মালয়েশিয়া প্রবাসী 2.0

মালয়েশিয়া প্রবাসী 2.0 মালয়েশিয়া প্রবাসী
(1)

16/12/2024

মালয়েশিয়া আরা দামান ছাড়া তে টাওয়ার ক্রেন রিপেয়ার করার কাজ শেষ এখন টেস্ট করছি TP 800

15/12/2024

অহেতুক রাগের কারণে চলে গেল ৫ হাজার রিঙ্গিত বেতনের চাকরি।
প্রবাসীরা এই ভুলগুলো কখনোই করবেন না

15/12/2024

কুয়ালালামপুর মালয়েশিয়া কনস্ট্রাকশন টাওয়ার ক্রেন এর লাফিং এবং হোস্টিং রূপ ইনস্টল করছি

15/12/2024

এই প্রবাসে নতুন যারা আসেন তারা সহজে হাল ছাড়বেন না ছেড়ে দিলেন তো হেরে গেলেন

15/12/2024

আলহামদুলিল্লাহ মালয়েশিয়া তে কনস্ট্রাকশন টাওয়ার ক্রেন ইনস্টলেশন এর কাজ সম্পন্ন হয়েছে TL 126

10/12/2024
09/12/2024

আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার কনস্ট্রাকশন প্রজেক্ট এ আমার নতুন টাওয়ার ক্রেন ইন্সটলেশন কমপ্লিট

08/12/2024

মালয়েশিয়ান প্রবাসীরা কাজ শেষ করে বাসায় এসে অযথা সময় নষ্ট না করে অনলাইন থেকে বাড়তি ইনকাম করার চেষ্টা করুন

08/12/2024

টাকা বাপের হোক নিজের হোক এসব একটাই যা মন চায় তাই

08/12/2024

কলকাতার পুরো ব্যবসা শেষ হোটেল মালিকরা ডাক্তাররা এখন রাস্তায় ভিক্ষা করছে

আমি আমার পেজ চেঞ্জ করেছি বর্তমানে এই পেজটা ব্যবহার করছি যারা আমাকে কন্টিনিউ ফলো করতেন তারা এই পেজে জয়েন হয়ে যান
06/12/2024

আমি আমার পেজ চেঞ্জ করেছি বর্তমানে এই পেজটা ব্যবহার করছি যারা আমাকে কন্টিনিউ ফলো করতেন তারা এই পেজে জয়েন হয়ে যান

যারা আওয়ামী লীগের তৈরি eskl কে সাপোর্ট করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়।।

এবং এখনো সাপোর্ট করছে হয়তো ভাবছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং তারা সুবিধা ভোগ করবে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জুলাইয়ের ছাত্র আন্দোলনে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম জুলাই মাসে কোন ভাই যদি আন্দোলন করতে গিয়ে তার সংসার চালাতে কষ্ট হয় সে যেন আমাকে ইনবক্স করে আমি তার বাজার খরচ দিয়ে চালিয়ে রাখবো সে যেন আন্দোলন না থামায়।

শুধু স্বৈরাচার হঠাতে বিনা স্বার্থে এমন পোস্ট দিয়েছিলাম।

কোন কারনে যদি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে তারপরও আমরা আমাদের জায়গায় সচল থাকবো স্বৈরাচার ESKL ও অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করব।

যারা ই এফ কেলকে প্রমোট করে মোটা অংকের টাকা তাদের কাছ থেকে খেয়েছে তারাই বর্তমানে স্বৈরাচার।

ফেরাউন কিন্তু খারাপ ছিল ওই সময় ফেরাউনের পক্ষেও হাজার মানুষ সাফাই গাইত তার মানে এই না ফেরাউন ভালো

আমরা প্রবাসী অন্যায়ের প্রতিবাদ করব শেষ দম পর্যন্ত করেই যাব সে যত ক্ষমতা বাণী হোক কারো কাছে মাথা নত করবো না।

মালয়েশিয়া প্রবাসী

06/12/2024

মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের কে ধরপাকর চলছে।
Illegal immigrants are being caught in Malaysia.

05/12/2024

আজকে মালয়েশিয়াতে আমরা TL 126 কনস্ট্রাকশন টাওয়ার ক্রেন ইন্সটল করতেছি

04/12/2024

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর।
মালয়েশিয়ায় ESKL এর সকল কার্যক্রম বাতিল করেছে বাংলাদেশ সরকার এখন কেউ আর ESKL এ পাসপোর্ট করতে যাবেন না

Address

Kuala Lumpur
44200

Alerts

Be the first to know and let us send you an email when মালয়েশিয়া প্রবাসী 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share