প্রবাস কন্ঠ সামি - Sami

প্রবাস কন্ঠ সামি - Sami প্রবাস জীবনের নানারকম সমস্যা,সমাধান তুলে ধরার সাথে সাথে প্রবাসীদের সুখ-দুঃখের কথা বলা
(2)

23/07/2024

ইন্টারনেট বন্ধের কারণে আইসিটি খাতে দিনে ১০০ কোটি টাকা লোকসান হচ্ছে। দেশীয় অনলাইনভিত্তিক আর্থিক সেবা খাতে ক্ষতি হচ্ছে দিনে ৫০ কোটি টাকার। উড়োজাহাজের টিকিট বিক্রি খাতে দিনে ১২০ কোটি টাকা লোকসান হচ্ছে -যুগান্তর

৫ দিনে ৫২ কোটি ডলার রেমিট্যান্স ডাউন, যা বাংলা টাকায় প্রায় ৬ হাজার কোটি টাকা!!!

এখন পর্যন্ত প্রবাসীদের যে ভূমিকা সেটা অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা অন্তত বুক ফুলিয়ে না পারলেও মাথ নীচু করে হলেও বলতে পারবো...
22/07/2024

এখন পর্যন্ত প্রবাসীদের যে ভূমিকা সেটা অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা অন্তত বুক ফুলিয়ে না পারলেও মাথ নীচু করে হলেও বলতে পারবো- তোমরা যখন বুলেটের সামনে বুক পেতে দিচ্ছিলে, আমরাও বসে থাকি নি। জাতিসংঘ সদর দপ্তর থেকে হোয়াইট হাউজ, টাইমস স্কয়ার থেকে টোকিও, সউল থেকে সিডনি প্রতিটি যায়গায় আমরা আমাদের সাধ্যমতো প্রতিবাদ পৌছে দিয়েছি।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রকাশ্যে সমাবেশ বা বিক্ষোভ করা আইনত নিষেধ। দেখানেও বিশাল বিশাল সব বিক্ষোভ দেখিয়েছে প্রবাসীরা।

অন্য কোথাও বড় ধরণের অসুবিধা না করলেও আরব আমিরাতে কিছু আবেগী প্রবাসীরা বিক্ষোভ করে গ্রেফতার হয়ে কঠিন সাজাপ্রাপ্ত হয়েছে। ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫৩ জনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে।

আরব আমিরাতের এই প্রবাসীদের জন্য আমরা কি করতে পারি? ওখানকার প্রশাসনের কাছে টুইটারে একযোগে কোনো আবেদন রাখা যায় কিনা। আইনজীবী যারা আছেন, আরব আমিরাতের আইনী বিষয়গুলো নিয়ে কারো জানাশোনা থাকলে কমেন্টে মতামত বা করণীয় পরামর্শ জানাতে পারেন।

আরব আমিরাতে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদের আপডেট বা কি ধরণের সহযোগিতা দরকার ওখানকার কেউ থাকলে কমেন্টে জানাতে পারেন। আমাদের হয়তো এই প্রবাসীদের সহযোগিতার অল্প কিছু ফান্ড রেইজ করার প্রয়োজনও হতে পারে।

ছবি- সিডনিতে একটি রাস্তায় গণহত্যার কারণে শেখ হাসিনার ফাঁসির দাবীতে পোস্টারিং। শুধু পদত্যাগ হাসিনার জন্য অনেক কম হয়ে যায়, ওর দরকার বিচারের মাধ্যমে কঠোর সাজা।


#প্রবাসে #প্রবাসি #প্রবাসী

🎉 Facebook recognised me as a top rising creator this week!
22/07/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

