DXN..MLM

DXN..MLM আমি ওমান প্রবাসী

Permanently closed.
20/02/2024

#একজন সফল নেটওর্য়াকারের
সাক্ষাৎকার:::::
প্রশ্নঃ কেন আপনি নেট্ওর্য়াক মার্কেটিং
ব্যবসা করছেন?
উত্তরঃ এটি একটি স্বাধীন ব্যবসা যেখানে
আর্থিক স্বচ্ছলতা লাভ করা যায়। কিছু সময়
পরিশ্রম করে দ্রুত অবসর নেওয়ার পাশাপাশি
আন্তর্জাতিক অর্জন পাওয়া যায় এবং মানুষের
ভালবাসা অর্জন করা যায়-এজন্য।
প্রশ্নঃ নেটওর্য়াক মার্কেটিং ব্যবসায়
আপনার উদ্দেশ্য কি?
উত্তরঃ আমার ডাউনলাইনের প্রত্যেক
ডিস্ট্রিবিউটার্স কে সম্পদশালী করে তুলতে
সাহায্য করা এবং তাদের ক্যরিয়ার তৈরীতে
সাহায্য করা।
প্রশ্নঃ আপনি এখানে মূলত কি কাজ করেন?
উত্তরঃ আমি এখানে তিনটি কাজ করি (এক)
সেল্স ভলিওম বাড়াতে পণ্য বিক্রয় করি। (দুই)
আমার টিমের সদস্য সংখ্যা বাড়াতে চেষ্টা
করি।(তিন) প্রত্যককে আমার কাজগুলো
ডুপ্লিকেট করতে পরামর্শ দেই ও ডিরেক্ট
সেলিং সম্পর্কিত ধারনা দিতে সাহায্য করি।
প্রশ্নঃ ব্যবসা আরম্ভের শুরু থেকেই কি আপনি
ফুল টাইম সময় দিচ্ছেন?
উত্তরঃ ব্যবসা আরম্ভের শুরুতে চাকুরীর
পাশাপাশি এখানে পার্ট টাইম সময়
দিয়েছি,এখানে এসে জেনেছি,শিখেছি এবং
স্পন্সার করিয়েছি।এখন ফুল টাইম কারন
আর্থিক স¦চ্ছলতা লাভ করেছি, পরিবারকে
সময় দিতে পারছি এবং স্বাধীনভাবে ঘূরে
বেড়াচ্ছি।
প্রশ্নঃ আপনার মতো কি আমার পক্ষে সম্ভব
হবে?
উত্তরঃ আমাকে ডুপলিকেট করুন হয়তো আমার
চেয়ে বেশি সফল হবেন।
প্রশ্নঃ এখানে একসাথে এত লোক কাজ করে
আপনার সমস্যা হয়না?
উত্তরঃ না, কারণ এখানে প্রত্যকে নিজের
জন্য কাজ করে।
সবাই সবাইকে সহযোগিতা করে এবং প্রত্যকে
এক প্রতিষ্ঠানে কাজ করে।
প্রশ্নঃআপনার মতো প্রাথমিক পর্যায়ে
কাউকে স্পন্সর করতে ব্যর্থ হলে কি করা
উচিত?
উত্তরঃপ্রাথমিক পর্যায়ে পণ্যসামগ্রী ব্যবহার
ও বিক্রয়ের মাধ্যমে কমিশন অর্জন করে ধৈর্য্য
ধারন করা উচিত এবং রেগুলার আপ্লাইন
লিডারগন এর সংস্পর্শ এ থাকা উচিৎ।
প্রশ্নঃকোন্ কাজটি আপনার নিকট গুরুত্বপূর্ণ
পণ্য বিক্রয় না কি স্পন্সরিং?
দুটোই, তবে কমিশন প্লানের ধরন অনুযায়ী
দীর্ঘমেয়াদে সফলতার জন্য স্পন্সরিং অধিক
গুরুত্বর্পূন যেমন- ইউনিলেভেল প্লান।
