06/03/2024
CP Style chicken ball
উপকরণ
মুরগীর কিমা বা মুরগীর বুকের মাংস
আদা-রসুন বাটা
সয়াসস
টমেটো সস
কাঁচামরিচ
ধনিয়াপাতা
দরকার মতোন লবন
অল্প ময়দা
সাদা পাউরুটির স্লাইস
ভাজার জন্য তেল
সাসলিকের কিছু কাঠি সাজানোর জন্য
বানানোর পদ্ধতি
সব কিছু ব্লেন্ডারে দিয়ে ভালোমতোন ব্লেন্ড করে নিতে হবে। হাতে কিছু তেল মেখে সব কিমা থেকে গোল গোল ছোট বল সাইজ করে নিতে হবে। চুলোতে পানি গরম করতে দিতে হবে। পানি ফুটে আসলে তাতে একটা একটা করে কিমার বলগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে পানি থেকে তুলে নিতে হবে। ঐই পর্যায়ে চাইলে এই বলগুলো ঠান্ডা করে ডিপ করে রাখতে পারবেন। আর সাথে সাথে খেতে চাইলে চুলোতে তেল গরম করে সব গুলো চিকেন বল হালকা লাল করে ভেজে ঝাল সস বা পছন্দ মতোন সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। সুন্দরের জন্য এই চিকেন বলগুলো ছোট বা বড় সাসলিকের কাঠিতে সাজিয়ে পরিবেশন করতে পারেন। 06-03-2024
টিপস:
চিকেন সিদ্ধ পানি না ফেলে তাতে যে কোন রকমের সুপ বানানোর জন্য ব্যবহার করতে পারেন 😋😍