05/05/2023
মৃত্যুই হচ্ছে ব্যস্ত জীবনের সমাপ্তি,
ব্যস্ততায় নামাজের জন্য সময় হয় না,
ব্যস্ততায় পিতা-মাতাকে সেবা করা হয় না,
ব্যস্ততায় প্রতিবেশীর খোঁজ নেওয়া হয় না,
ব্যস্ততায় ফরজ পড়ে সুন্নত পড়ার সময় হয়না,
হে আল্লাহ আমার সকল ব্যস্ততা যেন আপনার ইবাদতের জন্য আর অবসর সময়টা যেন কাজের জন্য হয়।