Let's Go Europe With Nezam

Let's Go Europe With Nezam Visa, Travel info

আসসালামু আলাইকুম, দুই তিনটা বড় ভাইয়ের সাথে কথা বলে  (যারা রোমানিয়া তে দীর্ঘদিন আছে) এবং রোমানিয়ান লইয়ার এর মাধ্যমে ...
14/07/2023

আসসালামু আলাইকুম, দুই তিনটা বড় ভাইয়ের সাথে কথা বলে (যারা রোমানিয়া তে দীর্ঘদিন আছে) এবং রোমানিয়ান লইয়ার এর মাধ্যমে ইনফরমেশন সংগ্রহ করে আমার এই লেখা, যারা অনেক অভিজ্ঞ আছেন রোমানিয়ার বিষয়ে আমার লেখায় যদি কোন ভুল ক্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এবং সংশোধন করে দিবেন, আপনাদের সহযোগিতা এই লেখাটাকে আরো পরিপূর্ণ করে তুলবে, আর যাদের পছন্দ হবে না দয়া করে ইগনোর করবেন , বাজে কমেন্টস করবেন না, তাহলে ভালো কিছু লেখার মন-মানসিকতা নষ্ট হয়ে যায়.....
বিদেশে যাওয়ার কথা আসলেই ইদানীং নন সেনজেন দেশ রোমানিয়ার নাম আসছে সবার আগে। কিন্তু কেন যাবেন আপনি
রোমানিয়া? এমন কি কারন আছে যার জন্য অন্যান্য দেশ বাদ দিয়ে রোমানিয়াই যেতে হবে!
আসুন আলোচনা করা যাক ৪-৫ বছর আগেও যে রোমানিয়ার শ্রমবাজার সম্পর্কে দেশের মানুষের ধারনাও
ছিলোনা কেন আজকে এতটা জনপ্রিয়ঃ
এর সব থেকে বড় কারন হচ্ছে রোমানিয়াতে আপনি সেটেল্ড এবং সিটিজেন হতে পারবেন!
রোমানিয়াতে সেটেল্ড হওয়ার ১ম ধাপ :
রোমানিয়াতে আসার পরেই যে কোম্পানির আন্ডারে আসবেন সেই কোম্পানি আপনাকে TRP করে দিবে। অর্থাৎ -
TRP = Temporary Residence Permit
অনেকেই আমরা এটাকে TRC বলি, অর্থাৎ
TRC = Temporary Residence Card
TRP পাওয়ার জন্য প্রথমেই কোম্পানি আপনার মেডিক্যাল টেস্ট করাবে
যেমন:
* ই সি জি
* সুগার লেভেল
* ব্লাড প্রেশার
এসব সাধারণ কিছু টেস্ট। টেস্ট এর রিপোর্ট আসার পর কোম্পানি আপনার সাথে নতুন করে কন্ট্রাক্ট পেপার সাইন করবে। কন্ট্রাক্ট এর মেয়াদ হবে ১ বছর। অনেকের ধারণা যে, বাংলাদেশ থেকে যে কন্ট্রাক্ট পেপার নিয়ে আসা হয় সেটাই ব্যবহার করে, কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই তা করে না। নতুন কন্ট্রাক্ট পেপার সাইন করিয়ে নিতে চায় কোম্পানি গুলো। তবে এটা কিন্তু উভয় পক্ষের জন্যই ভালো।
কন্ট্রাক্ট পেপার রেডি হওয়ার দু এক দিনের মধ্যে কোম্পানি আপনাকে কাজে জয়েন করাবে। আপনি যদি জেনারেল ওয়ার্কার বা হেলপার পোস্টে আসেন তবে কাজ করার ক্ষেত্রে আপনার নিজস্ব কোন পছন্দ থাকবে না। কোম্পানি আপনাকে যে পজিশনে, যে কাজ করতে বলবে তাই করতে হবে। আর আপনি যদি প্রফেশনাল লেভেলের স্কীল্ড ওয়ার্কার হোন তবে যে কাজের জন্য আপনাকে নিয়ে আসবে সেটাই করতে দিবে। যাই হোক,
আপনি কাজে জয়েন করার সাথে সাথেই কোম্পানি আপনার নামে ইন্সুইরেন্স পলিসি সাইন করবে।
এখন প্রশ্ন আসে TRP কার্ড পাবো কখন -?
রোমানিয়ান লেবার কোড অনুযায়ী, কোন ওয়ার্কার কাজে জয়েন করার সময় হইতে প্রথম ৯০ দিন হচ্ছে তার " প্রভেশনাল পিরিয়ড " অর্থাৎ এই প্রথম ৯০ দিনের মধ্যে কোম্পানি আপনার কাজ পর্যবেক্ষণ করতে পারবে, এবং যদি আপনাকে কাজের উপযুক্ত মনে করে তবেই কার্ডের জন্য আবেদন করবে। কিছু কোম্পানি ১ মাসের মধ্যেই কার্ড এপ্লাই করে দেয়। এটা নির্ভর করে কোম্পানি মালিকের মন মানসিকতার উপরে।
