UNITY TV

UNITY TV we want unity of muslim ummah

29/01/2024

নিখাদ বন্ধু হচ্ছে সেই সম্পর্ক যেখানে একজন আরেকজনকে নিঃস্বার্থ সাহায্য করে, সুসময়-দুঃসময়ে সবসময় তার পাশে থাকে। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যার মাঝে জড়িয়ে আছে ভালোবাসা ও আবেগ।

28/01/2024

কি একটা আজব জেনারেশন আসছে।

বর্তমান জেনারেশনের বেশিরভাগ মেয়েদের বিটিএস পছন্দ কারন তারা মেয়েলি স্বভাবের পুরুষ চায়। তাই এখন নারী পটানোর জন্য পুরুষ হয়ে যায় নারীবাদী, কবিতা লাভার, ক্যাট লাভার, আর লুতুপুতু গল্পের পাঠক,সিংগার, এমনকি পিরিয়ড কবি,।

কিন্তু আমাদের দাদী-নানীদের অবস্থা ভিন্ন ছিলো। এখনো তাদের সামনে কোন ছেলে যদি মেয়েদের মতো হাটাচলা করে অথবা মেয়েদের বেশভূষা ধরে তাহলে তারা কষে একটা ধমক দিবে। কারন তাদের কাছে একটা ছেলের মেয়েলি স্বভাবের হওয়াটা মানসিক বিকৃতি।

কারন উনারা জানেন একটা পরিবারে একজন পুরুষের প্রয়োজন কতটুকু। দাদী নানীরা প্রকৃত পুরুষ মানুষ চিনেন। উনারা ভালো ভাবেই জানেন একজন পুরুষের বৈশিষ্ট্য কেমন হয়।

আমাদের দাদা-নানারা ছিলেন প্রকৃত পুরুষ। লোমশ হাত ওয়ালা সুঠাম দেহের সুস্থ সবল পুরুষত্বের অধিকারী ছিলেন তারা। তারা পরিবারের জন্য মাথায় করে পাহাড় বহন করতেন। নিজের স্ত্রী সন্তানকে আগলে রেখে যেকোনো বিপদের মুখে সিসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়াতেন। তারা ফজরের আগে ঘুম থেকে উঠে মই,লাঙ্গল নিয়ে মাঠে ছুটতেন। মাঠের এক কোণায় গামছা বিছিয়ে ফজরের নামাজ টা পড়ে নিয়ে আবার কাজে লেগে পড়তেন। দিপ্রহরে বাড়িতে এসে স্ত্রীর হাত পাখার বাতাসে পান্তা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতেন।

এখন সময় বদলেছে, টেকনোলজির এই দুনিয়ায় সব কিছু সহজলভ্য হয়েছে ঠিক কিন্তু প্রতি ঘর থেকে পুরুষ মানুষ হারিয়ে যাচ্ছে। একটা গর্দভ অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, এদের পুরুষত্ব তো নেই উলটো হিজড়া হয়ে যাচ্ছে।

না আছে তাদের ২৫ কেজি ওজনের একটা বস্তা বহনের মুরোদ, না আছে ১০ মিনিট দৌড়ানোর মুরোদ। খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই,সালাতের কথা বাদই দিলাম। এই জেনারেশন দিয়ে এই উম্মাহের কোনো উপকার কস্মিনকালেও সম্ভব নয়।

সংগৃহীত

26/01/2024

সাত অক্টবারের পর থেকেই আমার দুটি আইডি ডাউন, চির প্রায় শুন্যের কোটায়!

ট্রান্সজেন্ডার প্রমোটার ব্রাকের বিকাশ বাদ দিয়ে ইসলামী ব্যাংকের সেলফিন ব্যবহার করুন। সেলফিনে খরচ কম সুবিধা বেশি।
24/01/2024

ট্রান্সজেন্ডার প্রমোটার ব্রাকের বিকাশ বাদ দিয়ে ইসলামী ব্যাংকের সেলফিন ব্যবহার করুন।
সেলফিনে খরচ কম সুবিধা বেশি।

23/01/2024

দীর্ঘদিন ধরে এমন সংবাদের অপেক্ষায় ছিলাম!
বিজয় সুনিশ্চিত ইন শা আল্লাহ।
এভাবে প্রতিদিন উইকেটের পতন হলে পালানোর জায়গা পাবেনা ভিনদেশী খেলোয়াড়েরা!

