
25/08/2024
যারা রাজনীতিতে জড়িত তাদের প্রত্যেকে এর থেকে, আওয়ামি স্বৈরাচারীদের থেকে শিক্ষা নিয়ে আগামী রাজনীতিতে পদচারণা করা দরকার বলে আমি মনে করি। কারন যারা রাজনীতি করেন তারা মনে করেন তাদের রাজনৈতিক দলই সর্বশ্রেষ্ঠ দল। এমন বিশ্বাস আর কর্মকান্ডের কারনেই আওয়ামী স্বেরাচারিদের বর্তমান এ পরিস্থিতি। স্বৈরাচারী শাসনামলে (গত ১৬ বছর) যেভাবে জামায়াত শিবির ও বিএনপিদের হয়রানি ও মিথ্যা মামলা দিয়েছে তা কোনো আমলে হয়েছে কিনা আমার জানা নাই।আর এই শাসনামলে কতযে পাতি নেতার আবির্ভাব হয়েছিল! তারা এখন দেখে নাও। প্রত্যেকটা জিনিসের যেমন ভালো ও মন্দ দিক রয়েছে ঠিক তেমনি একটা রাজনৈতিক দলে ভালো ও মন্দ উভয় দিক রয়েছে। খারাপ দিক সমালোচনা করার পাশাপাশি ভালো দিকটাও বলতে হবে নতুবা যারা রাজনীতি করছো (বিএনপি অথবা অন্যান্য) ভবিষ্যতে তোমাদেরও এ পরিণতি হতে পারে। আল্লাহ ক্ষমতা দিয়েও পরিক্ষা করে ক্ষমতা ছিনিয়ে নিয়েও অতএব সকলেই সাবধান।
ধন্যবাদ সকলকে