MD Mehedi

MD Mehedi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD Mehedi, Digital creator, .

24/04/2024

তারিখ: ২৪-০৪-২০২৪ ইং

গান:
কলমে: মেহেদী হাসান

১/অন্তর জলে তোর জন্য
তুই তো বুঝলি না
ভালো বাসলাম এতো তোরে
দাম তার দিলিনা
আমি কান্দি তোর আশায়
তুই বিভোর কার নেসায় ?
একবার আইয়া কইয়া গেলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না...
২/কত কষ্ট বুকে নিয়া
দিন যে কাটে আমার প্রিয়া
আমি ছাড় কেউ তো জানেনা
এমন করে জাবি চলে
হটাৎ করে আমায় ভুলে
কখনো তা জানা ছিলো না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না...
৩/কি অপরাধ ছিলো আমার
করলি জীবন যে একাকার
এই কি ছিলো প্রেমের শান্তনা ?
আমায় ভাষাইয়া জ্বলে
তুই উঠিলি অন্য কূলে
বেইমান পাখি পোষ তো মানলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না
বন্ধুরে তুই তো আমার আপন হইলি না...

( সমাপ্ত )

15/04/2024
01/11/2023

ও বিয়াই.... 🤔🤣

01/11/2023

তারিখঃ ০১-১১-২০২৩ ইং

গান
কলমেঃ মেহেদী হাসান

১/জীবন আমার সময়ের কাছে পরাজিত
কখনো হাঁসে কখনো কাঁদে
কখনো বুকের মাঝে ভয় ক্ষত
জীবন আমার সময়ের কাছে পরাজিত ,,
২/জীবন আমার ভালোবাসা হিন
অভিনয় করে মিছে সে প্রতিদিন !!
কখন কষ্ট নিয়ে বেদনার মোহনায়
নিজে ই একা বিব্রত ,
জীবন আমার সময়ের কাছে পরাজিত ,,
৩/জীবন আমার অন্ধকারে বন্ধ
হারিয়ে ফেলেছে আলো ছন্দ
ক্ষনিকের ভালো গালা মিসে গেছে মিথ্যে
শত আবদারে অবিরত ,
জীবন আমার সময়ের কাছে পরাজিত ,,

( সমাপ্ত )

31/08/2023

তারিখঃ ০১-০৯-২০২৩ ইং
কবিতা

অন্ধকার
কলমেঃ মেহেদী হাসান

কিছু কষ্ট মানুষ কে নিঃস্ব করে দেয়
কখনো কখনো কাঁদায় নিব্রিতে একা
থাকেনা আপন বলতে কেহুু পাশে
তবুও জীবন চলে তার আপন গতিতে
যে পথের নেই কোনো শেষ সিমানা
নেই কোনো বাস্তব চেনা ঠিকানা
তারি নাম বুঝি বেঁচে থাকার লড়াই
কখনো চোখের জ্বলে ভাষা নিস্তব্দ
হারিয়ে ফেলে আপন যন্ত্রনার ভিরে
রাতের নিকস কালো ভেদ করে কি
আলো বোঝাতে পারে তার দহন
যত দিন যায় মনে হয় পারাজিত এই
জীবন যুদ্ধে নিসঙ্গ সুন্দর ভূবন
এখানে আছে সব কিছু শুধু নেই
চেনা মুখ সুখ তাঁরা আর তার খুসি
কত দিন হয় না দেখা ভালোবাসি
যারে সেই মানুষ টার সনে আমার
জন্মে ছিলাম আলো নিয়ে দুটি চোখে
যৌবনে এসে দেখি নিয়তি অন্ধকার ।
আমি ভাগ্যের কাছে নিসন্দেহে দূষি
মিথ্যে দোষ দিয়ে কি হবে তোমার ।

( সমাপ্ত )