যদি কাজ পছন্দ না হয় তাহলে আইনত কোনো বাধা ছাড়াই কোম্পানি থেকে বের করে দিতে পারে এবং আপনার ওয়ার্ক পারমিট ও কন্ট্রাক্ট পেপার বাতিল করে দিতে পারে। কোন কোম্পানি যদি আপনাকে TRC করে দিতে না চায় অথবা NOC করে দিতে না চায় তার জন্য আপনি যে কাজ পারেন বা কাজ করেছেন, কাজ জানেন এরকম দুই তিনটা ভিডিও তৈরি করে রাখবেন, যেন কোন সমস্যা হলে ইমিগ্রেশনে প্রমাণ হিসেবে দেখাতে পারেন, এটা অনেক কাজে দিবে ( যদি মালিকপক্ষের সাথে কোন ধরনের সমস্যা হয় তার জন্য) ,
কোম্পানি থেকে বের করে দেওয়ার সময় যদি ভিসার মেয়াদ শেষ না হয়ে থাকে তাহলে ভিসার মেয়াদ এর ভেতরে যত দ্রুত সম্ভব অন্য একটা কোম্পানির আন্ডারে নতুন ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে। যদি কারো কার্ড এপ্লাই হওয়ার আগেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, এবং কোম্পানি থেকে বের করে দেয়, তাহলে এটা একটা জটিল সমস্যা তৈরি করবে।
আমরা কেউই চাই না কারো এমন অবস্থা হোক, তারপর ও যদি হয়ে যায় তাহলে কি করনীয় এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরেকটা পোস্ট করবো,
TRP কার্ড আবেদনের জন্য কোম্পানি আপনার নামে Tax পরিশোধ করবে, এবং আপনার জন্য সাইন কৃত " Accommodation Agreement " পেপার, " Medical Report " সহ আপনার পাসপোর্ট এর কপি এবং ওয়ার্ক পারমিট এর কপি অনলাইনে সাবমিট করবে। অনলাইন সাবমিশন হওয়ার ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে সেটি যাচাই-বাছাই করে এপ্রোভ করবে, এবং আপনার নিকটবর্তী কোন এক লোকাল ইমিগ্রেশন অফিস এর ঠিকানায় আপনার "Biometric Enrolment" এর জন্য এপয়েনমেন্ট এর তারিখ জানিয়ে দিবে।
বায়োমেট্রিক এনরলমেন্ট অর্থাৎ যেটাকে আমরা ফিংগার প্রিন্ট বলি।
তারিখ মোতাবেক আপনার অরজিনাল পাসপোর্ট, অরজিনাল ওয়ার্ক পারমিট ও কন্ট্রাক্ট পেপার সহ নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কম্পিউটার কানেক্টেড ডিজিটাল ক্যামেরায় ছবি, ফিংগার প্রিন্ট এবং ডিজিটাল রাইটিং প্যাডে পাসপোর্ট অনুযায়ী সাইন করতে হবে। ফরমালিটি শেষ হবার পর ডেলিভারির তারিখ উল্লেখ করে একটা কালেকশন স্লিপ দেয়া হবে। সাধারণত ৩০ দিন সময় নিবে। এই কাজ গুলো কোম্পানি পক্ষই যে কোন এক immigration Lawyer এর মাধ্যমে করিয়ে নিবে।
সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে একই জায়গা থেকে কার্ড কালেকশন করতে পারবেন।
TRP হাতে পাওয়ার পর আপনি দেখতে পাবেন
আপনাকে ১ বছরের জন্য রেসিডেন্সি দেওয়া হয়েছে এবং আপনার নামে একটা CNP নাম্বার দেয়া হয়েছে।
CNP = Cod Numeric Personal
CNP নাম্বারটা হচ্ছে এদেশের প্রত্যেকটা মানুষের ব্যাক্তি পরিচিতি নাম্বার। এখানকার যাবতীয় অফিসিয়াল কর্মকান্ড, যত কিছুই আছে সব কিছুর জন্য এই একটা CNP নাম্বারই যথেষ্ট।
আর এই CNP নাম্বারটাই আপনার রোমানিয়াতে সেটেল্ড হওয়ার প্রথম চাবি কাঠি।
কার্ড হাতে পাবার পর আপনি চাইলে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন,
মেডিক্যাল সেন্টার অথবা রোমানিয়ান ন্যাশনাল হেলথ্ সিস্টেম এর সাথে সংযুক্ত হতে পারবেন।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় সরকারি বেসরকারি সেক্টর এ সকল কাজেই এই কার্ড ব্যবহৃত হবে।
TRP কার্ড এর মেয়াদের শেষ দিন পর্যন্ত,
বাংলাদেশ, বুলগারিয়া, সাইপ্রাস এবং বাংলাদেশী পাসপোর্ট এর জন্য ভিসা ফ্রী যে সকল দেশ সমূহ রয়েছে সেসব দেশ সমূহে যখন খুশি তখন যেতে আসতে পারবেন। TRP কার্ড এর মেয়াদ যতদিন থাকবে রোমানিয়ান ইমিগ্রেশন আপনাকে রোমানিয়া প্রবেশের ক্ষেত্রে কোন বাধা দিবে না। তবে সতর্কতা সরূপ কোম্পানি থেকে ছুটির NOC নিয়ে যাওয়া উত্তম। তবে সেঞ্জেন দেশসমূহে যেতে পারবেন না। বৈধ ভাবে যেতে হলে ভিসা নিয়ে যেতে হবে।
