BD Mum in Netherlands

BD Mum in Netherlands Contactgegevens, kaart en routebeschrijving, contactformulier, openingstijden, diensten, beoordelingen, foto's, video's en aankondigingen van BD Mum in Netherlands, Videomaker, Doetinchem.
(34)

Hello everyone, here I'm sharing my daily life activities & some unique recipes, shopping, fashion,makeup, travelling & mamy more activities thought this page.

রোজার সময় মাথা কাজ করে না। রোজা রেখে ঝিমঝিম করে। এরমধ্যে আবার যে বাসায় টিউশন করি সেই স্টুডেন্টের মা অদ্ভুত সব ইফতারি ক...
09/04/2024

রোজার সময় মাথা কাজ করে না। রোজা রেখে ঝিমঝিম করে। এরমধ্যে আবার যে বাসায় টিউশন করি সেই স্টুডেন্টের মা অদ্ভুত সব ইফতারি করান। তিনি মনে করেন দুনিয়ার যাবতীয় সব খাদ্য‌ই বেসন দিয়ে ভেজে ফেলা যায়। বেসন দিয়ে তিনি ভাজেন নাই এমন কোন বস্তু নাই। সেদিন একটা খাওয়ালেন দ‌ইয়ের বড়া। দ‌ই বরফ রাখা পাত্রে দিয়ে ফ্রিজে জমিয়েছেন, তারপর সেটা বেসন দিয়ে ভেজে ফেলেছেন। প্রতিদিন বেসন দিয়ে তিনি কি বানান সেটা গেস করাও আমার একটা কাজ। যদি ঠিকঠাক গেস করতে পারি ওনার মনটা খারাপ হয়ে যায়,ভুল গেস করলে খুশী হয়ে রেসিপি শেয়ার করেন। যদিও আমি বারবার মানা করেছি রেসিপি শেয়ার না করতে। একজন ম্যাজিশিয়ানের কখনোই উচিত না তার ম্যাজিক ট্রিক সবাইকে জানিয়ে দেয়া। যদিও ভেতরের কথা এইটা যে,আমার জানার বা বাসায় গিয়ে এইসব অদ্ভুত জিনিস ট্রাই করবার কোন ইচ্ছা নাই। যুগ যুগ ধরে আমরা বেসন দিয়ে আলু আর বেগুন ভেজে খাই। আমাদের জন্য ওটাই এনাফ। মানকচু,ঢেঁড়স,কলমি শাক,কলার চপ খাবার কোন ইচ্ছাও আমার মধ্যে নাই।

আজ তো উনি লিমিট ক্রস করে ফেললেন। ওনার আইটেম খেয়ে প্রথমেই আমার মাথায় যেটা এসেছে সেটা হচ্ছে, "যত‌ই বেতন দিক এই বাড়িতে আর পড়াবো না।"

আমি আজ ওনার আইটেম ধরে ফেলেছি। মুখ বিকৃত করে বললাম, এইটা করলার চপ।

যেহেতু ধরে ফেলেছি ওনার মনটা খারাপ হয়ে গেছে। বললেন, সেকেন্ড আইটেমটা কিছুতেই ধরতে পারবা না। ট্রাই করো।

আমি মুখে দিয়েই ফেলে দিলাম। বললাম,এইটা বাঙ্গী। বেসন দিয়ে বাঙ্গী ভেজেছেন।

উনি মনমরা হয়ে চলে গেলেন। এদিকে এই বিখ্যাত দুই আইটেম খাবার পর আমার কেমন যেন নেশার মত হয়ে গেলো। মনে হচ্ছিলো ভাং খেয়েছি, ভদ্র বাংলায় যেটাকে বলে সিদ্ধির শরবত।

সিদ্ধি খেয়ে এমন‌ই সিদ্ধিলাভ করলাম যে মাথা উল্টায়ে খানিকক্ষণ পড়ে র‌ইলাম। স্টুডেন্ট এদিকে পরীক্ষা দিচ্ছে। আমার তেমন কোন কাজ নাই। হুদাই ওর মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম, ভালো করে লেখ।

