Abul Hashem

Abul Hashem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abul Hashem, Digital creator, Muscat.

19/05/2024

জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছারে আবু ত্বহা আদনান এর বক্তব্য

আবু ত্বহা আদনান
abu Taha Adnan


Following

19/05/2024

তাহেরিকে যে বিষয় সাবধান করলেন শায়েখ আহমাদুল্লাহ
Sayekh Ahmadullah

15/05/2024

রিজিক আমরা জেটা খাই সেটা না রিজিকের বিষয় আনাদের শায়েক কি বলে শুনুন
#মিজানুর_রাহমান_আজহারি

✅গ্রাফিক্স ডিজাইন কি⁉️🤔✅গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি ম্যাসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা ও বিভিন্ন সেপের মাধ্য...
13/05/2024

✅গ্রাফিক্স ডিজাইন কি⁉️🤔
✅গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি ম্যাসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা ও বিভিন্ন সেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য বা ম্যাসেজগুলো হয় মার্কেটিং সম্পর্কিত।

✅মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর রয়েছে গ্রাফিক্স ডিজাইনের আওতায়। গার্মেন্টস সেক্টর তার মধ্যে অন্যতম। গার্মেন্টস খাতের যেকোনো পণ্য তৈরি করার আগে এর ডিজাইন করতে হয়।

✅আর আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর পৃথিবী বিখ্যাত। তাই এ খাতে যোগ দিলে সেটি আপনার ক্যারিয়ারের জন্য খুবই উপকারী হবে।

✅আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজের সুযোগ পাবেন যদি দক্ষ ডিজাইনার হতে পারেন। পাশাপাশি আপনি ফ্রিলান্সিং করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন।

✅এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে এই ডিজাইনিং প্রয়োজন হয়😊


🔰আমার প্রিয় বন্ধুরা এবারের ঈদের সালামি দিয়ে কে কি করবা। আমি আমার ক্যারিয়ার সেই একটা সিদ্ধান্ত নিবো। আর আপনি 🥰🥰 #সিদ্ধান্...
08/04/2024

🔰আমার প্রিয় বন্ধুরা এবারের ঈদের সালামি দিয়ে কে কি করবা। আমি আমার ক্যারিয়ার সেই একটা সিদ্ধান্ত নিবো। আর আপনি 🥰🥰
#সিদ্ধান্ত #ভাইরাল #ক্যারিয়ার ゚

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পে...
27/03/2024

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।

এখানে আপনার শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং (Freelancing) ও আউটসোর্সিং (Outsourcing) এর আওতা অনেক বড়। ফটো এডিটিং (Photo Editing) থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা (Video Editing) সহ গ্রাফিক্স ডিজাইনের সকল বিভাগই এর আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন (Web design), কোডিং (Coding), এনিমেশন তৈরি (Animation Making), ব্লগিং (Blogging) সহ অনেক কাজ আপনি এখানে পেয়ে যাবেন ।

ারেএর
Abul Hashem

🔵আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমার ফ্রিল্যান্সিং শেখার খুব ইচ্ছা। 🔵ফ্রিল্যান্সিং বর্তমানে বহুল জনপ্রিয় একটি পেশা। কারণ এত...
26/03/2024

🔵আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমার ফ্রিল্যান্সিং শেখার খুব ইচ্ছা।

🔵ফ্রিল্যান্সিং বর্তমানে বহুল জনপ্রিয় একটি পেশা। কারণ এতে অল্প পরিশ্রমে খুব সহজেই অনেক বেশি টাকা ইনকাম করা যায় বাসায় বসে। এই পেশায় কোনো ইনভেস্টমেন্টের ঝামেলা নেই।

তবে বিগেইনার ফ্রিল্যান্সারদের প্রথম প্রথম (১ বছর বা তার কম) প্রচুর কষ্ট করতে হয় পজেটিভ রেটিংস পাওয়ার জন্য। তাই অনেকেই ধৈর্য ধরতে না পেরে বিগেইনার পর্যায়েই ফ্রিল্যান্সিং ছেড়ে দেন। একবার যারা কয়েক দফা পজেটিভ রেটিংস পান, তাদের আর পিছনে ফিরে তাকাতে হয় না।