প্রশ্নঃআপনি কিভাবে টিম্ওয়ার্ক করেন?
আমার ডাউনলাইনের প্রত্যেক ডিস্ট্রিবিউটর
আমার টিমের সদস্য এক্ষেত্রে আমি যা করি
তা হলো-
ক. প্রত্যেক সদস্যকে লক্ষ্য নির্ধারন ও
প্রশিক্ষণ এ অংশ গ্রহণ করতে বলি ।
খ. সপ্তাহে বা মাসে লক্ষ্যার্জন এবং
ট্রেইনিং করতে কতটুকু সমর্থ হলো তা
লিপিবদ্ধ করতে পরামর্শ দেই।
গ. এরপর প্রত্যেককে তার দলের লক্ষ্য
নির্ধারন করার পরামর্শ এর পাশাপাশি
প্রস্পেক্ট তৈরী এবং ইনভাইটেশন করতে উদবধ্য
করি।
ঘ. অতপর প্রত্যেককে এবং প্রত্যেক গ্রুপের
কাজের মূল্যায়ন করি।
প্রতিটি গ্রুপ লক্ষ্য পূরন করতে কতটুকু সমর্থ
হলো এবং লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে সমস্যা
চিহ্নিত করে তা সমাধানের চেস্টা করি।
এক্ষেত্রে আমার লিডারগন এর পরামর্শ খুব
গুরুত্বপুর্ন।
প্রশ্নঃনেটওর্য়াক মার্কেটিং ব্যবসা হতে কত
সময় পর্যন্ত আয় করা যায়?
উত্তরঃএকমাএ নেট্ওয়ার্ক মাকেটিং ব্যবসায়
দীর্ঘ সময় এবং সারাজীবন আয় করা সম্ভব,
এমনকি মৃত্যুর পর নমিনী এ আয় ভোগ করতে
পারে ।
প্রশ্নঃআপনার মতে নেট্ওর্য়াক মার্কেটিং
কি আত্তকর্মসংস্থানের উপায় ?
উত্তরঃনেট্ওয়ার্ক মার্কেটিং একটি
বিনিয়োগবিহীন ব্যবসা । পেশা হিসেবে
নেয়ার সুযোগ রয়েছে বিধায় এ পদ্ধতিকে
আত্ত-কর্মসংস্থানের উপায় বলতে পারি। এবং
এই শতাব্দীতে সারা পৃথিবীতে নেটওয়ার্ক
মার্কেটিং হবে সবছেয়ে আকর্ষনীয় কাজ ও
ক্যারিয়ার।
প্রশ্নঃ নেট্ওর্য়াক মাকেটিং এ আপনার
স্লোগান কি?
উত্তরঃ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে র্শীষে
উত্তোরণ ।
একসাথে আমরা স্বপ্নকে তৈরী এবং
বাস্তবায়ন করি।
প্রশ্নঃ আপনি কি নিজেকে সফল মনে করেন ।
উত্তরঃযেদিন এ ইন্ডাস্ট্রিতে এবং এ
প্রতিষ্ঠানে জয়েন করি সেদিন হতে আমি
সফল, এখন সফলতম হওয়ার চেষ্টা করছি।
প্রশ্নঃআপনার অনুপ্রেরনা কি?
উত্তরঃআমার সততা এবং বিশ্বাস।
প্রশ্নঃএকজন মানুষকে সুখী হতে হলে কি করা
উচিত?
উত্তরঃ সুখের সন্ধান করা উচিত এবং তা
পাওয়ার জন্য কাজ করা।
প্রশ্নঃ আপনি শুরুতে কেমন আর এখন কেমন
আছেন?
উত্তরঃশুরুতে ছিলাম আত্মকেন্দ্রিক, আশাহত
আর সুযোগ সন্ধানী এখন উন্মুক্ত, সপ্নে বিভোর
আর অকৃত্রিম সহযোগী।