23/01/2024

ট্রান্সজেন্ডার
১- ট্রান্সজেন্ডার ইসলামে হারাম।
২-ট্রান্সজেন্ডারদের রাসূল (স:) অভিশাপ দিয়েছেন।
৩-হিজরা আর ট্রান্সজেন্ডার এক নয়।
৪-সমকামিতার আরেক নাম ট্রান্সজেন্ডার।
৫-ট্রান্সজেন্ডার একটা সমাজ ও দেশকে শেষ করে দেয়।
৬-ট্রান্সজেন্ডার যেই সমাজে থাকে সেখানে আল্লাহর গজব নাজিল হয়।

22/01/2024

Well said
সুন্দর বলেছেন!

সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার পাঠের একটি গল্পের শিরোনাম ছিলো "শরীফ থেকে শরিফা"! বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সেই গ...
22/01/2024

সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার পাঠের একটি গল্পের শিরোনাম ছিলো "শরীফ থেকে শরিফা"!
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সেই গল্পের পাতা ছিড়ে মিডিয়ার সামনে প্রতিবাদ করায় আজ তাকে চাকরিচ্যুত করা হল।
৯০% মুসলিমের দেশে শিক্ষায় ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নে গোটা শিক্ষাব্যবস্থা ধংস করার চেষ্টা চলছে।
আলেম উলামাদের এগিয়ে আসা প্রয়োজন।

20/01/2024

একটা দিন ফুরিয়ে যাওয়া মানে,
আপনার হায়াতের একটা অংশও ফুরিয়ে যাওয়া।

17/01/2024
১০০ দিনে অনেক কুফুর শক্তি এক হলেও ঈমানী শক্তিগুলি বিচ্ছিন্ন রয়েই গেল!
15/01/2024

১০০ দিনে অনেক কুফুর শক্তি এক হলেও ঈমানী শক্তিগুলি বিচ্ছিন্ন রয়েই গেল!

07/01/2024

আমাদের দেশর যথেষ্ট উন্নয়ন হয়েছে মনে হচ্ছে, ২০২৪ সালে শিশুরাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে!

সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইডেন্টিফাই না করে শুধু মাত্র বিরোধী দলকে মামলার আসামি করা আরেকটি অন্যায়, অন্যায় দিয়ে...
06/01/2024

সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইডেন্টিফাই না করে শুধু মাত্র বিরোধী দলকে মামলার আসামি করা আরেকটি অন্যায়, অন্যায় দিয়ে অন্যায় ঢাকা যায় না, আল্লাহর বিচারে সঠিক ব্যক্তিই শাস্তি পাবে,নিশ্চিয় আল্লাহর শাস্তি বড়ই ভয়ংকর।

06/01/2024

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا قَالُوا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا قَالَ تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ.
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য কর, সে যালিম হোক অথবা মাযলুম। তিনি (আনাস) বললেন, হে আল্লাহর রাসূল! মাযলুমকে সাহায্য করব, তা তো বুঝলাম। কিন্তু যালিমকে কি করে সাহায্য করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে। (অর্থাৎ তাকে যুলুম করতে দিবে না)। (সহিহ বুখারী-২৪৪৩)

06/01/2024

আমরা বিশ্বাস করি—
দুনিয়াকে হয়তো আমাদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য।

খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস!
06/01/2024

খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস!

