Md.Sakib Patwary

Md.Sakib Patwary #আল্লাহকে পাওয়ার জন্য রাসুল(স.)কে ভালোবাসি।

#সহজে কারো সাথে মিশতে পারি না! তাই দাম্ভিক ভাববেন না, এটা আমার অক্ষমতা!🙂
(1)

22/12/2024

- বাড়ি বড্ড দূরে!🥺💔

19/12/2024

-তোমাকে অনেক দোয়া দিলাম,আল্লাহপাক যেন তোমাকে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল এবং সুন্দর মনের মানুষ বানায়!🤲

03/11/2024

“সবাই বড় হয়ে উপরে উঠতে চায়, শুধু বাবা আর শিক্ষক নিজে ঠকে; তার সন্তান আর ছাত্রকে বড় দেখতে চায়, এতেই তারা খুশি।”

আল্লামা আ`খ`ম আবু বকর সিদ্দীক হাফি.
অধ্যক্ষ
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
স্থান ডেমরা ঢাকা ❤️🥀❤️

সোনাকান্দা পীর সাহেব কিবলার আদেশক্রমে মাওলানা মোতালেব হোসাইন সালেহী সাহেবকে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের যাবতীয় কা...
27/10/2024

সোনাকান্দা পীর সাহেব কিবলার আদেশক্রমে
মাওলানা মোতালেব হোসাইন সালেহী সাহেবকে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের যাবতীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

অনেক আগে থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, বিতর্কিত বিষয়ে বুঝে না বুঝে অসতর্ক কথাবার্তা বলা যা সোনাকান্দা দরবার ও সিলসিলার বহির্ভূত ও সমাজে ফিতনা সৃষ্টি হয় তা নিয়ে সোনাকান্দা খাছ উল খাস মাহফিলে সকল খোলাফাদের নিয়ে মিটিং হয় এবং উক্ত মিটিং থেকে সকলের পরামর্শক্রমে সোনাকান্দার যাবতীয় কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সোনাকান্দার ভক্ত মুরীদানদের প্রতি আহবান করা হচ্ছে যে,মাওলানা মোতালেব হোসাইন সালেহী সাহেবের সাথে কোন ধরনের লেনদেন,কোন কিছু আদান-প্রদান করবেন না তার সাথে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের কোন সম্পর্ক নেই।

ফিতনা থেকে মুক্ত থাকুন,হিংসা ও পরনিন্দা থেকে অন্তর ও জবানকে হেফাজতে রাখুন।

সোনাকান্দা দরবার চলে না এটি চালায়
এ দরবারে আত্মগরিমা, বড়ত্ব ও আমিত্ববোধের স্হান নেই।
যারা নিজেদের মাটি করতে পারে তারাই খাঁটি হয় সুতরাং বিশাল সমুদ্র থেকে কয়েক ফুটা পানি পড়ে গেলে নদীর কিছু হয় না নদী তার আপন স্রোতে প্রবহমান।

আল্লাহ আমাদের সঠিক বুঝ ও ইমান আমলকে হিফাজত করুক।

27/10/2024

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
এটা ছারছীনা, ফুরফুরা মাসলাকের উপরে ছিলো
এই মাসলাকের উপরেই আছে, এবং এই মাসলাকের উপরেই থাকবে ইনশাআল্লাহ।
— আল্লামা আ.খ.ম আবু বকর সিদ্দিক (মা.জি.আ)
মোহতারাম প্রিন্সিপাল হুজুর।

আলহামদুলিল্লাহ, মালেশিয়াতে আমীরে হিযবুল্লাহ, ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর সাহেব হুজুর কেবলা (মা. জি.আ.) এর সাথে সা...
21/10/2024

আলহামদুলিল্লাহ,
মালেশিয়াতে আমীরে হিযবুল্লাহ, ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর সাহেব হুজুর কেবলা (মা. জি.আ.) এর সাথে সাক্ষাৎ করলেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

19/10/2024

- আপনি যেটা হারিয়েছেন সেটা নিয়ে যদি আফসোস করেন, তাহলে আপনাকে সব হারাইতে হবে..!!🥲🖤🥀

14/10/2024

এটা একটু বেশি সুন্দর🥰💔🥀

13/10/2024

এভাবে দাঁড়িয়ে মিলাদ*কিয়াম করতে আমাদের ভালো লাগে, আলহামদুলিল্লাহ 💗

13/10/2024

হিন্দুদের পূজায় মুসলমানদের উৎসব নয়... প্রিয় ভাইদের চমৎকার একটি শর্ট ফিল্ম।

12/10/2024

কি একটা অবস্থা
★তারা মাজারে যায়না মন্দিরে যায়।
★তারা মিলাদ পড়ে না পূজায় সংগীত গায়।
★তারা জিলাপি খায়না প্রসাদ খায়।

12/10/2024

অথচ আমাদের জীবন নিয়ে কত অভিযোগ🥹

09/05/2024

Address

Muscat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Sakib Patwary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Sakib Patwary:

Videos

Share