Amir Hossain

Amir Hossain আল্লাহ সর্বশক্তিমান

Miss you 😭😭😭😭
26/01/2025

Miss you 😭😭😭😭

25/01/2025

সকল বাচ্চাদের এটা থেকে বিরত রাখতে হবে

05/09/2024

এক কথায় প্রকাশ
- "দেশ ছেড়ে পালিয়ে যান যিনি "

07/08/2024

ক্ষমতা যে কখনোই চিরস্থায়ী নয় সেটার প্রমাণ আশা করি সবাই দেখেছেন,তাই এর অপব্যবহার করা থেকে দুরে থাকুন।আজকে যারা হেরে গেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন,একটা সুস্থ সুন্দর দেশ কি ভাবে জাতি কে উপহার দিতে পারবেন সে চিন্তা করুন।উস্কানিমূলক কাজ ও হিংসা পরিহার করুন।।আল্লাহ পাক আমাদের সকল কে সঠিক পথে চলার তৌফিক দান করুক।

এই কুত্তার কাছে দেশের নিরপরাধ জনগণের অনেক পাওনা বাকি আছে
05/08/2024

এই কুত্তার কাছে দেশের নিরপরাধ জনগণের অনেক পাওনা বাকি আছে

05/08/2024

আলহামদুলিল্লাহ

10/04/2024

আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ ❤️❤️

19/01/2024

অনেক মজা করলাম

17/01/2024

welcome to reach centre

. “শুভ জন্মদিন” সৃষ্টিকর্তা আমাকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হচ্ছে তুমি। আজ তোমার শুভ জন্মদিন। বিগত বছরের এই দিনে আমার কোলজুড়...
31/12/2023

. “শুভ জন্মদিন” সৃষ্টিকর্তা আমাকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হচ্ছে তুমি। আজ তোমার শুভ জন্মদিন। বিগত বছরের এই দিনে আমার কোলজুড়ে তুমি এসেছিলে এই দুনিয়াতে। এই বিশেষ দিনটিতে মঙ্গলময় হয়ে উঠুক তোমার জীবন। সৃষ্টিকর্তার কাছে একটাই কামনা করি শুভ হয়ে উঠুক জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত আর সামনে তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসবে এটাই কামনা করি। “শুভ জন্মদিন” সোনা আমার ভালো থেকো সারা জীবন সৎভাবে ও মহান ব্যক্তিত্বের মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া তোমার লক্ষ হবে।এই কামনা করি।

দুনিয়াতে আমার দুইটা জান্নাত তার মাঝে এটা একটা
22/12/2023

দুনিয়াতে আমার দুইটা জান্নাত তার মাঝে এটা একটা

19/12/2023
আমাকে যে ভালোবাসে নাআমিও তাকে ভালোবাসি নাআমাকে যে গুরুত্ব দেয় না আমিও তাকে গুরুত্ব দেই নাআমাকে যে বুঝার চেষ্টা করে নাআমি...
11/12/2023

আমাকে যে ভালোবাসে না
আমিও তাকে ভালোবাসি না
আমাকে যে গুরুত্ব দেয় না
আমিও তাকে গুরুত্ব দেই না
আমাকে যে বুঝার চেষ্টা করে না
আমিও তাকে বুঝার চেষ্টা করি না
আমাকে যে মূল্যায়ন করে না
আমিও তাকে মূল্যায়ন করি না;

আমার ভালো মন্দে যার কিছু আসে যায় না
তার ভালো মন্দেও আমার কিছু যায় আসে না;
সবার মতো আমার মধ্যেও একটা সময় ভীষণ রকমের আবেগ ছিলো,
তাইতো অনেক বার ঠকেছি ।

শুনেছি এই পৃথিবীতে আবেগের নাকি কোন মুল্য নেই,
নিজের জীবন দিয়ে উপলব্ধিও করেছি সেটা বার বার,

আমি যেমন ঠ'কতে রাজি না, ঠিক তেমনি কাউকে ঠ'কাতেও রাজি না,হিসাব বরাবর

আমার এই মনোভাবকে যারা অ'হং'কা'র বলে মনে করে, তারাই আমার হেটার্স !

দিন শেষে আমি আমার বিবেকের কাছে পরিস্কার থাকতে পারলেই হলো, বাস আমার আর কিচ্ছু লাগবে না।

আমি স্থায়ীভাবে কখনো কারো প্রিয় বন্ধু হয়ে উঠতে পারিনি... স্থায়ীভাবে কখনো কারো প্রিয় মানুষ হতে পারিনি, পারিনি কারো প্রিয় ভ...
24/11/2023

আমি স্থায়ীভাবে কখনো কারো প্রিয় বন্ধু হয়ে উঠতে পারিনি... স্থায়ীভাবে কখনো কারো প্রিয় মানুষ হতে পারিনি, পারিনি কারো প্রিয় ভাই-বোন কিংবা স্বজন হয়ে উঠতে;

প্রয়োজন শেষে আমার গায়ে জড়িয়ে রাখা 'প্রিয়' নামক র‍্যাপিং পেপারটা... ছিঁ'ড়ে দু'মড়ে মু'চড়ে ডা'স্টবিনে ম'য়লা আ'বর্জনা হিসেবে ফেলে দিতে কেউ-ই দুই মিনিট সময় নেয়নি;

আমি এতোটাই আ'বেগী যে... দু-হাত ভরে করে, দু-হাত ভরেই শূ'ন্যতা কুড়িয়েছি, নিঃ'স্বার্থ ভাবে ভালোবেসে যথাসাধ্য সকলের পাশে দাঁড়িয়ে, দিন শেষে নীরবে বালিশ ভিজিয়েছি;

আমি সবার প্রয়োজন নামক অধ্যায় মাত্র... কখনো কারো প্রিয় পুরো বইটা হয়ে উঠতে পারিনি;

জীবনের যাতাকলে পি'ষে পি'ষে... নিয়তি বলে আজ সবই মেনে নিয়েছি;

জীবনের এই প্রান্তে এসে একটা কথাই স্পষ্ট ভাবে জানলাম...
অস্থায়ী এই জীবনে কেউ-ই স্থায়ী হতে আসে না;

আমরা কে কার জীবনে কত দিন স্থায়ী সেটা নির্ভর করবে
আমাদের করার উপরে... আমরা যতদিন যার জন্য করতে পারবো, ততদিন আমরা তার জীবনে স্থায়ী, যখন যার জন্য করতে পারবো না কিংবা করার ক্ষমতা থাকবে না তখন তার জীবনে অস্থায়ী হওয়ার ছাড় পত্র প্রাপ্ত হব;

এই পৃথিবীর ৯০% সম্পর্ক এখন স্বার্থের সাথে মিশে আছে, তাই প্রয়োজন মিটে যাওয়া মাত্রই সবাই মূল্য হারিয়ে অস্থায়ী হয়ে যাই, কেউ-ই আর স্থায়ী হতে পারি না।

"অস্থায়ী এই জীবনে কেউ-ই স্থায়ী হতে পারি না"

Address

Buraimi
Muscat
512

Alerts

Be the first to know and let us send you an email when Amir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share