জায়নামাযে সময় কাটান বেশি। যিকিরে নিমগ্ন হোন এবং বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন, কুরআনের অনুবাদ পড়ুন কিংবা বেশি বেশি তিলাওয়াত শুনুন।

~ আরিফ আজাদ

19/11/2024

"তুমিও তো ভারি চমৎকার; সব দাবী চাওয়া পাওয়া তোমার কেবল মানুষের কাছে, আর অভিযোগ জানাও আল্লাহর কাছে।"

- মির্জা গালিব

19/11/2024

প্রত্যাশা এবং যোগ্যতার চেয়ে কারো প্রাপ্তি যখন বেশি হয়ে যায়, তখন দুটো ব্যাপার ঘটে।

১. এই প্রাপ্তি তাকে আরো বেশি বিনয়ী করে, কৃতজ্ঞ করে তোলে এবং তার প্রাপ্তি আরো বাড়তে থাকে।

অথবা,

২. এই প্রাপ্তি তাকে অহংকারী বানায়, অকৃতজ্ঞ করে এবং তার ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়।

- আরিফ আজাদ

Did you know that if you put 100 black ants and 100 red ants in a jar, nothing will happen? But if you shake the jar har...
06/12/2023

Did you know that if you put 100 black ants and 100 red ants in a jar, nothing will happen? But if you shake the jar hard, the ants start killing each other. The red ants consider the black ants their enemies, and the black ants consider the red ants their enemies. The true enemy is the one shaking the jar. The same thing happens in human society. So, before we attack each other, we should think about who is shaking the jar!

- Kurt Vonnegut

(Most of the cases the scenario is so relatable with real life situation)

05/12/2023

Some people don't know my story, my struggles, my hustle and my prayers. Some of them didn't know that I'm still fighting and losing some of my silent battle in life but here I am never losing hope and never giving up, I hope you too never get surrender we know life is hard and full of pain, expectations and disappointment but here we are living is not a hindrance to make us feel weak trust Allah for everything and make your Imaan strong.💞

25/08/2023

আমাকে আমি কথা দিয়েছি, স্বপ্নপূরণ করবোই। আমি স্রষ্টার কাছে চেয়েছি, চেষ্টাও চালিয়ে যাচ্ছি। জীবনে খুব একটা শখ করিনি, করলেও সময় কিংবা সামর্থ্যের অভাবে করতে পারিনি। ইন শা আল্লাহ সবই হবে, শুধু লেগে থাকা লাগবে। সব আক্ষেপ পুড়িয়ে পুড়িয়ে নিজেকে মানুষ বানাচ্ছি। সব বাধাকে তুচ্ছ করে হাল ধরে এগোচ্ছি নিজেকে। নিশ্চয়ই আমার আল্লাহ দেখছেন সেই পরিশ্রম। এর উত্তম প্রতিদান আমি তাঁর কাছ থেকেই বুঝে নিবো। নিজেকে কথা দিয়েছি, আমাকে পারতেই হবে। আজ নয় কাল, পারতে আমাকে হবেই!

আল্লাহ সহায় ❤️

14/06/2023

হাজারো নারীকে স্পর্শ করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবেনা, কিন্তু এক নারীতে আস'ক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোঁখ তুলে ও তাকাতে ইচ্ছা করবেনা!'🩷♡

13/05/2023

রাস্তায় কোনো রিকশা'ওয়ালা দেখলে কখনো আপনার সন্তানকে বলবেন না, লেখাপড়া না করলে তাঁদের মতো হবে।_বরং এটা বলুন যে, মন দিয়ে লেখাপড়া করলে এদের জন্য কিছু করতে পারবে!"🤍

শিশু'রা ভেদা'ভেদ বুঝে না ততক্ষণ যতক্ষণ না আপনি শিখান! আপনার আমার চিন্তাধারা বদলে গেলে বদলে যাবে এই সমাজ!

11/05/2023

মানুষের অভিশাপ,বদ'দুআ,নিঃশব্দে দু'ফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস-খুবই ভয়াবহ জিনিস..❤️

©

06/05/2023

মানুষের নামে বদনাম করলে, হিংসাত্মক আক্রমণ করে কথা বললে, অন্যকে ছোট করে নিজে বড় হতে চাইলে, একজনের আড়ালে আরেকজনের নামে কটুকথা বললে আল্লাহ নারাজ হন, সেটার শাস্তি খুব অল্প সময়েই দুনিয়ায় নিজ চোখে দেখিয়ে দেন আল্লাহ নিজেই।

মুখে মধু অন্তরে বিষ-এধরণের মানুষ আমার থেকে দূরে থাকবেন।

29/04/2023

সব বাদ দিয়ে কীভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষণ খারাপ থাকে না। টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষকে হাতে রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়। টাকা,টাকা; দিনশেষে সবকিছুরই মোড় ঘুরিয়ে দিতে পারে এই টাকা ই..

