SIFAT TV

SIFAT TV song,video song,fun video,magic video.

আজ ১লা জানুয়ারি ভোর রাতে তামান পুলাই মতিয়ারা,জোহর বারু থেকে ৯১ জন অবৈধ অভিবাসী আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ!
01/01/2020

আজ ১লা জানুয়ারি ভোর রাতে তামান পুলাই মতিয়ারা,জোহর বারু থেকে ৯১ জন অবৈধ অভিবাসী আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ!

2020 সালের জানুয়ারির প্রথম প্রহরেই 87 জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ।মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্র...
01/01/2020

2020 সালের জানুয়ারির প্রথম প্রহরেই 87 জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে টার্গেট দেওয়া হয়েছে, 2020 সালের মধ্যে 70 হাজার অবৈধ অভিবাসীকে আটক করতে হবে।

Happy New year
01/01/2020

Happy New year

ঘনো কুয়াশার করনে পাটুরিয়া ফেরী চলাচল বন্ধো ছিলো প্রায় ৭ ঘন্টা।
20/12/2019

ঘনো কুয়াশার করনে পাটুরিয়া ফেরী চলাচল বন্ধো ছিলো প্রায় ৭ ঘন্টা।

র‍্যাটেল সাপ কামড়ালে কি অবস্থা হয় দেখুন। মালয়েশিয়ায় যারা পাথরের পাহাড় কাটার কাজে নিয়োজিত আছেন তারা অবশ্যই সাবধান ...
12/12/2019

র‍্যাটেল সাপ কামড়ালে কি অবস্থা হয় দেখুন।
মালয়েশিয়ায় যারা পাথরের পাহাড় কাটার কাজে নিয়োজিত আছেন তারা অবশ্যই সাবধান থাকবেন।
এই সাপ প্রধানত শুষ্ক খরা প্রবন এলাকা, মরুভূমি ও পাথরের পাহাড়ে থাকে।

প্রবাসীদের পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ছেলে; স্বামী; বা ভাই প্রবাসে কি করে? উত্তর আসবে, বিদেশে থাকে কিন্তু কি কাজ...
10/12/2019

প্রবাসীদের পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ছেলে; স্বামী; বা ভাই প্রবাসে কি করে? উত্তর আসবে, বিদেশে থাকে কিন্তু কি কাজ করে জানি না। কিংবা অত কিছু জানতেও চায় না অনেকেই। এ কথাটাই অপ্রিয় সত্য। পরিবারের সদস্যরা কিংবা আত্মীয়স্বজন মনে করেন বিদেশ মানেই রোপন করা টাকার গাছ যা ঝাঁকি দিলেই কেবল টাকা আর টাকা। কোন প্রবাসী যদি ঘরে টাকা কম দেয় পরিবারের সদস্যরা ধরে নেয় যে, তাদের ছেলে টাকা জমা করছে বা উচ্ছন্নে গেছে। আর যদি বিবাহিত হয় তাহলে তো কথাই নেই। সবাই এক বাক্যে বিশ্বাস করে ছেলে যা কামাই করছে সব শ্বশুরবাড়ি যাচ্ছে।

কিন্তু আসলে যে তার বেতন কত; কোথায় থাকে; কিভাবে থাকে; কি খাচ্ছে; কি কাজ করে; যা আয় করে তা হালাল না কি হারাম তা জানার কোন প্রয়োজন মনে করে না।

শুধুমাত্র মাস শেষে টাকা পেলেই হয়।

প্রবাসীরা যে কতটা অবহেলিত তা বলার অপেক্ষা রাখে না। খুব কম প্রবাসী আছে যারা পরিবারের সমর্থন পেয়ে থাকবে। গড়ে প্রতিদিন ৫৫-৬২ জন প্রবাসীর মরদেহ দেশে যায়। যাদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় "হঠাৎ_মৃত্যু" বা স্ট্রোক।

যার জন্য দায়ী মানসিক চাপ, তাই, প্রবাসীদের পরিবারের প্রতি অনুরোধ রইল যে আপনার ঘরের প্রবাসী সন্তানকে মানসিক চাপ থেকে দুরে রাখতে চেষ্টা করুন।
Collection

স্পেশাল পাশের জন্য পুত্রজায়া ইমিগ্রেশনে লম্বা লাইন ও ভোগান্তি। যাঁরা দীর্ঘক্ষণ অপেক্ষা ছাড়া স্পেশাল পাস নিতে চান তারা ...
09/12/2019

