Khaled khan shuvo

Khaled khan shuvo Educational Entertainment & video creator

14/02/2024

ঘাস খাইয়া "দুধ" দেয় তাদেরকে পশু বলে, আর দুধের ভেতরে "পানি" মিশাইয়া বাজারে বিক্রি করে তাদেরকে আশরাফুল মাখলুকাত বলে😂😁

এইতো বেশ কিছু বছর আগের কথা আমরা  যেই প্রজন্ম সারাক্ষণ এই শিল্পীদের গান গুলো শুনতাম হৃদয় ছোয়া গান, সময়ের ব্যাবধানে এই মান...
12/02/2024

এইতো বেশ কিছু বছর আগের কথা আমরা যেই প্রজন্ম সারাক্ষণ এই শিল্পীদের গান গুলো শুনতাম হৃদয় ছোয়া গান, সময়ের ব্যাবধানে এই মানুষ গুলোকে আমরা সবাই ভুলতে বসেছি আর প্রজন্ম থেকে কেমন যেনো আমাদের বাংলা গান হারিয়ে যাচ্ছে। এখন অনেককেই বলতে শুনি বাংলা গান নাকি শুনে ব্যাকডেটেট মানুষরা। আমরা নিজেদের ভাষার গান বাদ দিয়ে অন্য ভাষার গান শুনতেই কি নিজেদেরকে কে আধুনিকতা মনে করছি???

14/01/2024

পৃথিবীতে শেষ বলে কিছু নেই, সব শেষই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা শেষ বলি কিন্তু মৃত্যুটাও অনন্ত যাত্রার একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুণ দাতে দাত কামড়ে।

05/01/2024

“ধৈর্যধারণ কর, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করেন।
আর তিনি উত্তম ফয়সালাকারী।”

নিশ্চয়ই আল্লাহ সব দেখেন ও জানেন। বিচার তিনিই করবেন ইনশাআল্লাহ।

02/01/2024

রিজিকের জন্য কাউকে হিংসা করবেন না। কারণ তাকে দেওয়া রিজিক যেমন আপনার ছিল না,তেমনি আপনার জন্য বরাদ্দ রিজিক ও তার হবে না। আপনার জন্য যা নির্ধারিত তার কম ও পাবেন না বেশিও পাবেন না।
তাই সময় পেলে একে অন্যের জন্য দোয়া করি 🤲

(সংগ্রহিত)
Self Reminder

24/12/2023

দীর্ঘ ২৭ বছর জেল খাটার সময়, নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিস চোখে দেখেননি। তারপর তিনি দেশের প্রেসিডেন্ট হওয়ার পর একদিন তাঁর কয়েকজন সহকর্মীকে বললেন : -

চলো আজ শহর দেখি। চার দেয়ালের ভিতর বন্দি থেকে, জীবনের দীর্ঘ সময় কেটে গেলো। এখন নিজের শহরটি কেমন হয়েছে, নিজের চোখে না দেখলেই নয়।
সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের অলিতে গলিতে হাঁটলেন। তাঁর খুব ক্ষিদে পেলো। ক্ষিদে লাগার পর ম্যান্ডেলা বললেন : -
চলো, সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ পাই,
সেখানেই কিছু খেয়ে নিতে চাই।

সহকর্মীরা তো অবাক!
বুঝতে পেরে ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছুই নেই, ক্ষিদে পেয়েছে, খাবো। জেলখানার ওই বিভৎস খাবার খেয়েও যেহেতু মরিনি, তাই এতো সহজে মরবো না।
সবাই মিলে টেবিলে খেতে বসেছেন।
অল্পদূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন, বেশ বয়ষ্ক। হোটেলের ওয়েটারকে ডেকে ম্যান্ডেলা বললেন, একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো, আমার টেবিলে বসে খেতে।
ভদ্রলোক আসলেন। এসে তাঁর পাশের চেয়ারটায় বসলেন। খেতে খেতে সবাই গল্প করছেন। কিন্তু পাশে বসা ভদ্রলোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত কাঁপছে। চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছে।

ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন,
আপনি মনে হয় অসুস্থ। ভদ্রলোক চুপচাপ রইলেন। কিছুই বললেন না।
ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন, ওনার খাবার বিলটা আমরা পরিশোধ করবো।

খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু সবাই অবাক চোখে দেখলো, লোকটি ভালো করে দাঁড়াতে বা হাঁটতে পারছেন না। শরীরের কাঁপুনি ক্রমবর্ধমান।

ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে বললেন, ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে।

সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন, এতো অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ী পৌঁছাতে পারবেন তো!