23/06/2023

অনেক দিন পরে একটা গান গাওয়ার চেস্টা
গানটির
গীতি কার
সুর কার

লেখক ও কবিঃ মেহেদী হাসান

অর্থ হিন ভালোবাসা
17/06/2023

অর্থ হিন ভালোবাসা

17/06/2023

তারিখঃ ১৭-০৬-২০২৩ ইং

গান
কলমেঃ মেহেদী হাসান

১/পরাণে বান্দিয়া রে
পরাণ দুই জনে
হায় রে বন্ধু করমু
শখের পিরিতি ।
জাতের দোহাই সেকি
মানে পরিতির রিতিনীতি ?
*পরাণে বান্দিয়া রে
পরাণ দুই জনে
হায় রে বন্ধু করমু
শখের পিরিতি ।।
২/ভাবনা হইলে হয় কি
ওরে হৃদয়ের বন্ধন ?
আমায় তুমি তোমার রঙ্গে
করিও আপন !
লোক নিন্দায়
কি যায় আসে
কিবা হবে লাভ ক্ষতি ?
*পরাণে বান্দিয়া রে
পরাণ দুই জনে
হায় রে বন্ধু করমু
শখের পিরিতি ।।
৩/সাধের যৌবন কালে
আমি তোমার ,,
তুমি বন্ধু হইয়
মরণ সাথী
চাইনা যে কিছু আর ।
কত কথা মালা গাঁধা
রজনী ভরা স্মৃতি ।
*পরাণে বান্দিয়া রে
পরাণ দুই জনে
হায় রে বন্ধু করমু
শখের পরিতি ।।

( সমাপ্ত )

10/02/2023

তারিখঃ ১০-২-২০২৩ ইং
কবিতা

বেদনা সুর
কলমেঃ মেহেদী হাসান

কতো লিখেছি গান কবিতা
কতো লিখেছি ছন্দ ,
তবুও বন্ধু ভালোবাসা মোর
এখনো দুয়ার বন্ধ !
মানুষের ভিরে মনের মানুষ
খুঁজে পাওয়া এখন দায় ।।
বিশ্বাস এখন সকাল-সন্ধ্যা
টাকায় কেনা যায় ।
পথের পথিক পথো ভ্রষ্ঠ
বিবেকের কাছে অন্ধ !
ভালোর শহরে কালো শিক্ষা
লোভে পরে মন্দ ।
দাস হয়েও কত জীবনের
লাশ হতে হয় ভুলে ।।
সকল বাসনা অহংকারে
সমাধী রচিলো বলে ।
মৃত দেহের পচন ধরেছে
পোঁড়াও চিতায় নিয়ে
নয় তবা দেওয় দাফন তারে
বেদনার সুর গেয়ে ।
অসিম খেলা বেলা ফুরালে
রক্তের স্রতে দন্দ ,,
মানবের দোষে আপন চেনা
অচেনার রূপে ছন্দ ।
কতজন এলো বিলিন হলো
স্রষ্ঠার এ দুনিয়ায় ;
অদ্ভূত এই নিয়তির কাছে
জীবন বড্ড অসহায় ।

( সমাপ্ত )

অপূর্ব হৃদয়
11/01/2023

অপূর্ব হৃদয়

05/01/2023

তারিখঃ ০৫-০১-২০২৩ ইং

গানঃ জোকার
লেখকঃ মেহেদী হাসান

১/ক্ষধার্ত্য প্রেমের শহরে
আমি এক
অন্য রকম মানুষ
উ.....উ...উউ ,,
কেউ দেখে ভয়
পায় আমাকে
প্রেমে পরে কেউ বেহুুশ ।
জোকার আমি
জোকার !!
স্বাধীন বন্দি নয়
জীবন কারাগার ।

২/ঐ পাশে সারি লাশে
আর্তনাদ এখনো
শোনা যায়
ইতিহাসে ভালোবাসা
কতো না কবরে
রচিত হয় ।
কেউ কি দেখে নিঃস্বঙ্গতা
বুকে ভেতর গড়ে
হাহা কার ?

জোকার আমি
জোকার !!
স্বাধীন বন্দি নয়
জীবন কারাগার ,,

৩/ললনারা ছলনারা
দিন শেষে অন্ধকার
ঘুম থেকে ওঠার পরে
আবার বাঁচার
কিছু আবদার ।
ভাবতে বাদ্ধ্য করে
রঙ্গীণ মঞ্চে
আসলে কে আপন
এই আমার ?

জোকার আমি
জোকার !!
স্বাধীন বন্দি নয়
জীবন কারাগার ।

উ.....উ...উউ...উউউ 🙃 🧟‍♀️🧟‍♂️🧟‍♀️🧟‍♂️🧟‍♂️🧟‍♂,,,

( সমাপ্ত )

05/01/2023

আমার নতুন সং
বিয়াই 🤣😜😜🤪

ফুল হয়ে ফুটতে চেয়ে ছিলাম  অথচ ঝরে গেলাম ভুল নামক ভুলে !!
01/01/2023

ফুল হয়ে ফুটতে চেয়ে ছিলাম
অথচ ঝরে গেলাম
ভুল নামক ভুলে !!