কিছু অসাধু এজেন্সি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য একেবারে ভিত্তিহীন এই কথাটা বলে থাকে যে, আপনি TRP কার্ড নিয়েই সেঞ্জেনে যেতে পারবেন,,, এটা সম্পুর্ণ ভূল।
রোমানিয়াতে সেটেল্ড হওয়ার দ্বিতীয় ধাপ ::-
আপনার প্রথম রেসিডেন্স পারমিট এর মেয়াদ ১ বছর। তাহলে কিভাবে কি হবে, প্রশ্ন আসে মনে-- এখন আপনি কি করবেন। মূল কথা হচ্ছে আপনাকে কিছুই করতে হবে না। কারন, আপনার যে ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়াতে এসেছিলেন সেই পারমিট টা একটু ভালো করে দেখুন, সেখানে স্পষ্ট অক্ষরে লেখা আছে ""
পারমিট টাইপ - Permanent ,
আবার আপনি যে ভিসা নিয়ে এসেছিলেন সেই ভিসার ভিসার মধ্যে ভিসা টাইপ হচ্ছে D
এখন প্রশ্ন আসে এই ওয়ার্ক পারমিট এর
"Permanent" এবং ভিসায় D এগুলোর মানে কি?
মূলত ওয়ার্ক পারমিটএ এই Permanent শব্দটা এবং ভিসার D অক্ষরটাই আপনার রোমানিয়াতে সেটেল্ড হওয়ার ২য় ধাপ। আসুন একটু বিশ্লেষণ করে দেখি -
রোমানিয়ান সরকার যে কোম্পানির জন্য আপনার ওয়ার্ক পারমিট এপ্রোভাল দিয়েছিলো সেটা স্থায়ী কর্মী হিসেবেই দিয়েছিলো, এর মানে হলো কোম্পানি যদি আপনাকে ১ বছর মেয়াদের পর আরো ১ বছরের জন্য চুক্তি করতে চায় তাহলে আর নতুন কোন ওয়ার্ক পারমিট এর প্রয়োজন হবে না। কারন উক্ত কোম্পানির জন্য আপনাকে স্থায়ী ওয়ার্ক পারমিট দেয়া আছে। সুতরাং ১ম TRP কার্ড এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোম্পানি আপনাকে রাখতে চাইলে শুধুমাত্র TRP কার্ড রিনিউ করার আবেদন করবে। তবে এটা খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ১ম TRP কার্ড এর মেয়াদ ১ মাস থাকা অবস্থায় ২য় TRP কার্ড আবেদন করতে হবে। এই ক্ষেত্রে প্রথম বারের মতো এতো জটিল প্রসেস এর মধ্যে যেতে হবে না। কারণ অলরেডি ওদের সিস্টেম এ আপনার সকল তথ্য জমা আছে, শুধু ফিংগার প্রিন্ট এর জন্য ইমিগ্রেশন অফিসে যেতে হবে, যদি ও ওদের কাছে ফিংগার প্রিন্ট ১ বার দিয়েছেন, তবুও আবার ওরা যাচাই করে দেখতে চাইবে আপনি স্ব শরীরে রোমানিয়াতে উপস্থিত আছেন কি না।
ইনশাআল্লাহ সব ঠিক থাকলে ১ মাসের মধ্যে ২য় TRP পেয়ে যাবেন।
যদি কোন কারনে আপনি কোম্পানি পরিবর্তন করেন তাহলে আপনাকে ১ম কোম্পানি ছেড়ে দেওয়ার ৯০ দিন এর মধ্যে নতুন কোন কোম্পানির মাধ্যমে রোমানিয়ান পুলিশ ক্লিয়ারেন্স সহ নতুন ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে। নতুন কোম্পানির আন্ডারে আপনার ওয়ার্ক পারমিট আসার পর আবার TRC কার্ড এর জন্য ১ম TRC কার্ড এর সমান প্রসেসে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবারো নতুন কোম্পানির ঠিকানায়
" Accommodation Agreement " এবং " Medical Report " লাগবে। এছাড়া আরো কিছু ফরমালিটি আছে,, রোমানিয়াতে কাজ পরিবর্তন বিষয় খুব শীঘ্রই আরো বিস্তারিত লিখবো।
২য় TRP কার্ড এর মেয়াদ ক্ষেত্র বিশেষে ১ বছর অথবা ২ বছর হতে পারে।
কিন্তু CNP নাম্বার এর কোন পরিবর্তন হবে না।
২য় TRP কার্ড চচলাকালীন অবস্থায় আপনি চাইলে দেশ থেকে পরিবার নিয়ে আসতে পারেন, এর জন্য আরো অন্যান্য ফরমালিটিজ আছে, সেটা কিছুদিনের মধ্যে বিস্তারিত পোস্ট করবো ইনশাআল্লাহ।

