Md Faysal

Md Faysal Let's make a video

02/04/2022

বিয়ে করার আগে একবার হলেও ভিডিওটা দেখুন

05/02/2022
31/10/2021

#শোয়েব_আক্তার_বলছেন

#বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে হলে
পাপনকে বাদ দিতে হবে
পাপন এই পদের যোগ্য নয়।

15/02/2021

💕💕valentine's day short film🥀🥀

15/01/2021
This is our Dream ❤️
15/01/2021

This is our Dream ❤️

13/12/2020

তীব্র রকমের মন খারাপের সময় মুচকি হেসে ভালো থাকার অভিনয় করতে শিখেছি।
কারো উপর তীব্র রাগ থাকা সত্ত্বেও তার সাথে কিছুই হয়নি এমন ভাব করে হাসিমুখে কথা বলতে শিখেছি।
কেউ বারবার হতাশ করার পরেও তার কাছ থেকে বোকার মত বারবার আশা করতে শিখেছি।
গলার কাছে এসে কথাগুলো আটকে যাওয়ার পরেও দক্ষ অভিনেতার মত মিথ্যে বলতে শিখেছি।
পৃথিবীর এই বিশাল মঞ্চে খুব সত্যিকারের মিথ্যে অভিনয় করতে শিখেছি।
এক জীবনে আমার আর কিছু না শিখলেও চলবে।

কপি পোস্ট

06/12/2020

Media News

15/11/2020

॥ ধর্মীয় স্বতন্ত্রতা, স্বকীয়তা ও পরিমিতিবোধ॥
ধর্মীয় সম্প্রীতি বা সহাবস্থান মানে এই নয় যে অন্যধর্মের শিরকি কার্যকলাপে অংশগ্রহণ অথবা তাদের পূজা পর্বনের উদ্বোধন করা। ইসলামে ধর্মীয় সম্প্রীতি বলতে— আপনার অমুসলিম প্রতিবেশীর সঙ্গে সদাচারণ, তাদের সাথে প্রয়োজনীয় হালাল ব্যবসায়িক লেনদেন, ক্রয়বিক্রয়, সামাজিক সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং বিপদে কিংবা দুর্যোগে মানবিক সহায়তা প্রদান ইত্যাদিকে বুঝায়।
তাছাড়া বাধ্যতামূলকভাবে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাদের এফিলিয়েটেড থাকতে হয়, তাদের আলাপ ভিন্ন। যেমন: পরিদর্শন বা খোঁজখবর নিতে জনপ্রতিনিধি, নিরাপত্তার জন্য আইশৃংখলা বাহিনী, মিডিয়া কাভারেজের জন্য গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্বপালন ও পেশাদারিত্বের খাতিরে উপস্থিত থাকতে পারেন, তবে অবশ্যই উপভোগের মানসে নয়। কিন্তু স্বেচ্ছায় বিধর্মীদের এসব শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ— কোন মুসলিমের জন্য কখনো বৈধ হতে পারে না।
ওমর আল ফারুক (রা:) বলতেন:
“তোমরা কাফির-মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না। কারণ সেই সময় তাদের ওপর আল্লাহর গযব নাযিল হতে থাকে।”
[মুসান্নাফ আব্দুররাজ্জাক]
মুসলিম কেউ পূজা উদ্বোধন করার মানে হলো— এক আল্লাহ ব্যতীত কল্পিত দেব দেবীর উপাসনাকে সমর্থন দেয়া। যেটা ইসলামের মৌলিক প্রাণসত্ত্বাকে নষ্ট করে। ইসলামের প্রাণসত্ত্বাকে বিসর্জন দিয়ে সুশীল সাজতে গেলে যে আপনার ইমানটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সেটা কি আমরা ভুলে যাচ্ছি? আসলে, সুশীলতারও একটা মাত্রা বা সীমারেখা আছে। কতটুকু করতে হয়, কতটুকু বলতে হয় এটাও জানতে হয়।
অমুসলিম কাউকে এনে যেমনি আমাদের কোন মসজিদ উদ্বোধন শোভনীয় নয়, ঠিক তেমনি, মুসলিম হয়ে অমুসলিমদের শিরকি প্রোগ্রাম উদ্বোধন করতে যাওয়াটাও অত্যন্ত দৃষ্টিকটু এবং সরাসরি নিজ ইমান বা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক।
আমরা কি আত্মপরিচয় সংকটে দোদুল্যমান? ইসলামের স্বতন্ত্রতা বা স্বকীয়তা ধারণ করতে হীনমন্যতায় ভুগছি? ইসলাম নিয়ে গৌরববোধ করতে লজ্জা পাচ্ছি? যদি এমন হয়, তবে আফসোস আমাদের জন্য! রাব্বে কারিম যে ইসলামকে আমাদের দ্বীন বানিয়ে সন্তুষ্ট হলেন, সে ইসলামে আমরা সন্তুষ্ট হতে পারলামনা।
ওমর আল ফারুক (রা:) বলতেন:
“আমরা এমন একটি জাতিগোস্ঠী, যাদেরকে আল্লাহ তায়ালা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। এখন এই ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোথাও আমরা সম্মান তালাশ করি, তবে তিনি আমাদের অপমানিত করে ছাড়বেন।”
[মুসতাদরাক হাকিম]
আল্লাহ তায়ালা ইরশাদ করেন:
“হে ঈমানদারগণ! মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে নিজেদের পাপের সুস্পষ্ট প্রমান তুলে দিতে চাও?”
[সূরা নিসা: ১৪৪]
“তোমার কাছে এবং পূর্ববর্তী সমস্ত নবির কাছে এই ওহি পাঠানো হয়েছে যে, যদি তুমি শির্‌কে লিপ্ত হও তাহলে তোমার সকল আমল ব্যর্থ ও নিষ্ফল হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।”
[সূরা ঝুমার: ৬৫]

"অবস্থান ও ভালোবাসা"...অবস্থান ও ভালোবাসা একে অন্যের পরিপূরক !  অবস্থানগত বিবেচনায় লেভেল পরিমাপে মানুষ ভালোবাসে !  কিন্ত...
15/10/2020

"অবস্থান ও ভালোবাসা"...

অবস্থান ও ভালোবাসা একে অন্যের পরিপূরক ! অবস্থানগত বিবেচনায় লেভেল পরিমাপে মানুষ ভালোবাসে ! কিন্তু কেউ যদি যোগ্যতা বিবেচনায় রাজপ্রাসাদ ছেড়ে পাগল প্রেমিকের উদাত্ত আহ্বানে খোলা আকাশের নীচে এসে
দাঁড়ায় - চাঁদনীর জোছনায়,বৃষ্টি
ভেজা সন্ধ্যায়,বর্ষার থইথই যৌবনের উচ্ছ্বলতায় অথবা
প্রখর রৌদ্রের চৈতালী দুপুরে...
তাহলে তার ভালোবাসা কি মিথ্যে হতে পারে...???
মনের দিক থেকে যে যে লেভেলের সে ঠিকই একদিন নিজের হৃদয়ে আকা স্বপ্নে দেখা প্রেয়সীকে খুঁজে নেয় !
কারণঃ "অযোগ্য কেউ মূল্যবান কিছু পেলে তার মূল্যায়নটা বুঝে
না "...!!!

13/10/2020

কলিজায় তুই আমার তুই যে নয়নের আলো।

Address

Kulim

Alerts

Be the first to know and let us send you an email when Md Faysal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category