05/02/2023
পাপুল
প্রত্যেকদিন দুপুর ২টায় ক্যাম্পাসের বাইরে চটপটির দোকানের পাশে দাঁড়িয়ে থাকে। একটা মেয়ের জন্য, তাকে বিরক্ত করে, ফেল ফেল চোখে তাকিয়ে থাকে। মেয়েটি সত্যিই বিরক্ত হয়, রাগ করে কিন্তু কিছু বলে না। এভাবে এক সপ্তাহ, এক মাস, পাঁচ মাস অতিবাহিত হয়।
এক সময় পাপুল আশা ছেড়ে দেয়, সে আর মেয়েটির বিরক্তির কারণ হতে চায় না। আগের মতো সে আর চটপটির দোকানের পাশে কারো জন্য দাঁড়িয়ে থাকে না।
মেয়েটি খেয়াল করে ওই ছেলেটিকে সে আর দেখতে পায় না, হঠাৎ ছেলেটিকে সে মিস করতে শুরু করে, ছেলেটাকে সে দেখতে চায় কিন্তু দেখতে পারেনা। কারণ ছেলেটি আর তার জন্য অপেক্ষায় থাকে না।
আবেগ খুব অদ্ভুত জিনিস, কখন, কাকে, কি ভাবে ছুঁয়ে যায় কেউ বলতে পারে না। মেয়েটি এক সময়ের চরম বিরক্তির কারণ সেই পাপুলের প্রেমে পড়ে যায়। সত্যিকারের ভালোবাসা গুলোর জন্ম অনেক সময় এভাবেই হয়।
সব পাপুলরা ভালো থাকুক-
অনেকের মতো আমিও সত্যিকারের ভালোবাসা গুলো কে শ্রদ্ধা করি।........