রোমানিয়াতে সেটেল্ড হওয়ার তৃতীয় ধাপ :: -
আপনি যদি ২য় মেয়াদের মধ্যে কোম্পানি পরিবর্তন না করে থাকেন তাহলে ঠিক ২য় TRP কার্ডের মতোই একই প্রসেসে আপনাকে ৩য় TRC নিতে হবে।
এভাবে ৫ বছর পর্যন্ত আপনাকে কোন না কোন কোম্পানির আন্ডারে থেকে বৈধ ভাবে পার করতে হবে। কারন আপনি এদেশে "D" টাইপ ভিসা নিয়া এসেছিলেন।
কোন কোম্পানির আন্ডারে না থেকে ও আপনি ৫ বছর এখানে বৈধ ভাবে থাকতে পারবেন, সে রাস্তা ও খোলা আছে। ইনশাল্লাহ এই বিষয়ে সামনে পোস্ট করবো, পোস্ট এমনিতেই অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে।

রোমানিয়াতে সেটেল্ড হওয়ার চতুর্থ ধাপ::
চতুর্থ ধাপে কিছু কন্ডিশন আছে -
১.আপনি যে ৫ বছর রোমানিয়াতে পার করবেন, তা শুধু কাজ করে নয়। এখানে কাজ করতে হলে ধৈর্য প্রয়োজন, অনেক ধৈর্য প্রয়োজন, কারণ যেদিন থেকে ১ম TRP কার্ডটি ইস্যু হয়েছে, এবং আপনার CNP নাম্বারটা পেয়েছেন,, তারপর ৫ বছর যাবত এখানে বৈধ ভাবে থাকার চেষ্টা করবেন, সেটা এমনি এমনি হবে না। রোমানিয়াতে যে ভাইয়েরা আছেন, কাজ করছেন, কতটা ধৈর্য প্রয়োজন, তারা ভালো করেই জানেন। যে যাই বলুক না কেনো, যত যা কিছুই হয়ে যাক না‌ কেন সহ্য করতে হবে, কেনো ক্রাইম করা যাবে না। মাথা গরম করা যাবে না, শরীরে গন্ডারের চামড়ার মতো কিছু পড়তে হবে। কারো কথা যাতে গায়ে না লাগে,,পুলিশ ক্লিয়ারেন্স এ কোন দাগ লাগানো যাবে না। এখন বুঝে নিন ধৈর্য কেন প্রয়োজন। সুতরাং ১ম কন্ডিশন হচ্ছে ক্রাইম ফ্রী পুলিশ ক্লিয়ারেন্স। মনে রাখবেন বিনা টিকিট এ বাস অথবা মেট্রোরেল চড়ে যদি পুলিশের হাতে ধরা পড়েন এবং জরিমানা দিতে হয় সেটা ও চতুর্থ ধাপে আমলে নেয়া হবে, বড় কিছু হলে সেটা তো আর কথাই নাই। সুতরাং সাবধান পরিস্কার আমল নামা থাকা চাই।
২.
একটা TRP কার্ড এর মেয়াদ শেষ হওয়ার আগেই অন্য TRP কার্ড আবেদন করতে হবে। কমপক্ষে মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে আবেদন করতে হবে। সুতরাং এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কোন কারনে বিলম্বিত হয় তবে এর জন্য অবশ্যই উপযুক্ত কারণ দর্শাতে হবে।
৩.
এই ৫ বছর সময়ের মধ্যে আপনি সর্বোচ্চ ১০ মাস রোমানিয়ার বাহিরে থাকতে পারবেন। প্রতি বছরে ২ মাস, এককালীন সর্বোচ্চ ৬ মাস,, সর্বসাকুল্যে ১০ মাস। এর বেশী রোমানিয়ার বাহিরে অবস্থান করলে এখানে সেটেল্ড হওয়া যাবে না। আপনি যদি রোমানিয়ার বাহিরে কোন দেশে যান এবং সে দেশে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারীর জন্য লক ডাউন অথবা আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখা হয় সেক্ষেত্রে যতদিন আটকা পড়ে থাকবেন সেটা এই নিয়মের আওতায় পড়বে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই রোমানিয়া প্রত্যাবর্তন হবে। ৫ বছর সময়ের মধ্যে যতবার রোমানিয়ার বাইরে বের হবেন এবং প্রবেশ করবেন খুব সতর্কতার সাথে চেক করে দেখবেন পাসপোর্ট এ আগমণ এবং বহিরাগমণ অর্থাৎ Entry and Exit সীল ঠিক মতো দেয়া হয়েছে কি না।
