JS Digital Marketing Agency

JS Digital Marketing Agency OUR Service
1. Google ads
2. Facebook ads
3. Instagram Marketing
4. Local business ads
5. Twitter Marketing
6. Paypal Payment
7. Youtube Marketing
8. Seo
(21)

Instagram Marketing
9. Twitter marketing
10. Business page optimization
11.

অ্যাডস ক্রিয়েট এবং অডিয়েন্স রিসার্চ করার সময় অডিয়েন্স সম্পর্কে কি কি ভেবে কিওয়ার্ড সেট করি তা যদি পাব্লিক জানতো তবে এই প...
11/05/2024

অ্যাডস ক্রিয়েট এবং অডিয়েন্স রিসার্চ করার সময় অডিয়েন্স সম্পর্কে কি কি ভেবে কিওয়ার্ড সেট করি তা যদি পাব্লিক জানতো তবে এই পাবলিকের সামনে নিজেদের আইডি গোপন রাখা লাগতো।
তারা বলতো হারামি তোর চোখে বুঝি আমরা এমন ??
আসলে অডিয়েন্স রিসার্চ একেকজন একেক ভাবে করে, তবে যারা প্রফেশনাল তারা প্রত্যেকেই গভীর ভাবে ভেবে অডিয়েন্স রিসার্চ করে। একজন প্রফেশনাল মার্কেটারের ভাবনায় আপনি কেমন তা শুধু যিনি ভাবে তিনিই জানেন।
তাছাড়া শুধু মাত্র কয়েকজন মানুষের বিহেবিয়র সম্পর্কে ভেবে অডিয়েন্স রিসার্চ করা যায় না। ভাবনায় রাখতে হয় ব্যক্তিগত জীবন ও অভ্যাস, সামাজিক কালচার, ধর্মীয় বিষয়, জাতিগত অভ্যাস, জেলা ভিত্তিক অভ্যাস ও কালচার, শহর ও গ্রামের মানুষের অভ্যাস ভাবনাও মাথায় রাখতে হয়। শুধু এসব বিষয় ই নয়, প্রতিটা মার্কেটার তার নিজ নিজ অভিজ্ঞতা অনুযায়ী পরিকল্পনা ও ভাবনা ক্রিয়েট করে।

11/05/2024

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনা, কারও ভালো দেখে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনোদিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি। "রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"।

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, টাকা পয়সা, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত

একের পর এক জনপ্রিয় ব্র্যান্ড নানা ধরণের বিতর্কের ভেতর পরছে !যেকোনো ব্র্যান্ডের জন্য তার Cultural truth, অর্থাৎ ব্র্যান্ড...
17/04/2024

একের পর এক জনপ্রিয় ব্র্যান্ড নানা ধরণের বিতর্কের ভেতর পরছে !
যেকোনো ব্র্যান্ডের জন্য তার Cultural truth, অর্থাৎ ব্র্যান্ডটি যে সমাজে অপারেট করছে সেই সমাজের প্রচলিত জ্ঞান ও বিশ্বাস, আচার-আচরন, সংবেদনশীলতা, নীতি-নৈতিকতা, প্রচলিত অভ্যাস-চর্চা ইত্যাদি খুব ভালভাবে জানাটা এবং সেইভাবে নিজেদের পজিশনিং, পার্সোনালিটি, কম্যুনিকেশন, এ্যাক্টিভিটি করাটা শুধুমাত্র অত্যন্ত জরুরীই নয়, বরং অবশ্যকরণীয় ।
প্রতিষ্ঠানের ব্র্যান্ড কাস্টোডিয়ান যাঁরা, অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্ট, তাঁদেরকে তাই অতি অবশ্যই এই Cultural truth জানতে হয়, বুঝতে হয় এবং সেগুলোকে নিজেদের পক্ষ্যে ব্যবহার করতে হয় । পৃথিবীর সুপারব্র্যান্ডগুলো এই Cultural truth কে ঠিকঠাকভাবে ব্যবহার করেই কিন্তু বড় হয়েছে ।
একটা উদাহরণ দেই ।
"বাচ্চারা খেললে কাপর-চোপর ময়লা হবেই ।" - এটি একখানা Universal truth বা সার্বজনীন সত্য ।

আবার "চঞ্চল বাচ্চা মানে ব্রেইনী বাচ্চা ।" - এটি এশিয়ান অঞ্চলে প্রচলিত একখানা 'Cultural truth' ।