সে কেঁদে ফেলার চেষ্টা করতে করতে বললো, লিখছিই তো ম্যাম।

আরো কিছু বলার আগেই নিজেকে সামলালাম। মায়ের ওপর রাগ ছেলের ওপর দেখানোর কোনো অর্থ নাই।

হাতের কাছে ছাত্রের খাতা কলম পেয়ে চিঠি লিখতে শুরু করলাম আমার ছোটবেলার ভালোবাসাকে। হঠাৎ আজ আমাকে ভালোবাসায় পেয়ে বসেছে।

শোভন,

জানিনা কেমন আছো। ব‌উ বাচ্চা নিয়ে ভালোই থাকার কথা। আমাকে কি তোমার মনে পড়ে? মনে পড়ে সেই একসাথে মাঠে কানামাছি,ওপেনটি বায়োস্কোপ খেলার কথা? মনে পড়ে একসাথে শিমুল তুলা কুড়ানোর কথা,ভুতুড়ে খালি বাড়িটাতে আম কুড়ানোর কথা? মনে পড়ে সেদিন তুমি সবচেয়ে বড় আমটা আমার হাতে তুলে দিয়ে তোমার ভালোবাসা বুঝিয়েছিলে? যেদিন আমি তোমাকে আমাদের চুরি করা লিচুর মধ্যে সবচেয়ে মিষ্টি লিচুটা দিয়ে দিলাম সেদিন থেকে আমরা পাকাপাকি রিলেশনে চলে গেলাম। কিন্তু তারপর তোমার মা, আমার মা জানতে পেরে দুইদিন ঘরে আটকে রাখলো। টম এন্ড জেরী‌ও দেখতে দিলো না। সেই কষ্টে আমরা দুজন দুজনকে ছেড়ে দিলাম। কিন্তু ঠিক করেছিলাম বড় হয়ে আবার এক হবো। কিন্তু বড় হয়ে জানতে পারলাম তুমি তোমার ছোটবেলার খেলার সাথীকে ভালোবেসে বিয়ে করেছো! আমি তাহলে কে ছিলাম? ঐ বয়সেই তুমি দুইটা চালাইতেছিলে এটা ভাবতেই পারিনি......"

ছাত্র খাতা এগিয়ে দিয়ে বললো, লেখা শেষ।

মাথায় আরেকটা গাট্টা মেরে বললাম, সময় নিয়ে লিখতে বলি না? ভুল হলে খবর আছে।

একটাও ভুল পাওয়া না যাওয়ায় আমি ওর মায়ের মতোই রেগে গেলাম। তারপর খাতায় ফুল মার্কস দিয়ে কোনোদিকে না তাকিয়ে হনহন করে বেরিয়ে গেলাম। ঠিক করলাম কাল থেকে ইফতারির পর আসবো। ইফতারিতে খাবার না জুটলে খেজুর খেয়ে থাকবো। এই বাড়িতে তাও আর ইফতারি করবো না। নট এনিমোর।

রাতে হঠাৎ করেই মনে পড়লো চিঠিটা ছাত্রের খাতাতেই রয়ে গেছে। দুশ্চিন্তায় সারারাত ঘুম হলো না। এখন আমার প্রেমকাহিনী সবাই জেনে যাবে। ছাত্র পর্যন্ত! ছিঃ ছিঃ কি লজ্জার কথা!