৪.
যে ৫ বছর সময় আপনি কাজ করবেন, সেই ৫ বছর সময়ের মধ্যে সর্বোচ্চ ১৫ মাস আপনি আপনার বেতনের Tax পরিশোধ না করে থাকতে পারবেন। সুতরাং ৫ বছরে কমপক্ষে ৪৫ মাস রোমানিয়ান সরকারকে আপনার বেতনের Tax পরিশোধ করতেই হবে। এককালীন সর্বোচ্চ ৬ মাস, প্রতি বছরে গড়ে ৩ মাস Tax না দিয়ে থাকতে পারবেন, অন্যথায় সেটেল্ড এর আশা বাদ দিতে হবে।
৫.
যে পাচ বছর আপনি অতিবাহিত করবেন এই সময়টাতে যুক্তিসঙ্গত কোন কারন ছাড়া ন্যাশনাল ইন্সুরেন্স ফাঁকি দিতে পারবেন না।
৬.
আপনাকে অবশ্যই" Satisfactory Level of Romanian Language " অর্থাৎ কমপক্ষে B2 লেভেল এর রোমানিয়ান ভাষা জানতে হবে এবং রোমানিয়ান ভৌগোলিক অবস্থান, পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য, সামাজিক নীতি ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
৭.
জাতীয় স্বার্থ ও নিরাপত্তার আঘাত লাগে এমন কাজ আপনি কখনোই করতে পারবেন না।
সেটেল্টমেন্ট আবেদন কালীন সময়ে খুব নিখুঁত ভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। তাই ৫ বছর অপরাধ থেকে বেচে থাকার পাশাপাশি কোন ব্যাংক একাউন্টে আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক লেনদেন করতে পারবেন না, অবৈধ পথে দেশে টাকা পাঠানো সহ সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে।
৮.
রোমানিয়াতে থাকা কালীন অবস্থায় পুরো ৫ বছরে ইমিগ্রেশন এবং কোম্পানি থেকে প্রাপ্ত সকল ডকুমেন্টস সংগ্রহে রাখতে হবে। সেটেলম্যান্ট আবেদন চলাকালীন অবস্থায় যে কোন সময়ে যে কোন ডকুমেন্টস কাজে লাগতে পারে।
৯.
৫ বছর সময়ের মধ্যে যদি আপনার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে যায় তবে তা যথা সময়ে রিনিউ করে রাখতে হবে। আপনার জন্ম সনদের ইংলিশ ভার্ষনের অরজিনাল কপি বাংলাদেশ এর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে এটি আবার রোমানিয়াতে বাংলাদেশ হাই কমিশন এর মাধ্যমে সত্যায়িত করে রাখতে হবে। বাংলাদেশ এর পুলিশ ক্লিয়ারেন্স এবং জন্ম সনদ দুটোকেই রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট করে রোমানিয়ার নোটারী পাবলিক দ্বারা সত্যায়িত করে রাখতে হবে।
১০.
এটাই সেটেলমেন্ট এর চুড়ান্ত পর্যায়। আপনার সকল ডকুমেন্টস রেডি হয়ে গেলে আপনার প্রথম TRC কার্ড যেদিন ইস্যু হয়েছিলো সেদিন থেকে হিসেব করে ৫৯ মাস (অর্থাৎ ৪ বছর ১১ মাস ) এর সময়ে আপনি " PR" এর জন্য আবেদন করতে পারবেন।
PR = Permanent Residence
স্থায়ী আবাসন সনদ