আর এই Cultural turht কে Universal truth-এর সাথে মিশিয়েই ‘সার্ফ এক্সেল’ গড়ে তুলেছে তাঁদের কালজয়ী ক্যাম্পেইন "দাগ থেকে ভাল কিছু ।"
আবার উচ্চ ঘণবসতিপূর্ণ বলে এশিয়ান দেশগুলোতে সাফল্য পেতে হলে আপনাকে এক্সট্রা অর্ডিনারী হতেই হবে, অন্যদের থেকে আলাদা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে । এজন্য এই অঞ্চলের ব্র্যান্ড কম্যুনিকেশনে সবসময়ই দেখবেন Protagonist (প্রধান চরিত্র) কে সবচেয়ে লম্বা, ফর্সা, শক্তিমান, বুদ্ধিমান, স্মার্ট, চটপটে, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারী হিসবে দেখানো হয় । অর্থাৎ, ব্র্যান্ডের প্রমিজ থাকে আপনাকে 'এক্সট্রা অর্ডিনারী' করা । অথচ, আপনি যদি নরডিক অঞ্চলের দিকে তাকান, যেখানে এক্সট্রা অর্ডিনারী নয়, বরং সমাজের অন্য সবার সাথে একরকম হয়ে মিলিয়ে চলাই সফলতা, যেখানে এক্সট্রা অর্ডিনারী আচরণ করলে লোকে বরং আপনাকে উল্টো একঘরে করে ফেলবে, সেখানে ব্র্যান্ডের কম্যুনিকেশন এবং তার Protagonist (প্রধান চরিত্র) দেখবেন একদমই সাধারণ, বাকী দশজনের মত সংগতিপূর্ণ আচরণ করে । এবং ব্র্যান্ডও আপনাকে এক্সট্রা অর্ডিনারী বানিয়ে ফেলবে এমন কোনো প্রমিজ করে না । বরং উল্টো প্রমিজ করে ‘অন্যদের সাথে মিলে চলতে’ সাহায্য করবে ।
খুঁজলে এরকম আরও শত শত উদাহরণ পাওয়া যায় । লেখার পরিসর বড় হয়ে যাবে বলে আর দিচ্ছি না ।
বলছিলাম একের পর এক জনপ্রিয় ব্র্যান্ড বিতর্কের ভেতর পরছে ! ক্ষতি হচ্ছে ব্র্যান্ডের, ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানের, ক্ষতি হচ্ছে মার্কেটিং প্রফেশনেরও ।
কিন্তু এর পেছনে কারণ কি ?
আমরা, বাংলাদেশের মার্কেটিয়ারগণ কি আমাদের Cultural truth এর বিষয়ে উদাসীন হয়ে যাচ্ছি ? পাত্তা দিচ্ছি না ? জানছি না বা জানার চেষ্টা করছি না ?
না কি খালি রিচ বাড়াতে বা ভাইরাল হতে এতই বেশী মনোযোগ দিচ্ছি যে ব্র্যান্ড তৈরীর এবং ব্র্যান্ড ম্যানেজমেন্টের মূলমন্ত্রই ভুলতে বসেছি ?
না কি আমাদের Cultural truth বদলে যেতে শুরু করেছে, অথচ আমরা সেবিষয়ে বেখবর ?
মার্কেটিং বিষয়টিকে এমনিতেই বেশীরভাগ ক্ষেত্রে এদেশে অপ্রয়োজনীয় বা নেগেটিভ বিষয় হিসেবে দেখা হয় । বেশীরভাব প্রতিষ্ঠানেই 'মার্কেটিং'কে মনে করা হয় অপ্রয়োজনীয় খরচের খাত । অনেক প্রতিষ্ঠানেই মার্কেটিং মানে শুধু এ্যাড বানানো । প্রচুর জায়গাতেই মার্কেটিং এ্যাক্টিভিটির ডিসিশন নেয় ফাইন্যান্স বা এ্যাকাউন্টস বা খুব বেশী হলে সেলস্ ডিপার্টমেন্ট । এমন পরিস্থিতিতে এধরণের একের পর এক বিতর্কিত পরিস্থিতি ‘মার্কেটিং’ ফাংশনের প্রতি অনাস্থা আরও বাড়িয়ে তুলতে পারে বলেই আমার আশংকা ! তাতে আখেরে ক্ষতি কিন্তু প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত দুভাবেই ।
হঠাৎ করে একের পর এক জনপ্রিয় সব ব্র্যান্ডের নানান ইস্যুতে বিতর্কের মুখোমুখি হবার কারণ কি ? এই গ্রুপে দেশের সব সেক্টরের মার্কেটিয়ারগণ আছেন । আপনারা কি মনে করছেন ? কিভাবে এই পরিস্থিতি এড়ানো যায় ? মার্কেটিয়ার হিসবে আমাদের কি করণীয় আছে ?

গালিব বিন মুহাম্মদ ভাই এর লেখা সব সময় সুন্দর

আমার একজন প্রিয় মানুষ ও সম্মানিত ক্লাইন্ট গতকাল রাতেএকটা ফিসিং লিংক ক্লিক করেছে। রাতে আমাকে জানানোর পর আমি বলেছি এটি একট...
16/04/2024

আমার একজন প্রিয় মানুষ ও সম্মানিত ক্লাইন্ট গতকাল রাতে
একটা ফিসিং লিংক ক্লিক করেছে। রাতে আমাকে জানানোর পর আমি বলেছি এটি একটি হ্যাকিং টুলস হতে পারে।

আজ অফিস শুরু করার পর প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আইড়ি নিরাপদ হয়েছে। অপরিচিত ডিভাইস, অপরিচিত মেইল সব রিমোভ করে সস্তি পেয়েছি।

সতর্কতাঃ
কখনো মেইলে বা ইনবক্সে আসা কোন লিংক ক্লিক করবেন না। এভাবে অনেকে তাদের আইডি, পেজ, বিজনেস ম্যানাজার হারায়।
সতর্ক থাকুন , নিরাপদ থাকুন।

এই ঈদে অনলাইন সেল হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকার।যার মধ্যে আমার  মার্কেটিং করা সেলস ভাগে পড়েছে ২.৫ কোটি টাকা।আলহামদুলিল্ল...
09/04/2024

এই ঈদে অনলাইন সেল হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকার।
যার মধ্যে আমার মার্কেটিং করা সেলস ভাগে পড়েছে ২.৫ কোটি টাকা।
আলহামদুলিল্লাহ।
এখন মানুষ অনলাইনে পন্য ক্রয়ে আরো বেশি আগ্রহী হচ্ছে, লোকদের অনলাইন ক্রয়ের প্রতি ভরসা বৃদ্ধি পাচ্ছে।
এটা নিশ্চই ইকমার্সের সাথে কানেজটেড মানুষের জন্য ভালো খবর।

ক্লাইন্টগন আমাকে শুধু ঋনি করতে থাকে।আরো একটা গিপ্ট পেয়েছি একজন সম্মানিত ক্লাইন্ট থেকে।তাকে প্রকাশ করা নিষেধ আছে তাই মেনশ...
09/04/2024

ক্লাইন্টগন আমাকে শুধু ঋনি করতে থাকে।
আরো একটা গিপ্ট পেয়েছি একজন সম্মানিত ক্লাইন্ট থেকে।
তাকে প্রকাশ করা নিষেধ আছে তাই মেনশন করছি না।

অনেক ধন্যবাদ ভাই।

06/04/2024

হে আল্লাহ! আমাদের হৃদয়গুলোকে প্রীতির বন্ধনে জুড়ে দিন এবং আমাদের পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে দিন।
#মক্কা_ও_মদিনা_আপনাদের_জন্য_অধীর_আগ্রহে_অপেক্ষা_করছে
#স্বাচ্ছন্দ্য_ও_প্রশান্তি