গোল্ড ডেভিড একজন ফেমাস অস্ট্রেলিয়ান ধর্ম যাজক, তিনি চার্চে 45 বছর কাজ করার পর  ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন এবং তার নাম...
31/12/2023

গোল্ড ডেভিড একজন ফেমাস অস্ট্রেলিয়ান ধর্ম যাজক, তিনি চার্চে 45 বছর কাজ করার পর ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন এবং তার নাম পরিবর্তন করে আবদুর রহমান রেখেছেন।
আল্লাহ আকবার.... নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন।

15/12/2023

আবু তহা আদনান যাদেরকে নিয়ে বিদ্রুপ করেছে তারা হল যারা মনে করে 👇
১-হা-মা-স isরাইলের তৈরি
২-ই-স-রা-ই-লের সাথে যুদ্ধ করা যাবে না কারন তারা অনেক শক্তিশালী
৩-হা-মা-স isরায়েল যু-দ্ধ বেদ'আত
৪- সরকারের অনুমতি ছাড়া জি-হা-দ করা যাবে না।
৫- গা-জা-য় কোন সরকার নেই
৬- ফি-লি-স্তি-নি নারী শিশুদের মৃ-ত্যুতে হা-মা-স দায়ী
৭- হা-মা-স খা-রেজী
৮- হা-মা-সের আকিদাহ-মানহাজ ঠিক নেই
৯- হা-মা-স শিয়া বা শিয়াদের দালাল
১০- ফি-লি-স্তি-ন ইস্যু হল রাজনৈতিক
১১- ই-স-রায়েল কর্তৃক হা-মা-স-কে নির্মুল করা বৈধ
১২- এটা শুধুমাত্র হা-মা-স isরায়েল সমস্যা এর সাথে মুসলিম, আকিদা-মানহাজ ইত্যাদির কোন সম্পর্ক নেই
১৩- কোন সা-লাফী হা-মা-স isরাইল যু-দ্ধকে সমর্থন করতে পারে না
১৪- হা-মা-স isরায়েল যু-দ্ধকে ইসলামের প্রকৃত জী-হা-দ বলা যাবে না।

বি:দ্র:
#যে সব মুসলিম উল্লেখিত ১-১৪ পয়েন্টের সাথে একমত তাদের আকিদা মানহাজও ঠিক নেই, তাদের ঈমানও প্রশ্নবিদ্ধ। উল্লেখিত কথা গুলি ইস-রা-য়েলেরই কথা যা তারা তাদের মুসলিম ভক্তদের মাধ্যমে মুসলিম সমাজে ছড়িয়ে দিচ্ছে।

14/12/2023

হঠাৎ করেই একদিন আপনার দোয়া গুলো কবুল হয়ে যাবে
যে দোয়া করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিল কান্না বিজরিত, চোখ দিয়ে ঝরছিলো অজস্র জল!

সেই দোয়া যখন হুট করে মহান রাব্বুল আলামীন কবুল করে নিবেন, সেদিনও আপনার চোখজোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকণায়,ইনশাআল্লাহ

সেদিন হয়তো ফিসফিস করে বলে উঠবেন "হে আমার পালনকর্তা! আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি"

[সুরা মারইয়াম ১৯:৪]

13/12/2023

Fiলি-স্তিন ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করে সঠিক অবস্থানে আসুন তাহলে কেউ বিদ্রুপ করার সুযোগ পাবে না!

13/12/2023

কেউ আপনার আদর্শের বিরুদ্ধে বলছে প্রতি উত্তরে তার ১৪ গোষ্ঠী উদ্ধার করার চেয়ে ভদ্রভাষায় দালিলিক ইত্তর দেওয়া অনেক ভালো।

জরুরী |  isরা-য়েলের যোগাযোগ মন্ত্রী: - এখানে কোন ফি-লিস্তিn রাষ্ট্র থাকবে না এবং আমরা কখনই অসলোতে ফিরব না। - pheলিস্তিন...
13/12/2023

জরুরী | isরা-য়েলের যোগাযোগ মন্ত্রী:

- এখানে কোন ফি-লিস্তিn রাষ্ট্র থাকবে না এবং আমরা কখনই অসলোতে ফিরব না।
- pheলিস্তিন রাষ্ট্র Eহুদি জনগণের নিরাপত্তা বিপন্ন করবে।

11/12/2023

নবীজিকে কবরের আযাব দেখানো হয়েছিলো, ফলে তিনি বলেছিলেন,

‘‘আমি কখনো কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য দেখিনি।’’

07/12/2023

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো থেকে ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’ কুরআনিক বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে এদেশের ধর্মপ্রাণ মানুষেরা যে ভীষণভাবে মর্মাহত ও সংক্ষুব্ধ হয়েছে, বলার অপেক্ষা রাখে না।