22/07/2024

প্রবাসী হিসাবে আপনি যদি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ করতে চান তাহলে আপনি আপনার রেমিট্যান্স কে শাটডাউন করে দিন । আপনি বিশ্বের যেই দেশে কাজ করেন না কেনো চেষ্টা করুন আগামী ৩ মাস বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে দেন।
পরিবারকে বলোন জমাকৃত টাকা ব্যবহার করার জন্য । দেখবেন আগামী ৩ মাসে বাংলাদেশের রিজার্ভ ১০ বিলিয়নের নিচে নেমে যাবে এবং বাহিরের যে সকল রাস্ট্র থেকে টাকা লোন নিছে তারা চাপ দিবে তাদের টাকা পরিশোধ করার জন্য এবং দিতে ব্যর্থ হলে দেশ এমনি দেউলিয়া হয়ে যাবে । তাই আসুন যার যার জায়গা থেকে নিরব এই প্রতিবাদটি করি
বি:দ্র: আমি ন্যায় ও সত্যের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে, কোন রাজনৈতিক কর্মী নোই ।
✍🏻প্রবাস কন্ঠ সামি 🇧🇩🤝

22/07/2024

দেশে ১৮ কোটি মানুষের হয়তো ৪ কোটি পরিবারের মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে ! কিন্তু সেই পরিবারগুলো না পারছে কারো সাথে যোগাযোগ করতে, না পারছে কোন আত্নীয়-স্বজন আসতে । কি একটা অবস্থা !🥹

22/07/2024

ইন্টারনেট না থাকায় দেশের রেমিট্যান্স প্রবাহ স্থিমিত হয়ে এসেছে। বিশেষ করে বিদেশ থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানো এক রকম বন্ধ আছে।💵

21/07/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

আগে'চোখ বেঁধে, হ্যান্ডকাফ পড়িয়ে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়'- নাহিদ ইসলামচলমান কোটা সংস্কার আন্দোলের ...
21/07/2024

আগে'চোখ বেঁধে, হ্যান্ডকাফ পড়িয়ে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়'- নাহিদ ইসলাম
চলমান কোটা সংস্কার আন্দোলের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে তুলে নিয়ে গিয়ে ও শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন।

সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, "ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায়। পরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এখনো আমার দুই কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেধে আছে"।

তিনি বলেন, আমার ধারণা রাষ্ট্রীয় কোন বাহিনী আমাকে তুলে নিয়েছিল। তুলে নেয়ার পর একটি প্রাইভেট কার বা মাইক্রোতে ওঠানো হয়। তিন থেকে চার স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাফ পরানো হয়"।

“কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির রুমে নেওয়া হয়। আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয়। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার কোন স্মৃতি নাই।”

রোববার ভোর চারটা থেকে পাঁচটার দিকে ঢাকার পূর্বাচল এলাকায় তার জ্ঞান ফেরে বলে বিবিসি বাংলাকে জানান তিনি।

মি. ইসলাম বলেন, "এই আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি এমন কোন বিষয় থেকে হয়তো আমাকে তুলে নেয়া হয়েছিল। হয়তো নানামূখী চাপের কারণে আমাকে ছেড়ে দেয়া হয়েছে”।
সোর্স : BBC News

21/07/2024

চিন্তার কোন কারণ নাই, ১০ দিন পর আমলা -মন্ত্রীদের বেতন ও ঋণের কিস্তি দিয়ে রিজার্ভ খালি হয়ে যাবে ।
প্রবাসীরা কি করতে পারে, দেখবে সারা বাংলাদেশ ! 🇧🇩

তার চেহারা খানা দেখলেই একটা রাক্ষুসের ন্যায় মনে হয় ! 👹
21/07/2024

তার চেহারা খানা দেখলেই একটা রাক্ষুসের ন্যায় মনে হয় ! 👹

কথা অপ্রিয় হলেও সত্য যে, উনার ওই দিনের বক্ত্যবে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী ও পুলিশের মৃত্যু হয়েছে । দেশে যদি উস্কানি মূলক ...
21/07/2024

কথা অপ্রিয় হলেও সত্য যে, উনার ওই দিনের বক্ত্যবে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী ও পুলিশের মৃত্যু হয়েছে ।
দেশে যদি উস্কানি মূলক কথা বলার জন্য শাস্তি থাকে, তাহলে সবার আগে উনাকে বিচারে কাঠগড়ায় ধার করাতে হবে । কেউ যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই তা স্বীকার করবেন ।

21/07/2024

এখনো হিসাব রয়ে গেছে ১১৫ জন শহীদের রক্তের, রয়ে গেছে ৪ দিন ধরে দেড় কোটি প্রবাসীকে পরিবার থেকে আলাদা করার !