ধৈর্যের অবস্থা দেখেন। (২য় স্ক্রিনশট দেখুন) রাত ০১:৪৫ মিনিটে এডস রান করা হয়েছে ডেইলি ৪ ডলার বাজেটে।  সকাল ০৯:২০ পর্যন্ত 0...
26/03/2024

ধৈর্যের অবস্থা দেখেন। (২য় স্ক্রিনশট দেখুন)

রাত ০১:৪৫ মিনিটে এডস রান করা হয়েছে ডেইলি ৪ ডলার বাজেটে। সকাল ০৯:২০ পর্যন্ত 0.23$ স্পেন্ড হয়েছে, ৩ টা মেসেজ এসেছে CPM ছিলো 0.08।

ক্লাইন্ট এতেই বিরক্ত হয়ে গেছে যে মেসেজ নাই কেন।
প্রশ্ন (০১) রাত ০১:৪৫ মিনিটে পাব্লিশ করা এডস সকাল ৯ টায় কি রেস্পন্স আসার কথা?
প্রশ্ন (০২) অনেক সময় এডস ইন রিভিউতে থাকে ২-৬ বা ১২ ঘন্টা।
প্রশ্ন (০৩) রমজান মাসে মানুষ কি ফজর থেকে দিন শুরু করে?
প্রশ্ন (০৪) যারা জব করে তারা কি সকাল ৯ টার আগে মেসেজ করে কেনাকাটা করবে?
প্রশ্ন (০৫) 0.23$ স্পেন্ড হয়ে ৩ টা মেসেজ পেয়েছেন CPM ছিলো 0.08 এটা কি খারাফ রেজাল্ট?
প্রশ্ন (০৬) আপনি কি মার্কেটিং বা একজন সাধারন মানুষের মার্কেটিং বিষয়ে সাইকোলজি বুঝেন?

সুতারাং এমন অধৈর্য হলে আমার সীমানা থেকে দূরে থাকুন।
ফেসবুক মার্কেটিং কোন নরম মাটি নয় যে আপনার যেভাবে ইচ্ছে সেভাবে সাঝাবেন।
সাধারন কিছু রুলস ও এলগরিদম না বুঝলে ফেসবুক এডস দিতে যাবেন না। শুধু শুধু আপনার টেনশন হউক আমি চাইনা।

মাত্র ৯৫ টাকা ডলার রেটে ২০১৯ সালে কাজ শুরু করেছিলাম। মনে পড়ে প্রথম মাসে প্রায় ৩০০ ডলারের এডস ক্যাম্পেইন রান করেছিলাম।তখন...
23/03/2024

মাত্র ৯৫ টাকা ডলার রেটে ২০১৯ সালে কাজ শুরু করেছিলাম।
মনে পড়ে প্রথম মাসে প্রায় ৩০০ ডলারের এডস ক্যাম্পেইন রান করেছিলাম।
তখন আমি একাই ছিলাম আমার এজেন্সীতে।
তবুও প্রচুর সময় ছিলো, মার্কেটিং বিষয়ে পড়তাম লিখতাম, রিসার্চ করতাম এবং অনেক পোষ্ট করতাম।

এখন আর একা নই, পরিপুর্ন একটা টিম কাজ করি একসাথে। স্ক্রিনের সামনে থাকা হয়ে গড়ে ১৪-১৬ ঘন্টা। তবুও পোষ্ট করার সময় পাইনা।
প্রথম মাসে ৩০০ ডলারের এডস ক্যাম্পেইন রান করা সেই এজেন্সী এখন প্রতিদিন প্রায় ৬০০-৮০০ ডলারের এডস রান করে।
(এখানে মাত্র একটা এড একাউন্টের এডস রিপোর্ট দেখানো আছে)

আলহামদুলিল্লাহ আপনাদের ভরসা ও ভালোবাসায় আল্লাহ অনেক ভালো রেখেছে।

যাহা ফ্যাশন তাহাই ভালোবাসা, যাহা ভালোবাসা তাহাই কর্ম।
13/03/2024

যাহা ফ্যাশন তাহাই ভালোবাসা, যাহা ভালোবাসা তাহাই কর্ম।

ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন,প্রোডাক্ট প্রাইচ ১৬৫০ টাকা,টার্গেট আছে রমজানের ১ মাসে এই পেইজ থেকে ২০+ লাখ টাকার সেল জেনারেট কর...
03/03/2024

ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন,
প্রোডাক্ট প্রাইচ ১৬৫০ টাকা,
টার্গেট আছে রমজানের ১ মাসে এই পেইজ থেকে ২০+ লাখ টাকার সেল জেনারেট করার, বাকিটা আল্লাহ ভরসা।

মার্কেটিং সেক্টরে কাজ করতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয় বিজনেসের পাশপাশি দারুন একটা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই আমরা। কিছু দি...
19/02/2024

মার্কেটিং সেক্টরে কাজ করতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয় বিজনেসের পাশপাশি দারুন একটা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই আমরা। কিছু দিন কাজ করলে সম্পর্কটা ভার্সুয়াল থেকে আত্মার সম্পর্কে রূপ নেয়।

ই-ক্যাব আয়োজিত প্রোগ্রামে অংশ গ্রহন করার উদ্দেশ্যে ঢাকায় এসেছি, একই সাথে প্লান ছিলো ঢাকার সকল সম্মানিত ক্লাইন্টদের সাথে সাক্ষাত করবো।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ ফেব্রুয়ারীর সিডিউল ছিলো।
টি এস সি, ধানমন্ডী, উত্তরা, মিরপুর ক্লাইন্ট মিট করবো কিন্তু সময়ের অভাবে মিরপুর যাওয়া সম্ভব হয়নাই।

তবে যাদের সাক্ষাত পেয়েছি তারাদের আন্তরিকতায় মুগ্ধ না হয়ে পারলাম না। এমন ভাবে ভালোবাসা দিয়েছে যেন পরিবারের সদস্য, যেন মেজবানের চেয়েও বেশি।