প্রশ্নঃআপনার আপ-লাইন কি আপনাকে
সার্বক্ষণিক সহযোগিতা করেন?
উত্তরঃআমার আপ-লাইন আরো অনেকেরই আপ-
লাইন, সব সময় পারেননা, তবে যখনই আমার
প্রয়োজন হয়- তখনই আমাকে সহযোগিতা করেন।
তাছাড়া এই ব্যবসা যেদিন থেকে শিখেছি
চেস্টা করছি নিজের পায়ে দাঁড়াতে।
প্রশ্নঃআপনি কিভাবে প্রমান করবেন আপনার
কোম্পানী শতভাগ সঠিক?
আমাদের কোম্পানী পণ্য বিপণন করে এবং
সকল বৈধ কাগজ-পত্র আছে, যেহেতু অর্থের
বিনিময়ে দৃশ্যমান পণ্য বিক্রয় করে এবং
লভ্যাংশ ডিস্ট্রিবিউটরদের মাঝে বন্টন করে
সুতরাং এটি শতভাগ বৈধ।
প্রশ্নঃআপনার মতে বাইনারি, ইউনিলেভেল
এবং পিরামিড স্কীম কি বৈধ?
সারা দুনিয়া ব্যপি ইউনিলেভেল ১০০% একটি
বৈধ পদ্ধতি। বাইনারি নিয়ে কিছু বিতর্ক আছে
কিন্তু পিরামিড স্কীম বলা যায় অবৈধ । মূল কথা হল- প্রতিটা দেশের কিছু নিজস্ব আইন-
কানুন আছে সব কোম্পানি কে সেই আইন- কানুন
১০০% শতভাগ মেনে চলা উচিৎ এবং চলতে হয়।
প্রশ্নঃবহির্বিশ্বে এমএলএম এত জনপ্রিয় হলেও
আমাদের দেশে মোট জনসংখ্যার পাঁচ ভাগ
মানুষ এখনো এ ব্যবসায় আসেনি কেন?
প্রথমে দেখা যাক কারা এম এল এম ব্যবসায়
আসে না-
ক) যারা নতুনত্ব বিশ্বাস করে না।
খ) যারা এত সহজ আয়কে অবিশ্বাস্য মনে করে।
গ) যারা পিরামিড স্কীম দ্বারা প্রতারিত।
ঘ) এবং যারা শুনে বিশ্বাস করে, দেখার
প্রয়োজন মনে করেন না।
এবার দেখা যাক কারা এমএলএম ব্যবসায়
আসেঃ
ক) যারা ইতিবাচক মনোভাব সম্পুর্ন।
খ) যারা নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করতে
চায়, এবং যারা অন্যের সাফল্যে আনন্দ লাভ
করে।
প্রশ্নঃএকজন চাকুরীজীবি ও একজন
নেটওয়ার্কারের মধ্যে পার্থক্য কি?
প্রথমজন আয় অনুযায়ী ব্যয় করেন ও দ্বিতীয়জন
ব্যয় অনুযায়ী আয় করেন। প্রথমজন জীবনভর
পরিচালিত হয় ও একজন নেটওর্য়াকার নিজেই
পরিচালক।
প্রশ্নঃআপনার সাফল্যের পেছনে কারণগুলো
কি?
উত্তরঃআত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিকল্পনা ও সময়
সচেতনতা এবং লেগে থাকা।
প্রশ্নঃনতুনদের প্রতি আপনার পরামর্শ কি?
উত্তরঃযা করবেন বুঝে করুন, এমএলএম এর নামে
ভুয়া কোম্পানিতে গিয়ে প্রতারিত হবেন না।
শতভাগ পন্যভিত্তিক কোম্পানিতে কাজ করুন।