21/07/2024

দুই দিন আগেই বাংলার জনগণ বুঝে ছিল এই রায় যে দিবে , আজকে শুধুমাত্র নাটকের অভিনয় করে গেছে ।

21/07/2024

প্রবাসীরা প্রতিদিন কাজে যাওয়ার আগে ও কাজ শেষ করে এসে পরিবার ও পরিজনদের সাথে কয়েক মিনিট কথা বলে থাকে কিন্ত ৩ দিনের বেশী হয়ে গেল সেই সুযোগটাও নাই ।এই জুলুমের বিচার আল্লাহ পাক এই পৃথিবীতে করে দেখাইবেন ॥

20/07/2024

এবারের আন্দোলনে ছাত্ররা যদি হেরে যায় তাহলে আগামী প্রজন্মের জন্য অপেক্ষা করবে দুইটা জিনিস এক, প্রজা হিসাবে রাজার রাজ্যে থাকতে হবে, দুই, দেশে পড়াশুনার কোন মূল্য থাকবে না ও শিক্ষাব্যবস্থা ধংস হয়ে যাবে ॥

20/07/2024

দেশের বর্তমান পরিস্থিতির কারণে রোববার ও সোমবার নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ আপডেট : নতুন বাজার ও বাড্ডাসহ রাজধানীর প্রগতি সরণিজুড়ে শনিবারও থমথমে পরিস্থিতি দেখা গেছে। বেলা গড়ালেও নাগরিক চ...
20/07/2024

সর্বশেষ আপডেট : নতুন বাজার ও বাড্ডাসহ
রাজধানীর প্রগতি সরণিজুড়ে শনিবারও থমথমে পরিস্থিতি দেখা গেছে। বেলা গড়ালেও নাগরিক চলাচলে স্বাভাবিকতা দেখা যায়নি। বরং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে দেখা গেছে। নতুনবাজার-বাড্ডা-রামপুরার বিভিন্ন গলিতে মানুষজনের জটলা দেখা গেছে। কিন্তু তাদেরকে মূল সড়কে অবস্থান নিতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। অনেক স্থানে গলিতে গলিতে ঢুকে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়তে দেখা গেছে। বেলা ১২টার দিকে রাজধানীর গুলশান-বাড্ডা লিঙ্ক রোডের বিভিন্ন গলিতে ঢুকে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে দেখেছেন বিবিসির সংবাদদাতা। এ সময় সেখানে সেনাবাহিনীর অবস্থান দেখা যায়নি। মূল সড়ক ধরে বিচ্ছিন্নভাবে হেঁটে যাওয়া বেশ কয়েকজন পথচারীকে লাঠিচার্জ করে সরিয়ে দিতে দেখা গেছে। বেলা ১টার দিকে রাজধানীর নতুনবাজারেও কাছাকাছি চিত্র দেখা গেছে। সেখানে মূল সড়ক ধরে কেউ চলাচলের চেষ্টা করলে তাদের সরিয়ে দিতে দেখা গেছে। আমেরিকান অ্যাম্বেসির দুই প্রান্তে সেনা সদস্যদের অবস্থান দেখা গেছে। তবে নির্দিষ্ট অবস্থানে থেকেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন তারা। রামপুরার কিছু স্থানে মূল সড়কেও অবস্থান নেয়ার চেষ্টা করেছেন আন্দোলনকারীরা। সেখানে থাকা এক পুলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, সড়ক পরিষ্কার করে করে আগাতে হচ্ছে। রাস্তা চলাচলের অনুকূলে হলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়া সহজ হতো। স্থানে স্থানে গিয়ে আন্দোলন দমনে পুলিশই সক্রিয় ভূমিকা পালন করছেন বলে দাবি করেন তিনি। জরুরি চিকিৎসার প্রয়োজনে বের হওয়া একজন ব্যক্তি বিবিসি বাংলাকে জানান, অবস্থা কবে স্বাভাবিক হবে জানি না। রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত পায়ে হেঁটে আসার পথে স্থানে স্থানে বাধাপ্রাপ্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মেডিকেল রিপোর্ট দেখিয়ে ছাড়া পেয়েছি। গোটা প্রগতি সরণিজুড়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন। জায়গায় জায়গায় পড়ে ছিল ভস্মীভূত যানবাহন, ধাতব সড়ক বিভাজক, বুলেটের খোসা ও ইটের টুকরা। বিবিসি বাংলার সংবাদদাতা যখন সেই স্থান ত্যাগ করছিলেন তখন সড়কের পাশে বসে মধ্যাহ্নভোজের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

