21/07/2022
আসসালামু -আলাইকুম সবাইকে।
অবশেষে অনেক অপেক্ষা প্রহর গুনে রিসেন্টলি মুক্তি পেলো My Cost BMI. যেখানে রয়েছে অসাধারণ দুটি ফিচার।
শুরুতেই উপরের অংশে রয়েছে BMI হিসাব করার জন্য একটি সিম্পল ক্যালকুটার, এবং নিচের পার্টে রয়েছে কোন জামেলা ছারাই পুরো বছরের হিসাব করার জন্য একটি নোট ক্যালকুলেটার।
BMI হচ্ছে (Body mass index) যেটা আপনার ওজন এবং উচ্চতা নির্নয় করে আপনাকে জানিয়ে দিবে আপনার শরীরে ভারসাম্য ঠিক আছে কিনা। সেখানে ৩ টি ইনপুট box আছে আলাদা আলাদা ভাবে,যার প্রথম টিতে আপনার ওজন (K G) এবং ২য়টিতে উচ্চতা (feet) এবং ৩য়টিতে ইনছি দিয়ে আপনি জানতে পারবেন আপনার BMI.
এবং ২য় অংশে রয়েছে পুরো মাসের হিসাব রাখার জন্য মোট ১২ টি activiti জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পযন্ত, পুরো বছর জুরে আপনাকে সাহায্য করবে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ হিসাবগুলো রখার জন্যে। অনেক সময় আমাদের হিসাব গুলো খাতায় লিখে রাখি এবং মাস শেষে খাতা, কলম এবং ক্যালকুলেটার নিয়ে বসতে হয় হিসাব করার জন্য, যা অনেকটা সময় ব্যায় হয়ে যায়,এবং অনেক সময় অনেক কিছু মনে থাকে না লিখে রাখতে, সবসময় হাতের কাছে smartphone থাকাতে যখন কোন খরচ হবে তখনিই তখনিয় My Cost এ লিখে রাখলে সে সয়ংএিয় ভাবে আপনার সব গুলো হিসাব মনে রাখবে এবং আপনি য়খন জানতে চাইবেন মাএ একটি ক্লিক এর মাধ্যমে আপনার হিসাব আপনাকে জানিয়ে দিবে।
প্রতিটি activiti তে রয়েছে ৩ করে ফিচার।
১. Date = যেখানে আপনার তারিখ লিখে রাখা যাবে।
২. Number = যেখানে খরচ লিখে রাখা যাবে। প্রতি দিনের সাথে একটি করে (Total) Button দেওয়া আছে চাইলে প্রতিদিন Total হিসাব দেখা যাবে।
৩.Details = যেখানে খরচের বিস্তারিত লিখে রাখা যাবে।
যখন লিখা হয়ে যাবে তখন My Cost থেকে বের হওযার আগে
save) Button এ ক্লিক কর বের হতে হবে এবং পরের বার আবার যখন My Cost এ প্রবেশ করবেন তখন আপনি আপনার লিখা গুলো দেখতে পাবেন না, দেখার জন্য ঐখানে আরেক টা( please click Here for view All Data) একটা Button অাছে ওখানে ক্লিক করলে আপনার সব Data গুলো দেখতে পাবেন।একবারেই সহজ একবার ব্যাবহার করলেই বুজে যাবেন।
• What is (My Cost)
• (MY Cost) is a play stor app
• Who is Developer( My Cost)
• (My Cost) Developer Name is (Hussain Muhammad Uzzal)
সবার প্রতি অনুরোধ রইলো আমার তৈরি প্রথম app টি play store থেকে ডাউনলোড করার জন্য এবং এ রিভিউ দেওয়ার জন্য।
দয়া পোস্টটি সবাই শেয়ার করবেন