আমরা অনেকেই ধর্মকে উন্নতি ও অগ্রগতির পথে বাধা মনে করছি। অথচ মালয়েশিয়া-সহ পৃথিবীর বহু মুসলিম দেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলামি মূল্যবোধ ও আদর্শ বহাল থাকার পরও তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ডেনমার্ক-সহ অনেক খ্রিষ্টান প্রধান দেশের জাতীয় পতাকায় খোচিত আছে তাদের ধর্মীয় নিদর্শন ক্রুশের চিহ্ন। পৃথিবীর বহু দেশের জাতীয় সংগীতে উজ্জ্বল হয়ে আছে তাদের ধর্মের অনুষঙ্গ।

এমনকি যাদেরকে আমরা উন্নয়নের রোল মডেল মনে করি, যাদের উন্নতি দেখে আমরা দিবারাত্র ঈর্ষা করি, সেই তাদের ডলারের গায়ে লেখা আছে IN GOD WE TRUST।

ধর্ম তাদের উন্নতি ও অগ্রগতির পথে বাধা হলো না, অথচ উন্নতির দোহাই দিয়ে আমরা নানাভাবে ধর্মীয় অনুষঙ্গ ছাঁটাই করে চলেছি। এটা করে আমরা কতটুকু উন্নত হতে পেরেছি তা উল্লিখিত দেশগুলোর সাথে নিজেদের তুলনা করলেই স্পষ্ট হয়ে যায়।

পৃথিবীর প্রায় সকল সভ্যতা ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এ কারণে ধর্মের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। যারা উন্নয়নের দোহাই দিয়ে ধর্ম ত্যাগ করছে, তারা মূলত বিশ্বসভ্যতার সাথে বিশ্বাসঘাতকতা করছে।

আজ একটি জাতীয় প্রতিষ্ঠানের লোগো থেকে কুরআনিক বাক্য সরিয়ে দেওয়া হলো। কাল অন্য জায়গা থেকে যে সরিয়ে দেওয়া হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে চলতে থাকলে একদিন মুসলিম নামটাই আমাদের কাছে লজ্জার কারণ হয়ে উঠবে।
"শায়েখ আহমাদুল্লাহ"

06/12/2023

এই পর্যন্ত ১৬ হাজার নিরপরাধ ফিলিস্তিনি মুসলিকে হত্যা করলো বিশ্ব স-ন্ত্রা-সী ই-স-রা-য়ে-ল, গুড়িয়ে দিল তাদের বাড়ি ঘর হাস্পাতাল, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান।
মুসলিম শাসক না থাকায় ইসরাইলকে কেউ কিছু বলছে না, হা-মা-স-ই এখন ফিলিস্তিনীদের একমাত্র বন্ধু, আর আল্লাহ তাদের উত্তম অভিভাবক।

05/12/2023

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?

-সংগৃহীত

04/12/2023

ব্যাঙের লাফ, তিরিং তিরিং সাইকেল চালাই! হাঁসের ডাক, হাঁটা, হিন্দী গান, ফ্রি মিক্সিং লাফালাফি না শিখিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শিক ও নৈতিক শিক্ষার কারিগর মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন তাহলে তারা উভয় জগতে লাভবান হবে।

04/12/2023

যদি লোকজনের কাছে অপরিচিত থাকা যায়, তাহলে সেভাবেই থাকো। কী হবে যদি লোকেরা তোমার প্রশংসা না করে? লোকেদের সমালোচনায় কী আসবে-যাবে তোমার, যদি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে তুমি প্রশংসিত হতে পারো?

শায়েখ আহমাদুল্লাহ এর সাথে আলাপচারিতা ও এর‍্যাবিয়ান নৈশভোজ গ্রহণ।
03/12/2023

শায়েখ আহমাদুল্লাহ এর সাথে আলাপচারিতা ও এর‍্যাবিয়ান নৈশভোজ গ্রহণ।

Address

Kajang
Kajang
43000

Alerts

Be the first to know and let us send you an email when UNITY TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UNITY TV:

Videos

Share

Category



You may also like