Mojibur Rhaman

Mojibur  Rhaman জীবনে সঠিক পথে চলো।সাফল্য একদিন আসব?

প্রিয় জনদের  সাথে  ভাল লাগার কিছুটা  সময়।
02/09/2023

প্রিয় জনদের সাথে ভাল লাগার কিছুটা সময়।

19/08/2023

সারাটা রাত জেগেই কাটালাম! আমার স্বামী কি ভিষণ কষ্ট করে বড় হয়েছে আপনারা জানেন না! ও অনেক সহজ-সরল মানুষ। ও কোন অন্যায় করেনি বিশ্বাস করুন।আল্লাহর-ওয়াস্তে ওকে আর কষ্ট দেবেন না। আমার স্বামীকে মুক্তি দিন...!

আমার স্বামী Mosiur Rahman এর নিঃশর্ত মুক্তি চাই।

16/08/2023
13/02/2023
25/01/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের দুই ছাত্রকে গেস্টরুমে ডেকে নিয়ে কয়েক ঘন্টা নির্যাতন করা হয়েছে। ঘটনাটা গতরাতের। কিন্তু কেউ এটা নিয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। আগে বিশ্ববিদ্যালয়ে কোনো অন্যায় হলে এর বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ ছিলো। এখন বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে গেলেই নির্যাতনের শিকার হতে হয় নতুবা জেলে যেতে হয়।

শহীদ আবরারকে যখন মারা হয় তখন ছাত্রলীগ ও হলের সিনিয়ররা তাকে ট্যাগ দিয়েছিলো। কিন্তু তাতে কাজ হয়নি৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ট্যাগ দিয়ে কাজ হয়। ট্যাগ দিয়ে সব অন্যায়কে বৈধতা দেয়া হয়।আর প্রশাসন বরাবরের মত নির্যাতকদের পক্ষ নিয়ে নিরব ভূমিকা পালন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় Ranking-এ পিছিয়ে যাওয়া বা শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পিছনে মূল কারণ এই গেস্টরুম নির্যাতন। প্রতিটা ব্যাচের জুনিয়ররা ঘুমের মধ্যেও সিনিয়রদের ভয় পায়। কেউ স্বাধীন চিন্তা করতে পারেনা। ঠিকমত ক্লাস-পরীক্ষায় মনোযোগ দিতে পারেনা এই নির্যাতনের কারণে। ডাকসু নির্বাচনের পর এই নির্যাতন কমে আসলেও এখন আবার বেড়েই চলছে। সামনে আরও বাড়বে। নির্বাচনের সময় ছাত্রলীগের কর্মী-সংকট হলে নির্যাতন করে, জোর করে মিছিল মিটিং এ নিয়ে যাবে। পড়াশোনা তখন লাডে উঠবে।

যাকে তাকে ধরে মোবাইল চেক করার অধিকার ছাত্রলীগকে কে দিয়েছে? ছাত্রলীগ কি কোনো প্রশাসন? ব্যক্তিগত মুঠোফোন অনুমতি ব্যতীত চেক করার অধিকার কারো নেই। এটা আইনের পরিপন্থী।

ক্যাম্পাসে নির্যাতন বন্ধ হোক। ট্যাগ দিয়ে অধিকারহীন করা বন্ধ হোক।

সৎ কিংবা অসৎ পথে অর্থ উপার্জন করে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ আলোকিত ও বিলাসী করতে চান।।আপনার মৃত্যু পরবর্তী সময়ে তারা আ...
07/11/2022

সৎ কিংবা অসৎ পথে অর্থ উপার্জন করে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ আলোকিত ও বিলাসী করতে চান।।

আপনার মৃত্যু পরবর্তী সময়ে তারা আপনাকে কতটুকু স্মরণে রাখে তা পূর্বেই ভেবে নিন। অন্যের সন্তানকে ঠকিয়ে নিজের সন্তানের সুখ খুজে দিচ্ছেন, আপনার গতি যেনো এই প্রকৌশলীর মতো না হয়!



বিস্তারিতঃ https://www.dhakapost.com/country/151232?fbclid=IwAR0oeVqxGLGyRtXnU1RuVqKkdISl5ZJpktbUDEi35J2y8_H12C-ZRionoxM

গাড়িটা তেল ছারা চলে। তোমাদের   কারো গাড়ি  কি তেল ছারা চলে
07/02/2022

গাড়িটা তেল ছারা চলে। তোমাদের কারো গাড়ি কি তেল ছারা চলে

Address

Shah Alam

Telephone

+601164272503

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mojibur Rhaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Newspapers in Shah Alam

Show All