01/01/2023

জীবন টা
স্বপ্ন হয়ে ই
রয়ে গেলো
যার বাস্তব
বরই কঠিন.......!

01/01/2023

Happy New Year..... ❤️

❤️ 2023 ❤️

ভর্তা  😋
30/12/2022

ভর্তা 😋

30/12/2022

তারিখঃ ৩০-১২-২০২২ ইং
কবিতা

প্রেমিক
লেখকঃ মেহেদী হাসান

আমি শিখেছি তোমার কাছে ভালোবাসা
আসলে ভালোবাসা কারে কয় ?
কতো কষ্ট বুকের ভেতর সেকি কভু
চাইলে ই চোখে দেখা যায় ?
চেয়েছি আপন হতে আমি তোমার
তাই তো প্রেমের অভিনয় ;
ক্ষত-বিক্ষত কলিজার চার পাশ
তোমার জন্য মোর ভয় ?
হারাবার হয়েছে আজ আমারি কাল
শুকিয়ে গেছে নোনা জ্বল ।
কতো দিন চেয়েছি ভুলে যেতে
প্রেমের কাছে হলো নিজের পরাজয় !!
বেলা শেষে এখনো তোমার জন্য এই
অন্তর হুুুহুু করে কেঁদে ওঠে ,
তুমি কেমন আছো দূরে বহুুদূরে
আমায় পিরিতের অনলে জিন্দা পুঁরে ?
এভাবে ও ভালোবাসা দু,জনার হয় ?
আমি শিখেছি তোমার কাছে ।
অন্ধকারে পথ চলা আলোর ভিরে
কত প্রেমিক রাস্তার পাশে একা পরে রয় ।

( সমাপ্ত )

28/12/2022

চাইলে ই সব কিছু
ভোলা যায় না
কারণ স্মৃতি গুলো
যন্ত্রনা বারায় ।

প্রকৃত যোদ্ধা..........   বিশ্বস্ত নাম............. লড়াকু সৈনিক............  জয়ের নায়ক..............        ❤️ লিওনেল...
27/12/2022

প্রকৃত যোদ্ধা..........
বিশ্বস্ত নাম.............
লড়াকু সৈনিক............
জয়ের নায়ক..............


❤️ লিওনেল মেসি ❤️

তারিখঃ ২৭-১২-২০২২ ইংগানঃ তুমি তো জীবন  লেখকঃ মেহেদী হাসান ১/নয়নে নয়ন পরেছে যখনতোমায় ভালোবেসেফেলেছি তখন । তুমি তো জীবন আম...
27/12/2022

তারিখঃ ২৭-১২-২০২২ ইং

গানঃ তুমি তো জীবন
লেখকঃ মেহেদী হাসান

১/নয়নে নয়ন
পরেছে যখন
তোমায় ভালোবেসে
ফেলেছি তখন ।
তুমি তো জীবন
আমার এ জীবন ,
তুমি তো জীবন
আমার এ জীবন ,,
২/মিসে গেছো আত্মায়
হৃদয়ের ঠিকানায় ।
এখন বুঝি তোমাকে
ছাড়া বাঁচাদায় ,,
তুমি তো জীবন
আমার এ জীবন ,,
৩/ভালোবেসে বাঁচবো
সুন্দর দুনিয়ায় ।
এই বন্ধন কভু
না জেনো ফুরায় !!
তুমি তো জীবন
আমার এ জীবন ,,
নয়নে নয়ন
পরেছে যখন
তোমাকে ভালোবেসে
ফেলেছি তখন
তুমি তো জীবন
আমার এ জীবন..........…...!

( সমাপ্ত )

তুমি ছাড়া বেঁচে থাকার মানে দিন শেষে বড্ড একা......
27/12/2022

তুমি ছাড়া বেঁচে থাকার মানে
দিন শেষে বড্ড একা......

27/12/2022

তোমার হাজার টা প্রশ্ন
আমার কাছে ভালোবাসা নয়
বরং সন্দেহের জন্ম দেয়।

( মনের মানুষ )

27/12/2022

পৃথিবীতে কত লোক
কত আয়োজন ।
তবুও অনাহারে
লক্ষ্য কোটি জীবন.............?