স্পেশাল পাশের জন্য পুত্রজায়া ইমিগ্রেশনে লম্বা লাইন ও ভোগান্তি।
যাঁরা দীর্ঘক্ষণ অপেক্ষা ছাড়া স্পেশাল পাস নিতে চান তারা মালাক্কা, ইপু, তেরেঙ্গানু, ক্লানন্তান ইমিগ্রেশনে যেতে পারেন।

পুত্রজায়া, শাহ আলম ও জালান ধুতা ইমিগ্রেশনে সবচেয়ে বেশি মানুষ ভিড় করে এবং এই তিন ইমিগ্রেশন অফিসে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয়।

মালয়েশিয়ার অতিরিক্ত ফ্লাইট বাড়লেও কমেনি বিমান ভাড়া। শুধু যাওয়ার টিকিটই এখন দেড় হাজার থেকে ২ হাজার রিঙ্গিত। কোনো রকম হয়রা...
09/12/2019

মালয়েশিয়ার অতিরিক্ত ফ্লাইট বাড়লেও কমেনি বিমান ভাড়া। শুধু যাওয়ার টিকিটই এখন দেড় হাজার থেকে ২ হাজার রিঙ্গিত। কোনো রকম হয়রানি ছাড়া কমমূল্যে এয়ার টিকিট বিক্রির প্রস্তাব রাখলেও কমেনি ভাড়া।

মালয়েশিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে চিরুনি অভিযান সকলেই সাবধানে চলাফেরা করবেন প্রয়োজনীয় কাগজ পাতি সাথে রাখবেন প্রয়ো...
07/12/2019

মালয়েশিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে চিরুনি অভিযান সকলেই সাবধানে চলাফেরা করবেন প্রয়োজনীয় কাগজ পাতি সাথে রাখবেন প্রয়োজন ছাড়া বের হবেন না

সতর্কমূলক পোস্ট

মালয়েশিয়া এক প্রবাসী ভাই 3 তারিখ মঙ্গলবার সকাল সাতটার সময় জোহর বারু 1টি বাতুর  ফ্যাক্টরিতে গলায় রশি দিয়ে আত্মহত্যা ...
04/12/2019

মালয়েশিয়া এক প্রবাসী ভাই 3 তারিখ মঙ্গলবার সকাল সাতটার সময় জোহর বারু 1টি বাতুর ফ্যাক্টরিতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন কি হয়েছিল বা কি কষ্টে এই কাজটা করতে হলো তবে একটা কথা জানি প্রবাস নামের জীবনটাই নিঃস্ব যাক সবাই তার জন্য দোয়া করেন আমিন( সংগ্রহ)

04/12/2019

মালয়েশিয়া সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরে আসছেন অবৈধ শ্রমিকেরা। ইতিমধ্যেই ফিরেছেন ২৯ হাজার শ্রমিক। আরও কয়েক হাজার আছেন ফেরার অপেক্ষায়। টিকিটসংকটে আটকা পড়ছেন অবৈধ শ্রমিকেরা। তাঁদের ফিরিয়ে আনতে বাড়তি ফ্লাইট বা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

জানা গেছে, মালয়েশিয়া সরকারের দেওয়া সাধারণ ক্ষমার সুযোগ ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাবে। তাই প্রতিদিন শত শত শ্রমিক দেশে ফেরার জন্য অনুমতি নিচ্ছেন। কিন্তু তাঁরা উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে পারছেন না। সম্প্রতি এ পরিস্থিতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। এর পরিপ্রেক্ষিতে ২ ডিসেম্বর বিমান মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীন প্রথম আলোকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রবাসীদের ফিরিয়ে আনতে বিমানের বিশেষ ফ্লাইটের পাশাপাশি বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলো কীভাবে সহায়তা করতে পারে, সেই উদ্যোগ নিতেও অনুরোধ করা হয়েছে চিঠিতে। সাশ্রয়ী ভাড়ার বিষয়টিও বিবেচনা করার অনুরোধ করা হয়েছে। প্রবাসী মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা চিঠি দেওয়ার পর, সংকট সমাধান করা নিয়ে বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সঙ্গে আলোচনাও করেছেন। এ ছাড়া প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ফোনে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে আলোচনা করেছেন।

বিমান সূত্র জানিয়েছে, বেসরকারি উড়োজাহাজের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গেছে ইতিমধ্যেই। বাড়তি ফ্লাইট দিয়েও চাহিদা পূরণ করতে পারছে না বাংলাদেশ বিমান। কুয়ালালামপুর থেকে ঢাকায় ফিরতে কোনো এয়ারলাইনসের টিকিট পাওয়া যাচ্ছে না। ১০ থেকে ১৫ হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ হাজার টাকায়।