ভোরের দিকে মনে হলো,এত দুশ্চিন্তা করছি কেন? ছাত্র প্রয়োজন না পড়লে ব‌ই খাতার কাছে যায় না। আর ওর মা? সে তো আমার বন্ধুর মতো! ওনার যতো রেসিপি এ পর্যন্ত হজম করছি তার প্রতিদান কি আর দেবেন না? নিশ্চয়ই লেখাটা দেখেই ছিঁড়ে ফেলবেন,আর কাউকে বলবেন না। ছেলেকে তো দেখাবেন‌ই না। এসব বাচ্চাদের দেখানোর জিনিস না।

পরদিন দুরুদুরু বক্ষে ছাত্র পড়াতে এলাম। ইফতারির পর আসতে চাইছিলাম কিন্তু আগেই এলাম। আজ একবার বাঙ্গীর চপ খেয়ে ওর মাকে খুশী করা বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। ঠিক করলাম প্রতিমাসে বেতনের আগে আগে ওনার এই আইটেমগুলা আবার খেতে চাইবো। নিশ্চয়ই খুশী হয়ে তাড়াতাড়ি বেতন দিয়ে দেবেন। সেই সম্ভাবনা খুবই প্রবল।

দরজা খুলে দিলো ছাত্র। ওর দৃষ্টিটা লক্ষ্য করে অস্বাভাবিক কিছু দেখলাম না। অবশ্য এই বয়সের বাচ্চাদের এক্সপ্রেশন দেখে মনের কথা বোঝাও যায় না।

ছাত্রের মা বাসায় নেই। জিজ্ঞেস করে জানলাম আজ ওনার পাশের বাসায় ইফতারের দাওয়াত আছে। ছাত্র চলে যেতেই খাতাপত্র উল্টে কালকের খাতাটা বের করলাম। চিঠিটা নেই!

ছাত্র এসে একটা খাম ধরিয়ে দিলো। এই মাসের বেতন। অবাক হয়ে তাকাতেই বললো, আম্মু বলেছে আপনার আর পড়ানোর দরকার নেই।

যতটা অবাক হ‌ওয়া দরকার ততটা হলাম না। উনি হয়তো ভেবেছেন ছাত্রের খাতায় যে মেয়ে প্রেমকাহিনী লেখে সে একটা বাচ্চাকে পড়ানোর অনুপযুক্ত।

তারপরেও ফর্মালিটির জন্য জিজ্ঞাসা করলাম, কেন? তোমার আম্মু কারণটা বলেছেন?

ছাত্র বললো, আম্মু বলতে বলেছে আমার আব্বুর ডাকনাম শোভন।

মুহুর্তে মনে হ‌ইলো মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। লজ্জায় বলতে ইচ্ছে করছিলো, "বাঙ্গির চপ নিয়ে আসো। খেয়ে নিজেকে শেষ করে দিই।"

ছাত্রের বাড়ি থেকে বেরিয়ে পেছন ফিরে দেখি ওর আম্মু ঢুকছে। বোধহয় ইফতারের দাওয়াত ছিলো না। আমাকে ইগনোর করার জন্য।

একবার ভাবলাম ভেতরে গিয়ে বলি,"আপনার স্বামীকে ভুল বুঝবেন না।" পরমুহূর্তেই মনে হলো সবটা বুঝতে পেরে খুশীতে আজকে তরমুজের চপ খাইয়ে দিতে পারে। ঝামেলা না করে তাই পগারপার হয়ে গেলাম।

©

07/04/2024

২৫ রোজায় এসে হালিম খেলাম আলহামদুলিল্লাহ | প্রবাসে এতো ব্যস্ততা যে নিজের দেশীয় খাবারের স্বাদগুলোই ভুলে যাবার দশা | VLOG- 248
#প্রবাস

রিকশায় চড়ে ঘুত্তে মন চাই কত্তদিন রিকশায় চড়ি না 🥲ছবি টা ২০১৯ সালের কোন একদিন তোলা 🥰
27/03/2024

রিকশায় চড়ে ঘুত্তে মন চাই
কত্তদিন রিকশায় চড়ি না 🥲

ছবি টা ২০১৯ সালের কোন একদিন তোলা 🥰

18/03/2024

নিজের শখ বা ইচ্ছাকে প্রাধান্য দিন | বয়স চলে গেলে ইচ্ছা টা থেকেই যাবে মনের কোণায় কিন্তু হয়তো পূরণ করার শখটা থাকবে না | VLOG-246