27/12/2022

চেনা মুখের আরালে ই
লুকিয়ে থাকে
মানুষের বড় শত্রু ।

29/10/2022

তারিখঃ ২৯-১০-২০২২ ইং

গানঃ
কলমেঃ মেহেদী হাসান

১/যে আঘাত সয়েছি
কষ্ট পেয়েছি ,
ভাবিনি ভালোবেসে
কখনো এমন হবে ।
স্বার্থ পরের মতো
খুব সহজে
এই আমাকে তুমি
ভুলে যাবে !

যে আঘাত সয়েছি
কষ্ট পেয়েছি
ভাবিনি ভালোবেসে
কখনো এমন হবে ,,

২/তুমি তো সুখে আছো
আমায় ভুলে ,
আমি শুধু একা জ্বলি
প্রেম অনলে ।
জীবনে যা চেয়েছি
বিনিময়ে পেয়েছি
এক বুক যন্ত্রনা
চোখের জ্বলে ,,

যে আঘাত সয়েছি
কষ্ট পেয়েছি ,
ভাবিনি ভালোবেসে
কখনো এমন হবে ,,

৩/দিন গুলো কাঁটে দুঃখে
কেউ দেখে না ,
কলিজাতে বইছে
রক্তের ঝর্ণা ।
আমি হেরে গিয়েছি
পরাজিত হয়েছি ,
আমাকে কাঁদিয়ে
তুমি কি পেলে ?

যে আঘাত সয়েছি
কষ্ট পেয়েছি ,
ভাবিনি ভালোবেসে
কখনো এমন হবে ,,

( সমাপ্ত )

21/10/2022

তরিখঃ ২১-১০-২০২২ ইং

গানঃ ঔ রূপ
কলমেঃ মেহেদী হাসান

১/জাতে কি আর অন্য জোগায় ?
ধর্মের ঔ রূপ পূর্ণ ময় ।
আলো আঁধার বাতাস পানি
তাদের কি জাত চেনা যায় ?
২/বনের পশু কি তার বংশ
তবুও চলে হয় কি ধ্বংস
মাটিতে খায় দেহের মাংস ?
যেই দিন ও তার মরণ হয় ।
জাতে কি আর অন্য জোগায়
ধর্মের ঔ রূপ পূর্ণ ময় ,,
৩/তিন তরিকায় জীবন গড়া
সবার উর্ধে মানুষ সেরা !
একজন স্রষ্টার এইনা ধরা
কতো নামে ডাকা হয় ।
জাতে কি আর অন্য জোগায়
ধর্মের ঔ রূপ পূর্ণ ময় ,,
৪/দুই পথে যার আসা যাওয়া
চাইলে কি আর যায় রে ছোঁয়া ?
হিসেব কোথায় হবে দেওয়া ?
আগে করো তারে ভয় ।
জাতে কি আর অন্য জেগায়
ধর্মের ঔ রূপ পূর্ণ ময় ?
জাতে কি আর অন্য জোগায়
ধর্মের ঔ রূপ পূর্ণ ময় ।

( সমাপ্ত )

20/10/2022

তারিখঃ ২০-১০-২০২২ ইং

কবিতাঃ

ইচ্ছে
কলমেঃ মেহেদী হাসান

ভালো বাসার বসত বাড়ি
তোমায় নিয়ে গড়তে পারি ,
হোক না সেথায় ছলছা করি
আমি তোমার রূপে মরি ।
লোকের কথার গুল্লি মারি
কষ্ট পেলে নেসা করি ;
ইচ্ছে হলে ঘুরি-ফিরি ।।
সাহস করে বলি সরাসরি
সত্য কথা প্রেম করি
ভয় কি তাতে ও সুন্দরি ?
তোমার জন্য মরতে পারি
নতুন ইতিহাস গড়তে পারি ,,
ভুল হলে তা সিকার করি
স্বাধীন আমার ইচ্ছে ঘুড়ি ,
অন্ধকারে খোলা গগন ;
পূর্ণিমা চাঁদ পারলে ধরি
ভয় না পেয়ে সাহস করি ।
জীবন যুদ্ধে স্বপ্ন গড়ি !!
এই তো আমার বাস্তবতা
শুধু যে চাই তোমায় আমি ,,
আমার কাছে এই দুনিয়ায়
সব চাইতে দামি তুমি ।

( সমাপ্ত )

