23/11/2024
ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রথম আলোর ভয়ঙ্কর তথ্য স'ন্ত্রা'স
ঘটনাটা ছিল ২০১৩ সালের ২৬ অক্টোবর রোজ শনিবারের। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে বের করা রাজশাহী মহানগর ছাত্রশিবিরের মিছিলে রযাবের হা'ম'লা ও তৎপরবর্তী সং'ঘ'র্ষে'র চিত্র। যেখানে এক সাদা পোষাকের একে-৪৭ হাতে ক্যামেরাবন্দী হওয়া স'শ'স্ত্র রযাব সদস্য কে দেখিয়ে 'শিবিরের স'শ'স্ত্র মিছিল' বলে চালিয়ে দিয়েছিল প্রথম আলো। এছাড়াও ক্যাপশনে লিখেছিল, ওদের কাছে এমন কত অ'স্ত্র আছে? যদিও অন্যান্য মিডিয়ায় এই ঘটনার ভিডিওচিত্র আসার পর হাতেনাতে ধরা খেয়ে পরবর্তীতে ছবিটা মুছে ফেলে প্রথম আলো। কিন্তু ততক্ষণে তাদের অপসাংবাদিকতার মুখোশ দেশবাসীর কাছে উন্মোচিত হয়ে গিয়েছিল।
উল্লেখ্য, সেদিন গু'লি'বি'দ্ধ হয়ে রাজশাহী মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম রেন্টু শ'হী'দ হয়েছিলেন।