24/05/2024
সেমিস্টারের শেষ ক্লাস ছিল, ভাবলাম পুরা চার মাস ই তো পড়ালাম, আজকে না হয় একটু নীতি কথা শুনিয়ে ছেড়ে দেই। বেশ কয়েকজন ক্লাসে প্রায়ই মোবাইল ফোন ব্যবহার করে বিরক্ত করেছে। তাই প্রযুক্তির অপব্যবহার নিয়েই আলাপটা শুরু করলাম। বর্তমান বিশ্ব পরিস্থিতি যেমন যুদ্ধ বিগ্রহ নিয়ে খানিকটা আলোকপাত করলাম। সেই থেকে জলবায়ুর পরিবর্তন, এবং তা ঠেকাতে আমাদের কি করনীয় তাই নিয়েও কিছু আলোচনা হল। উদাহরণ টানলাম আমাদের পূর্ব পুরুষ থেকে।
একজন সাহস করে প্রশ্ন করলো, "ডক্টর, ১০০ বছর আগেও তো আমাদের পূর্ব পুরুষেরা তাই করেছে, যেমন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ" যুক্তি ভালো।
আমিও পালটা প্রশ্ন করলাম, "আমরা যদি এখনো ১০০ বছর আগের প্রাগৈতিহাসিক যুগের আচরণই করি, তাইলে গত একশ বছর ধরে প্রযুক্তি এবং বিজ্ঞানের অগ্রযাত্রা আমাদের কি কাজে আসলো?"
ক্লাস শেষ।