টাকা আছে তো জীবন সুন্দর!🖤

©

25/04/2023

দেরি হবে, কিন্তু একটা সময় সব হবে, তুমি যেটা মনে মনে চাও, সেটাই হবে।
এখন সময়টা খারাপ, কিন্তু জীবনটা তো নয়!
ভরসা রাখো একদিন সব হবে❤️

25/04/2023

অনলাইন হলো ভুল বুঝাবুঝির শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম।
মনের অভিব্যক্তি ও শারীরিক অঙ্গভঙ্গি কখনই লিখে বুঝানো সম্ভব নয়।দেখা যায়, একটি কথা বুঝাতে ৫০ টি শব্দ ব্যবহার করতে হয়।
অথচ এই কথাটিই বাস্তবে শুধু একটু হাসি আর মুখের সামান্য এক্সপ্রেশনের মাধ্যমে বুঝানো যেতো।
আমরা প্রায় প্রত্যেকেই তাড়াহুড়ো পছন্দ করি, তাই ৫০ টা শব্দ লেখার সেই ধৈর্য হয় না; লিখি ৫ টি শব্দ।

ফলাফলঃ [মনোমালিন্য, ভুল বুঝাবুঝি, ইনসাল্টের অভিযোগ, ইগোর অভিযোগ,বিচ্ছেদ]

26/03/2023

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশীয় ও বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে এ বছর নিম্নবিত্ত পরিবার তো বটেই, অনেক মধ্যবিত্ত পরিবারও ন্যূনতম পুষ্টিগুণসমৃদ্ধ সাহরি খেয়ে সিয়াম পালন করতে পারছে না।

এমন দুঃসময়ে, দরিদ্র রোযাদারের পাশে দাঁড়ানো হবে এবারের রমাদানের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত।

যাদের সামর্থ্য আছে, আপনার আশপাশের অভাবী কিংবা কষ্টে থাকা পরিবারগুলোর দিকে একটু খেয়াল রাখুন। দু কেজি গরুর গোস্ত, একটা বড় মাছ কিংবা কয়েকটা মুরগি কিনে তাদের বাসায় হাদিয়া পাঠান। এই সময়ে এরচেয়ে সুন্দর উপহার আর হয় না।

যখন বাজারে যাবেন, শুধু দরদামের ভেতর মগ্ন না থেকে আশপাশে একটু চোখ রাখুন। অনেক গরিব মানুষকে পেয়ে যাবেন, একটা মাছের দিকে তারা করুণ চোখে চেয়ে আছে। তাদের সাধ আছে কিন্তু সাধ্য নেই।

সম্ভব হলে বিনয়াবত মুচকি হেসে তার মাছটা কিনে দিন। নগদ অর্থদানের চেয়ে অনেক সময় এ ধরনের সারপ্রাইজিং উপহারের সাওয়াব বহুগুণ বেশি হয়।

এতে আপনার কিছু পয়সা খরচ হবে বটে, কিন্তু অপার্থিব এক মানসিক প্রশান্তিতে ভরে উঠবে আপনার বুক। কারণ, নিজের খাবারের একাংশ অনাহারীর মুখে বিলিয়ে দেয়ার মাঝে যে অলৌকিক সুখ, সেই সুখ বন্ধ দরজায় একলা ভোগের মাধ্যমে কখনোই অর্জিত হয় না।

তাই, এবারের রমাদানে আমাদের প্রতিজ্ঞা হোক—আমরা সাধ্যানুযায়ী দরিদ্র রোযাদারের পাশে দাঁড়াব, তাদের ঘরে পুষ্টিকর সাহরি ও ইফতার সরবরাহে ভূমিকা রাখব। কেননা, সবাইকে নিয়ে ভালো থাকাই একজন প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য।

Ahmadullah

13/03/2023

জীবন খুবই ছোট!
মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন, হাসুন। দেখবেন জীবনে অনেক সুখী থাকবেন।🖤🌻

03/02/2023

সৃষ্টিকর্তা কখন কাকে কোন অবস্থান থেকে কোন অবস্থানে পৌঁছে দিবেন এটা কেউ জানেনা!🌸

তোমরা সময়কে গালি-গালাজ করো না। কারণ, আল্লাহ সময়ের পরিবর্তনকারী।💜

(সহিহ মুসলিম, ৫৭৫৯)

25/01/2023

এই ছোট্ট জীবনে কোনো কিছুর অ'হং-কার রাখা জীবনের জন্যই বি'পদ-জনক!
কারণ, জীবন ক্ষণস্থায়ী!' 🖤🥀

04/12/2022

কিছু আঘাত গেঁথে যায় ভেতরে।
না পারা যায় ভুলতে, না পারা যায় বলতে!

Address


Alerts

Be the first to know and let us send you an email when NOMAN シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NOMAN シ︎:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share