md migan 007

md migan 007 fan video photo story

10/09/2024
26/02/2024

আসসালামু আলাইকুম সবাইকে,,, কেমন আছেন সবাই

26/11/2023

Timeline,,,,রাখার মত শ্রেষ্ঠ কথা - সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র - আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর - লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। - আল্লাহু আকবর – আল্লাহ মহান।

26/11/2023

- বন্ধুত্ব হলো পবিত্র সম্পর্ক । - যেমন আল্লাহ এবং রাসূল (সাঃ)এর সম্পর্ক!

25/11/2023

ইয়া রাব্বী, জান্নাতে যেতে পারি এমন কোন আমল আমার নেই। আবার জাহান্নামে এক মুহূর্ত কাটাতে পারবো এমন শক্তিও আমার নেই।
— মোহাম্মদ জাভেদ কায়সার রাহিমাহুল্লাহ

25/11/2023

সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে॥”- আল হাদিস।

30/09/2023

১৬. বাংলা উচ্চারণ:- আল-কাহ্হারু (القهار)

বাংলা অর্থ:- সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক।

ফজিলত:- আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে, তা হলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে।

30/09/2023

১৫. বাংলা উচ্চারণ:- আল-গাফ্ফারু (الغفار)

বাংলা অর্থ:- ক্ষমাশীল ও আবৃতকারী।

ফজিলত:- যে ব্যক্তি জুমার নামাজের পর একশ বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি রোজ আছরের পরে (ইয়া গঅফ্ফারু গফির লী) পড়বে, ইনশাআল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে।

30/09/2023

১৪. বাংলা উচ্চারণ:- আল মুছাওয়ি’রু (المصور)

বাংলা অর্থ:- সুরতদাতা, আকৃতি-দানকারী।

ফজিলত:- কোন বন্ধ্যা স্ত্রী লোক যদি সাতদিন পর্যন্ত রোযা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার (আল বারি’উল মুছা’ওয়িরু) পড়ে, তা হলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে।

25/09/2023

বিখ্যাত তাবেয়ি হজরত মাকহুল (রহ.) বলেন, ‘যে ব্যক্তি এ বাক্যগুলো সাতবার বলবে আল্লাহতায়ালা তার সত্তরটি অভাব দূর করবেন। (তন্মধ্যে) সবচেয়ে হাল্কা বিপদ হলো (মানুষের) অভাব। দোয়াটি হলো-

বাংলা উচ্চারণ:-
লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ- লা মালজায়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি।

অর্থ:-
আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না। আল্লাহতায়ালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে।

25/09/2023

১. বাংলা উচ্চারণ:-আল্লাহ (الله)

বাংলা অর্থ:-আল্লাহ।

ফজিলত:-যে ব্যক্তি রোজ এক হাজার বার ‘ইয়া আল্লাহ! পাঠ করবে, ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে একীন ও দৃঢ়তা অর্জন করতে পারবে। কোন দূরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ‘ইয়া আল্লাহ’ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে, তা হলে সে আরোগ্য লাভ করবে।

25/09/2023

২. বাংলা উচ্চারণ:- আর-রাহমানু (الرحمن)

বাংলা অর্থ:- অসীম দয়ালু, পরম করুণাময়, কল্যাণময়।

ফজিলত:- প্রত্যহ প্রতি নামাযের পরে একশ’বার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে।

Kingdom's Saudi Arabia
23/09/2023

Kingdom's Saudi Arabia

22/09/2023

সবাইকে জুম্মা মোবারক

18/09/2023

ঘুমানোর আগে সূরা মূলক তিলাওয়াত করা, তিন ক্বুল(ইখলাস,ফালাক্ব,নাস) পড়ে তিনবার শরীর দম করা, ঘুমের দুয়া পড়া, আয়াতুল কুরসী পড়া, সূরা কাফিরুন পড়ে ডান কাত হয়ে শোয়া।

18/09/2023

মানুষের উপকার করার ফজিলত। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, `কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয়।` (আল মু`জামুল কাবির : ১৩৬৪৬)

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when md migan 007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to md migan 007:

Videos

Share