T-Talk

T-Talk আমরা মুক্ত আলোচনা করার জন্যে সবার কাছ?

কাতারে বাংলাদেশে যারা ভোটার হবেন তাদের পোস্টাল কোডের সমস্যার এক  সহজ সমাধান করে দিল বাংলাদেশ দূতাবাস কাতার প্রত্যেকের পক...
09/12/2025

কাতারে বাংলাদেশে যারা ভোটার হবেন তাদের পোস্টাল কোডের সমস্যার এক সহজ সমাধান করে দিল বাংলাদেশ দূতাবাস কাতার প্রত্যেকের পক্ষ থেকে থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ দূতাবাস কাতারের প্রতি।

🎉 Huge Congratulations to Our Incredible Women’s Cricket Team! 🎉Our champions proudly lifted the Runners-Up Trophy at th...
02/12/2025

🎉 Huge Congratulations to Our Incredible Women’s Cricket Team! 🎉

Our champions proudly lifted the Runners-Up Trophy at the grand event organized by the International Cricket Council (ICC) in association with QCA, competing among 100+ teams at the prestigious Criiio Cricket Festival.

With the esteemed presence of
• ICC Chairman Mr. Jay Shah
• Indian Ambassador Mr. Vipul ji
• QCA President Sheikh Abdulaziz bin Saoud Al-Thani

—our team delivered an outstanding performance and made us immensely proud. 🏏🌟

Your hard work, dedication, and spirit have truly shone on this remarkable stage. Congratulations once again!

25/10/2025

এক্সেল মানেই স্মার্ট অফিস ও স্মার্ট ওয়ার্ক। কিন্তু এক্সেলকে সত্যিকারের “সহজ” করতে হলে শর্টকাটগুলো জানা খুব দরকার!

এই ১০০টি শর্টকাট সময় বাঁচাবে ৩ গুণ, আর সবাই ভাববে — তুমি অফিসের Excel Boss! 👇

---

🧠 👉 সাধারণ (General) শর্টকাট
1️⃣ Ctrl + N → নতুন ফাইল
2️⃣ Ctrl + O → ফাইল ওপেন
3️⃣ Ctrl + S → সেভ
4️⃣ Ctrl + P → প্রিন্ট
5️⃣ Ctrl + Z → Undo
6️⃣ Ctrl + Y → Redo
7️⃣ Ctrl + F → খোঁজা
8️⃣ Ctrl + H → রিপ্লেস
9️⃣ Ctrl + A → সিলেক্ট অল
🔟 Ctrl + C → কপি

---

📋 👉 ডাটা এডিটিং শর্টকাট
11️⃣ Ctrl + X → কাট
12️⃣ Ctrl + V → পেস্ট
13️⃣ Ctrl + Alt + V → Paste Special
14️⃣ Alt + Enter → এক সেলে নতুন লাইন
15️⃣ F2 → সেল এডিট
16️⃣ Ctrl + D → উপরের সেল কপি নিচে
17️⃣ Ctrl + R → বাম দিকের সেল কপি ডানে
18️⃣ Delete → সেল ক্লিয়ার
19️⃣ Ctrl + Shift + “+” → নতুন রো বা কলাম অ্যাড
20️⃣ Ctrl + “–” → রো বা কলাম ডিলিট

---

📈 👉 ফর্মুলা ও ক্যালকুলেশন শর্টকাট
21️⃣ Alt + = → AutoSum
22️⃣ Shift + F9 → এক্টিভ শিট ক্যালকুলেট
23️⃣ Ctrl + ` → ফর্মুলা দেখা
24️⃣ F4 → Absolute Reference ($) যোগ করা
25️⃣ Ctrl + Shift + Enter → Array Formula

---

📅 👉 সেল নেভিগেশন শর্টকাট
26️⃣ Ctrl + → → ডেটার শেষ পর্যন্ত যাওয়া
27️⃣ Ctrl + ↑ → উপরের ডেটার শুরুতে যাওয়া
28️⃣ Home → সারির শুরুতে যাওয়া
29️⃣ Ctrl + Home → শিটের শুরুতে যাওয়া
30️⃣ Ctrl + End → শেষ ডেটা সেলে যাওয়া

