Amader Onubhuti.

Amader Onubhuti. Only share & upload.
(9)

23/08/2024

আলহামদুলিল্লাহ্‌ আমাদের ফরিদগঞ্জ, ইসলামপুরের অবস্তা আল্লাহ এখনও ভালো রাখছেন, জানিনা আর কত দিন ভালো রাখেন আল্লাহ। যদি পানি না কমে আমাদের ও অবস্তা খুবই খারাপ হতে পারে। আসুন আমরা দোয়া করি আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন🤲

অন্যান্য জেলার অবস্থা খুবই ভয়াবহ, পানির স্রোত নাকি থামছেই না। রাতের আঁধারেই অনেক ঘরবাড়ী তলিয়ে গেছে।

আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী নিজেদের সোর্সে বন্যার্ত মানুষদের উদ্ধার, খাবার ও ত্রান সহায়তা নিয়ে এগিয়ে যাওয়া উচিৎ, এখনি।

কুুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষদের আল্লাহ ধৈর্য ধারন করার তৌফিক দান করুক।আমিন🤲

22/08/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

21/08/2024

সময় এসে গেছে ফারাক্কার ৪০ কিলোমিটার দুরে দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের।

মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈ*চাশিক আনন্দ পায়।

তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারন তাদের বাধের উচ্চতা ৭৩৫০।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।

তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি।

বিদেশে পাচারকৃত টাকা গুলো এনে এই কাজ কার হোক।।।

20/08/2024

- মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না..!!😥💔🥀

19/08/2024

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ সব বন্ধ করতে হবে। আওয়াজ তোলেন সবাই। সময় এখনই । পাশা-পাশি যার বাড়ির উপরে বিদ্যুৎ এর খুটির জন্য বাসা করা যাচ্ছে না,,,, অনতিবিলম্ব না করে সকল তার সরাতে হবে ! মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস স্যাঁর এর কাছে বিনিত সবিনয়ে অনুরোধ করছি......!আল্লা রস্তে আমাদের কে বাঁচান,,,,,।🙏

14/07/2024

এমএ ওয়াদুদ সেতু গুরে আসুন।
লোকেশন - ইসলামপুর, ফরিদগঞ্জ,চাঁদপুর

07/07/2024

বলার মতো আছে খালি wow আর কিছুনা। ব্রাজিল এমন খেলে কেন আপনারাই বলুন???

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
06/07/2024

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

**দালাল ছাড়া নিজেই পাসপোর্ট করুণ,✅ শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: # # # ...
03/07/2024

**দালাল ছাড়া নিজেই পাসপোর্ট করুণ,✅
শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।
বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

# # # ১. আবেদন ফরম পূরণ ✍️
- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- **আবেদন ফরম প্রিন্ট**: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

# # # ২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- **জাতীয় পরিচয়পত্রের ফটোকপি**: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- **জন্ম নিবন্ধন সনদের ফটোকপি**: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- **পাসপোর্ট সাইজ ছবি**: ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- **পূর্বের পাসপোর্টের ফটোকপি** (যদি থাকে)।
- **অন্যান্য ডকুমেন্ট**: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

# # # ৩. ফি জমা 💰
- **ফি**: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- **ফি রসিদ**: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

# # # ৪. আবেদন জমা 📬
- **আবেদন জমা**: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

# # # ৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- **ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি**: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

# # # ৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- **এসএমএস বা ইমেইল**: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- **সংগ্রহ**: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

#পাসপোর্ট
#কালেক্টেড .....

22/06/2024

মানুষই মানুষের ঔষধ,💊
কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়।😍😔😔

20/06/2024

-স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি

স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম, "তোমার সংসার করবো না।" স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়ে ছিল।

বাড়িতে পৌঁছাতেই ভাইয়া প্রশ্ন করল, "কী ব্যাপার আয়েশা, তুই হঠাৎ বাড়িতে?"

"কেন, আমি কি আসতে পারি না? নাকি আসা নিষেধ?"

"না, তা বলিনি। তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস। আজ বলিসনি তাই জিজ্ঞেস করলাম।"

"ওহ, আচ্ছা, আমি একটু বিশ্রাম নিচ্ছি।"

ভাইয়া তখন বলল, "ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি।"

এমন মুহূর্তে ভাবি বলে উঠল, "বাহ, দরদ দেখি উতলে পড়ছে বোনের জন্য! আমার বাবা-মা এলে বাজারে যাওয়ার নাম গন্ধ থাকে না। আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছে। বলছি, পকেটে টাকা আছে তো? নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ?"