20/07/2024

সর্বশেষ আপডেটঃ
১. রাজধানী ঢাকার উত্তরা, যাত্রাবাড়ি, মালিবাগ রেলগেট থেকে রামপুরা এলাকা, বাড্ডা, মোহাম্মদপুর — এসব এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী সক্রিয় রয়েছেন।
২. মোহাম্মদপুর থানা ঘেরাও করা হয়েছে বলে জানা গেছে।
৩. সেনাবাহিনী মাঠে নামলেও তাঁরা এ পর্যন্ত কোন সহিংসতার মুখোমুখি হননি।
সূত্রঃ ঢাকা শহরের বিভিন্নস্থানে কর্তব্যরত বিশ্বস্ত সাংবাদিকেরা।

আজ থেকে সেনাবাহিনী মাঠে থাকবে প্রিয় স্কুল ছাত্রী ভাই বোন আপনারা প্রত্যেকেই আপনাদের স্কুল ড্রেস গায়ে দিয়ে আপনাদের প্রত...
20/07/2024

আজ থেকে সেনাবাহিনী মাঠে থাকবে প্রিয় স্কুল ছাত্রী ভাই বোন আপনারা প্রত্যেকেই আপনাদের স্কুল ড্রেস গায়ে দিয়ে আপনাদের প্রতিবাদ আপনারা চালিয়ে যান সেনাবাহিনীর অপর কিচ্ছুটা আস্থা আছে গায়ে স্কুল ড্রেস থাকাকালীন আপনাদের উপর গুলি চূড়বে না আশাবাদী ইনশাআল্লাহ।🤲😔

আমরা মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা গত সপ্তাহ ধরে ছাত্রছাত্রীর উপর যে বর্বর হামলা করেছে প্রবাসী হিসাবে এর তীব্র নিন্দা জানাচ...
20/07/2024

আমরা মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা গত সপ্তাহ ধরে ছাত্রছাত্রীর উপর যে বর্বর হামলা করেছে প্রবাসী হিসাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি । আসুন যার যার জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করি ॥🗣️🗣️🗣️

আমি মনে করি কখনো এরা জনগণের ও ছাত্রছাত্রীদের আইডল হতে পারে না । এরা হলো আমার আপনার ভালোবাসাকে পুন্জি করে নিজেদের স্বার্থ...
20/07/2024

আমি মনে করি কখনো এরা জনগণের ও ছাত্রছাত্রীদের আইডল হতে পারে না । এরা হলো আমার আপনার ভালোবাসাকে পুন্জি করে নিজেদের স্বার্থ হাসিল করা ধান্ধা ।
আমরা প্রবাসীরা কারো পা চেটে চলি না । অন্যায় কে যারা অন্যায় বলতে, সত্যকে সত্য বলতে যারা ভয় পায় । তারা কখনো দেশের উপকারে আসবে না । দিনশেষে টাকা কামিয়ে ইউরোপ আমেরিকায় চলে যাবে ।
আমি ছোট্ট একজন মানুষ হয়ে বলছি যারা গত সপ্তাহ ধরে ছাত্রছাত্রীর উপর যে বর্বর হামলা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি । 🗣️🇧🇩💔

20/07/2024

সময় এসেছে দেশের সর্বস্তরের জনগণ এক হয়ে গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে শহর নিজেদের দখলে নেওয়ার । আজ আমরা পিছিয়ে গেলে দেশ আরও শত বছর পিছিয়ে যাবে, জাতি থাকবে অন্ধকারে ।