আবেদনের ৩০ দিনের মধ্যে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এবং রোমানিয়ান ভাষায় আপনার সাথে রোমানিয়ার, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থা, সামাজিক নীতি, আইন কানুন ইত্যাদি সম্পর্কে আপনার সাথে কথা বলা হবে, মোটামুটি ভাবে এসব বিষয়ে আপনি অবগত কিনা সেটা পর্যবেক্ষণ করা হবে। আপনার ইন্টারভিউ রেকর্ড করা হবে। এবং সেটা উচ্চপদস্থ ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে যাচাই-বাছাই করার পর আপনার, ক্রিমিনাল রেকর্ড থেকে শুরু করে সামাজিক জীবন, আচার আচরণ সবকিছুর উপর নিবিড় ও নিখুঁত পর্যবেক্ষণ এর পরে ইনশাআল্লাহ " Permanent Residency " এপ্রোভ করা হবে।
এর জন্য আবেদন সময় হইতে " PR " কার্ড হাতে পাওয়া পর্যন্ত ৬ মাস সময় লাগবে। মেয়াদ হবে ৫ বছর। তবে CNP নাম্বার এর কোন পরিবর্তন হবে না।
PR পাওয়া মানেই শুধু রোমানিয়া নয় পুরো ইউরোপীয়ান ইউনিয়নের জন্য আপনি সম্পুর্ণ বাধা মুক্ত। সেটা হোক সেঞ্জেন অথবা নন সেঞ্জেন।
১১.
এরপর বাকী থাকলো রোমানিয়ান পাসপোর্ট, তখন সেটা হবে শুধু সময়ের অপেক্ষা, .
PR পাওয়ার টিক ৩০ মাস (আড়াই বছর পর) পর থেকে যে কোন সময়, যদি ক্রাইম না করে থাকেন তবে রোমানিয়ান পাসপোর্ট আবেদন করতে পারবেন। ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আবেদন পরবর্তী ৬ মাসের মধ্যে রোমানিয়ান সিটিজেনসিপ স্ট্যাটাস পেয়ে যাবেন। এবং আপনার CNP নাম্বার পরিবর্তন করে দেওয়া হবে। জেনে রাখা ভালো শুধুমাত্র সিটিজেনসীপ পেলেই CNP নাম্বার পরিবর্তন হয়। এবং আপনার সামনে উন্মুক্ত হবে ১৭৯ দেশের ভিসা ফ্রী প্রবেশের সুযোগ, এবং হয়ে যাবেন সর্ব ইউরোপীয়ান নাগরিক।
কি মনে হচ্ছে বলেন তো আপনারা, এটা কি স্বপ্ন,হা অনেকের কাছে তাই,শুধু স্বপ্ন,,
তবে এটা ও সত্যি, স্বপ্ন আগে দেখতে হয়।
যারা পালিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আসবেন, তাদের কাছে এটা শুধুই স্বপ্ন। যারা চলে যাচ্ছেন তাদের কষ্টটা বুঝি, কেনো মানুষ চলে যায় এটা নিয়ে ও লিখবো ইনশাআল্লাহ।
যুক্তরাজ্যের লন্ডনে আজ বাংলাদেশ এর কমিউনিটি এতো বড়ো, ফ্রান্সে, পর্তুগালে, স্পেনে, ইতালিতে, আমেরিকা, কানাডায় কমিউনিটি অনেক বড়ো,এসব এমনি এমনি হয়নি ভাই, এসব অর্জন হাজারো লাখো বাংলাদেশীদের অনেক অনেক কষ্টের বিনিময়ে হয়েছে। আসুন আমরা কষ্ট করতে শিখি, ধৈর্য ধরতে শিখি।
এখানে আসুন। থাকুন, কষ্ট করুন, রোমানিয়াতে বাংলাদেশের কমিউনিটি বড় হবে ইনশাআল্লাহ।
এভাবে যেন পালিয়ে না যাই ভাই🙏,আমাদের পেছেনে যে বাংলাদেশী ভাইয়েরা আসতে চাচ্ছে তাদের পথ যেন আমরা বন্ধ না করি😪। কোন"আলালের ঘরের দুলাল" রোমানিয়াতে আসবেন না, জীবনে যারা কখনো কাজ করেননি তারা এসে বিপদে কেনো পড়বেন? কাজ না জানলে পালানো ছাড়া কোন পথ এখানে খোলা নেই। ধনীর দুলালদের জন্য অনেক আরাম আয়েশের দেশ অপেক্ষা করছে, এই সুন্দর শ্রমবাজার টাকে আপনারা নষ্ট করবেন না 🙏🙏
ধন্যবাদ।
গোলাম মোর্শেদ মানিক