বিজনেস থেকে আত্মার সম্পর্কের শক্তি অনেক বেশি বলেই এতটা ভালোবাসা পেয়েছি প্রিয় ভাইদের।
আপনাদের সাথে স্পেন্ড করা সময় আমার স্মরণীয় হয়ে থাকবে।

আমি সব সময় চেষ্টা করি ক্লাইন্টের বিজনেসকে নিজের বিজনেস হিসেবে দেখে তারপর মার্কেটিং করতে। নিজের বিজনেস হলে কিভাবে মার্কেটিং করতাম ঠিক সেভাবেই ক্লাইন্টের বিজনেস নিয়ে মার্কেটিং প্লান করতে আমার ভালো লাগে। এভাবে কাজ করতে গিয়ে অনেক সময় লোকসান হলেও আমি খুশি থাকি।

দিম শেষে অর্থের জন্য কাজ করার চেয়ে সেবার জন্য কাজ করলে সেই কাজের কোয়ালিটি বেশি ভালো হয় বলেই আমি বিশ্বাস করি। আপনি যদি অর্থের জন্য কাজ করেন অবশ্যই টাকা পাবেন, আপনি যদি সেবার জন্য কাজ করেন তবুও টাকা পাবেন, কিন্তু শুধু মাত্র টাকার জন্য কাজ করলে ভালোবাসা পাবেন না যা সেবার জন্য কাজ করলে পাবেন।

আজ ১৯ ফেব্রুয়ারীর সিডিউল প্লান আছে সাভার, কামরাঙ্গীর চর, মতিঝিল ও চিটাগাং রোড। তবে সাভার কেন্সেল করতে হবে সময় হবে না।

ই-ক্যাব ফ্যামিলি পিকনিকে আছি।পরিচিয় কেহ থাকলে মিট করতে পারি।
17/02/2024

ই-ক্যাব ফ্যামিলি পিকনিকে আছি।
পরিচিয় কেহ থাকলে মিট করতে পারি।

ফানেল একটি প্রকৃয়ার নাম।অভিজ্ঞ মার্কেটারগন ফানেল নিয়ে কথা বলার অন্যতম কারন হলো সেলস পরবর্তী রিটার্গেট ভ্যালুর জন্য। ইন্স...
17/02/2024

ফানেল একটি প্রকৃয়ার নাম।
অভিজ্ঞ মার্কেটারগন ফানেল নিয়ে কথা বলার অন্যতম কারন হলো সেলস পরবর্তী রিটার্গেট ভ্যালুর জন্য। ইন্সট্যান্ট সেলস থেকেও রিটার্গেট ডাটা অনেক দামি।

মনে করেন আপনার ১০০ ডলার এডস বাজেট থেকে "সর্বনিম্ন" অর্ডার পেয়েছেন ২৫ টি। নিশ্চই ইন্সট্যান্ট সেলস জাজ করলে আপনি লসে থাকবেন যদি আপনার প্রোডাক্টের দাম হয় ২০০০ টাকার কাছাকাছি এবং প্রফিট মার্জিন ৩০% থাকে।

ইন্সট্যান্ট সেলস লসে থাকা এই ক্যাম্পেইনকে প্রফিটে রুপান্তর করা সম্ভব শুধু মাত্র ফানেলের মাধ্যমে রিটার্গেট করে।

আপনার ১০০ ডলার এডস বাজেট থেকে মিনিমাম ১.৫-২ লাখের মত রিছ হওয়ার কথা, গড়ে যদি ১০% এংগেজমেন্ট হয় তবুও ২০ হাজার এংগেজমেন্ট হতে পারে।
২০ হাজার এংগেজমেন্টের ৮০% ইন্টারেষ্টেড অডিয়েন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এই ১৫+ হাজার অডিয়েন্স যারা ইন্টারেষ্টেড তাদেরকে যদি পুনরায় আপনার প্রোডাক্ট বা সার্ভিস অফার করা হয় মিনিমাম ৫০% এংগেজমেন্ট আসবে।
এই ৭ হাজার এংগেজমেন্ট থেকে যদি ১% সেলস আসে তবুও ৫০+ কনফার্ম অর্ডার হবে।
এটাই ফানেলের মুল কাজ। এটাই ফানেলের মুল শক্তি।

কেন সেলস ফানেল জরুরি?

১ ) ফানেল করলে আপনি যে ডাটা পেতেন সেই ডাটা দিয়ে যা ইনস্ট্যান্ট ক্রয় করে নি তাদের আবার রিটার্গেট করতে পারতেন।

২) ফানেল করলে আপনি ফলোআপ এ রাখতে পারবেন কাস্টোমারদের।

৩) ক্রমান্বয়ে প্রায় সকল কাস্টোমারদের কাছে প্রডাক্ট/সেবা সেল করা যাবে।

৪) আপনাকে বুঝতে সাহায্য করে, কাস্টমারেরা আপনার কাছে থেকে কেনাকাটা করতে কখন কি ধরনের ইনফরমেশন প্রত্যাশা করে।

৫) ডাটা ছাড়া বুস্ট করলে কখনোই সফল হওয়া যায় না।

৬) আপনার কাছে থাকা ৫০০০ পটেনশিয়াল কাস্টোমারদের ইচ্ছে করলেই ম্যাসেজ করে আপডেট জানাতে পারেন তাহলে কেন বুস্ট করে ডলার নষ্ট করবেন।

09/02/2024

pixel দিয়ে আর বাহাদুরি করতে পারবেন না, একোরেট ডাটা পেতে হলে করতে হবে Conversion API ট্রাকিং।
এডভার্টাইজার/মার্কেটার ভাই সাহেবগন কম ঘুমিয়ে এডভান্স কাজ সমুহ শিখে নেন, অন্যথায় মার্কেটিং সার্ভিস দিয়ে ক্লাইন্ট খুশি করতে পারবেন না।

এডস থেকে ভালো রেজাল্ট আনতে হলে আপনাকে হতে হবে টিচার লেভেলের লার্নার ও মার্কেটার।

শেখ আইটির পক্ষ থেকে সম্মানিত ক্লাইন্টকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে উপহার পাঠানো হয়েছে। আপনিও সর্বোচ্ছ সেল করুন আর উপহার বুঝ...
08/02/2024

