Both Feeling

Both Feeling এই পেইজটিতে আপনার ইসলামিক,রোমান্টিক এবং ফানি ভিডিও গুলো দেখতে পাবেন তাই লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ

14/09/2024

কাশফুল 🌿

30/08/2024

জালেমদের আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না ❤️❤️

আমার দেশের মানুষ এত্ত ট্যালেন্টেড!💗
12/08/2024

আমার দেশের মানুষ এত্ত ট্যালেন্টেড!💗

05/08/2024

আলহামদুলিল্লাহ নটি মহিলা পদত্যাগ করে শ্বশুড় বাড়ী গিয়েছেন🙂❤️😂

03/08/2024

আজকের শহীদ মিনার। জমা হয়েছে প্রায় ৫০+ হাজার মানুষ। দাবায়ে রাখতে পারবা না 🇧🇩✊

02/08/2024

কিছু ইহুদি বেচে থাকার কারনে ফিলিস্তিনবাসীকে রক্তাক্ত হতে হচ্ছে আর হাসিনা বেচে থাকার কারনে পুরো বাংলাদেশ রক্তাক্ত!
স্বৈরাচার হাটাও দেশ বাচাও

17/07/2024

রাতে মশাল হাতে, বসে থাকার সময় নাই সবাইকে দল মত নির্বিশেষে এক হওয়ার আহবান জানাই ❤️

17/07/2024

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি।

শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।

আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।

- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

17/07/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা যা জাহান্নামে পরিনত হইসে

#কোটাআন্দোলন২০২৪

17/07/2024

কমেন্টের হ্যাশট্যাগ কাউন্ট করেনা ফেসবুক অ্যালগোরিদম। কাজেই পোস্ট করুন। 595k হয়ে গেছে আলহামদুলিল্লাহ। . 1 Million হতে সময় লাগবে না ইনশাআল্লাহ






#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪









01/06/2024

দরিদ্রতা আসে সাত জিনিসের কারণে!!!!
১। তাড়াহুড়া করে নামায পড়ার কারণে।
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে।
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে।
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে।
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে।
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে।
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে।
🍒সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ🍒

১। আল কুরআন তিলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের
সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা
ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে।
তিরমিজি (৫৫৬৭৩)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করুন, আমিন!

19/04/2024

ওমরায় চুল কাটার নিয়ম ❤️❤️

17/03/2024

আগে জানতাম না জীবন মানে কি। এখন মনে হয় জীবন মানে যুদ্ধ। কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা-অচেনা মানুষের সাথে। আবার কখনো ভাগ্যের সাথে তাই যে যত বেশি যুদ্ধ করে এগিয়েছে তারাই সফল হয়েছে ❤️

18/01/2024

ছোট একটা দোয়া আপনার ঋণও দূর হবে রিজিকও বাড়বে ইনশাআল্লাহ ❤️

23/11/2023

বৃহস্পতিবার আমাদেরও আসে কিন্তু বাড়ি যাওয়া হয় না।
বাড়ি বহু দূর!.:

06/11/2023

বাবা-মার আশা পূরণ করা প্রতিটি ছেলের দায়িত্ব ❤️

29/10/2023

সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। চোখের সামনে স্বপ্ন ভেঙে যাচ্ছে। বন্ধু হারিয়ে যাচ্ছে, দিনশেষে দুঃখ বলার মতো নিজের একটা মানুষ আছে সেও আমার একটার পর একটা ভুল সিদ্ধান্ত, ব্যর্থতা মেনে নিতে পারছে না। আর আত্তীয়স্বজনের কথা আর কি বলবো যেখানে বাবার টাকা নাই নিজের ক্যারিয়ার নাই সেখানে তারাও অপরিচিত মতোই। জীবনকে এতো ভয়ংকর লাগে যে জীবনের দিকে তাকানোই যায়না, ভয় লাগে খুব 😥

07/10/2023

This story..🙂💔

Address

11th
Dammam

Telephone

+966567925293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Both Feeling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Both Feeling:

Videos

Share