11/05/2024
অ্যাডস ক্রিয়েট এবং অডিয়েন্স রিসার্চ করার সময় অডিয়েন্স সম্পর্কে কি কি ভেবে কিওয়ার্ড সেট করি তা যদি পাব্লিক জানতো তবে এই পাবলিকের সামনে নিজেদের আইডি গোপন রাখা লাগতো।
তারা বলতো হারামি তোর চোখে বুঝি আমরা এমন ??
আসলে অডিয়েন্স রিসার্চ একেকজন একেক ভাবে করে, তবে যারা প্রফেশনাল তারা প্রত্যেকেই গভীর ভাবে ভেবে অডিয়েন্স রিসার্চ করে। একজন প্রফেশনাল মার্কেটারের ভাবনায় আপনি কেমন তা শুধু যিনি ভাবে তিনিই জানেন।
তাছাড়া শুধু মাত্র কয়েকজন মানুষের বিহেবিয়র সম্পর্কে ভেবে অডিয়েন্স রিসার্চ করা যায় না। ভাবনায় রাখতে হয় ব্যক্তিগত জীবন ও অভ্যাস, সামাজিক কালচার, ধর্মীয় বিষয়, জাতিগত অভ্যাস, জেলা ভিত্তিক অভ্যাস ও কালচার, শহর ও গ্রামের মানুষের অভ্যাস ভাবনাও মাথায় রাখতে হয়। শুধু এসব বিষয় ই নয়, প্রতিটা মার্কেটার তার নিজ নিজ অভিজ্ঞতা অনুযায়ী পরিকল্পনা ও ভাবনা ক্রিয়েট করে।