জানা গেছে, সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে মালয়েশিয়া এয়ারলাইনস। ১৭ ডিসেম্বর পর্যন্ত কুয়ালালামপুর থেকে ঢাকা আসার ফ্লাইটে কোনো আসন খালি নেই। ১৮ ডিসেম্বর পরবর্তী ফ্লাইটগুলোতে ৬৫ থেকে ৭০ হাজার (ওয়ানওয়ে) টাকায় বিক্রি হচ্ছে টিকিট। এয়ার এশিয়া সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার এশিয়ায় ডিসেম্বর মাসের কোনো আসন খালি নেই। আর মালিন্দো এয়ারের কুয়ালালামপুর-ঢাকার ওয়ানওয়ের টিকিট বিক্রি হচ্ছে ৪৫ হাজার টাকায়। সপ্তাহে ১২টি ফ্লাইট পরিচালনা করে তারা।

বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা সপ্তাহে ৭টি করে ফ্লাইট পরিচালনা করছে। পুরো ডিসেম্বরে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার কোনো টিকিট নেই বিমানের ফ্লাইটে। একই অবস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসেও। অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে সপ্তাহে তিনটি ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউএস বাংলা।
মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, ২৮ নভেম্বর পর্যন্ত প্রায় ২৯ হাজার বাংলাদেশি অবৈধ অভিবাসী সাধারণ ক্ষমার আওতায় সুবিধা নিয়েছেন। এই সময় পর্যন্ত মোট আবেদন পড়েছে প্রায় ৩২ হাজার। নির্ধারিত সময়ে ফিরে না এলে পুলিশ অভিযান চালিয়ে আটক করবে অবৈধ শ্রমিকদের। ফিরে আসার অনুমতিপত্র (ট্রাভেল পাস) নিতে দূতাবাসের পাসপোর্ট সেন্টারগুলোতে ভিড় করছেন।

মালয়েশীয় প্রবাসীরা জানান, একজন বৈধ কর্মী ঘণ্টায় ৮ থেকে ১০ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) বা ১৬০ থেকে ২০০ টাকা আয় করলেও অবৈধ কর্মী আয় করেন মাত্র ৬০ থেকে ৮০ টাকা। এ কারণে স্থানীয় নিয়োগকারীরা নির্দিষ্ট সময় পর চাকরি নবায়ন করেন না। এতেও অনেকে অবৈধ হয়ে পড়েন। এ ছাড়া পড়ার নামে, বেড়ানোর নামে অনেকে মালয়েশিয়া গিয়ে থেকে গেছেন। কেউ কেউ অনিয়মিত উপায়ে সাগর পাড়ি দিয়েও মালয়েশিয়া গেছেন। আবার অনেকে কাজ নিয়ে গেলেও চুক্তি ভঙ্গ করে নিয়োগকারীর প্রতিষ্ঠান থেকে পালিয়ে দেশটির এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যান। তাঁরাও অবৈধ হয়ে পড়েছেন।

গত জুলাই থেকে অবৈধদের ধরতে অভিযান শুরু করে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। প্রতি মাসেই শত শত বাংলাদেশি পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যেতে থাকেন। অনেকেই হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরত আসেন। গত বছর দেশে ফেরত আসেন ৭ হাজার ৩৭২ জন। আর এ বছরের আগস্ট পর্যন্ত দেশে ফিরে আসেন ৩ হাজার ১১৬ জন। কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণার পর সেপ্টেম্বর থেকে এটি বাড়তে থাকে। গত ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ফেরার এ সুযোগ পাচ্ছেন অবৈধ অভিবাসীরা।

বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৯২ সাল থেকে ২০১৮ পর্যন্ত বৈধভাবে কাজ নিয়ে মালয়েশিয়া গেছেন সাড়ে ১০ লাখ বাংলাদেশি। নানা অনিয়মের কারণে গত বছর সেপ্টেম্বর থেকে এ শ্রমবাজারটি বন্ধ আছে।

আরও সংবাদ
বিষয়:
মালয়েশিয়া(সংগ্রহ প্রথম আলো)

এই লোক টাকে সবাই চিনে রাখেন। নাম সাইফুল বাড়ি আমতোলি বোরগুনা বাকি টা পরে বোলবো।
01/12/2019

এই লোক টাকে সবাই চিনে রাখেন। নাম সাইফুল বাড়ি আমতোলি বোরগুনা বাকি টা পরে বোলবো।

30/11/2019

Tea packing

পুত্রজায়া ইমিগ্রেশন অফিসের প্রতিদিনকার চিত্র। স্পেশাল পাস নেওয়ার জন্য সন্ধ্যা রাত থেকেই পুত্রজায়া ইমিগ্রেশনে বিপুল সং...
30/11/2019

