Kamdeb

Kamdeb Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kamdeb, Digital creator, Muscat, Muscat.

18/06/2024

লেখা- সংগৃহীত

31/05/2024

হে আল্লাহ যারা মানুষ কে অপমান লাঞ্ছিত করে,
তুমি তাদেরকে দেখে নিও মাবুদ!

31/05/2024

ফিরে তাকানোর সময় তো নেই
নিজেকে গুটিয়ে নিয়েছি ভীষণ অভিমানে,

ভালোবাসার দোহাই দিয়ে ডেকো না আর!

30/05/2024

আমি তার উপেক্ষার ভাষা
আমি তার ঘৃণার আক্রোশ
অবহেলা ক’রে গেছি; যে-নক্ষত্র—নক্ষত্রের দোষ
আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা

আমি তা’ ভুলিয়া গেছি;
তবু এই ভালোবাসা—ধুলো আর কাদা।

30/05/2024
30/05/2024

এ কোন আলৌকিক প্রেম তুমি রেখে গেলে বিনষ্ট নগরে!

Send a message to learn more

30/05/2024

বিশ্বাসঘাতকদের আলাদা করে অভিশাপ দিতে
হয় না।
তারা এমনিতেই অভিশপ্ত।

Send a message to learn more

30/05/2024

একদিন 'সরি' বলে উধাও হয়ে যাবো তুমি বুঝবেও না ক্ষমা চাইলাম নাকি ক্ষমা করে গেলাম ...!!

30/05/2024

ছেড়ে দাও মোরে
আর হাত ধরিও না
প্রেম যারে দিতে পারিলে না
তারে আর কৃপা করিও না।

~কাজী নজরুল ইসলাম

19/05/2024

শূন্যস্থান সব সময় শূন্য থাকে না..
ধুলো দিয়ে হলেও এক সময় তা পুর্ণ হয়ে যায়..🙌

25/04/2024

মায়া কখনো ছেড়ে যায় না!
আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না!😢

22/04/2024

ঘড়িতে এখন মধ্যরাত্রি
স্নায়ুতে আমার না-পাওয়া সুখের ব্যথিত অনল
তুমিও ক্রমশ বদলে যাচ্ছো - বদলে যাচ্ছো।

22/04/2024

সেই নাই বলে, বেশি করে শুধু তার কথাই মনে পড়ে!

17/04/2024

কী বেদনাময় এই অনিশ্চয়তা !
কী বিভৎস এই ভালোবাসাহীনতা !
কী নির্মম এই স্বপ্নহীনতা !

17/04/2024

ঠিক কি কারনে যে বুকে ব্যাথা হয় ছটফট করি অশান্তি অস্তিরতায় ছুটাছুটি করি বুঝে উঠতে পারিনা শুধু ভাবি মৃ/ত্যু ই বুঝি আমার স্বস্তি 😥🥀

🥲
16/04/2024

🥲

তোমার বিরহে আমি আমার একচিমটি চোখের জলও খরচ করিনি, সে অপরাধে পাথর তুমি আমায় বলতে পরো। আরোও বলতে পারো— হৃদয়হীন। তুমি অস্বী...
16/04/2024

তোমার বিরহে আমি আমার একচিমটি চোখের জলও খরচ করিনি, সে অপরাধে পাথর তুমি আমায় বলতে পরো। আরোও বলতে পারো— হৃদয়হীন।

তুমি অস্বীকার করলেও আমি তো জানি—
তোমার এই যাওয়া আসার মাঝে আমার জন্যে মায়া হয় বলে যতবার তুমি ফিরে এসেছো, ততবার তুমি মূলত দেখতে চেয়েছ আমার চোখের পাতায় লটকে থাকা শিশির কনার মতো ক'য়েক ফোঁটা জল।

তোমার ওসব ফিরে আসাটা ছিল তোমার অভাবে আমি কেঁদেছি কী-না তা জানার বাহানা।

তোমার জন্যে আমি কাঁদিনি গোপন কোন নির্জনে, স্পষ্ট কোন কোলাহলে।

শৈশবে যে-দিন আমার শখের ঘুড়িটার সু্ঁতো ছিঁড়ে আসমানের মহাশূন্যে হারিয়ে গেল— সেদিন থেকে আমি জেনেছি, কাঁদলেই ভালোবাসার জিনিস ফেরত আসে না।

Kamdeb

16/04/2024

✍🏽 সুমা বর্মন

15/04/2024

সেদিন সিগারেট ছেড়ে দেবো !
- প্রবর রিপন

15/04/2024

লেখা- শুভাঞ্জন বসু

14/04/2024

অনুভূতি তাহারে যায় কি বলা
এই যে অন্তর আত্মার অস্তিত্ব,
আমি যাহার প্রেমে আসক্ত রোজ
সে আমাতে চিরতরে বিরক্ত।

13/04/2024

প্রেয়সী তোমার কন্ঠ শুনার ক্ষুধা লাগছে আমার...!

13/04/2024

উৎসবের দিনের একাকীত্বের চেয়ে মধুর আর কি হতে পারে..!

13/04/2024

কথা কি শেষ হয়ে যায় - সব কথা ?

13/04/2024

ভিতরটা বোঝার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই!

Address

Muscat
Muscat

Telephone

+96895463283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamdeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamdeb:

Videos

Share