05/12/2023
গল্পের নাম : (কাল্পনিক ভালবাসা)
মূল চরিত্র : স্বপন, মনির, আবরা, নিতু, নিপু।।
মূল গল্প: চরিত্রের মোট পাঁচজন বন্ধু। কিন্তু কিছুদিন পর তাদের বন্ধুত্ব থাকে না, এর কারণ হিসেবে বলা যায় যে, এক একজন কে পছন্দ করতে শুরু করে। যেমন আব্রা নিতু কে পছন্দ করতে শুরু করে, এবং সে নিতুকে তার ভালোবাসার কথা প্রকাশ করে। কিছুদিন যেতে না যেতে মনিরও নিতু কে পছন্দ করতে শুরু করে, বেশ কয়েকদিন পরে মনির এবং আব্রার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় নিতুকে নিজের করে পাওয়া নিয়ে, এক পর্যায়ে মনির তাদের থেকে অনেক দূরে সরে যায়,, কারণ সে চাইতো না তার পছন্দের মানুষকে নিয়ে কেউ টানা হেসরা করুক।। ৫ জন থেকে সে আলাদা হয়ে যায়।। বাকি ছিল চারজন।তার মধ্যে কাকতালীয় বিষয় হলো স্বপন ও নিতুকে অনেক আগে থেকেই পছন্দ করতো কিন্তু কখনো বলতে পারিনি।। স্বপন তাকে খুব ভালোবাসতো। কিন্তু কখনো প্রকাশ করেনি কারণ সে ভাবতো, যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তার সাথে যদি কোন সম্পর্ক না থাকে তাই সে মুখফুটে কখনো বলেনি।। না বলাতে মনিরের সাথে এবং নিতুর সাথে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় এবং তারা সম্পর্কে জড়িয়ে পড়ে।।তারা দুজন আলাদা হয়ে যায়।। গল্পের বাকি থাকলো দুইজন স্বপন এবং নিপু। অন্যদিকে স্বপন নিতুকে ভোলার জন্য নিপুর সাথে কেয়ারিং টাইপের কথাবার্তা শুরু করে। এক সময় স্বপন এবং নিপুর মধ্যেও কঠিন প্রেমে হয়।। এখন বন্ধুত্বের ভিতর দুইটি জুটি হলো, একটি হলো মনির এবং নিতু। অপরটি হল স্বপন এবং নিতু।। চারজনের সাথে বহুত আড্ডা বহুদ ঘোরাঘুরি দিনগুলো খুব ভালোই কাটতেছে, সময়গুলো খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, এর মধ্যে কখন যে এক বছর শেষ হয়ে গেলো কেউ বুঝতে পারলাম না।।
হঠাৎ একদিন শুনতে পেলাম নিতু এবং মনিরের ভাঙ্গনের সুর।😓তাদের প্রেম একবার ভেঙ্গে একবার জোড়া লাগে একবার ভাঙ্গে একবার জোড়া লাগে এভাবে অনেক দিন কেটে যাচ্ছিল। হঠাৎ করে একবারই পুরোপুরি ভেঙ্গে গেলো তাদের সম্পর্ক,, আর ঠিক হলো না।
অন্যদিকে স্বপন এবং নিপুর প্রেম সুন্দর মতই চলতেছিল কোন বাধা নাই কোন ঝগড়াঝাটি নাই দুইজনার আন্ডারস্ট্যান্ডিং খুব চমৎকার ছিলো।। তাদের সম্পর্কটা অনেক গভীরে চলে গেলো,এক পর্যায়ে ওই যে স্বপন নিতুকে পছন্দ করতো সেটা আস্তে আস্তে ভুলতে শুরু করলো নিপুর ভালোবাসা পেয়ে।। স্বপন ছেলেটা নিপুকে বিয়ে করার জন্য খুব তাড়াতাড়ি এস্টাবলিস্ট হওয়ার চেষ্টা করতেছিল।। এস্টাবলিস্ট হওয়ার জন্য সে কিছুটা দূরে চলে যায়, তারপরও তাদের সম্পর্কটা ভালই চলতেছে।। বেশ কয়েক মাস পরে তাদের সম্পর্কেও ভাঙ্গনের সুর, এর কারণ হিসেবে বলা যায় অবিশ্বাস তৈরি।। ছেলেটা অনেক চেষ্টা করার পরেও সম্পর্কটা টিকে রাখতে পারল না।। নিপু নামের মেয়েটা খুব সুখে শান্তিতে আছে।। স্বপন সব সময় চায় সেও ভালো থাকুক।। কিন্তু দুঃখের বিষয় হলো স্বপন যাকে পছন্দ করত তাকে কখনো বলতে পারলো না। ভোলার জন্য অন্য নিপুর হাত ধরলো সেও মাঝপথে হাত ছেড়ে দিলো।। স্বপন ছেলেটা অনেকটা ডিপ্রেশনে চলে যায়।। অন্যদিকে ফ্রেন্ডশিপ এলোমেলো হয়ে গেলো।। এরপরে কারো সাথে কারো কোন যোগাযোগ নাই সম্পর্ক নাই, শুধু রয়ে গেল স্মৃতিগুলো।। কিন্তু বিষয় হল সবাই সবার বিষয়গুলো জানতো, শেষ পর্যন্ত ওই যে স্বপন নিতুকে পছন্দ করতো কখনো বলতে পারিনি, সেই নিতুই স্বপনকে শন্তোনা দেয়। আবার ওই স্বপনে নিতুকে সান্ত্বনা দেয়।। এবং শেষ পর্যন্ত ভালোবাসা প্রকাশ না করা বন্ধুত্বই রয়ে গেল।। বাকি সবাই যার যার পথ বেচে নিলো।
আসলে না বলা ভালোবাসা এখন বন্ধু হয়ে বেঁচে আছে।।
তাই কবি বলেছেন ভালোবাসা কখনো মরে না।। আসল ভালোবাসার জয় হয়।।
বিদ্র:গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, সময়ের অভাবে সংক্ষেপে লেখা হল। মূল মূল অংশগুলো তুলে ধরার চেষ্টা করলাম। লেখার টাইপিং এ ভুল হতে পারে কষ্ট করে বুঝে নিবেন।। বাস্তব জীবনে মিলে গেলে লেখক দায়ী নয়।।
পড়ার জন্য ধন্যবাদ।।
উৎসাহ পেলে লেখক আরো গল্প লিখবে।