14/03/2024

পৃথিবীর এমন একটা দেশে আল্লাহপাক রিজিক লিখেছেন যেখানে রমজানের কোন আবহ বোঝা যায় না |VLOG-245

রোজার আরবি নিয়তنَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى...
11/03/2024

রোজার আরবি নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়তের বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

10/03/2024

সাপ্তাহিক অনলাইন হাটবাজার (সৌজন্যে - রন্ধন শিল্প)

10/03/2024

খুব সাধারণ হলেও দিন টা আজ স্পেশাল |মেয়ের বেতনের টাকায় এই প্রথম এতো দামী গিফট কিনে দিলো আমার জন্মদিনে আলহামদুলিল্লাহ |VLOG-244

আজ আমার জন্মদিন 🥳 হ্যা আজ আমার ৩৯ তম জন্মদিন 🥰 আর মাত্র ১ বছর,  ত্রিশের কোটা ছাড়িয়ে যাবো তখন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি ব...
07/03/2024

আজ আমার জন্মদিন 🥳 হ্যা আজ আমার ৩৯ তম জন্মদিন 🥰 আর মাত্র ১ বছর, ত্রিশের কোটা ছাড়িয়ে যাবো তখন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন। আমার কাছে বয়স টা শুধু একটা সংখ্যামাত্র। বয়স বাড়তে থাকে জীবনের পরিপক্কতা ,অভিজ্ঞতা,অর্জন বাড়তে থাকে।এটাই বয়স বাড়ার সৌন্দর্য। এই ৩৮ বছরের জীবনে ভালো মন্দ অনেক কিছু দেখেছি। আশা রাখি সামনের দিন গুলো ভালো থাকবো।

আমার জন্য দোয়া করবেন সবাই।আপনারা সবাই আমার পরিবারের মতো তাই এখানে আপনাদের কাছে দোয়া চাইলাম। ভালোবাসেন তো আমায়? তাহলে একটু শুভকামনা আর দোয়ায় রেখেন আমাকে 🥰🙏😇

এই চাকচিক্যের ভির ঠেলে খুব সাধারণ যে তুমিসেই আমার            - নাবিলা তাসনিম
03/03/2024

এই চাকচিক্যের ভির ঠেলে
খুব সাধারণ যে তুমি
সেই আমার
- নাবিলা তাসনিম

29/02/2024

বিদেশী জীবন যাপনে পুরোদস্তুর অভ্যস্ত হয়ে গিয়েছি কিন্তু ছাড়তে পারিনি বাঙালী খাবার | VLOG-243
#প্রবাস #প্রবাসী #প্রবাসজীবন #জীবন

26/02/2024

নেদারল্যান্ডসের খোলা বাজারে কিভাবে মাছ বিক্রি হয় চলুন দেখে আসি | VLOG-242
#বাজার #প্রবাস

গতকাল আমাদের প্রবাসে পবিত্র লাইলাতুল বারাতের রাত ছিলো আজ দেশে সবাই পালন করবেন। আল্লাহপাক সকলকে ইবাদত বন্দেগী করার তৌফিক ...
25/02/2024

গতকাল আমাদের প্রবাসে পবিত্র লাইলাতুল বারাতের রাত ছিলো আজ দেশে সবাই পালন করবেন। আল্লাহপাক সকলকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলের মনের আশা দোয়া পূর্ণ করুন। পুরো মুসলিম জাহানের জন্য দোয়া করুন। আমিন🤲

তুমুল ঝগড়ার পর স্বামী তার স্ত্রীকে বললো, স্ত্রী ই রয়ে গেলে, প্রেমিকা আর হতে পারলে না!😤অফিস থেকে বাসায় এসে দেখে খাবার টে...
23/02/2024

তুমুল ঝগড়ার পর স্বামী তার স্ত্রীকে বললো,
স্ত্রী ই রয়ে গেলে, প্রেমিকা আর হতে পারলে না!😤