এই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন ,
আসলে উনি অসুস্থ না। আমি জেলের যে সেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেই সেলের গার্ড। প্রচন্ড মার খেয়ে আমার খুব তৃষ্ণা পেতো। পিপাসায় কাতর আমি যতবার জল জল বলে আর্তনাদ করতাম, ততবার উনি আমার সমস্ত শরীরে প্রসাব করে দিতেন। আজ আমি দেশের প্রেসিডেন্ট।
দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পর, আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি! তাই সেই সব দিনগুলোর কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন।

কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেয়া তো আমার আদর্শের পরিপন্থী। এটা আমার জীবনের এথিকসের অংশ নয়। তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন। আমার মুখে আর শরীরে উনি প্রসাব করেছেন। কিন্ত ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি। আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট, তেমনি ওনারও প্রেসিডেন্ট।

প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। শুধুমাত্র প্রতিশোধ নেয়ার মানসিকতা'ই একটি তৈরী রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। আর সহনশীলতার মানসিকতা একটি ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রকে তৈরী করতে পারে।


~ সংগৃহীত

15/12/2023

'স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন'

বিজয় দিবসের শুভেচ্ছা, প্রিয় মাতৃভূমি!

02/12/2023

"তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?"

[সূরা আল-মুলক, আয়াত: ১৬]

01/12/2023

বর্তমান যুগে প্রতিযোগিতা চলছে কে কত নষ্ট হতে পারে🙏

29/11/2023

যারা নিজেদের ভুল দেখতে পায় না তাদের মতো ভয়ংকর কিছু নেই

টাইটানিক যখন বরফের খন্ডের সাথে ধাক্কা নিচের তলা ডুবে গেছিলো তখন ও টাইটানিকের ক্যাপ্টেন জাহাজের সবাইকে মিথ্যা আশ্বাস দিয়ে...
28/11/2023

টাইটানিক যখন বরফের খন্ডের সাথে ধাক্কা নিচের তলা ডুবে গেছিলো তখন ও টাইটানিকের ক্যাপ্টেন জাহাজের সবাইকে মিথ্যা আশ্বাস দিয়ে বলেছিলো কিছুই হয়নি জাহাজ কিছুক্ষণের ভেতর ঠিক হয়ে যাবে। এরপর জাহাজের সবাই যখন বুঝতে পেরেছিলো এই মহাসাগরের ঠান্ডা পানিতে এই বিশাল জাহাজ আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে তখন সবাই বাচার জন্য দিকবিদিক ছুটাছুটি শুরু করলো তখনও জাহাজের ক্যাপ্টেন সবাইকে শান্ত রাখার বিনোদন দেওয়ার জন্য গিটার বাধ্যযন্ত্র দিয়ে গানের আয়োজন করেছিলো কিন্তু তখন সবাই ভয়ে আতংকে ছুটাছুটি শুরু করেছিলো। এরপর জাহাজের ক্যাপ্টেন যখন বুঝতে পারে যে জাহাজটি ডুবে যাওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না তখন জাহাজের ক্যাপ্টেন জাহাজের হাজার হাজার যাত্রীর কথা না ভাবে নিজেই আত্নহত্যা করেছিলেন হাজার হাজার যাত্রীকে এই মহাসাগরে ভাসিয়ে দিয়ে, এরপরের ইতিহাস সবারই জানা।

Khaled khan shuvo

26/11/2023

টাকা ছাড়া জীবন ভয়ংকর অসুন্দর ! শুধু টাকার কাছে হেরে যায় সকালের রাজসিক ঘুম, বিকেলের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ে, বন্ধুত্বের আবদার, বাবার চিকিৎসা, মায়ের ছেড়া শাড়ি, নিজের শখ- আহ্লাদ। ভালো থাকার স্বপ্ন। টাকা জীবন নয়। তবে টাকা ছাড়া একটা জীবন ভয়ংকর অসুন্দর, অপ্রাপ্তির, অসহায়ত্বের, দীর্ঘস্বাস লুকিয়ে বেঁচে থাকার !