যা করবেন আন্তরিকতার সহিত মন দিয়ে করুন,
যা আশা করেন তা বাস্তবায়নের জন্য অন্তত
একবার DXN এ কাজ করার জন্য প্রাণপন চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।

যারা করতে চান পৃথিবীর যে কোন দেশ থেকে শুরু করতে পারেন,
যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তবে তারাই শুধু যোগাযোগ করবেন।
বিস্তারিত ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ করুন

26/01/2024

আমার হোয়াটসঅ্যাপ লিংক সবাই ফলো করুন

01/01/2024

*আত্মবিশ্বাস" কি ভাবে বাড়াবেন….*

(১) প্রথমত ভোরে ওঠার অভ্যাস করুন।

(২) ব‍্যায়ম করুন, শরীর চর্চা করতে থাকুন নিয়মিত…

(৩) নিজের লক্ষ্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিন।

(৪) সত্যি কথা বলতে ভয় পাবেন না কখনও, এটা সব সময় মাথায় রাখুন….

(৫) ভয়, ঘৃণা আর লজ্জা এই তিনটি জিনিস থেকে দূরে থাকতে হবে….

(৬) আমি পারবো, আমার দ্বারা ই সম্ভব" এই নীতিতে বিশ্বাস রাখুন…

(৭) যে কোন ধরনের সমস্যার মধ্যে পড়লে তার মুখোমুখি মোকাবিলা করুন। কোন কারণে এড়িয়ে অথবা পাশ কাটিয়ে যাবেন না….

(৮) ভাবুন, যে কোন সমস্যার সমাধান আছেই" একটা না একটা রাস্তা তখনও আপনার জন্য খোলা রয়েছে…
সেই রাস্তা টিকে খুঁজে বের করার চেষ্টা করুন।

আপনার মুখ দিয়ে কি দূর্গন্ধ বের হয়?মুখে পানি নিলে কি শিরশির হয়?মালেশিয়ায় উন্নতমানের মাশরুম দিয়ে তৈরি DXN Ganozhi Plus Too...
01/01/2024

আপনার মুখ দিয়ে কি দূর্গন্ধ বের হয়?
মুখে পানি নিলে কি শিরশির হয়?
মালেশিয়ায় উন্নতমানের মাশরুম দিয়ে তৈরি DXN Ganozhi Plus Toothpaste যা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট।
DXN Toothpaste এর গুনাগুনঃ
★মুখের দুর্গন্ধ দূর করবে।
★দাঁতের রক্ত পরা বন্ধ করবে।
★দাঁতকে করবে ধবধবে সাদা।
★দাঁতের ক্ষয় রোধ করবে।
★দাঁতের পোকা ধ্বংস করবে।
★দাঁতের শিরশিরানি বন্ধ হবে।
★দাঁতের মাড়ি হবে মজবুত ও শক্তশালী।
★দাঁতের কালো দাগ দূর করবে।
★দাঁতের ক্যালসিয়াম ও ওরাল ক্ষমতা বৃদ্ধি করবে।
এছাড়াও এই টুথপেষ্ট ব্যবহার করতে পারেন-
-পোড়া জায়গায়।
-কাটা স্থানে।
-মুখের ব্রণ দূর করতে।
আপনি বিশ্বের যে দেশেই থাকেন যেখানেই থাকেন সেখানেই আমাদের সেবা পাবেন।
পণ্যটি ক্রয় করতে যোগাযোগ করুন।

04/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!

তাই আসুন সুইসাইড নয়,এগিয়ে যাই সাফল্যের পথে,দেখিয়ে দেই প্রতিবেশী নামের জঞ্জালগুলো,💪💪
🍄সাফল্য ধরা দেবে ইনশাআল্লাহ্। 🌺🍄👌🤲
🌺Mukta Hawlader🌺

25/10/2023

*DXN ব্যবসা থেকে সফল হতে কি কি দরকার ?*
*তিনটি সহজ বিষয়ঃ আপনার পন্য সম্পর্কে অন্যের চেয়ে বেশী জানুন, গ্রাহকের চাহিদা জানুন এবং সফল হওয়ার তীব্র ইচ্ছা শক্তি রাখুন তবেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ*
— Nurul Absar TD
DXN Middle East