19/07/2024

🗣️সর্বশেষ আপডেট 🔥🇧🇩
জনগণের ওপর আরো দমন পীড়নের জন্য সরকার সেনা মোতায়েন করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
“সরকারকে সমর্থন না দিয়ে ছাত্রদের পাশে থাকতে” দেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
কারফিউ জারি অবস্থায় কীভাবে তারা কর্মসূচি পালন করবে জানতে চাইলে বিবিসি বাংলাকে মি. হোসেন বলেন, কারফিউ জারি করার আগেই তারা কর্মসূচি ঘোষণা করেছেন তাই জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে তারা মনে করেন।

আজ উনাদের জন্য দেশের এই অবস্থা ! এই প্রজন্মের জনগণ সর্বদা মনে রাখবে ।
19/07/2024

আজ উনাদের জন্য দেশের এই অবস্থা ! এই প্রজন্মের জনগণ সর্বদা মনে রাখবে ।

সারা দেশে আজ শুক্রবারও শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি চলছে। এই কর্মসূচি ঘিরে চলমান সংঘাত ও সহি...
19/07/2024

সারা দেশে আজ শুক্রবারও শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি চলছে। এই কর্মসূচি ঘিরে চলমান সংঘাত ও সহিংসতার মধ্যে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩০০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই ৭৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।

19/07/2024

২ কোটি প্রবাসী উদ্বিগ্ন সোশ্যাল মিডিয়া থেকেও বাংলাদেশের কোন নিউজ আসতেছে না।সকল ইন্টারনেট বন্ধ সকল ফোন নম্বরে ডাইরেক্ট কল ঢুকানো যাচ্ছে না কি এক অবস্থা! এরা পাকিস্তানি হানাদার থেকেও ভয়াবহ। স্বৈরাশাসক নিপাত যাক বাংলাদেশের মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাক ।

19/07/2024

সর্বশেষ আপডেট 👇🏻🔥
রামপুরা বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে, হেলিকপ্টারের টহল
রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আজ শুক্রবার সকাল ১০টার পর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। বেলা তিনটার আগে সেখানে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।

19/07/2024

সর্বশেষ 🔥🔥🔥
প্রেসক্লাব, সেগুনবাগিচায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ
সোর্স : প্রথম আলো

19/07/2024

সর্বশেষ আপডেট 👇🏻
মিরপুর ১০ নম্বরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আজ শুক্রবার বেলা আড়াইটার পর থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়েছে। আন্দোলনকারীরা বিক্ষোভমিছিল থেকে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এর কিছু সময় পরে মিরপুর ১১ নম্বরের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল ছোড়েন। সেখানে এক পথচারী আহত হয়েছেন। পাল্টাপাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ মিরপুর ১১ নম্বরের দিকে চলে গেছে।

দেশের কোটা বিটোধী আন্দোলনে সমর্থন জানিয়ে আজ জুম্মাবাদ মালয়েশিয়ার টুইনটাওয়ার, আইআইইউএম, জিওম্যাটিকা ইউনিভার্সিটিসহ বিভিন্...
19/07/2024

দেশের কোটা বিটোধী আন্দোলনে সমর্থন জানিয়ে আজ জুম্মাবাদ মালয়েশিয়ার টুইনটাওয়ার, আইআইইউএম, জিওম্যাটিকা ইউনিভার্সিটিসহ বিভিন্নস্থানে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
যারা যারা আশে পাশে থাকেন , তারা শরিক হওয়ার চেষ্টা করুন ও ভদ্রতা বজায় রেখে আমরা আমাদের দাবী বাহিরের রাষ্ট্র তুলে ধরার চেষ্টা করবো ॥

ছবি : গতকাল সাইবারজায়া ইউনিভার্সিটি'তে বাংলাদেশী শিক্ষার্থীরা

Address

Kuala Lumpur
Petaling Jaya
46400

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস কন্ঠ সামি - Sami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাস কন্ঠ সামি - Sami:

Videos

Share

Nearby media companies


Other Petaling Jaya media companies

Show All