Bike Bazar BD

Bike Bazar BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bike Bazar BD, Video Creator, Doha.

বাইকের সার্ভিসিং একটি স্ক্যাম_____________________________বাইকের সার্ভিসিং একটি ধোকাবাজির নাম। এটি শোরুম এর একটি ধান্দাব...
22/06/2024

বাইকের সার্ভিসিং একটি স্ক্যাম
_____________________________

বাইকের সার্ভিসিং একটি ধোকাবাজির নাম। এটি শোরুম এর একটি ধান্দাবাজি। আমাদের ব্রেইন ওয়াশ করে দিয়েছে।

বাইক ছাড়া দুনিয়াতে এমন কোনো বাহন দেখাতে পারবেন যে, কেনার পর সার্ভিসিং এর নামে শুধু শুধু কোনো সমস্যা ছাড়াই পার্ট পার্ট খুলে আবার ফিটিং করতে? আমি অন্তত দেখিনি এমন।
বাইক টি কোম্পানি থেকে দক্ষ কারিগর দিয়ে এবং উন্নতমানের মেশিন দিয়ে আসেম্বল করে দেয় আমাদের হাতে। আর আমরা এটা কিনে শোরুম এর অদক্ষ পিচ্ছি ছেলেদের দিয়ে পার্ট পার্ট খুলে আবার ফিটিং করি।
বাইকে সমস্যা হলেই শুধু কাজ করানো উচিত। নির্দিষ্ট সমস্যার জন্যে নির্দিষ্ট কাজ।

আমি আমার ৯বছর এর বাইকিং অভিজ্ঞতায়, প্রত্যেক ১/২হাজার কিমি পর পর সার্ভিসিং করিয়ে দেখেছি আবার ২বছর কোনো ভাঁওতাবাজি মার্কা মাস্টার সার্ভিস অথবা ফুল সার্ভিস অর্থাৎ খুলে আবার লাগানো সার্ভিস না করিয়ে দেখেছি। ফলাফল হলো খুলে লাগানো তে আমার লস বেশি হয়েছে। ভালো বাইক সার্ভিসিং করে দেখি নতুন সমস্যার আগমন।

হ্যাঁ, সার্ভিসিং করলে বাইকের ইন্টার্নাল পার্টস সম্পর্কে জানা যায়। যেমন, ব্রেক পেড এর অবস্থা, স্পার্ক প্ল্যাগ ও এয়ার ফিল্টার সম্পর্কে।

সেটা সার্ভিসিং ছাড়াই জানা যায়।
এইসব টাকা নষ্ট মার্কা সার্ভিসিং না করিয়ে রেগুলার মেইনটেনেন্স করুন যেমন প্রত্যেক ৪/৫হাজার কিমি পর পর এয়ার ফিল্টার ও প্লাগ পরিবর্তন। প্রতি দুইটি অথবা তিনটি ইঞ্জিন ওয়েল ড্রেইনের সাথে সাথে ওয়েল ফিল্টার পাল্টান।

বাইকের কোনো অংশের নাট বা জয়েন্ট লুজ হয়ে শব্দ করলে শুধু সেটাই পরিবর্তন বা ঠিক করুন।
এবং শান্ত ভাবে রাইড করুন দেখবেন বাইকে অযথা টাকা খরচ করা লাগছেনা।

এত কষ্ট করে লিখাটি লিখার একটাই উদ্দেশ্য, অযথা নিজের পয়সা অপচয় না করে সেটা অন্য ভালো কাজে লাগান। গরীব দুঃখীদের সহায়তা করুন, যথাসম্ভব।

ইঞ্জিন ওয়েল এর স্ক্যামের ব্যাপারেও আমার আক্ষেপ আছে তবে অনেকেই ইঞ্জিন এর সেফটির জন্য জলদি ড্রেইন দিয়ে দেয় সেটা তার নিজস্ব ব্যাপার তবে ইঞ্জিন ওয়েল এবং সার্ভিসিং নিয়ে আমাদের মগজ খুব ভালোভাবেই ওয়াশ করেছে তারা।

বন্ধু বানানো মেশিন!❤️‍🩹
16/06/2024

বন্ধু বানানো মেশিন!❤️‍🩹

09/06/2024

অপমানিত হওয়ার ভয়ে কারো বাইকের চাবি চাই-না __🙂🥲

নো হেলমেট, নো ফুয়েল 😄😜
21/05/2024

নো হেলমেট, নো ফুয়েল 😄😜

শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিমিতে
14/05/2024

শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিমিতে

মোবাইল কোম্পানি টাওয়ার বসিয়ে যদি জমির ভাড়া দিতে পারে তাহলে বিদ্যুৎ কোম্পানি খুটি বসিয়ে জমির ভাড়া দিতে পারবে না কেনপ...
12/05/2024

মোবাইল কোম্পানি টাওয়ার বসিয়ে যদি জমির ভাড়া দিতে পারে
তাহলে বিদ্যুৎ কোম্পানি খুটি বসিয়ে জমির ভাড়া দিতে পারবে না কেন
পক্ষে থাকলে হ্যাঁ বলুন
শেয়ার করুন।

টাকা দিয়ে প্রতারিত হলে, এডমিন দায়ী থাকবে না।আমাদের গ্রুপে বর্ডার ক্রস বাইকের সেল পোস্ট অনুমোদন করা হয় না।তার পরেও আপনাদে...
12/05/2024

টাকা দিয়ে প্রতারিত হলে, এডমিন দায়ী থাকবে না।
আমাদের গ্রুপে বর্ডার ক্রস বাইকের সেল পোস্ট অনুমোদন করা হয় না।
তার পরেও আপনাদের সর্তক করা হলো ✅✅

10/05/2024
03/05/2024

বাবার সামর্থ্য ছিল না, তাই বাইক কিনে দিতে পারে নাই, তার জন্য বাবার প্রতি কোন রাগ অভিমান অভিযোগ কিছুই নেই।
ইনশাআল্লাহ নিজের স্বপ্ন নিজেই পূর্ণ করবো ইনশাআল্লাহ💝💔

01/05/2024

তেলের দাম আবারও কমলো 🤦‍♂️

পরামর্শ যাচ্ছি, কোনটা নিলে ভালো হবে.??
27/04/2024

পরামর্শ যাচ্ছি, কোনটা নিলে ভালো হবে.??

26/04/2024

বাংলাদেশ পৃথিবীর কততম শক্তিশালী রাষ্ট্র 🤔🤔

26/04/2024

বাংলাদেশ কেন উন্নতি জানেন.?
2 Lak টাকার বাইক 5 Lak টাকায় বিক্রি🤦‍♂️
এতো টাকা ভ্যাট নেয়🤦‍♂️
এটাকেই বলে উন্নতি😄

এটা কোন দেশের পুলিশের গাড়ি হতে পারে..? বলতে পারলে পুরস্কার আছে 🙂💝
24/04/2024

এটা কোন দেশের পুলিশের গাড়ি হতে পারে..?
বলতে পারলে পুরস্কার আছে 🙂💝

24/04/2024

20-70 হাজারের মধ্য একটি ফ্রেস বাইক লাগবে।
কারো কাছে থাকলে যোগাযোগ করুন।

Address

Doha

Telephone

+97466130056

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bike Bazar BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bike Bazar BD:

Videos

Share

Category