অফিস থেকে বাসায় এসে দেখে খাবার টেবিলে খাবারের বদলে প্রেমপত্র।💌
'বাবু খাইসো?'🥰😚

22/02/2024

নারীদের কি অসম্ভব শক্তি আর ধৈর্য দিয়ে পাঠিয়েছেন মহান আল্লাহ | VLOG-241
#নারী #সংসার #জীবন

আমার দাদার ১০০ বিঘা জমি ছিলো।  আমার বাবার ১০ বিঘা। এর কারণ এই নয় যে বাবারা ১০ ভাই ছিলেন।  কারণ এই যে, বাবা জানতেন দাদা ত...
21/02/2024

আমার দাদার ১০০ বিঘা জমি ছিলো। আমার বাবার ১০ বিঘা।

এর কারণ এই নয় যে বাবারা ১০ ভাই ছিলেন। কারণ এই যে, বাবা জানতেন দাদা তার জন্য ১০ বিঘা জমি রেখে যাবেন। তাই তিনি ঘুম আর খাওয়া ছাড়া পরিশ্রমের কোনো কাজ করেনি।

যে বাবা-মা সন্তানের জন্য নিরাপদ পরিমান সম্পদ রেখে যান তাদের সন্তানদের আমি দিনে দিনে নিঃশেষ হতে দেখেছি। জমিদারের ৩য় জেনারেশন তাই না খেয়ে মরে।

নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর করে।
আপনি ভাবছেন আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে? ভুল।

আপনার অর্থ আপনার ৫ বছরের বাচ্চাকে দামী খেলনা দাবী করার মানসিকতা দেবে। ক্লাস টেনে পড়তেই সে চাইবে আই ফোন। ইন্টারে বাইক। অনার্সে গাড়ি, বিস্তর পকেটমানি, সেশন গ্যাপ দেয়ার অধিকার, দামী ঘড়ি আর শুধু জাংক ফুডেই মাসে ১০ হাজার টাকা।

আপনি না দিলে সে বিরক্ত হবে, আপনাকে কৃপণ আর সন্তানের ইমোশোনের গুরুত্ব না দেয়া হার্টলেস বাবা-মা মনে করবে।

আমি বিশ্বাস করি পৃথিবীটা পরকালের হাশরের ময়দানের মতোই হওয়া উচিত। যার যার পাপ-পূণ্যের মতোই যার যার অর্থ, পরিশ্রমের প্রাপ্তি শুধু তারই হওয়া উচিত।

আপনার কিছু স্বপ্ন ছিলো! আপনি কলেজে পড়ার সময় ভেবেছিলেন দুটো মেয়ের পড়ার খরচ চালাবেন, আমেরিকা না হোক অন্তত নেপাল ঘুরে আসবেন, হজ্জে যাবেন। সেই স্বপ্ন আপনি ভুলে গেছেন সন্তানের নিশ্চিত ভবিষ্যতের ভাবনায়। আপনার এই ত্যাগ সন্তানের কাছে শুধুই দায়িত্ব পালন। অপরাধ সন্তানের নয় কিন্তু। ভুল আপনার। আপনি তাকে জানিয়েছেন 'যা আমার তার সবই তোমার!'

আমি তা করিনি, করবো না। যা আমার তা শুধুই আমার। আমার মৃত্যুর পর তারা পেলেও পেতে পারে, নাও পেতে পারে৷ আমার যদি কঠিন কোনো অসুখ হয় আমি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট নেবো সমস্ত প্রোপার্টি বিক্রি করে। মাত্র ৫ দিন বেশি বেঁচে থাকার জন্য হলেও এটা আমি করব। আমার সন্তানেরা সেটা জানে। তাই তাদের কোনো নিশ্চয়তা নেই। তাই তারা সারভাইভ করা শিখছে, আমি শিখিয়েছি।