---

🎨 👉 ফরম্যাটিং শর্টকাট
31️⃣ Ctrl + 1 → Format Cells
32️⃣ Ctrl + B → Bold
33️⃣ Ctrl + I → Italic
34️⃣ Ctrl + U → Underline
35️⃣ Alt + H + H → সেল কালার
36️⃣ Alt + H + B → বর্ডার
37️⃣ Ctrl + Shift + $ → Currency Format
38️⃣ Ctrl + Shift + % → Percentage Format
39️⃣ Ctrl + Shift + # → Date Format
40️⃣ Ctrl + 5 → Strikethrough

---

📊 👉 ডাটা টুলস ও টেবিল শর্টকাট
41️⃣ Ctrl + T → Table তৈরি
42️⃣ Ctrl + L → Data List
43️⃣ Alt + A + T → Filter চালু
44️⃣ Ctrl + Shift + L → Filter অন/অফ
45️⃣ Alt + ↓ → ড্রপডাউন খোলা
46️⃣ Alt + N + V → Pivot Table
47️⃣ Alt + F1 → চার্ট ইনসার্ট
48️⃣ F11 → নতুন চার্ট শিট
49️⃣ Ctrl + Q → Quick Analysis
50️⃣ Alt + A + E → Text to Columns

---

📋 👉 ওয়ার্কশিট ম্যানেজমেন্ট শর্টকাট
51️⃣ Ctrl + Page Up → আগের শিট
52️⃣ Ctrl + Page Down → পরের শিট
53️⃣ Shift + F11 → নতুন শিট
54️⃣ Alt + E + L → শিট ডিলিট
55️⃣ Alt + O + H + R → শিট রিনেম

---

🧩 👉 নির্বাচিত ডাটা মুভমেন্ট
56️⃣ Shift + Arrow → সেল সিলেক্ট
57️⃣ Ctrl + Shift + Arrow → পুরো ডেটা রেঞ্জ সিলেক্ট
58️⃣ Ctrl + Space → পুরো কলাম সিলেক্ট
59️⃣ Shift + Space → পুরো রো সিলেক্ট
60️⃣ Ctrl + “-” → সিলেক্টেড সেল ডিলিট

---

🕹 👉 সময় বাঁচানো এক্সেল শর্টকাট
61️⃣ Ctrl + 9 → রো হাইড
62️⃣ Ctrl + Shift + 9 → রো আনহাইড
63️⃣ Ctrl + 0 → কলাম হাইড
64️⃣ Ctrl + Shift + 0 → কলাম আনহাইড
65️⃣ Alt + F8 → ম্যাক্রো রান
66️⃣ Ctrl + K → হাইপারলিংক
67️⃣ Alt + F11 → VBA Editor ওপেন
68️⃣ Ctrl + F3 → নাম ডিফাইন
69️⃣ Alt + Enter → সেলে নতুন লাইন
70️⃣ F7 → স্পেল চেক

---

💡 👉 অ্যাডভান্স টিপস শর্টকাট
71️⃣ Ctrl + Alt + F9 → সব ফর্মুলা রিফ্রেশ
72️⃣ Ctrl + Alt + Shift + F9 → পুরো ওয়ার্কবুক ক্যালকুলেট
73️⃣ Ctrl + Shift + F3 → নাম তৈরি
74️⃣ Ctrl + Shift + “@” → টাইম ফরম্যাট
75️⃣ Ctrl + ; → আজকের তারিখ
76️⃣ Ctrl + Shift + : → বর্তমান সময়
77️⃣ Ctrl + F10 → উইন্ডো ম্যাক্সিমাইজ
78️⃣ Ctrl + F9 → উইন্ডো মিনিমাইজ
79️⃣ Alt + F4 → এক্সেল বন্ধ
80️⃣ F12 → Save As

---

🔥 👉 প্রো লেভেল শর্টকাট (Boss Mode)
81️⃣ Alt + H + D + C → কলাম ডিলিট
82️⃣ Alt + H + D + R → রো ডিলিট
83️⃣ Alt + W + F + F → Freeze Panes
84️⃣ Alt + A + M → Remove Duplicates
85️⃣ Alt + H + O + I → AutoFit Column Width
86️⃣ Alt + H + O + A → AutoFit Row Height
87️⃣ Alt + A + Q → Quick Access Toolbar
88️⃣ Ctrl + Shift + L → Filter Toggle
89️⃣ Ctrl + Shift + “+” → Add Cell
90️⃣ Ctrl + Shift + “_” → Remove Border