ফিল্যান্সিং এ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা যায়। যেমনঃ এস ই ও, লিড জেনারেসন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং(ফেসবুক মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং ইত্যাদি), ওয়েব ডেভলপমেন্ট, এপস ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মিউজিক প্রডিউসিং, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং ইত্যাদি।

আপনি হয়ত জানেন যে বাংলাদেশ বর্তমানে ফ্রিল্যান্সিং এ তৃতীয় অবস্থানে আছে।



25/03/2024

#ভোলা_চরফ্যাশন

Hashem
Free Motion Ruman

🔰 ইউটিউব থেকে ৫ টি ধরনের ইনকাম করা যায় -১, গুগল এড সেন্স।২, এফিলিয়েট মার্কেটিং।৩, লিংক সেল।৪, প্রোডাক্ট সেল।৫, ভিডিও এড ...
22/03/2024

🔰 ইউটিউব থেকে ৫ টি ধরনের ইনকাম করা যায় -

১, গুগল এড সেন্স।
২, এফিলিয়েট মার্কেটিং।
৩, লিংক সেল।
৪, প্রোডাক্ট সেল।
৫, ভিডিও এড এবং এডিটিং।

22/03/2024
✅কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়⁉️🔵অনলাইনে কাজ করা বর্তমানে বহুল পরিচিত একটি পেশা। 🔵দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রকারের কাজ কর...
20/03/2024

✅কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়⁉️

🔵অনলাইনে কাজ করা বর্তমানে বহুল পরিচিত একটি পেশা।

🔵দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রকারের কাজ করে ঘরে বসেই হাজার হাজার ডলার আয় করা সম্ভব।
🟢বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আউটসোর্সিং প্রজেক্টের মাধ্যমে ফ্রিল্যান্সারদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে।💯

🟢নিজে কখনো কী প্রশ্ন করছেন আপনি কেনো সফলতা অর্জন করতে  পারছেন না। 🔵আপনার সাথে চলা-ফেরা করা ব্ন্ধু গুলো, আজ কীভাবে সাফল্য...
14/03/2024

🟢নিজে কখনো কী প্রশ্ন করছেন আপনি কেনো সফলতা অর্জন করতে পারছেন না।

🔵আপনার সাথে চলা-ফেরা করা ব্ন্ধু গুলো, আজ কীভাবে সাফল্য অর্জন করতে পেরেছে কিন্তু কীভাবে......??

🟢কারণ তাাদের ভিতরে ইচ্ছা ছিলো,ইচ্ছা শক্তি ছিলো, নিজেকে সাফল্য চূড়ায় নিয়ে যাওয়ার স্বপ্ন ছিলো।

🔵আপনার কী স্বপ্ন আছে,আপনার ইচ্ছা আছে,আপনার কোনো প্রতিভা আছে,যদি আপনার কিছু থেকে থাকে। তাহলে এই যুগে কোনো কিছুই অসম্ভব না। আপনি ও পারবেন নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে।


🔵বাংলাদেশে যদি 'সাড়ে ছয়' লক্ষ ফ্রিল্যান্সার সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না।⁉️🙂👨‍💻 🟢আপনি ও পারবেন⁉️🔵তবে আপনার সঠ...
13/03/2024

🔵বাংলাদেশে যদি 'সাড়ে ছয়' লক্ষ ফ্রিল্যান্সার সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না।⁉️🙂👨‍💻

🟢আপনি ও পারবেন⁉️
🔵তবে আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।💯 🔵আপনি চাকরিজীবী হন, বেকার হন, যে কোন পেশায় থাকেন না কেন। যে কোন চাকরি করেন না কেন। চাইলে আপনিও একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারবেন। ‼️
🔵অযথা সময়টাকে নষ্ট না করে। আপনার মূল্যবান সময়টা কাজে লাগান, হয়ে ঊঠুন একজন দক্ষ ফ্রিল্যান্সার।💯💪📱🖥

❤️❤️❤️

🔵 #ফ্রিল্যান্সিং_কাদের_জন্য?🔵--যাদের গতানুগতিক ৯ টা - ৫ টা অফিস করতে ভালো লাগেনা।🔵--যাদের সরকারি-বেসরকারি বা মাল্টিন্যাশ...
09/03/2024

🔵 #ফ্রিল্যান্সিং_কাদের_জন্য?