শেখ আইটির পক্ষ থেকে সম্মানিত ক্লাইন্টকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে উপহার পাঠানো হয়েছে।

আপনিও সর্বোচ্ছ সেল করুন আর উপহার বুঝে নেন।

প্রোডাক্ট পেয়েছি EzeWears পেইজে।
তাদের প্রোডাক্ট আমার বেশ পছন্দ হয়েছে তাই তিনটি প্যাকেজ ক্রয় করেছি।

কাজ আমার ভালো লাগে,  এটা আমার ফ্যাশন।এই শখের ভালোবাসার জন্যই বিদেশের বিজনেস ছেড়ে দেশের মাটিতে অবস্থান নিয়েছি।কাজ আমার ভা...
06/02/2024

কাজ আমার ভালো লাগে, এটা আমার ফ্যাশন।
এই শখের ভালোবাসার জন্যই বিদেশের বিজনেস ছেড়ে দেশের মাটিতে অবস্থান নিয়েছি।

কাজ আমার ভালো লাগে, বিজনেস রিসার্স, অডিয়েন্স এনালাইসিস, এলগরিদম আপডেট এসব নিয়ে পড়তে, জানতে, শিখতে আমার ভালো লাগে।
ভালো লাগে বলেই কখন যে রাত শেষ হয়ে সকাল হয়ে যায় অনুমান করতে পারি না।

মনিটরের ডান কর্নারে নিচে দৃষ্টিপাত করলেই বুঝবেন এখন সময় কয়টা বাজে এই পোষ্ট লিখতেছি।

অনেকেই জানতে চেয়েছেন জানুয়ারি মাসের ২৮ দিনে  কীভাবে শুধু মাত্র পেজ থেকে মেসেজের মাধ্যমে  ১ কোটি ৩০ লাখ টাকার বিক্রয় করেছ...
05/02/2024

অনেকেই জানতে চেয়েছেন জানুয়ারি মাসের ২৮ দিনে কীভাবে শুধু মাত্র পেজ থেকে মেসেজের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ টাকার বিক্রয় করেছি , কি স্ট্রাটাজি ছিল আমাদের ?

কাজের চাপে সময় করতে পারছিলাম না তাই লিখতে দেরি হয়েছে।

১ কোটি ৩০ লাখ টাকার বিক্রয় এটা খুব একটা সহজ নয়, এবং কোন ভাবেই আমরা হটাৎ করে এতো বড় সংখ্যার সেল করি নাই।

গত ৬ মাসে আমাদের প্রতি মাসের বিক্রয় ছিল ৫০ লাখ টাকার বেশী। আমরা নির্দিষ্ট স্ট্রাটাজি ফলো করে ক্রমাগত আগাচ্ছিলাম।

ছোট বাজেটের সেলারদেরকে এই হিসেবের অন্তর্ভুক্ত করি নাই। এই সেল টার্গেট ছিল শুধু মাত্র ৪ টা প্রতিষ্ঠানের জন্য।

ডিসেম্বরের শেষ সপ্তাহেই আমাদের প্ল্যান ছিল আমরা রেকর্ডসংখ্যক সেল জেনারেট করার। জানোয়ারী মাসের প্রথম সপ্তাহেই আমাদের টার্গেটেড ৪ টি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছিলো এবং প্রস্তুতি সম্পন্ন করেছিল।

আমাদের টার্গেট ছিল ১ কোটি ৫০ লাখ টাকার সেল জেনারেট করার। টার্গেট অনুযায়ী আমাদের ডেইলি অ্যাডস বাজেট ও সেল টার্গেট পূর্ণ করছিলাম।

কিন্তু মাসের মাঝামাঝি এসে ২ টা প্রতিষ্ঠান প্রোডাকশন সংকট ও অন্য একটা প্রবলেমে পড়েছিলো, তাই তাদের সেল টার্গেট কম করে অ্যাডস বাজেট কমিয়ে দিয়েছিলাম।

আমরা ১৪ টা পেজ থেকে অ্যাডস রান করেছিলাম কোন ধরনের ওয়েবসাইট বা অটোমেশন ছাড়া। অডিয়েন্স মেসেজ কনভার্সন করে অর্ডার কনফার্ম করতো, মডারেটর সেই অর্ডারের লিস্ট নোট করতো এবং প্রতিটা কাস্টমার এর নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করা হতো। অতঃপর প্যাকেজিং করে কুরিয়ার করা হতো। এভাবেই শুধু মাত্র পেইজ থেকে অর্ডার নেয়া হয়েছে।

মাসের শেষ সপ্তাহে এসে আমাদের সব চেয়ে বড় প্রতিষ্ঠান প্রডাকশন সংকটে পড়েছিলো তাই পূর্বের বিক্রয় গতিরোধ করতে হয়েছিল।

অবশেষে জানুয়ারি মাসের ০১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৩১ দিনের মধ্যে সর্বমোট ২৮ দিন অ্যাডস রান রেখেছিলাম এবং অর্ডার নিয়েছিলাম।

অতঃপর ১ কোটি ৫০ লাখ টাকার বিক্রয় টার্গেটের মধ্যে ১ কোটি ৩০ লাখ টাকার বিক্রয় নিশ্চিত করতে পেরেছিলাম।
এবং শুধু মাত্র একটা প্রতিষ্ঠানের বিক্রয় ছিল ৯০ লাখ টাকা, অন্য ৩ টা প্রতিষ্ঠানের বিক্রয় ছিল ৪০ লাখ টাকা।

আজকে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ, আমাদের টার্গেট আছে এই মাসের ২৮ দিনের মধ্যে ২ কোটি টাকার সেল জেনারেট করা।
যদি আল্লাহ সব কিছু ঠিক রাখে ইনশা আল্লাহ আমরা আমাদের টার্গেট পূর্ণ করতে পারবো।

৪ টা এড অ্যাকাউন্টে আমাদের টোটাল স্পেন্ড হয়েছে ১১,৬৩৩ ডলার
টোটাল রিছ হয়েছে ২ কোটির বেশি।
টোটাল সেল ছিল ১ কোটি ৩০ লাখ টাকা।

