Monir by Rider 123

Monir by Rider 123 alhamdulillah for everything
আমার সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ।

24/08/2024

Salute brother..

23/08/2024

হে আরশের মালিক, আমি দোয়া ছাড়া আর কিছু করতে পারছিনা।
আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো 😭😭

23/08/2024

ঢাকা-ফেনি-চট্টগ্রাম মহাসড়ক 🥺

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি  ভারতের দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। ভারতের হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগ...
22/08/2024

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি ভারতের দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। ভারতের হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার ১৫ জন সাথী। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচন্ড ঢেউয়ে একেকজন একেক দিকে ভেসে যায়। রবীন্দ্রনাথও ভেসে যায়। পেশায় জেলে হওয়ায় পানির প্রতি ভয় ছিল তার কম, আর মনে ছিল প্রচন্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারাননি। ভাসতে থাকেন। ভাসতে থাকেন। উপরে আকাশ আর নিচে পানি। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
১ ঘন্টা ২ ঘন্টা করতে করতে ১ দিন থেকে ২ দিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোন অবলম্বন খুঁজে পায় না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির পানি। কারণ সমুদ্রের লোনাপানি পান করাও যায় না। তবুও রবীন্দ্রনাথ হার মানে নি। ভাসতে থাকে ভাসতে থাকে।

ভাসতে ভাসতে ৫ দিন পার হয়ে যায়। ৫ দিন পর প্রায় ৬০০ কি.মি. ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছে। তখন বাংলাদেশের জাহাজ "এমভি জাওয়াদ" এর ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে কিন্তু সে ধরতে পারে না, তলিয়ে যায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাত পাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটাতার ভুলে তার পিছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যাপ্টেন তাৎক্ষনিক জাহাজ সেদিকে ঘুড়িয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেটটি ধরতে সমর্থ হয় এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। তাতে স্পষ্ট দেখা যায়, রবীন্দ্রনাথকে যখন সফল ভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে উঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যুপথযাত্রীকে জীবন ফিরে দেয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন।

ধন্যবাদ এমভি জাওয়াদের ক্যপ্টেনকে। ধন্যবাদ এমভি জাওয়াদের সকল নাবিককে।

একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিতে মানবতার যে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে ; মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে ; শেখাবে মানুষ হতে।

21/08/2024

ইন্ডিয়া কখনো বাংলাদেশর সাথে বন্ধু সুলভ আচরণ করে না।আমার জীবনে কখনো শুনিনি কুমিল্লা, নোয়াখালী,ফেনিতে বন্যা হয়েছে। রাতের আঁধারে বিনা নোটিশে বাধ খুলে দিয়ে দাদারা আবার প্রমান করলো তারা আমাদের বন্ধু নয়।
.. .

Address

`Ibri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monir by Rider 123 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share