🔵--যাদের গতানুগতিক ৯ টা - ৫ টা অফিস করতে ভালো লাগেনা।

🔵--যাদের সরকারি-বেসরকারি বা মাল্টিন্যাশনাল কোম্পানির জব ভালো লাগে না।

🔵--যারা নিজের স্কিল সম্পূর্ণ নিজের মতো করে ব্যবহার করতে চায়।

🔵--যাদের ইংরেজি এবং অন্যান্য ভাষা সম্পর্কে ভালো ধারণা আছে এবং তা নিয়মিত ব্যবহার করতে ইচ্ছুক।

🔵--যারা বিদেশী ক্লায়েন্ট বা বিদেশীদের সাথে কাজ করতে ইচ্ছুক।

🔵--যারা নিজের বাসায় বসে, নিজের সময়মতো কাজ করতে ইচ্ছুক।

🔵--যারা পড়াশুনা এবং জবের পাশাপাশি বাড়তি আয়ের জন্য কিছু করতে ইচ্ছুক।

🔵--যাদের সারাজীবন সৎ পথে অতিবাহিত করার ইচ্ছা এবং মানষিকতা আছে।

🔵--যাদের প্রতিনিয়ত নিজেকে দক্ষ করে গড়ে তোলার ইচ্ছা আছে।

🔵--যাদের নতুন নতুন বিষয় প্রতিনিয়ত শেখার ইচ্ছা আছে।

🔵--যাদের অসম্ভব ধৈর্য আছে এবং ফলাফল পাওয়া পর্যন্ত লেগে থাকার প্রবণতা আছে।

🔵ফ্রিলান্সিং এ সফল হবার মন্ত্র একটাই, ধৈর্য্য ধরে লেগে থাকা। এভাবে ১ বছর আগে চর্চা চালিয়ে চান, তাঁরপর আপনার এই প্রশ্নের ...
09/03/2024

🔵ফ্রিলান্সিং এ সফল হবার মন্ত্র একটাই, ধৈর্য্য ধরে লেগে থাকা। এভাবে ১ বছর আগে চর্চা চালিয়ে চান, তাঁরপর আপনার এই প্রশ্নের উত্তর আপনে নিজেই ভালো দিতে পারবেন।💯🥰

👉🥀তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল...
08/03/2024

👉🥀তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।”🥀💪👈

🔵আসলে বেকার বলতে বোঝায় এমন যে একটি শিক্ষিত ছেলে লেখাপড়া করে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেও সে কোন চাকরি বা কোন কাজ খু...
07/03/2024

🔵আসলে বেকার বলতে বোঝায় এমন যে একটি শিক্ষিত ছেলে লেখাপড়া করে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেও সে কোন চাকরি বা কোন কাজ খুঁজে পাচ্ছে না। এটা মানেই তো বোঝায়, আসলে জীবনে সফলতা অর্জনের জন্য চেষ্টার ত্রুটি রাখতে নেই তাহলে জীবনে বেকার হয়ে থাকতেই হবে। চেষ্টা চালিয়ে যেতে হবে, কখনোই হাল ছাড়া যাবে না সফল হওয়ার জন্য।

🔵জীবনের কঠিন পরিস্থিতির মনে হয় বেকারত্ব থেকেই বোঝা যায় কারণ বেকারত্বরাই জানে তাদের জীবন কতটা অসহায় ভাবে চলে।
05/03/2024

🔵জীবনের কঠিন পরিস্থিতির মনে হয় বেকারত্ব থেকেই বোঝা যায় কারণ বেকারত্বরাই জানে তাদের জীবন কতটা অসহায় ভাবে চলে।