ভাবির এমন কথায় ভাইয়া বলল, "আরে, এমন করে বলছ কেন বুঝলাম না।"

"তোমাকে বাজারে যেতে হবে না। বাসায় যা আছে আয়েশাও সেটাই খাবে। ওই টাকাটা নষ্ট করো না।"

ভাবির মুখে এসব কথা শুনে আমি কিছু বলব কি ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার। বাবা-মা অনেক আগেই মারা গেছেন।

"ভাইয়া, থাক, বাজারে যেও না। আমি থাকার জন্য আসিনি। এই দিকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখে যাই। এখন তো দেখা হলো, আমি চলে যাচ্ছি।"

"মানে এখনই যাবি?"

"হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন। সময় পেলে আমার বাড়িতে আসবেন ঘুরতে।"

"আচ্ছা।"

এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে।

"হাসার কিছু নেই। ভালোবাসি বলেই ফিরে এসেছি।"

"হ্যাঁ জানি, শোন, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি।"

আসলেই, বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে, সেটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান, বাস্তবতা বুঝবেন। কে আপন আর কে পর, তা স্পষ্ট হয়ে যায়।

-সংগৃহীত।😔😔😔

18/06/2024

৭০০ শত রিয়াল দিয়ে এই খাসি ছাগলটি ক্রয় করলা।

14/06/2024

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
ঘরটি কপি করতে পারলে বুঝবো আপনার ফোনটি ভালো মানের।

12/06/2024

যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে মূল্য'বান স'ম্পদ কি আপনার জন্য?? আপনার উত্তর কি হবে?

11/06/2024

*واذكروا الله في أيام معدودت
এবং তোমরা নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ কর।
(سورة البقرة _٢-٢٠٣)

তাকবীরে তাশরীক)

আর তাকবীরে তাশরীক প্রত্যেক বালেগ পুরুষ ও নারীর উপর ফরয সালাতের শেষ করে একবার উচ্চস্বরে পড়া ওয়াজিব। নারীরা নিজে শুনতে পারবে এমন ভাবে পড়বে বেশি উচু স্বরে পড়বে না।
তাকবীর কবে_কখন_পড়তে হবে,,,
০৯ যিলহজ্জ ফজর থেকে ১৩ যিলহজ্জ আছর পর্যন্ত।
সুন্নাত নফল ওয়াজিব সালাতে পড়তে হবে না।
এই মাসের শুরু থেকে দশ তারিখ পর্যন্ত বেশি বেশি
ইবাদাত এ যিকির করুন।
রাসুল (ﷺ)বলেছেন
আমাদের এই সময় প্রচুর তাহমীদ,তাহলীল,এবং তাকবীর পাঠ করার নির্দেশ দিয়েছেন।
الله أكبر الله أكبر الله أكبر

لا إله إلا الله

الله أكبر الله أكبر

ولله الحمد

الله أكبر كبيرا

والحمد لله كثيرا

وسبحان الله بكرة وأصيلا

وصلى الله وسلم وبارك على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين?
রাসূল (ﷺ)বলেছেন
তাই এই সময় (জিলহজের প্রথম দশ দিন)
প্রচুর পরিমাণে তাহলীল (لا اله الا الله))লা ইলাহা ইল্লাল্লাহ)(الله اكبر)(আল্লাহু আকবার)(الحمد لله)(আলহামদুলিল্লাহ)
পাঠ করো?
(أحمد _٧-/٢٢٤)

আরাফার দিনের দোয়ার বিশেষ গুরুত্বের কথা বর্ণিত হয়েছে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাতের দিনের দোয়াই শ্রেষ্ঠ দোয়া দোয়া জিকির হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন।
আর তা হলো

لا إله إلا الله وحده لاشريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন ক্বদির

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য আর তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান।

(جامع الترمذي _٣٥٨٥)

আরাফার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। এদিন একটি রোজা রাখলে বান্দার দুই বছরের গুনাহ মাফ হয়। আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ‘আরাফার দিনের (৯ জিলহজের) রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন

(صحيح مسلم _١١٦٢)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইয়াওমে আরাফার গুরুত্ব উপলব্ধি করার তাওফিক দান করুন। উপরোক্ত দোয়াটি বেশি বিশ পাঠ করার পাশাপাশি তওবা ইস্তেগফার করার তাওফিক দান করুন এবং সবাইকে মাবরুর হজ নসিব করুন।
ربنا تقبل منا 🤲🤲🤲
اللهم امين يارب العالمين 🤲🤲🤲

30/05/2024

#যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!

