Tofazzal Hossen

Tofazzal Hossen Public Figure

29/09/2024

আমীরে জামাত ❤️

27/09/2024

✍️ Apu Ahmed
ছাত্রশিবিরের ঢাবি নেতাদের ছবি মার্কেটে আসার পরে দিলের ভিতরে শান্তি ছিলো না। কিভাবে তারা এই ভুল করতে পারলো ? যেখানে বাম, রাম, সব পাড়ায় এক আলোচনা; কীভাবে গোপনে গোপনে এই ছেলেগুলো নৈতিকতার এই প্রশক্ষিণ নিলো যে, আদর্শের জন্য এত ইস্পাতসম ঈমান নিয়ে পথ চলছে। এরা প্রকাশ্যে কাজ করতে পারলে ছাত্রদের কাছে বিকল্প কিছু থাকে না। সাংবাদিকরা গিয়েছিলো কিছুটা গোলমাল করতে কিন্ত বিশ্বস্ত খবর বলছে কয়েকজন সাংবাদিক অলরেডি গোলমাল হয়ে গেছে।
দিলে সুকুন না কেনো সেটা তো বলা হচ্ছে না। আগে আরেকটা কথা বলি। ছাত্রশিবিরের এই নেতৃবৃন্দের কথা শুনার পরে সাধারণ ছাত্ররাও অবাক। যাদের সাথে মিশলাম, যাদের কাছ থেকে সর্ব ধরনের সহযোগীতা পেলাম তারা কখনোই ঘুনাক্ষরেও একবারও বুঝতে দেয়নি তারা ছাত্রশিবির করতো। এমনিট কেনো করলো। আসলে শিবির সাধারণ ছাত্রদের বিপদে ফেলতে চায়নি। যেখানে শিবির সন্দেহের বিশ্বজিত মরে গেলো, সেখানে সাধারণ ছাত্রদের কাছে শিবির নয়, ইসলামের সৌন্দয্য তুলে ধরাই আমাদের প্রথম মিশন ছিলো।
দিলে সুকুন ছিলো না ঐ পাড়ায় হুজুর কেবলা ও তার বেত্তমিজ সাঙ্গপাঙ্গদের ফতোয়া না দেখার কারণে। এত বড় ভুল তারা কীভাবে করতে পারে ? শয়তান তাহলে দিল্লি চলে গেলো নাকি ? না, অবশেষে আমার চিত্তে শান্তি আসছে। তাদের ফতোয়া চলে আসছে। শরিরের সাতে তিন হাত বডিতে ইসলাম নাই, তারা আবার ইসলাম কায়েম করবে। বডিতে সতের হাজার জুব্বা নিয়ে লুত আ এর কওমের কম্ম করা এই ভদ্রলোকদের ইসলাম থেকে এই জাতী কেনো পানাহ চায় বুঝতে পারছেন ? কেনো মানুষ ইসলামী আন্দোলন সংগঠণকে এতটা রুক্ষভাবে ? যাক, অবশেষে দিলটা ঠান্ডা হলো। ফতোয়া চলে আসছে।

24/09/2024

ঢাবি শিবির প্রকাশ্যে আসার পরে শিবিরের সাংগঠনিক মান ভিন্ন এক উচ্চতায় পৌছাবে ইনশাআল্লাহ। একই পথ ধরে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব যখন আমজনতার সামনে চলে আসবে তখন এক সুবাতাস বইবে। ডেডিকেটেড মেধাবী শিক্ষার্থীরা প্রকাশ্যে কাজে ফিরতে পারলে ইসলামি আন্দোলনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসাবে দেখা দিবে।

যমুনা টিভিতে সাহিত্য সম্পাদক সিবগাতুল্লা ভাইয়ের আলোচনা মুগ্ধ হয়ে শুনেছি। তিনি ঢাবির ২১-২২ এর সভাপতি ছিলেন। ঢাবি রানিং সভাপতির লেখায় যে আলোচনা, শব্দ, শব্দের গাথুনি, মনোজগৎ দেখা গেছে এগুলো অনেকদিন অনুপস্থিত ছিল সংগঠনে। কারন সংগঠনের পাবলিক বিশ্ববিদ্যালয়ের রত্নগুলোকে সাধারণ ছাত্র জনতা চিনতো না।

ঢাবি, বুয়েটে যারা সংগঠন করেছে তারা জানে কোন আগুনের উপর বসে থাকতে হয়েছে। কোনো রকম সন্দেহ হলে ছাত্রলীগ তাদের কিমা বানিয়েছে। এই ভাই গুলো যখন নিজেদেরকে প্রকাশের সুযোগ পাবে তখন একটা স্ফুলিঙ্গের মত চারিদিকে আলো ছড়াবে। এরা সংগঠনের জন্য ডেডিকেটেড জনশক্তি।

চরম বৈরি পরিবেশে যারা টিকে ছিলেন তাদের নিয়ে আমার ভিতর বিন্দুমাত্র আশঙ্কা নেই। তারা সংগঠন এবং দেশের জন্য আমরণ সার্ভিস দিবে ইনশাআল্লাহ।

✍️কমরেড মাহমুদ

21/09/2024

সিলেট মহানগর সাথী সমাবেশ
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির❤️

14/09/2024

#

13/09/2024

টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেলো কক্সবাজার শহরের ৯০% এলাকা। আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক।
কক্সবাজারে আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ৩০ ঘন্টায় ৫৬১ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আরো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কক্সবাজার সহ পুরো পার্বত্য চট্টগ্রামে।
সোর্স: Bangladesh Weather Observation Team - BWOT

12/09/2024

চব্বিশের স্বাধীনতা পুরোদমে ভোগ করছে ছাত্রলীগবিহীন ক্যাম্পাসে বসবাসরত সাধারণ শিক্ষার্থীরা। গণবিবাহ আয়োজনের পূর্বে আজ গরু নিয়ে শোডাউন দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের সাধারণ শিক্ষার্থীরা।

ভিডিও: Muidur Rahman

12/09/2024

নতুন বাংলাদেশে দেশের গান!

Address

Dammam

Telephone

+8801732790392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tofazzal Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tofazzal Hossen:

Videos

Share