পুত্রজায়া ইমিগ্রেশন অফিসের প্রতিদিনকার চিত্র।

স্পেশাল পাস নেওয়ার জন্য সন্ধ্যা রাত থেকেই পুত্রজায়া ইমিগ্রেশনে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী ভিড় জমাচ্ছে গত চার মাস যাবত। তবে চলতি নভেম্বরের মাঝামাঝি থেকে এই ভিড় দ্বিগুণ হয়েছে।
ডিসেম্বরে এই চাপ আরও বৃদ্ধি পাবে।

বিশেষ করে পুত্রজায়া, শাহ আলম, জালান ধুতা ইমিগ্রেশনে সবচেয়ে বেশি মানুষ ভিড় করেছে।

তবে কুয়ালালামপুরের বাইরের ইমিগ্রেশন অফিস গুলোতে অভিবাসীদের চাপ তুলনামূলক কম।

25/11/2019

শোক সংবাদ চেংগুটিয়ার সকলের প্রিয় দুলাল হাওলাদার আর নেই।

আগৈলঝাড়া উপজেলা রাজিহার ইউনিয়েন এর চেংগুটিয়া গ্রামের বাসিন্দা মৃত্যু খবির হাওলাদার এর ছোট পুএ ও ঢাকাস্থ চেংগুটিয়া কল্যান সমিতির উপদেষ্টা ও রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপ্রতি মোঃ দুলাল হাওলাদার (৬৭) ঢাকা সাভারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে রবিবার সকাল নয় ঘটিকায় সময় সড়ক পারাপার এর সময় সড়ক র্দূঘটনায় নিহত হয় (ইন্নালিল্লাহির......রাজিউন)।তিনি স্ত্রী,১পুএ,৩ কন্যা,রেখে গেছেন।ঐইদিন রাত ৮ঃ ৩০ মিনিটের সময় মহুমের লাশ জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোঃ দুলাল হাওলাদারের মৃত্যুতে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি,সেরনিয়াবাদ আশিক আব্দুল্লাহ ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ এবং সকল সহযোগি সংগঠন গভীর শোক প্রকাশ জানিয়েছেন।

আগৈলঝাড়া থানা রাজিহার ইউনিয়নের  বড় বাশাইল গ্রামের সকলের সু পরিচিত নিশি বৈদ্য কবিরাজ আমাদের  মাঝে আর নেই। তার মৃত্যুতে আম...
21/11/2019

আগৈলঝাড়া থানা রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের সকলের সু পরিচিত নিশি বৈদ্য কবিরাজ আমাদের মাঝে আর নেই। তার মৃত্যুতে আমরা শোকাভিভূত। ( বৃহস্পতিবার 21/11/2019)

আপনার পরিবারে মাসে লাগে লবণ সর্বোচ্চ ২কেজি আপনি শুনলেন লবনের দাম বেড়ে যাচ্ছে। দৌড় দিলেন বাজারের দিকে গিয়ে একসাথে কিনে ফে...
20/11/2019

আপনার পরিবারে মাসে লাগে লবণ সর্বোচ্চ ২কেজি আপনি শুনলেন লবনের দাম বেড়ে যাচ্ছে। দৌড় দিলেন বাজারের দিকে গিয়ে একসাথে কিনে ফেললেন ১০কেজি। ৫ মাসের লবণ একসাথে ।
সবাই যদি এভাবে কিনতে থাকে তাহলে মার্কেটে কোম্পানিগুলো একসাথে ৫ মাসের সেল দিয়ে দিচ্ছে। তাই স্বাভাবিকভাবেই মার্কেটে লবণ এর অভাব দেখা দিবে। কোম্পানিগুলো বলবে যে উৎপাদন কম হচ্ছে হঠাৎ লবন এর চাহিদা বাড়ছে। তখন চাহিদা অনুযায়ী লবণ মার্কেটে পাওয়া যাবে না। আর না পাওয়া গেলে দাম ৩৫ টাকা থেকে অসহনীয় পর্যন্ত যাওয়াটা অস্বাভাবিক না। আর অসাধু ব্যবসায়ীরা তার সুযোগ নিবে ।
তাই নিজেরা নিজের পায়ে কুড়াল মারা থেকে বিরত থাকি। গুজবে কান না দিয়ে দৈনিক পরিমান অনুযায়ী লবন কিনি, সিন্ডিকেট থেকে নিজেকে এবং অন্যদের বাচাই।
বিঃদ্রঃ জনসচেতনতামূলক পোস্ট

Address

Johor Bahru

Telephone

+601123264517

Website

Alerts

Be the first to know and let us send you an email when SIFAT TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category