03/03/2024

(assalamualaikum)
, good morning
☕☕

লেখাপড়ার পাশাপশি যে কোনো পার্ট টাইম কাজ করার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ অভিজ্ঞতা অর্জন। এ ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করাটা খুব...
02/03/2024

লেখাপড়ার পাশাপশি যে কোনো পার্ট টাইম কাজ করার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ অভিজ্ঞতা অর্জন। এ ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করাটা খুবই ভালো একটি উপায়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার নিজের কাজের ক্ষেত্র অনুসারে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে থাকে এবং এসব মার্কেটপ্লেসে বিভিন্ন ছোট-বড় কোম্পানী বা ক্লায়েন্টের সাথে তাকে কাজ করতে হয়। এতে করে বাস্তব জীবনে কাজের ক্ষেত্র সম্পর্কে কিছুটা হলেও তার ধারনা আসে। এছাড়া ফ্রিল্যান্সিং এর ফলে তার প্রফেশনাল লাইফের ভিত্তি মজবুত হয়। এ ধরনের পার্ট টাইম কাজের ফলে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন হয় যা পরবর্তিতে অনেক কাজে লাগে।

🟢প্রথমে তোমাকে নিয়ে তারা উপহাস করবে পরে তারাই তোমার কাছে পরামর্শ চাইবে ✌️🔵সুতরাং অপেক্ষা কর, পরিশ্রম করে যাও, সফল তুমি হ...
01/03/2024

🟢প্রথমে তোমাকে নিয়ে তারা উপহাস করবে
পরে তারাই তোমার কাছে পরামর্শ চাইবে ✌️

🔵সুতরাং অপেক্ষা কর, পরিশ্রম করে যাও,
সফল তুমি হবেই , কারণ কষ্টের ফল মিষ্টি হয় 💝

01/03/2024

sangit 🌺আসসালামু আলাইকুম
彡সবাই 𝐋𝐢𝐤𝐞 & 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিয়েッ🌺
𝐃𝐨𝐧𝐞 লিখো 𝐍𝐨𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧
🍁দেখা মাত্রই 𝐛𝐚𝐜𝐤 করে দিবো!🍁
ইনশাহ-আল্লাহ!

🟢আসসালামু আলাইকুম, 🔵অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,আগামী ০১ মার্চ ২০২৪ ইং রোজ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে ডিজিটাল মার্ক...
29/02/2024

🟢আসসালামু আলাইকুম,

🔵অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,
আগামী ০১ মার্চ ২০২৪ ইং
রোজ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে ডিজিটাল মার্কেটিং নিয়ে খুব চমৎকার একটি মেগা ওয়েবিনার অনুষ্ঠিত হবে। সবাই নিদিষ্ট সময়ে উক্ত মেগা ওয়েবিনারে উপস্থিত থাকবো ইন শা আল্লাহ।

🟢Special Speaker: Robaet Hasan Dorjoy❣️

(Managing Director, Scholar's IT )❣️

28/02/2024

🟢জীবনের প্রতিটি মুহূর্তে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবা মানুষগুলোই একদিন প্রতিষ্ঠিত হয়।✅💯

🟢 ডিজিটাল মার্কেটিং ওয়েবিনার। __________________উক্ত ওয়েবিনার এর ট্রেইনার হিসেবে থাকবেন।🔸 Special Speaker :- MD SALIM AS...
26/02/2024

🟢 ডিজিটাল মার্কেটিং ওয়েবিনার।
__________________

উক্ত ওয়েবিনার এর ট্রেইনার হিসেবে থাকবেন।

🔸 Special Speaker :- MD SALIM ASRAF
Mentor, Scholar's IT Limited

🗓️ Wabiner Date: 28/02/2024
▶️ Wabiner Time: 9:00 PM
(Oman Time:7:00PM)
⏩ Venue: Zoom

26/02/2024

✅ফ্রিল্যান্সিং একটু কম বয়সে শুরু করা ভালো,⁉️
✅কারণ পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন।‼️
✅তবে একাজে যথেষ্ট ধৈর্য থাকতে হবে।
❤️❤️

Address

Muscat
OMAN

Telephone

+96878404120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Hashem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abul Hashem:

Videos

Share



You may also like