---

🧠 👉 শেষ ১০টি বোনাস শর্টকাট (স্মার্টদের জন্য)
91️⃣ Ctrl + 8 → Outline Symbols দেখানো/লুকানো
92️⃣ Ctrl + Shift + Tab → উইন্ডো পরিবর্তন
93️⃣ Alt + Shift + F1 → নতুন ওয়ার্কশিট
94️⃣ Shift + F3 → Function Wizard
95️⃣ Ctrl + Shift + F → ফন্ট সেটিংস
96️⃣ Ctrl + Shift + O → Comments থাকা সেল হাইলাইট
97️⃣ F9 → Formula Evaluate
98️⃣ Ctrl + F6 → ওপেন ফাইল পরিবর্তন
99️⃣ Ctrl + Shift + U → Formula Bar Expand
💯 Ctrl + Alt + Shift + S → Sort Dialog

---

💬 শেষ কথা:
এই শর্টকাটগুলো প্র্যাকটিস করলে এক্সেল হবে তোমার বাম হাতের খেলা!

তাহলে কি কফিল বা স্পনসর থাকবে না?হ্যাঁ, থাকবে।তবে আগের মতো একতরফা ক্ষমতা আর কফিলের হাতে নেই।নতুন নিয়মে প্রবাসীদেরও রয়েছে...
24/10/2025

তাহলে কি কফিল বা স্পনসর থাকবে না?

হ্যাঁ, থাকবে।
তবে আগের মতো একতরফা ক্ষমতা আর কফিলের হাতে নেই।
নতুন নিয়মে প্রবাসীদেরও রয়েছে অনেক স্বাধীনতা ও অধিকার।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, সৌদি আরবে কাফালা (স্পনসরশিপ) প্রথা পুরোপুরি বাতিল করা হয়েছে।
এতে অনেক প্রবাসী ভাইয়েরা বিভ্রান্ত হয়েছেন।
কিন্তু আসলে বিষয়টি একটু ভিন্ন — পুরো প্রথা বাতিল নয়, বরং সৌদি সরকার “Qiwa সিস্টেম” চালুর মাধ্যমে কাফালা পদ্ধতির বড় অংশ সংস্কার করেছে।

আসলে কী পরিবর্তন এসেছে?

সৌদি আরবে অনেক আগে থেকেই ধীরে ধীরে আংশিকভাবে কাফালা সিস্টেম তুলে দেওয়া হয়েছে।
এর পরিবর্তে চালু করা হয়েছে Qiwa (কিওয়া) সিস্টেম, যার মূল লক্ষ্য হলো—
প্রবাসী কর্মীদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা

সরকার এখন এই সিস্টেমকে আরও উন্নত করতে নতুন কিছু সুযোগ-সুবিধা ও সংস্কার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

এখন আপনি চাইলে—
• চাকরি পরিবর্তন করতে পারবেন,
• দেশে ফেরার অনুমতি নিতে হবে না,
• নিজের অধিকার অনলাইনে দাবি করতে পারবেন।

এই সবকিছুই হচ্ছে নতুন Qiwa সিস্টেমের মাধ্যমে ডিজিটালভাবে নিয়ন্ত্রিত ও সুরক্ষিত।

প্রবাসীদের নতুন অধিকার ও সুবিধাসমূহ

1️⃣ চাকরি পরিবর্তনের স্বাধীনতা

চুক্তির মেয়াদ শেষে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই আপনি অন্য কোম্পানিতে যোগ দিতে পারবেন।
Qiwa প্ল্যাটফর্মে অনলাইনে ট্রান্সফার আবেদন করলেই যথেষ্ট।

2️⃣ নিশ্চিন্তে দেশে ফেরা

ছুটি বা স্থায়ীভাবে দেশে ফেরার জন্য আর কফিলের অনুমতির দরকার নেই।
আপনি সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।

3️⃣ মজুরি সুরক্ষা ব্যবস্থা (Wage Protection Program)

এই প্রোগ্রামের মাধ্যমে সৌদি সরকার নিশ্চিত করে যে,
আপনার বেতন সময়মতো ও সঠিক পরিমাণে দেওয়া হচ্ছে কি না—
সব কিছুই ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা হয়।

4️⃣ গৃহকর্মী সুরক্ষা (Musaned Program)

গৃহকর্মীদের জন্য এখন রয়েছে বীমা সুবিধা ও আইনি সুরক্ষা।
চুক্তি অনুযায়ী বেতন, ছুটি ও নিরাপত্তা নিশ্চিত করছে সরকার।