20/10/2022

তারিখঃ ২০-১০-২০২২ ইং

গানঃ ভুলে গেলো
কলমেঃ মেহেদী হাসান

১/যে আমার আপন ছিলো
সে আমায় ভুলে গেলো !
জানিনা কেনো ?
কি অপরাধে ,
আমায় নিঃস্ব একা
করে দিলো ?
যে আমার আপন ছিলো
সে আমায় ভুলে গেলো ,,
২/ভালোবাসা তবে কি
ভুল ছিলো আমার ?
প্রশ্ন করে মন
নিজেকে বার বার ,,
এতো কাছে এসে
হৃদয়ে মিসে ।
আজ কেনো বহুুদূরে
চলে গেলো ?
যে আমার আপন ছিলো
সে আমায় ভুলে গেলো ,,
৩/এ বুকে রক্ত নদী
উঠেছে সেথায় ঝড় ,
যে ছিলো আপন জন
হয়ে গেলো পর ।।
কি করে এতোটা
পাষান হলো সে ?
ও বিধাতা তুমি এই
আমাকে বলো ।
যে আমার আপন ছিলো
সে আমায় ভুলে গেলো ,,

( সমাপ্ত )

20/10/2022

তারিখঃ ২০-১০-২০২২ ইং

গানঃ মন্দ আমি
কলমেঃ মেহেদী হাসান

১/মন্দ আমি তোমার কাছে
এখন নাকি লোকে বলে
ও বন্ধু,এই ছিলো কঁপালে
ও বন্ধু,এই ছিলো কঁপালে ,,
২/বুঝি আমার,ভাবিনাই
আগে চলে জাবে এ ভাবে !!
বিরহ সইতে,পারিনা কইতে
বুকের ভেতর টা জ্বলে ।
ও বন্ধু,এই ছিলো কঁপালে ,,
৩/জীবনে তোমায় চেয়েছি
আমি নিঃস্ব হয়েছি ,
দেবনা অভিসাপ থেকো
তুমি সুখে আমায় ভুলে ।
ও বন্ধু,এই ছিলো কঁপালে ,,
৪/আপন মানুষ পর হলে
তার কি থাকে বাঁচিবার ?
যেজন প্রেমে সর্ব হারা
সদাই নয়ন ভাষে জ্বলে ।
ও বন্ধু,এই ছিলো কপালে ,
মন্দ আমি তোমার কাছে
এখন নাকি লোকে বলে !!
ও বন্ধু,এই ছিলো কঁপালে
ও বন্ধু,এই ছিলো কঁপালে.........!

( সমাপ্ত )

18/10/2022

তারিখঃ ১৮-১০-২০২২ ইং
কবিতাঃ

বিন্দু সুখ
কলমেঃ মেহেদী হাসান

সত্য সেতো এখন শুধু
গল্পে লেখা চরিএ ,
কোথায় মুক্তি তর্কো যুক্তি
বিশ্বাস এখন পবিএ

হয়ে গেছে টাকার গোলাম
কারো কাছে পৃথিবী ।
ধোঁকা দিয়ে লুটে খাওয়া
গরিব,ধনির অর্থ কি ?

ধর্ম গুরু বলে সবাই
শুনে গুনে ভুলে যায় !
মাটির মানুষ লোভে পরে
আকাশ টাকে ছুঁতে চায় ।

অবশেষে আপন দোষে
স্বপন ভেঙ্গে চৌচির ;
মুখ দেখে কি যায় চেনা
কোন সৈনিক হবে বীর ?

কালোর ভিরে ডরে মরে
দূর্নীতি বাজ অস্থির ।
দিন দুপুরে চুরি করে
লাশের পাশে লোকের ভির

তাজা খবর গরম খবর
দেশের মানুষ অসহায় ,
গৃহ বূধু খুন করে ,,
স্বামী নাকি জেলে যায় !

বিচারে হয় ফাঁসির আদেশ
অপরাধীর জামিন নাই ,
প্রকৃত দোষ কার ছিলো ?
যদি বলি দেশের ভাই ।।

উচ্চ বাদী সাধুর জন্য
মধ্যে বিত্তের করুন হাল ,,
প্রতিদিন বারছে পণ্যের
লাগাম হিন দাম বেশামাল ।

পুরুষ সেওয় কষ্টে কাঁদে
চোখের জ্বলে ভাষায় বুক !!
লুটের ভিরে অনাহারির
নাই বুঝি আজ বিন্দু সুখ ।

( সমাপ্ত )

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share