আমি শুধু তাদের পড়া আর চিকিৎসা নিয়ে কোনো প্রকার কার্পণ্য করিনি, করবো না। মা হিসেবে, একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষ যাকে আমি এ ধরণীতে এনেছি তার প্রতি আমার এটুকুই দায়িত্ব। তারপর সে পৃথিবীর সন্তান। তারপর তাকে আরো লক্ষ সন্তানের সাথে দৌঁড় দিতে হবে, নিজের জায়গা নিজেকে তৈরী করতে হবে। যদি সে তা করতে সক্ষম হয়, তবেই সে পাবে জীবনের প্রকৃত আনন্দ।

আমার রেখে যাওয়া অর্থ দিয়ে সুখে থাকা আর অন্যের আন্ডারওয়্যার পরে ইজ্জত ঢাকা একই জিনিস৷

আমার সন্তানেরা অন্তত এইটুকু বুঝুক, এইটুকু মেরুদণ্ড তাদের হোক।

সত্যিই যদি সন্তানের ভালো চান তবে তাকে বুঝতে দিন সে একজন পূর্ণ মানুষ। তার দায়িত্ব তার। আপনি তার নির্দিষ্ট দায়িত্ব পাওয়া একজন আপনজন। সন্তানকে আন্তরিকতা দেখান, অর্থ নয়।

যদি পারেন, জেনে রাখবেন আপনার ১০ বিঘা জমি ছিলো আপনার সন্তানের ১২ বিঘা হবে। আপনারটুকু না নিয়েই হবে।

ইতি
একজন মা
©

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Jahangir Mahmoud, Shahadat Hossain, Jyoti...
19/02/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Jahangir Mahmoud, Shahadat Hossain, Jyotish Ranjan Modak, حسام الغالي, Md Ezazul Islam, Sadia Alam, Gulu Khatrani, Sharifa Malik, তুমি আসবে বলে, Mahboob Elahi

19/02/2024

নাম অজানা মাছ খেয়ে আজ পাগল হয়ে যাবো | VLOG-240
#মাছ #দেশীয় #প্রবাসি

17/02/2024

সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে | হাজবেন্ড কি দিলো Valentine Day তে| VLOG-240
#ভালোবাসা

জীবনের একেকটা অধ্যায়ের সৌন্দর্য একেক রকমের 😇 এই যে ফাল্গুন চলে আসলো অথচ শাড়ি পড়ে ফুল মাথায় লাগিয়ে কোন ছবি তুলতে পারলাম ন...
15/02/2024

জীবনের একেকটা অধ্যায়ের সৌন্দর্য একেক রকমের 😇 এই যে ফাল্গুন চলে আসলো অথচ শাড়ি পড়ে ফুল মাথায় লাগিয়ে কোন ছবি তুলতে পারলাম না 🥲 সারাদিন পার করলাম অফিসের ড্রেস কোড কালো রঙের টি শার্ট গায়ে জড়িয়ে। আর বাসায় ফেরার পর সংসারের একগাদা কাজ একা হাতে করে আবার মন টা চাইলো একটু বিরিয়ানি খাই😝 সাজুগুজু করতে পারি নাই তো কি হয়েছে পরিবার কে নিয়ে ভালোমন্দ কিছু খাওয়া টাও সেলিব্রেশন ।তাই শত ক্লান্তি নিয়েও বিরিয়ানি রান্না করে ফেললাম সাথে বোরহানি 🥳🥳 এই তো আমার ফাল্গুন।

আমরা প্রবাসে যারা থাকি তারা ঈদ, রমজান থেকে শুরু করে বাঙালী কোন উৎসব পার্বনের কোন আবহ বা আমেজই বুঝতে পারি না। তবে ব্যতিক্রম ও আছে যারা অনেক বছর ধরে প্রবাসে আছেন/ যাদের ফ্যামিলির অনেক মেম্বার আছেন কিংবা যাদের বাঙালী কমিউনিটির সাথে সম্পর্ক ভালো তাদের কথা ভিন্ন। তারপরও প্রবাসীদের একটা বড় অংশই এই সব কিছুতে আনন্দ করতে পারেন না😔 এটা বড় সত্যি।