5️⃣ সুবিধাজনক ছুটি
• বছরে ২১ দিন বেতনসহ ছুটি (৫ বছর পর ৩০ দিন)
• অসুস্থতার জন্য ছুটি
• বিশেষ প্রয়োজনে (বিয়ে, মৃত্যু, সন্তান জন্ম) ছুটি

সবই এখন আইনের আওতায় এবং অনলাইনে ট্র্যাক করা যায়।

⚙️ নতুন ব্যবস্থার মূল লক্ষ্য

🔹 প্রবাসীদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করা
🔹 মানবাধিকার রক্ষা
🔹 কর্মস্থলে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা।

22/10/2025

দেশবাসী চায় হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এখনই ফিরে আসুক, এটা আজকের ট্রেলার

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের সঙ্গে স্ত্রী সাবিকুন নাহার সারাহের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়েছে।
21/10/2025

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের সঙ্গে স্ত্রী সাবিকুন নাহার সারাহের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়েছে।

শীতের আগমনী বার্তা নিয়ে আসে হেমন্ত। এ সময়ে প্রকৃতি মায়াময় রূপ নেয়। বিশেষ করে দিনান্তে কুয়াশার পটভূমিতে সূর্য অস্ত যাওয়ার...
21/10/2025

শীতের আগমনী বার্তা নিয়ে আসে হেমন্ত। এ সময়ে প্রকৃতি মায়াময় রূপ নেয়। বিশেষ করে দিনান্তে কুয়াশার পটভূমিতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য মন কাড়ে। হেমন্তের পড়ন্ত বিকেলের ছবিগুলো সিলেট সদরের শিবেরবাজার ও রায়েরগাঁও এলাকা থেকে গত রোববার তোলা।
ছবি: আনিস মাহমুদ

21/10/2025
বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার জিতলেন বিগ টিকেটের ২০ মিলিয়ন দিরহাম আজ শুক্রবার আবুধাবিতে  অনুষ্ঠিত বিগ টিকিট এর...
08/10/2025

বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার জিতলেন বিগ টিকেটের ২০ মিলিয়ন দিরহাম
আজ শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট এর সেপ্টেম্বরের ড্রতে আবুধাবি প্রবাসী বাংলাদেশি প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার পিতা নুর নবি সরদার ২০ মিলিয়ন দিরহাম গ্র্যান্ড প্রাইজ জিতেছেন।

12/09/2025

বলছিলাম সিসি টিভি ফুটেজ আসবে। শান্তিপূর্ণভাবে ছাত্রীরা ভোট দিচ্ছিলেন। কর্নারে আগে হয়তো একটা মেয়ে ব্যালট ফেলে যায়, ওটা তোলার দৃশ্যও আছে। আগের সকল ফুটেজ আছে। স্বাভাবিক ভোট কার্যকর চলছে।

পরবর্তী ভিডিওতে তিনি যখন জলী ম্যামকে শাসাচ্ছিলেন সেই ফুটেজও এখানে আছে। দরজা বন্ধ রাখা, অন্য কেউ প্রবেশ এসব কিছু নাই। সব নিজের বানোয়াট কথা। এই ফুটেছটা দেখলেই বুঝবেন। ছাত্রীরা স্বাভাবিকভাবে ভোট দিচ্ছিলেন। তখন তিনি গিয়ে পরবর্তী গোলযোগগুলো তৈরি করে।

প্রবেশ করার আগে বলছিলেন- 'এটা জলির হল না? দেখো কী করি?, জলি ম্যাম হিজাবি জন্যই তার প্রতি এতো বিদ্বেষ।

নিজে গোলযোগ তৈরি করে ভিডিও করেন, পরবর্তীতে ছাত্রী সংস্থার বোনদের উপর মিথ্যা ভোট কারচুপির অভিযোগ চাপায়। এসব ভিডিও আবার ছাত্রদল ও বামদের সরবরাহ করে।

জাকসুর সকল ভোট সিসিটিভির মধ্যে হয়েছে। ভোট গণনাও সিসিটিভির মধ্যে হচ্ছে।

- জাকসু নিউজ

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস
12/09/2025

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।3. MidJourney.com – সে...
29/08/2025