14/07/2023

আলহামদুলিল্লাহ
নিউ দিল্লি তে রোমানিয়া অ্যাম্বাসির নোটিশ
সব এজেন্সীর কাছে ২০২২ সালের যত পারমিট আছে সবগুলো পারমিট তাদেরকে মেইল করতে বলেছে
সবাই ধৈর্য ধরুন খুব দ্রুত 2022 সালে যারা পারমিট পেয়েছেন তারা এপয়েন্টমেন্ট পেয়ে যাবেন

09/07/2023
08/07/2023
07/07/2023
06/07/2023

Romania নিয়ে খুটিনাটি আলোচনা

29/06/2023

বাংলাদেশ থেকে রোমানিয়ার নতুন ফাইল দেওয়া কতটা যুক্তির? কি কি ডকুমেন্টস দিয়ে ফাইলের কাজ শুরু করা যায়। visa

যেসব রাজ্যের নাগরিকদের জন্য রোমানিয়ার ভূখণ্ডে প্রবেশের জন্য স্বল্প-স্থায়ী ভিসা মঞ্জুর করার জন্য আমন্ত্রণ প্রক্রিয়াটি ...
26/06/2023

যেসব রাজ্যের নাগরিকদের জন্য রোমানিয়ার ভূখণ্ডে প্রবেশের জন্য স্বল্প-স্থায়ী ভিসা মঞ্জুর করার জন্য আমন্ত্রণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা আবশ্যক:

প্যালেস্টাইন

জর্ডানের হাশেমাইট কিংডম

মালি প্রজাতন্ত্র

পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ
মরক্কো কিংডম

আলজেরিয়ান গণতান্ত্রিক প্রজাতন্ত্র

এবং জনপ্রিয়

রিপাবলিক অফ সাউথ সুদান

সুদান প্রজাতন্ত্র

অ্যাঙ্গোলা প্রজাতন্ত্র

তিউনিসিয়া প্রজাতন্ত্র

উজবেকিস্তান প্রজাতন্ত্র

ইয়েমেন প্রজাতন্ত্র

মিসরের আরব প্রজাতন্ত্র

সিরিয় আরব প্রজাতন্ত্র

লিবিয়া রাষ্ট্র

চাদ প্রজাতন্ত্র

গণপ্রজাতান্ত্রিক কঙ্গো

শ্রীলঙ্কার গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র

• নাইজেরিয়ার ফেডারেল রিপাবলিক

সোমালিয়া ফেডারেল রিপাবলিক

• প্রজাতন্ত্র ভারত

ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র

ইরাক প্রজাতন্ত্র

ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান

• ইসলামিক রিপাবলিক অফ ইরান

মৌরিতানিয়ার ইসলামিক প্রজাতন্ত্র
ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান

লেবানিজ প্রজাতন্ত্র

26/06/2023

🇪🇺🇷🇴 Old Town Constanta তে তুর্কী ওসমানীয় সাম্রাজ্যের আমলে নির্মিত প্রথম মসজিদ দেখা আমার

