Rs Seyam Chowdhury

  • Home
  • Rs Seyam Chowdhury

Rs Seyam Chowdhury Hello Guys.

I'm Rs Seyam Chowdhury,
Welcome to My Page ↙️

🫰আমি একজন কাতার প্রবাসী, এই পেইজটি খুলা হয়েছে
শুধু বিনোদনের উদ্দেশ্যে 🎥 কাউকে কোনো রকম Haresment করার জন্য নয় 📌🚫 সবাইকে পাশে থাকার জন্য Thank You 🫰🫶
https://www.intagram.com/raihankhan719

05/02/2025
কাতারের Downtown 🖤🖤🥀🥀🥀🥰🥰🇧🇭🇧🇭🇧🇭
17/01/2025

কাতারের Downtown 🖤🖤🥀🥀🥀🥰🥰🇧🇭🇧🇭🇧🇭

Night View In Qatar  ( কাতারে রাতের সৌন্দর্য ) 🫰🖤
15/01/2025

Night View In Qatar ( কাতারে রাতের সৌন্দর্য ) 🫰🖤

12/01/2025

🖤

12/01/2025

তুমি তো বসন্তের ফুলের চেয়েও সুন্দরী ゚viralfbreelsfypシ゚viral ゚

💞
02/12/2024

💞

20/07/2024

শনিবারে ঢাকা শহরের অবস্থা

শুক্রবার মধ্যরাতে সরকারের সাথে আট দফা দাবি নিয়ে আলোচনা করেছে কোটা বিরোধী দল। তবে ভালো কোনো আশানোরুপ খবর পাওয়া যায়নি।শনিব...
20/07/2024

শুক্রবার মধ্যরাতে সরকারের সাথে আট দফা দাবি নিয়ে আলোচনা করেছে কোটা বিরোধী দল। তবে ভালো কোনো আশানোরুপ খবর পাওয়া যায়নি।
শনিবার সারাদেশে কার ফিউ জারি করেছে সরকার।
সুত্র : বিবিসি নিউজ

19/07/2024

17/07/2024

শিক্ষায় যদি হয় জাতির মেরুদণ্ড....
তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরাই দেশের হৃদপিণ্ড।
আর কোনো রক্ত,চাই না চাই না ☝️✊

শিক্ষায় যদি হয় জাতির মেরুদণ্ড.... তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরাই দেশের হৃদপিণ্ড। আর কোনো রক্ত,চাই না চাই না ☝️✊
17/07/2024

শিক্ষায় যদি হয় জাতির মেরুদণ্ড....
তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরাই দেশের হৃদপিণ্ড।
আর কোনো রক্ত,চাই না চাই না ☝️✊

28/04/2024

কে ছেড়ে গেলো, কে ইগ্নোর করলো, আর কে পেছনে বদনাম করলো, তা দেখার সময় নেই! কিন্তু কে থেকে গেলো, কে খারাপ সময়ে পাশে থাকলো, সেইটা আমার কাছে most Important.🖤

নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য...
16/02/2024

নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশ

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে।

কোরিয়ান ভাষা পারদর্শী (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) সম্ভাব্য নিবন্ধন আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ এবং সাধারণ (লটারি) সম্ভাব্য নিবন্ধন আগামী ৪ ও ৫ মার্চ ২০২৪ তারিখ।

প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (সনদ বাধ্যতামূলক);
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (এ সংক্রান্ত সনদ বাধ্যতামূলক);
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। আগামীকাল এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rs Seyam Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rs Seyam Chowdhury:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share