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।
2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।
3. MidJourney.com – সেকেন্ডে আর্ট বা ছবি তৈরি করে।
4. Hellowarrant.com – মার্কেটিং কমপ্লায়েন্সের জন্য এআই সহায়তা।
5. Heygen.com – এআই অবতার তৈরি করে।
6. Soundraw.io – কয়েক সেকেন্ডে গান বানায়।
7. Ranked.ai – গুগলে র‌্যাঙ্ক বাড়াতে সাহায্য করে।
8. Submagic.co – লম্বা ভিডিওকে ছোট ক্লিপে পরিণত করে।
9. SlidesAI.io – স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করে।10. PicWish.com – দ্রুত ছবি এডিট করে।
11. Fastread.io – ইবুক তৈরি করো সহজেই।
12. Bibley.io – বাইবেল স্টাডির জন্য এআই টুল।
13. Manus.im – যেকোনো অ্যাপ কোড করে দেয়।
14. Capsho.com – পডকাস্টকে কনটেন্টে রূপান্তর করে।
15. Webinarkit.com – ওয়েবিনারের জন্য এআই টুল।
16. Creatorunlock.com – ইউটিউব ক্রিয়েটরদের সহায়তা করে।
17. Grok.com – সব সমাধান দেয়, তবে একটু রসিক ভঙ্গিতে।
18. Adcreative.ai – বিজ্ঞাপনের জন্য দুর্দান্ত এআই টুল।
19. Canva.com – ডিজাইন করো যেকোনো কিছু।
20. Fastphoto.io – এআই হেডশট ছবি তৈরি করে।
21. askcoachken.com – এআই সম্পর্ক বিষয়ক কোচ।
22. threadmaster.ai – ভাইরাল ফেসবুক থ্রেড তৈরি করে।
23. V0.dev – ফ্রন্টএন্ড মকআপ তৈরি করো সহজে।
24. suno.com – এআই দিয়ে গান তৈরি করো।
25. keywordsearch.com – বিজ্ঞাপনের কনভার্সন বাড়ায়।
26. labs.google – গুগলের এআই ভিডিও মেকার।
27. Beautiful.ai – ঝকঝকে এআই প্রেজেন্টেশন বানায়।
28. Remove.bg – সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দেয়।
29. Uizard.io – স্কেচকে UI মকআপে রূপান্তর করে।
30. Aiva.ai – এআই দিয়ে সুর তৈরি করে।
31. AnimaApp.com – ডিজাইনকে কোডে রূপান্তর করে।
32. Replika.ai – এআই সম্পর্ক সঙ্গী।
33. notebooklm.google.com – যেকোনো লেখা থেকে পডকাস্ট বানায়।
34. Photes.io – ছবিকে টেক্সট নোটে পরিণত করে।
35. Magai.ai – সব এআই মডেল এক জায়গায়।
36. Abdulla Al Mamun - ক্যারিয়ার নিয়ে গাইড করে
37. fastpedia.io – এআই টুলের ডিরেক্টরি।
38. kuse.ai – ChatGPT কে হোয়াইটবোর্ডে নিয়ে আসে।
39. createanything.com – অ্যাপ আর ওয়েবসাইট তৈরি করো।
40. snowglobe.so – ইউজার টেস্টিং সিমুলেট করে।
41. sintra.ai – এআই এজেন্টদের টিম তৈরি করে।
42. livex.ai – কাস্টমার ধরে রাখতে এআই এজেন্ট।
43. Revatto.com – গ্রাহক হারানো কমাতে সাহায্য করে।
44. clueso.io – মিনিটে প্রোডাক্ট ভিডিও বানায়।
45. skala.io – স্টার্টআপের জন্য লিগ্যাল প্ল্যাটফর্ম।
46. n8n.io – অটোমেশন করো যেকোনো কাজ।
47. beehiiv.com – ক্রিয়েটরদের জন্য সেরা নিউজলেটার টুল।
48. blur-it.app – সংবেদনশীল তথ্য ব্লার করে।
49. perplexity.ai – সেরা এআই সার্চ ইঞ্জিন।
50. CopyOwl.ai – আর্টিকেল নিয়ে গভীর গবেষণা করে।

#পোস্ট - #সংগৃহীত

Access the best tools available in email, helping your newsletter scale and monetize like never before.

Address

Anaiza

Telephone

+97433492465

Website

Alerts

Be the first to know and let us send you an email when T-Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T-Talk:

  • Want your business to be the top-listed Media Company in Anaiza?

Share