07/08/2024
এক দিন এ ৭ জনই দুঃখ করে বলবে, তারা কি ভুল করেচিলো, বাংলাদেশ কত বছর পিচিয়ে দিয়েছে
দেশের দুর্ভোগ এর জন্য শরমিন্দা হয়ে থাকবে,
তারা চাএ, তাদের সরল মোন ও সরল উদ্দেশ্য ছিলো, বুজতে পারেনি পিচনে হায়নার দল ছিলো,
একদিন ওরা ঠিকই বুজবে, বুজবেই
আমি আওয়ামী লিগ সাপোর্ট করতাম, কিন্তু কোটা আন্দোলন বাতিল হোক এটা সবার ই সাপোর্ট করেছে,
এমপি মন্ত্রীদের লাগাম চাড়া কথা নিজের ও ভালো লাগেনি,
শেখ হাছিনার কথা বলি,
গরু দুধ কত বচর দেয়, তার পর ও তো মাংস ৮০০ টাকা কেজি, ভাইরে বয়স ও শক্তির ও বেপার আছে,
সব মন্ত্রী এমপিরা এক একটা হায়না, কোটা নিয়ে তাদের বিশাল বানিজ্য, ওদের ও একমত হওয়া চাড়া উনি ও অসহায়, ওনার ও দলের কথা ভেবে জবাব দিতে হয়, উনি অসহায়,
১৫ বছরের উন্নয়ন করা লোক মুখ ফসকে একটা কথা বলার কারনে এত বড় অপমান করা কি ঠক,?
আমি চাই বিএনপি জামাত যেনো দেশ না চালায়, ছাএরাই ঠিক করুক নতুন প্রদান মন্ত্রী কে হবে, হোক নতুন কেহ, তবে তা চেহারা আর ধর্ম দেখে নয়, কারন চাএরা চেহারার পিচনের রুপ দেখেনি, দেখছে তাদের বাবা মায়েরা
ছাএদের প্রতি ভালোবাসা রইলো, তোমরাই পারবে দেশকে এখনো বাছাতে, শুভ কামনা রইলো