পরামর্শ
*ওয়েবসাইট ছাড়া সেল হয় না এটা মিথ্যা কথা, আপনি যেভাবেই আছেন আপনার সেল বাড়ানোর প্ল্যান করুন। ওয়েবসাইট থাকলে বিজনেস আরো সহজ হবে, কম জনবল দিয়েও বিজনেস পরিচালনা করা যাবে।

* গন্তব্যহীন না চলে নির্দিষ্ট স্ট্রাটাজি ফলো করে বিজনেস পরিচালনা করুন।

* ওয়ান ম্যান আর্মি শুনতে সুন্দর কিন্তু বিজনেসে এর প্রভাব নেগেটিভ, তাই ফটোশুট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিং , অ্যাডস/বুস্ট এই সবগুলো কাজ নিজে না করে অভিজ্ঞ পারসন দিয়ে এই কাজ গুলো সম্পন্ন করুন। আপনি মনোযোগ দিন প্রোডাক্ট সোর্সিং , কনফার্ম অর্ডার, কনফার্ম ডেলিভারিতে।

* মনে রাখবেন Amazon এর মালিক Jeff Bezos যদি টাকা বাঁচানোর উদ্দেশ্যে লোক নিয়োগ না দিয়ে নিজে হোম ডেলিভারি করতো তাহলে আজকের 514 billion ডলারের প্রতিষ্ঠান তৈরি করতে পারতো না।
Steadfast Courier এর মালিক Reidwanul Bari Zion যদি টাকা বাঁচানোর জন্য নিজে ডেলিভারি করতো তিনিও আজ আপনাদের পরিচিত ব্যক্তি হতে পারতেন না।

*অভিজ্ঞ ফটোগ্রাফার দিয়ে ফটো শুট করুন।
* অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার দিয়ে ব্যানার, পোষ্টার, ও প্রোডাক্ট ডিজাইন করুন।
* অভিজ্ঞ ভিডিওগ্রাফার দিয়ে ভিডিও শুট ও এডিট করুন।
* অভিজ্ঞ মার্কেটার দিয়ে অ্যাডস/বুস্ট করুন।

অনুরোধঃ
জানুয়ারি মাসের ১ কোটি ৩০ লাখ টাকার সেল করেছি এখানে প্রোডাক্ট কি ছিল কমেন্টে জানতে চাইবেন না।
কী নিয়ে বিজনেস করলে ভালো সেল করতে পারবেন এটাও কমেন্টে জানতে চাইবেন না।
বিজনেস শুরু করতে হলে কত টাকার প্রয়োজন এটাও কমেন্টে জানতে চাইবেন না।
কারণ এই প্রশ্নগুলোর এক কথায় জবাব দেয়ার কোন সুযোগ নেই।


সফলতা পাওয়ার জন্য বিজনেস ভালোভাবে জানা অনেক জরুরি। ছবিতে দেখানো ৩ টা পোষ্ট থেকে কত টাকার সেল আসতে পারে বলে আপনি মনে করেন...
31/01/2024

সফলতা পাওয়ার জন্য বিজনেস ভালোভাবে জানা অনেক জরুরি।
ছবিতে দেখানো ৩ টা পোষ্ট থেকে কত টাকার সেল আসতে পারে বলে আপনি মনে করেন??

এই জানুয়ারী মাসের শুরুতে আমরা প্লান করেছিলাম ৪ টা প্রতিষ্ঠানের জন্য ১.৫ কোটি টাকার সেল জেনারেট করবো।

কিন্তু মাসের ২০ তারিখে এসে দুইটা প্রতিষ্ঠানের একটার প্রোডাকশন সংকট অন্য একটার ভিন্ন একটা প্রবলেমের কারনে এডস বাজেট কমিয়ে দিতে হয়েছে।

আজকে মাসের ৩১ তারিখ আমাদের টার্গেটেড ৪ টা প্রতিষ্টানের
টোটাল সেল হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
এর মধ্যে শুধু মাত্র একটা প্রতিষ্ঠানের সেল হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।

এবং সম্পুর্ন সেল করেছি মেসেজ ক্যাম্পেইন করে।
যারা বলেন ওয়েবসাইট ছাড়া সম্ভব না, ল্যান্ডিং পেজ ছাড়া সম্ভব না তাদের হয়তো মুখে তালা পরে যাবে এই পোষ্ট দেখে অথবা অযথাই তর্ক করবে।

আমি অবশ্যই স্বিকার করি ওয়েবসাইট থেকে সেল করা অনেক সহজ এবং প্রত্যেকের ওয়েবসাইট থাকা উচিৎ।
তবে কখনো মানি না যে ওয়েবসাইট ছাড়া সেল সম্ভব না।

ইনশাআল্লাহ ফেব্রুয়ারী মাসে আমরা ২ কোটি টাকার সেল জেনারেট করার প্রস্তুতি নিচ্ছি।

কোন অজুহাত না দেখিয়ে বিজনেসে মনোযোগ দিন, বিজনেস বড় করার প্রস্তুতি নিন। পরিকল্পনায় বিশালতা রাখুন। দুইটা এড একাউন্টের গতকা...
27/01/2024

কোন অজুহাত না দেখিয়ে বিজনেসে মনোযোগ দিন, বিজনেস বড় করার প্রস্তুতি নিন। পরিকল্পনায় বিশালতা রাখুন।

দুইটা এড একাউন্টের গতকাল ২৭ জানুয়ারীর স্পেন্ড ছিলো ৬৭০ ডলার। এরকম আরো এড একাউন্ট আছে যেগুলোতে এডস রানিং আছে।
সব একাউন্ট দেখানো সম্ভব না। এই দুইটা একাউন্ট থেকে কনফার্ম অর্ডার এসেছে ৮০০+.
আগামিকাল মিনিমাম ১০০০ অর্ডার আসবে ইনশা আল্লাহ।

মার্কেটিং এবং বিজনেস যদি বুঝে করতে পারেন তবে ল্যান্ডিং পেজ নাই, ওয়েবসাইট নাই এসব বাহানা ছাড়া কিছুই না।

