Zubair Business Club

  • Home
  • Zubair Business Club

Zubair Business Club Hi,This Is zubair Mohammad.
বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া উত্তম
BetterTo Be Trusted Than Famous Hai This Is Zubair Mohamad.

i Have A Page Or YouTube Channel Please Subscribe Follow Me.

16/12/2023

সবাইকে সু মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬_১২_২০২৩ বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

Official Name:

Bengali: বিজয় দিবস (Bijoy Dibosh)
Observed by
Bangladesh 1971-Present
Type
National Celebrations.

Flag Hoisting, Parades, Singing Patriotic Songs And The National Anthem, Speeches By The President And Prime Minister, Entertainment And Cultural Programs.

Date: 16 December
Today 16 December 2023
Frequency
Annual
Related To Independence Day of Bangladesh

18/10/2023

I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

29/09/2023

বৃষ্টি ভেজা সন্ধ্যায়

13/08/2023

ইচ্ছা
আহসান হাবীব ✍️

মনা রে মনা কোথায় যাস ?
বিলের ধারে কাটৰ ঘাস।

ঘাস কি হবে?
বেচব কাল, চিকন সুতোর কিনব জাল ।

জাল কি হবে?
নদীর বাকে
মাছ ধরব ঝাঁকে ঝাঁকে।

মাছ কি হবে?
বেচব হাটে,
কিনব শাড়ি পাটে পাটে।

বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙিন হাঁড়ি।

13/08/2023

বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও,

তবুও স্বার্থপরের কাছে কখনো মন এর কাছে কি নিজের মন খারাপের কষ্টের

কোন স্বার্থ পরের কাছে বর্ণনা দিতে যেওনা!

If you are very upset, cry a couple of drops,

However, to the selfish, sometimes the mind is the pain of one's own heartache

Do not describe any interests to others!

13/08/2023

হিংসা করে অন্যের ক্ষতি সহজেই
করতে পারবে✅

কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না..!?

Jealousy harms others easily
can do✅

But you can never improve yourself..!?

13/08/2023

যে নারী তার স্বামীর রাগের😡

সময় চুপ থাকে!😚

এবং ঝগড়ায় লিপ্ত হয় না সে নারী দূর্বল নয়✍️🫶

বরং জ্ঞান এবং বুদ্ধিতে সে একজন শ্রেষ্ঠ নারী❤️🫶✍️

A woman who is angry with her husband😡

Time is silent!😚

And a woman
who does not quarrel is not weak,✍️🫶

Rather, she is a superior woman
in knowledge and wisdom. ❤️🫶✍️

13/08/2023

আমি কিউট নই।
আমি সুন্দর নই।
আমি বুদ্ধিমান নই।
আমি পারফেক্ট নই।

কিন্তু আমি ফেক নই।✍️
I'm not Cute,
I'm not Beautiful,
I'm not Intelligent,
I'm not Perfect,

But I'm not Fake. ✍️

13/08/2023

আমি তোমাকে চাই।
🫶❤️🫶
আজ, আগামীকাল, পরের সপ্তাহ এবং আমার বাকি জীবনের জন্য।

13/08/2023

ভালবাসা আর

দুটোই নিমন্ত্ৰন বিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন।

13/08/2023

সর্বদা নির্বাচন করুন

এক জন ব্যাক্তি যে কিনা

আপনাকে সম্মান দেয় কারণ ভালোবাসার চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ।

13/08/2023

চালাকি দিয়ে মহৎ কাজ হয়?

ভাত ছড়িয়ে কাক পাওয়া যায়, ময়ূর পাওয়া যায় কি?

টাকা ছড়িয়ে গোলাম পাওয়া যায়, সেলাম পাওয়া যায় কি?

চালাকি দিয়ে লোক ঠকানো যায়, মহৎ কাজ হয় কি?

ভয় দেখিয়ে মন দখল করা যায়, হৃদয় জয় করা যায় কি?

বদনাম দিয়ে হেনস্থা করা যায়, দমিয়ে দেওয়া যায় কি?

শাক দিয়ে মাছ ঢাকা যায়, মাছের গন্ধ ঢাকা যায় কি?

দস্যুগিরি না ছাড়লে রত্নাকর কখনো বাল্মীকিমুনি হতেন কি?

04/08/2023

কবিতা স্বাধীনতার সুখ
____________________________

বাবুই পাখিরে ডাকি' বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই?

আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে,
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”

বাবুই হাসিয়া কহে– “সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;

পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

লেখক ✍️ কবি রজনীকান্ত সেন ✍️

04/08/2023

আসতাগফিরুল্লাহাল আজিম।
আল্লাজি লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম-
ওয়া আতুবু ইলাইহি।

Assalamualaikm Wrh:....Wbk:....
26/04/2023

Assalamualaikm Wrh:....Wbk:....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Zubair Business Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zubair Business Club:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share