11/09/2023

মামুন

11/09/2023

পিয় লিডার নুরুল আপচার

19/07/2023

*নিজেকে কারাে থেকে ছােট মনে করবেন না।*
********************
*প্রায়শই আমরা অন্যের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করি, এবং অন্যের দিকে তাকিয়ে তাদের মতাে হওয়ার চেষ্টা করি। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে, প্রত্যেক মানুষের যােগ্যতা ও অযােগ্যতা আলাদা এবং প্রত্যেকের চিন্তা ও বােঝার মাত্রাও আলাদা।*
*আপনার বন্ধু যা করতে পারে আপনি তা করতে পারবেন না কারণ আপনার বন্ধুর যােগ্যতা এবং ক্ষমতা ভিন্ন। আপনিও যদি আপনার বন্ধুর মতাে কাজ করতে চান, তাহলে আপনাকে সেই ক্ষমতাগুলাে নিজের মধ্যে গড়ে তুলতে হবে।*

24/06/2023

DXN QATAR 18th Anniversary & Recognition Eve
16-06-2023

14/06/2023

*আপনি নতুন জয়েন্ট করছেন ভাবছেন কীভাবে শুরু করবেন আপনার জন্য এই ভিডিও।*

10/06/2023

ওমান ছাহাম অফিসের প্রোগ্রাম

01/06/2023

১০০ থেকে কখনো শুরু করা যায় না, শুরু শূন্য থেকেই করতে হয়! আর ১০০ তে পৌঁছাতে প্রয়োজন হয় বুদ্ধির ও যুগের সাথে তাল মিলিয়ে পরিশ্রম। মানুষ সবসময়ই দক্ষতার উপর বিনিয়োগ করে, আইডিয়া বা সার্টিফিকেটের উপর নয়।

*অনুশীলনে সবই সম্ভব*
*আলহামদুলিল্লাহ আমি আমার বোনাস নিচ্ছি DXN*
*MR. NOYON AFRIDI (SD) 🇧🇩*

25/05/2023
25/05/2023

প্রবাসী ভাইয়ের বিদায় বেলায় এক হৃদয়বিদারক মুহূর্ত। আমরা প্রবাসীরা পরিবারকে ছাড়া ভালো নেই, পরিবার আমাদের ছাড়া ভালো নেই। আর এত কিছু ত্যাগ স্বীকার করতে হয় একমাত্র পরিবারকে ভালো রাখার জন্য। তাই আমাদের এমন একটা ইনকামের জায়গা করতে হবে, যেটা দেশে গেলে থাকবে। আর এটা Dxn বিজনেস এ সম্ভব। তাই সিরিয়াস ভাবে Dxn বিজনেস করুন। দু-তিন বছরে সফলতা নিয়ে আসুন।

18/05/2023

*Dxn সম্মানের প্লাটফর্ম। এখানে অনেক সম্মান ভালবাসা ও পরিচিতি পাওয়া যায়। সাথে ইনকাম তো আছেই। পিছিয়ে না থেকে এগিয়ে যান সম্মানের সাথে সফলতা আসবেই ইনশাআল্লাহ।*

15/05/2023

একজন প্রবাসী কি বলে শুনুন

05/05/2023

একজন প্রবাসীর গল্প

05/03/2023

*শুধুমাত্র বাংলাদেশের মানুষ যে এই বিজনেস করে না পৃথিবীর ২৩৫ টা দেশের মানুষ ৩০+ বসর ধরে করছেন আলহামদুলিল্লাহ।*

21/02/2023

ডিএক্সএন ওমান এর সেলিভিশন প্রোগ্রাম

২১ ফেব্রুয়ারি 🌹মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ...
21/02/2023

২১ ফেব্রুয়ারি 🌹
মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বৃীকৃতি না দেওয়ায়, এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাএ ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।

❤️

মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি 🙏

Address

সোহার আলপেলাজ ওমান
Sohar
9248

Alerts

Be the first to know and let us send you an email when DXN..MLM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share