কোন অজুহাত না দেখিয়ে বিজনেসে মনোযোগ দিন, বিজনেস বড় করার প্রস্তুতি নিন। পরিকল্পনায় বিশালতা রাখুন।

আপনার প্রতিষ্ঠান ব্রান্ড প্রতিষ্ঠানে রুপ নেবে, আপনার দায়ীত্ব হলো সঠিক স্ট্রাটেজি ফলো করে মার্কেটিং এবং বিজনেস পরিচালনা করা।

বিজনেস করতে হলে এই ভাই এর মত প্লান করে নির্দিষ্ট গতিতে  চলতে  হবে, বিজনেস কোন টাইম পাসের মত বিষয় নয়। জানুয়ারী মাসের ৭ তা...
26/01/2024

বিজনেস করতে হলে এই ভাই এর মত প্লান করে নির্দিষ্ট গতিতে চলতে হবে, বিজনেস কোন টাইম পাসের মত বিষয় নয়।

জানুয়ারী মাসের ৭ তারিখের পোষ্টে পেইজ থেকে জানিয়েছিলাম এই ক্লাইন্টের জানুয়ারী মাসের সেল হবে ৭০ লাখ টাকা। এবং মাত্র ৪ জনের সেল টার্গেট ২ কোটি টাকা। মাসের এখনো ৫ দিন সামনে আছে। ইতিমধ্যে আমরা টার্গেটের প্রায় ৯০% পূর্ণ করেছি।

ইনশা আল্লাহ খুব ভালো ভাবেই আমাদের টার্গেটে আমরা পৌছাতে পারবো।

এলোমেলো বিজনেস না করে প্লান করে বিজনেস করুন সঠিক স্ট্রাটেজি ফলো করে, ইনশা আল্লাহ ঝরে পড়া লাগবে না।

ট্রান্সজেন্ডার/সমকামিতা' প্রমোট করতেছে ব্রাক বিশ্ববিদ্যালয়।সপ্তম শ্রেণীর বইতে "শরিফ থেকে শরিফা" গল্পের মাধ্যমে এদেশে সমক...
23/01/2024

ট্রান্সজেন্ডার/সমকামিতা' প্রমোট করতেছে ব্রাক বিশ্ববিদ্যালয়।
সপ্তম শ্রেণীর বইতে "শরিফ থেকে শরিফা" গল্পের মাধ্যমে এদেশে সমকামীতাকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এই ঘৃণিত কাজের সাথে যারা জড়ীত তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখান করতে চাই।
বিকাশের এজেন্ট এবং পারসোনাল একাউন্ট সহ আমার মাসিক গড় লেনদেন আছে প্রায় ১৫-২০ লাখ টাকা।
আমার বয়কটে ব্রাকের বিজনেসের তেমন ক্ষতি হবে না এটা আমি জানি৷

কিন্তু আমি একজন মুসলমান হিসেবে ট্রান্সজেন্ডার/সমকামীতা যারা প্রমোট করতেছে তাদের কে সাপোর্ট করতে পারি না।
আজ থেকে আমার সকল ক্লাইন্টদের অনুরোধ করবো বিকাশে কোন ধরনের পেমেন্ট আমাকে করবেন না।

বিকাশ ছাড়া "নগদ, রকেট" ব্যবহার করে পেমেন্ট করবেন।
আমি প্রত্যাখ্যান করেছি, আপনিও প্রত্যাখ্যান করুন।
মুসলমান হয়ে ট্রান্সজেন্ডার/সমকামীতা সাপোর্ট করা সম্ভব না।

22/01/2024

মাত্র ৯৫ টাকা ডলার রেট দিয়ে কাজ শুরু করেছিলাম।
লাষ্ট রেট আপডেট হয়েছে ১ মাস হয়েছে প্রায় ১৪০ টাকা প্রতি ডলার।

গত এক মাস থেকে ১৪০ টাকা ডলার রেট চলতেছে।
ডলারের দাম যেভাবে বাড়তেছে মনে হয় রেট আরো বাড়বে।

পেইজের রিচ বাড়াতে হলে প্রতিদিন কমপক্ষে একটি পোষ্ট করা উচিৎ অথছ আমার পেইজে এই নিয়ম ফলো করতে পারি না। কখনো কখনো সপ্তাহ চলে...
20/01/2024

পেইজের রিচ বাড়াতে হলে প্রতিদিন কমপক্ষে একটি পোষ্ট করা উচিৎ অথছ আমার পেইজে এই নিয়ম ফলো করতে পারি না। কখনো কখনো সপ্তাহ চলে যায় পোষ্ট করা হয় না।

ক্লাইন্টের চলমান এডস রিপোর্ট তৈরি করা, নতুন এডস রান করা, এড একাউন্ট রিপোর্ট করা এসব করতে প্রতিদিন রাত ৩-৪ টা হয়ে যায় তাই পেইজে পোষ্ট করার সুযোগ পাওয়া যায়না।

স্ক্রিনশটে দেখতে পাবেন ক্লাইন্ট লিখেছে মেয়েদের হাত ও মাথা ব্যাথা করতেছে অর্ডার নিতে গিয়ে।

প্লান করে বিজনেস করুন সেল আসবেই।

19/01/2024

প্রথমবার যখন কেহ ক্যামেরার সামনে কথা বলবে তার বডি ল্যাংগুয়েজ , প্রেজেন্টেশন সহ অনেক অনেক ভুল থাকবে।
ভুলের দিকে নজর না দিয়ে আপনার পেইজের অর্গানিচ রিচ কিভাবে বাড়াবেন জেনে নিন ভিডিও থেকে।

জানুয়ারী মাসের মাত্র ৪ জন ক্লাইন্টের সেল টার্গেট ১ কোটি ৫০ লাখ টাকা। যারা ছোট বাজেটের ক্লাইন্ট তাদের  সেল টার্গেট থাকে ন...
08/01/2024

