Its Rana

Its Rana

চোরের ছেলেরাই তো দেখতেছি বাংলাদেশের সবচেয়ে বড় মোটিভেশন! এদেশে এখন চোর আর মোটিভেশনাল স্পিকারের বাম্পার ফলন!
09/07/2024

চোরের ছেলেরাই তো দেখতেছি বাংলাদেশের সবচেয়ে বড় মোটিভেশন! এদেশে এখন চোর আর মোটিভেশনাল স্পিকারের বাম্পার ফলন!

30/06/2024

- মানুষের পরিবর্তন মৃ'ত্যুর মতোই, যেকোনো সময় হতে পারে!❤️

29/06/2024

যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।

29/06/2024

" যখন তুমি এটা বুঝতে পারো যে আল্লাহ তোমার সাথে আছেন,
তখন এটা আর দেখা দরকার নেই যে কে তোমার বিপক্ষে আছে।"

28/06/2024

সদয় কথা প্রাণে মধুর মতো মধুর

Eid Mubarak 🕋🕋
17/06/2024

Eid Mubarak 🕋🕋

এভাবেই স্বাগত জানানো হচ্ছে তোমাকে।
12/06/2024

এভাবেই স্বাগত জানানো হচ্ছে তোমাকে।

তবে তাই-ই হোক ইনশাআল্লাহ💥
11/06/2024

তবে তাই-ই হোক ইনশাআল্লাহ💥

বিমুগ্ধ ভালোবাসায় অভিভূত দু'নয়ন 🤎
03/05/2024

বিমুগ্ধ ভালোবাসায় অভিভূত দু'নয়ন 🤎

চাঁদের প্রশংসা করতে করতে সূর্যকে চেতায় দিছেন আপনারা!
23/04/2024

চাঁদের প্রশংসা করতে করতে সূর্যকে চেতায় দিছেন আপনারা!

13/04/2024

রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।🙂

💔শাইয়ীন কদীর (শক্তিশালী রব)        ❤️ঈদ মোবারক🥰
10/04/2024

💔শাইয়ীন কদীর (শক্তিশালী রব)

❤️ঈদ মোবারক🥰

07/04/2024

নতুন জ*ঙ্গি সংগঠন কু*কি*চি*ন। এর প্রধান না*থা*ন ব*ম ঢাবির চারুকলার ছাত্র ছিল। জাতি এখন এই জ*ঙ্গি প্রজননকেন্দ্র বন্ধ করার দাবি তুলছে না কেন? ঢাবি বন্ধ না করলেও অন্তত চারুকলা বন্ধ করা তো সময়েরই দাবি। আসুন, ওদের নীতি অনুসারেই ওদের ব্যাপারে এই দাবি উচ্চকিত করি।

৩০ সেকেন্ডের খুতবা:বিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,"যদি...
05/04/2024

৩০ সেকেন্ডের খুতবা:

বিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,

"যদি ৩০হাজার শহীদ, ৭০হাজার আহত,
এবং ২০লক্ষ গৃহহীন ফিলাস্তিনী মুসলিম
আপনাদের জাগাতে না পারে,
তবে কিভাবে আশা করবো যে আমার কয়েকটি কথায়
আপনারা জাগ্রত হবেন?

খুতবাহ শেষ।
কাতার সোজা করুন।
স্বলাতে দাঁড়িয়ে যান।"
বলেই তিনি জুময়ার নামাজ শুরু করলেন।

©

এমন ভালো মানুষদের জন্যই দেশটা বেঁচে আছে এখনো। শ্রদ্ধা রইল ❤️
02/04/2024

এমন ভালো মানুষদের জন্যই দেশটা বেঁচে আছে এখনো। শ্রদ্ধা রইল ❤️

কখনো নামাজও প্রতিবাদ হয়ে যায়।
31/03/2024

কখনো নামাজও প্রতিবাদ হয়ে যায়।

31/03/2024

💔শাইয়ীন কদীর (শক্তিশালী রব)

ইন্নালিল্লাহ আতঙ্কিত হওয়ার মত একটি নিউজ সবাই শেয়ার করুন!তুরকিয়ে গণমাধ্যম এর তথ্যমতে ই''হু''দিরা ২০২৪ এপ্রিলের আগে রেড...
27/03/2024

ইন্নালিল্লাহ আতঙ্কিত হওয়ার মত একটি নিউজ সবাই শেয়ার করুন!
তুরকিয়ে গণমাধ্যম এর তথ্যমতে ই''হু''দিরা ২০২৪ এপ্রিলের আগে রেড হাইফার বা লাল গাভী বলিদান করবে।
আর এই মাসের অর্থাৎ ২০২৪ সালের মার্চ ২৯ এবং ৩০ তারিখে শুক্রবার থেকে শুরু হয় শনিবার দিন পর্যন্ত তাদের সাব্বাত বা শবেবরাত থাকবে। যেটাকে তারা রেড হাইপার বা লাল গাভী বলিদান করার শবেবরাত বা সাববাত বলে থাকে। তারমানে তারা আগামী শুক্রবার অথবা শনিবার দিনের মধ্যে লাল গাভী বলিদান করবে। যেটা মাসায়া দাজ্জালের আগমনের জন্য এই লাল গাভী পুড়িয়ে সেটার ছাই দিয়ে সমস্ত ই''হুদী''রা পবিত্র হবে। পবিত্র হয়ে আমাদের আল আকসা মসজিদ ভেঙ্গে সেখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে!

যার মাধ্যমে শেষ জমানার সর্বশেষ পর্ব শুরু হয়ে গেল। আর এর মাধ্যমেই হযরত ইমাম মাহাদী এবং ঈসা ইবনে মারিয়াম আঃ আগমনের সময় এসে গেছে।

Address

Port Moresby
121

Alerts

Be the first to know and let us send you an email when Its Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Its Rana:

Share

Category