25/11/2023

আমরা কতরকম প্ল্যান করি। এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছিনা। এমন অনাকাঙ্ক্ষিত বিপদ নেমে আসে যে জীবনটাই বদলে যায়। মানুষ মনে করে সবকিছু তাঁর হাতেই আছে। অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে‌ নেই। সবকিছু ওই একজনের হাতেই। সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম? আমরা এত ক্ষুদ্র! এত কম আমাদের ক্ষমতা!

24/11/2023

গোটা একটা জেনারেশন বড় হচ্ছে দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে!!

23/11/2023

পিটার হাসের পরিকল্পনায় বাংলাদেশে সরকারবিরোধী সমাবেশ: রাশিয়া

23/11/2023

বায়ুদূষনের শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা

22/11/2023

অন্যের ভালো চাইতে শিখুন। সৃষ্টিকর্তা আপনার জীবনে ভালো কিছু এনে দিবে!❤️

22/11/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট সেকশনে এসে দেখে যান বাংলা মায়ের "মেধাবী সন্তানরা" কীভাবে হন্যে হয়ে দেশ ছাড়ার পথে এগোচ্ছে।
© ফারজানা নিপা

18/11/2023

ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়ে ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

18/11/2023

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭৭ অবৈধ অভিবাসী আটক : বেশিরভাগই বাংলাদেশি

10/07/2022

আপনি শেষ কবে উপলব্ধি করেছেন যে আপনি পৃথিবীর অন্যতম সুখী মানুষ?

Xiaomi 12S Pro official poster.- Triple Rear Camera- VARIO-SUMMICRON 1.19-24/14-50ASPH (14mm super wide-angle, 50mm foca...
30/06/2022

Xiaomi 12S Pro official poster.

- Triple Rear Camera
- VARIO-SUMMICRON 1.19-24/14-50ASPH (14mm super wide-angle, 50mm focal length)
- Aperture range 1.19-2.4
- ASPH aspheric lens
- Co-partner with Leica
- Harman Kardon certified

21/06/2022

কথাগুলো ❤️❤️

20/06/2022

মানুষকে মিথ্যা আশা দেবেন না

18/06/2022

সিলেটের অবস্থা ভয়াবহ রুপ ধারণা করেছে

17/06/2022
17/06/2022

শক্তির জোরে রিজিক পাওয়া গেলে, বাঘ কোন দিন,না খেয়ে থাকত না এবং চড়ুই পাখি রিজিক-ই পেত না!"
রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না।

17/06/2022

জীবনে চলার পথে এমন একটা কুত্তার জন্যও আপনি পরে যেতে পারেন, তাই জীবন চলার পথে মানুষের মতো দেখতে কুকুর থেকে সাবধান।

আমার বাবা আমাকে বলেছিলেন, খালি পায়ে বল নিয়ন্ত্রণ করা শিখতে, কারণ এতে বলটাকে অনুভব করা যায়। আমিও আমার বাবা কে কথা দিয়েছিল...
13/06/2022

আমার বাবা আমাকে বলেছিলেন, খালি পায়ে বল নিয়ন্ত্রণ করা শিখতে, কারণ এতে বলটাকে অনুভব করা যায়। আমিও আমার বাবা কে কথা দিয়েছিলাম, আমি এমন ভাবে বল কন্ট্রোল করবো, যেমনটা আগে কেউ করতে পারেনি। কিন্তু বাস্তবতা হল, এক জোড়া জুতা কিনে দেওয়ার টাকা আমার বাবার কাছে ছিলো না।

আমি যখন আমার প্রথম গোল্ডেন বল জিতি, তখন আমি আনন্দে কাঁদিনি, আমার বাবা না থাকায় কেঁদেছিলাম।

🗣️ -রোনালদিনহো

09/06/2022

কোন ভারতীয়কে ফুটবল বিশ্বকাপের টিকেট দিচ্ছে না কাতার।

Address

Moscow
0689

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khaled khan shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khaled khan shuvo:

Videos

Share

Category