24/04/2024
তারিখ: ২৪-০৪-২০২৪ ইং
গান:
কলমে: মেহেদী হাসান
১/অন্তর জলে তোর জন্য
তুই তো বুঝলি না
ভালো বাসলাম এতো তোরে
দাম তার দিলিনা
আমি কান্দি তোর আশায়
তুই বিভোর কার নেসায় ?
একবার আইয়া কইয়া গেলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না...
২/কত কষ্ট বুকে নিয়া
দিন যে কাটে আমার প্রিয়া
আমি ছাড় কেউ তো জানেনা
এমন করে জাবি চলে
হটাৎ করে আমায় ভুলে
কখনো তা জানা ছিলো না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না...
৩/কি অপরাধ ছিলো আমার
করলি জীবন যে একাকার
এই কি ছিলো প্রেমের শান্তনা ?
আমায় ভাষাইয়া জ্বলে
তুই উঠিলি অন্য কূলে
বেইমান পাখি পোষ তো মানলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না...
( সমাপ্ত )