25/06/2023
15/06/2023

Romania Park view

Constanca, Romania🇷🇴🇪🇺
15/06/2023

Constanca, Romania🇷🇴🇪🇺

15/06/2023

Rice 1kg 10lei Romania

15/06/2023

Romania তে রান্নার মসলা যেখানে পাবেন

15/06/2023

Romania Super shop

11/06/2023

মাঝ আকাশে বিমানের খাবার গুলোতে কি কি দেওয়া হয়

09/06/2023

মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজ করে লক্ষাধিক টাকা ইনকাম করা যায় যদি কষ্ট করতে পারেন।
প্রবাসে সবচেয়ে বেতন বেশির কাজ। সবচেয়ে কষ্টের কাজ প্রবাস জীবনে বিল্ডিং এর কাজ

08/06/2023

How much is 1 gram of gold in Malaysia?
gold price in Malaysia.
মালয়েশিয়া স্বর্ণের দাম জেনে নিন।
আজকে স্বর্ণের দাম কেমন।



05/06/2023

Romania Embassy interview All documents processing System. রোমানিয়া এম্বাসি নিউ আপডেট।

রোমানিয়ার আজকের আপডেট। রোমানিয়া এম্বাসি তে ইন্টারভিউ দেওয়ার সময় ফাইল গুলো কিভাবে সাজাবেন। ক্লাইন্ট কে স্বশরীরে গিয়ে এম্বাসি ইন্টারভিউ দিতে হবে।



05/06/2023

LENS PARK থেকে চশমা নিলাম ৩ টা অনেক ভালো এবং অন্যান্য চশমার দোকান থেকে দাম ও অনেক কম। চশমার ফ্রেম, গ্লাস কোয়ালিটি,অনেক অনেক ভালো।আপনারাও গিয়ে দেখতে পারেন।
ONLINE ORDER ARE AVAILABLE

04/06/2023

Bangladesh Town VS Malaysia Village
Bangla Singapore vs Malaysia

03/06/2023

রোমানিয়ার ভিসা পাইতে কেমন সময় লাগে।আমার সর্বমোট কত টাকা খরচ হয়েছে। Romania visa update romanina

কি জানতে চান তা রেকর্ড করে ৩০ সেকেন্ড ভয়েজ মেসেজ করবেন।+601137927017
02/06/2023

কি জানতে চান তা রেকর্ড করে ৩০ সেকেন্ড ভয়েজ মেসেজ করবেন।
+601137927017

31/05/2023

নতুনভাবে রোমানিয়া ভিসার জন্য ফাইল দিয়ে প্রতারিত হবেন না। নতুন পারমিট বের হচ্ছে না আর

29/05/2023

Romania Embassy interview and Visa update news
রোমানিয়া ভিসা ও এম্বাসি ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা।

24/05/2023

Alhamdulillah Romania Visa Done, এম্বাসি যে সব প্রশ্ন গুলো আমাকে করেছিল? প্রসেসিং সময়,ভিসার রেসিও কেমন?

16/05/2023

পৃথিবীর একমাত্র সত্যবাদী ও তাহাজ্জুদ আদায়কারী মহিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

06/05/2023

আজব এক রিক্সা টুরিস্টদের কে আলাদা একটা মজা ও আনন্দ দেয় এই রিক্সায়

01/05/2023

SURIA KLCC.
টুইন টাওয়ার মালয়েশিয়া যে কারণে বিখ্যাত।

26/04/2023

Kualalampur to Malacca Tour by Bus.. Malacca tourist attraction places Visit


26/04/2023
24/04/2023

আমেরিকাতে ঈদের খুদবা চলাকালিন সময়ে ভারতীয় এক উগ্রবাদী নারী মসজিদে প্রবেশ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। এই মহিলাটি ভেবেছিল এটা তার নরেন্দ্র মোদির দেশ ভারত 🇮🇳😂

19/04/2023

Traffic system in Malaysia highway

15/04/2023

শর্ট টাইমে মজাদার বেগুন ভর্তা বানাবেন যেভাবে
#বেগুন_ভর্তা
#বেগুনি

11/04/2023

ট্রেনের বগি কিভাবে লাইন পরিবর্তন করে?
১টি ট্রেন কিভাবে বিপরীত লাইনে অনায়াসে চলে আসে দেখুন।
#ট্রেন #বাংলাদেশরেলওয়ে

Address

Constanta

Alerts

Be the first to know and let us send you an email when Let's Go Europe With Nezam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like