জানুয়ারী মাসের মাত্র ৪ জন ক্লাইন্টের সেল টার্গেট ১ কোটি ৫০ লাখ টাকা। যারা ছোট বাজেটের ক্লাইন্ট তাদের সেল টার্গেট থাকে না , সেল টার্গেত থাকলেও পরিমান ছোট তাই কাউন্ট করি না।
এখানে ২টি এড একাউন্টের গত ৭ দিনের এড স্পেন্ড দেখালাম। বেশি ছবি দিলে পোষ্টের সুন্দর্য নষ্ট হয় তাই সব এড একাউন্ট দেখাচ্ছি না।

মার্কেটার যদি আপনার সেল ১০ গুন  বৃদ্ধি করার প্লান করতে না পারে তাহলে তাকে দিয়ে আপনার কি কাজ?গতকাল ০৩/০১/২০২৪ তারিখের কয়ে...
03/01/2024

মার্কেটার যদি আপনার সেল ১০ গুন বৃদ্ধি করার প্লান করতে না পারে তাহলে তাকে দিয়ে আপনার কি কাজ?
গতকাল ০৩/০১/২০২৪ তারিখের কয়েকজন ক্লাইন্টের সেল বিষয়ে জিজ্ঞেস করেছিলাম তাদের রিপ্লাই ছবিতে এটাচ করক আছে দেখে নিন।

সেল নাই এটা যেমন সত্য, সেল আছে এটাও সত্য।
স্ক্রিনশটে দেখেন একজন ৫০-৭০ লাখ টাকার টার্গেট নিচ্ছে, অন্য জন ২৫ লাখ টাকার সেল টার্গেট নিচ্ছে শুধু মাত্র ফেসবুক পেজ থেকে।
না পিক্সেল, না API, না ফানেল।
এডভান্স সব টুলস ছাড়াও ৫০-৭০ লাখ টাকার সেল করা যায়।
আমার নিজেরই ৬০+ লাখ টাকার সেল রেকর্ড আছে একজন ক্লাইন্টের।

সো আপনার সেল টার্গেট পুর্ন করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে খুজে বের করুন।


আমি চাইনা আমার ইনকামের সাথে হারামের সামান্য পরিমান হলেও মিশ্রন হউক।এতো কষ্ট করে রাত দিন পরিশ্রম করি, কখনো কখনো ১৬-২০ ঘন্...
03/01/2024

আমি চাইনা আমার ইনকামের সাথে হারামের সামান্য পরিমান হলেও মিশ্রন হউক।

এতো কষ্ট করে রাত দিন পরিশ্রম করি, কখনো কখনো ১৬-২০ ঘন্টা কাজ করি। যদি হারাম ইনকামের নেশাই থাকে তাহলে পরিশ্রম কেন করছি??

সো আমি চেষ্টা করি যেন হারাম ইনকাম থেকে দূরে থাকা যায়।
আপনারা যারা ফেসবুক মার্কেটিং করার জন্য আমাকে কাজ দেন অবশ্যই হারাম কাজ করার রিকোয়েস্ট করবেন না।

আপনি হয়তো আমাকে বলবেন না যে আপনি কি কাজ করতেছেন, কিন্তু আমি নিশ্চই অন্ধ ভাবে আপনার বুষ্ট রান করে দেবো না।।

ধন্যবাদ বিষয়গুলো বুঝার জন্য।

পণ্য কেনা বেঁচা করার জন্য অনলাইন বিসনেস বা ইকমার্স অনেক গুরুত্বপুর্ণ। বেশির ভাগই আমরা ৫ থেকে ১৫ হাজার টাকা দিয়ে রিবিল্ড ...
03/01/2024

পণ্য কেনা বেঁচা করার জন্য অনলাইন বিসনেস বা ইকমার্স অনেক গুরুত্বপুর্ণ। বেশির ভাগই আমরা ৫ থেকে ১৫ হাজার টাকা দিয়ে রিবিল্ড করা ইকমার্স ওয়েবসাইট কিনি। যেটা আমাদের এই বিসনেস এর প্রথম ভুল।

দ্বিতীয়ত আমরা বেশির ভাগই ফেইসবুক মার্কেট প্লেসে এডভার্টাইসিং ওপর নির্ভরশীল। এটা আমাদের দ্বিতীয় ভুল। দেখা যায় কয়েক মাস আমরা বিসনেস রান করি। তারপর ভালো ফলাফল না পেয়ে আমরা হতাশা হয়ে যাই। সাথে সাথে আমাদের সময় ও টাকা লস।

যেকোন কিছু করার আগে আপনাকে অবশ্যই প্ল্যান করতে হবে। প্রথমে আপনি অবশ্যই যারা সাকসেস পেয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং জানার চেষ্টা করবেন তাদের প্ল্যান মডিউল কি ছিল। ভালো ভালো এজেন্সির সাথে কথা বলবেন যারা আপনাকে প্রপার গাইডলাইন দিবে। আমার সাজেশন হলো, ওভারঅল প্ল্যান করেন।

অনলাইন মার্কেট প্লেস গুলো চিহ্নিত করেন। একটা বিজনেস চালো করতে গেলে আপনাকে মাল্টিভেন্ডর ওয়েবসাইট, সোশ্যাল প্রোফাইল ও মার্কেটিং, গুগল মাই বিসনেস, ট্রাস্টেড রিভিউ ও কমেন্টস, ভিডিও মার্কেটিং (ইউটিউব), সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEO), (সার্চ ইঞ্জিন মার্কেটিং এ অবশ্যই অর্গানিক মার্কেটিং এ গুরুত্ব দিবনে। কারণ অর্গানিক মার্কেটিং এ সেল অনুপাত ৮০%), ইকমার্স সেলার একাউন্ট।

প্রথেম আপনি কয়েকজন ভালো ডেভেলপার ও এক্সপার্ট মার্কেটার সাথে কথা বলেন। অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে অবগত হন। তারপর আপনি আপনার প্ল্যান এক্সেকিউটিভ করেন। আশা করি ভালো ফল পাবেন। অন্যথায় আপনার সময় ও টাকা লস।

Engr Sharif Dewan

29/12/2023

এডস ক্যাম্পেইন রান করেও Tip পাওয়া যায়।

Address

Muscat
612

Alerts

Be the first to know and let us send you an email when JS Digital Marketing Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share