Bangladeshi In Malaysia

Bangladeshi In Malaysia
This is a Bangladeshi in Malaysia Facebook community, this community always
(9)

16/07/2024

বিচক্ষণ ভাবে প্রধানমন্ত্রীকে ইস্যুটা সামাল দেওয়া উচিৎ

16/07/2024
16/07/2024

#কোটা_প্রথার_সংস্কার #চাই 🇧🇩

15/07/2024

মৃত্যুর পর শরীরে যা ঘটে :-

৩ দিন পর - সব নখ খসে পড়ে,
৪ দিন পর - চুল এবং পশম ঝড়ে পড়ে,
৫ দিন পর - মগজ গলে পানি হয়ে পড়ে,
৬ দিন পর - পেটের ভিতরের সব নাক, কান
দিয়ে বেরিয়ে যায়,
৬০ দিন পর - হাড্ডি ছাড়া কিছুই অবশিষ্ট
থাকে না।😢

অথচ
এত লোভ! এত অহংকার!
এত কিছু কিসের জন্য?
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।

(আমিন) 🕋

ঢাবি রক্তাক্ত.....
15/07/2024

ঢাবি রক্তাক্ত.....

15/07/2024

আমি ৫২ এর "ভাষা" আন্দোলন দেখিনি, তবে ২০২৪ এর "কোটা" আন্দোলন দেখতেছি..!

14/07/2024

মালায়শিয়ার ঝর্ণা

13/07/2024
12/07/2024

'E' দিয়ে একজন একটি শব্দ তৈরি করেন,
অন্যজন শেষের
অক্ষর দিয়ে নতুন শব্দ তৈরি
করবেন। Example : Excellent.

12/07/2024

প্রতিষ্ঠিত হতে পারলেই দেখবেন,
পাশে থাকার মানুষের অভাব হবে না!❤️

মেনশন করুন 👩‍🍼 আপনার যে বান্ধবীর এই রকম বেবি হবে।🥰
12/07/2024

মেনশন করুন 👩‍🍼
আপনার যে বান্ধবীর এই রকম বেবি হবে।🥰

10/07/2024

❗ঘটনা থেকে শেখার আছে অনেক কিছু....

▪️২ টি ঘটনা:
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল

▪️ কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

▪️আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

▪️ কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

▪️আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

▪️ কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

▪️আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

▪️ কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

▪️ আরো ২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

▪️ কি শিখলাম:
√ কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√ সাফল্য হল সেরা প্রতিশোধ।

★ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।
★ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন, স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,এবং কঠোর পরিশ্রম করুন।
কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না।

~ ধন্যবাদ 🧡🥳

10/07/2024

মালায়শিয়া শহরের অসাধারণ কিছু চিত্র

যদি পৃথিবীতে আপনার ওজন ১০০ কেজি হয় তবে মঙ্গল গ্রহে ওজন হবে ২৮ কেজি আর চাঁদে ওজন হবে মাত্র ১৬ কেজি। আপনার ওজন মোটেও বেশি...
09/07/2024

যদি পৃথিবীতে আপনার ওজন ১০০ কেজি হয় তবে মঙ্গল গ্রহে ওজন হবে ২৮ কেজি আর চাঁদে ওজন হবে মাত্র ১৬ কেজি। আপনার ওজন মোটেও বেশি নয়,আপনি ভুল গ্রহে বসবাস করছেন। সুতরাং খাদ্যাভ্যাস পাল্টাবেন না, গ্রহ পাল্টান।

08/07/2024

• পৃথিবীতে উৎপাদিত অক্সিজেনের ২০ ভাগই আমরা আমাজান থেকে পাই।

• একটি মাছির গড় আয়ু ১৭ দিন।

• হাতির বাচ্ছা জন্ম নেওয়ার ২০ মিনিটের মধ্যে উঠে দাঁড়াতে পারে এবং ঘণ্টাখানেকের মধ্যে হাঁটাতে পারে।

• চোখের একটি পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।

• দেহ ও মনের কোনো অনুভূতি মস্তিষ্কে পৌঁছাতে ০.১ সেকেন্ড সময় লাগে।

• মোট গ্রহ ছিল ১২ টি। ১০ম গ্রহ ভলকান, ১১তম গ্রহের নাম এক্স, ১২তম গ্রহের নাম স্যালিচ। ৯ম গ্রহ প্লুটোর গ্রহমর্যাদা বাতিল করায় বর্তমানে গ্রহের সংখ্যা ১১টি।

• আমরা যাকে চাঁদের কলঙ্ক বা বুড়ি থাকি, সেগুলো হচ্ছে চাঁদের বুকের মৃত আগ্নেয়গিরি ও অগণিত গর্ত। এসব গর্তে সূর্যের আলো ঠিকমত না পড়ার কারণে পৃথিবী থেকে স্থানগুলোকে কালো দেখায়।

বিজ্ঞানের অজানা তথ্য

08/07/2024

পড়াশোনার পাশাপাশি কোন বিষয় এ অনেক আগ্রহী?🤔

08/07/2024

দুনিয়ায়র সবচেয়ে সুন্দর এবং বাজে অনুভূতি হচ্ছে, কাউকে মিস করা! 😊💔

06/07/2024

একটা সময় এই মালায়শিয়া বাংলাদেশের থেকেও
গরীব একটা দেশ ছিল। দ্রত উন্নতি হওয়ার পিছনে বেশ কিছু কারন।

05/07/2024

কুয়ালালামপুরে পতিতালয় থেকে ১১ বাংলাদেশী নারী ও ৭ জন বাংলাদেশী পুরুষ সহ 75 জনকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।

25/06/2024

🤲ইয়া আল্লাহ,
আমার কোন ভুলের কারণে আমার উপর থেকে
তোমার রহমতের ছায়া সরিয়ে দিও না

23/06/2024

আমার ভাগ্যটাই কেমন জানি!
হঠাৎ হঠাৎ আশা দেখায়, তারপর ঠাস কইরা পল্টি মারে!'🤦‍♂️

23/06/2024

তুমি সফল না হলে কেউ-ই তোমার ব্যার্থতার গল্প শুনবে না🤦‍♂️

20/06/2024

টাকায় ভরা হাতটার চেয়ে,বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামী!❤️🌸

20/06/2024

আপনার পছন্দের একটা করে ক্যাপশন বলে যান, ভালো লাগলে পোস্ট দিবো! 🌸

20/06/2024

সফল হলেই আপনি সবার.!☺️

আর ব‍্যার্থ হইলে নিজের! এমনকি পরিবারেও নাহ!😌❤️

20/06/2024

দেশের ৩৫ শতাংশ পুরুষ বয়স হওয়ার পরও বিয়ে করছেন না.....

Big shout out to my newest top fans! 💎 S A Rotna, Dipto Barmon S, Muntaha Islam Taifa, Jûthìkã Jūthî, Sathi Akter Sohel,...
19/06/2024

Big shout out to my newest top fans! 💎 S A Rotna, Dipto Barmon S, Muntaha Islam Taifa, Jûthìkã Jūthî, Sathi Akter Sohel, Sumaiya Rahman Bithi

Drop a comment to welcome them to our community,

18/06/2024

মালায়শিয়া

16/06/2024

যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই।

Address

Kelantan Kota Bharu
Kota Bharu
15000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi In Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshi In Malaysia:

Videos

Share


Other Kota Bharu media companies

Show All