অথচ বাংলাদেশে যারা আছেন তারা কত সুন্দর করে এই দিনগুলো পালন করেন। যারা জব করেন তারাও বিশেষ দিনগুলোতে পুরো অফিস রাঙিয়ে ফেলেন রঙ আর ফুলের সমাহারে ❤️ আমারো এমন দিন ছিলো রে ভাই যেগুলো আজ শুধুই স্মৃতি 💔

Goggle Photos Memory আসলো সামনে আর গান টাও গুনগুন করতে থাকলাম "আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা ,আগে কি সুন্দর দিন কাটাইতাম " 💁‍♀️

#প্রবাসি #প্রবাস #জীবন

14/02/2024

ভালোবাসা দিবস হোক ৩৬৫ দিনই |VLOG-239
#ভালোবাসা

10/02/2024

ইউরোপ জুড়ে Carnival এর জন্য কতো আয়োজন |VLOG-238

গত কিছুদিন যাবত কয়েকটি অপ্রত্যাশিত মৃত্যু সংবাদ পেলাম।জীবন কতটা অনিশ্চিত মৃত্যু সংবাদ গুলো শুনলে মনে হয়।একদল ভ্রমণ পিপাস...
08/02/2024

গত কিছুদিন যাবত কয়েকটি অপ্রত্যাশিত মৃত্যু সংবাদ পেলাম।জীবন কতটা অনিশ্চিত মৃত্যু সংবাদ গুলো শুনলে মনে হয়।একদল ভ্রমণ পিপাসু মেয়ে বান্দরবান ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মারা গেলেন ৩ জন।ইসসস কি অস্বাভাবিক চাঁদের গাড়িটা খাদে পড়ার আগ মূহুর্তে ও হয়তো গান আড্ডায় মুখর ছিলো জীবনগুলো 😔 হয়তো সামনে কোন স্পটে ঘুরবেন সেটা নিয়ে পরিকল্পনা করছিলেন ।একটা মূহুর্ত সব শেষ 🥹

শাম্মিনের তরতাজা ভাইটা ধুম করে চলে গেলো 😭 ২৫ বছরের একটা তরতাজা মানুষ কিভাবে চলে যায়। কিচ্ছু ভালো লাগে না। মেলাতে পারি না হিসাব , মেলে না হিসাব 😔 আসলে মেলানোর কিছু নাই ও কারণ এই সব বিষয় সকল হিসাব নিকাশের ঊর্ধ্বে ।

যখন যার ডাক আসবে চলে যেতে হবে এটাই কঠিন বাস্তবতা।

আর এই জন্য কোন সময় আপন বা পর যেই হোক না কেন রাগ / অভিমান করে থেকেন না। কে যানে মানুষ টা হয়তো চলে যাবে আপনার জন্য একবুক কষ্ট নিয়ে অব্যক্ত কত কথা নিয়ে অথবা আপনিও হয়তো বা চলে যেতে পারেন একবুক অভিমান নিয়ে ,রাগ নিয়ে।

আসুন সবাইকে মন থেকে ক্ষমা করে দেই। রাগ,ক্ষোভ,অভিমান,আক্রোশ,জীদ এই সকল রিপু থেকে আল্লাহ পাক আমাদের হৃদয়কে মুক্ত রাখুন। আমিন🤲🤲

#জীবন #জীবনবোধ #সত্য #মানুষ

06/02/2024

Turkish Sucuk Toast sandwich| ইজি বাট স্বাদে অতুলনীয় এই তার্কিস খাবার টা |VLOG-237

03/02/2024

বাংলাদেশের মিষ্টির জন্য মনটা কেমন যেন করে | আজ তাপমাত্রা (-৯) ফিলস লাইক (-১৩) |VLOG-236
#মিষ্টি

Adres


Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer BD Mum in Netherlands nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact

Stuur een bericht naar BD Mum in Netherlands:

Video's

Delen