28/11/2023
ইতিহাস নিয়ে তারাই কথা বলে যাদের ইতিহাস আছে। ইতিহাস গড়া হয় অহংকার করার জন্য। যাদের বাপ দাদার জমিদারি আছে তারাই বাপ দাদাকে নিয়ে অহংকার করতে পারে। যাদের নেই তারাতো আর করতে পারবে না। যেমন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই কথাটা একটা ইতিহাস। কিন্তু প্রতিটা বাঙ্গালি সেই কথা এখনও বলে আগামী ১০০ বছর পরেও বলবে। তাহলে ব্রাজিলের ৫ টা কাপ আছে ইতিহাসের সেরা দল এই কথাটা বললে অন্যদের লাগে কেনো। এখন আর্জেন্টিনার ফ্যানদের উদ্দেশ্যে একটা কথা বলি। মেসির বয়স ৩৫ সে বরজোর আর ৫ বছর খেলবে। তারপর অবসরে যাবে। ২০৪০ সালে মেসি হয়ে যাবে পুরনো ইতিহাস। তখন কি তারা মেসিকে নিয়ে গর্ব করবে না? তারা মেসিকে নিয়ে কথা বলবে না? তখন তো ঠিকই বলবে মেসির ৮ টা ব্যালন। তাই তাদের বলি এইসব বলা ছেড়ে দেন যে ইতিহাসে আছে এখন কি আছে। ভাই আমরা ২০১৯ এ কোপা জিতেছি। এইটা বর্তমানই। আর ফুটবলিং নেশন কথা টা যখন আসে তখন শুধু ফিফা ওয়ার্ল্ড কাপ না। পুরো U-13 থেকে শুরু করে সবটা নেশন কে বুঝায় যেখানে ব্রাজিলের ধারে কাছেও ট্রফিতে কেউ নেই।