■■ যিনা কাকে বলে?
কোন কাজ গুলো যিনা?

যিনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং যিনা করার পূর্বে এই হাদীসটিএকবার পড়ে নিন!!

■▪যিনা কী?
■▪শুধুই অবৈধ ভাবে মেলামেশা করাকেই যিনা বলা হয়?
■▪না!!

●● হাদীসের ভাষায় যিনা বহু প্রকারে বিভক্ত। যেমনঃ
●▪০১। কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা!
●▪০২। যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা!
●▪০৩। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধ ভাবে কাউকে স্পর্শকরা হাতের যিনা!
●▪০৪। ব্যাভি চারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা!
●▪০৫। সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের যিনা।
●▪০৬। যিনার কল্পনা করা ও আকাংখা করা মনের যিনা!
●▪০৭। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়!
-----(বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাঈ)!

●● অথচঃ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপ টিকেই যিনা মনে করে থাকি! এবার ভেবে দেখুন আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত ননতো?

■■ যিনা স্পষ্ট হারামঃ
আল্লাহ তা'আলা যিনাকে হারাম ঘোষণা করে বলেনঃ -------"তোমরা যিনার ধারের কাছেও যাবে না। কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।"
-----(সুরা বনী-ইসরাঈল আয়াতঃ ৩২)

■■ যিনার শাস্তিঃ
যিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
---------"আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম। যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত। আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিলো! আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিলো! সর্বদা তাদের এঅবস্থা (এমন)চলছিলো! আমি জিবরাঈল(আঃ )কে জিজ্ঞেস করলামঃ এরা কারা???"

●▪জিবরাঈল(আঃ) বললেনঃ
-------"তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ!"
-----(বুখারী)

■■ যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!
■▪সেদিন যিনা কারীকে পিপাসা মেটানোর জন্য এই পঁচা পানিই পান করতে দেওয়া হবে!

●● তাই সবারই উচিত প্রেমিক-প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত এই সব শয়তানি সম্পর্ক বাদ দেওয়া।

আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুণহা থেকে দুরে থাকার তৌফিক দান করুন। আমিন

18/05/2024

যৌবনকালে যত বেশি পারো সিজদা দিয়ে নাও বহু বৃদ্ধ আছে মাটিতে সিজদা ছাড়াই নামাজ পড়তে হয় !

17/05/2024

Good Night.

07/05/2024

قال النبي صلى الله عليه وسلم: أمهلوا حتى ندخل ليلا أي عشاء، لكي تمتشط الشعثة وتستحد المغيبة. مشكاة المجلد الثاني.
নবী করিম সাল্লাল্লাহু ইসলাম বলেছেন: (এখনি বাসায় যেও না) তাদেরকে সুযোগ দাও। আমরা রাতে বাসায় প্রবেশ করবো। (তাদেরকে আগেই জানিয়ে দাও) যেনো এলোমেলো অগোছালো চুল বিশিষ্ট নারীরা চুল আচড়াতে পারে। আর শরীরের বিভিন্ন লোম পরিস্কার করে পূর্ণ পরিপাটি হয়ে থাকতে পারে। (মেশকাত: ২য় খন্ড: পৃ: ২৬৭)

04/05/2024

আলহামদুলিল্লাহ্‌।

16/04/2024

اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللَّهِ وَ بَرَكَاتُه
সবাই কেমন আছেন??
আমি আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি??
দাম্মাম অনেক বৃষ্টি হচ্ছে।

13/04/2024

সবাইর ঈদ কেমন কাটলো??

12/04/2024

Follow to Follow.

11/04/2024

تقبل الله منا ومنكم صالح الاعمال
مبارك عليكم العيد
Eid Mubarak.

10/04/2024

Eid Mubarak.

08/04/2024

আলহামদুলিল্লাহ।
সৌদিআরবে
আগামীকাল 30 তম রোজা।

08/04/2024

How are you?
Everybody?

06/04/2024

اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللَّهِ وَ بَرَكَاتُه
সবাই কেমন আছেন?

06/04/2024

Good Morning.

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Amader Onubhuti. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Onubhuti.:

Videos

Share

Category