04/08/2024
আমরা খুবই মর্মাহত হয়ে জানাচ্ছি মিরপুরে সন্ধ্যায় গুলিতে ৩-৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ধারনা করা হচ্ছে তারা স্নাইপারের গুলিতে মারা গেছেন। ভিডিও ও প্রাপ্ত সূত্রমতে, আর্মির নিরাপত্তায় ১০ নাম্বারে হাজার হাজার জনতা আনন্দ করছিলেন। হঠাৎ করেই সেখানে আর্মির একটি এক তারকা ( ব্রি: জেনারেল) এর গাড়ী আসে। এর কিছুক্ষণের মধ্যে উপস্থিত বাকি সব সেনাসদস্যরা এই জায়গা ছেড়ে চলে যান। এরপরেই হঠাৎ করে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সবাই বুকে, পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে একটি বিল্ডিং এর উপর থেকে তাদের গুলি করা হয়। এরপর পুলিশ ও সন্ত্রাসীলীগের গুন্ডারা সবার উপর আক্রমন শুরু করে। সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে যাদের নির্দেশে এই হত্যাকান্ড হয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। যেমনটা আমরা ধারনা করেছিলাম ও শুনেছিলাম সেনাবাহিনীর মাঝারি থেকে নিচের কর্মকর্তারা জনগনের সাথে থাকতে চাইলেও উচ্চপদস্থরা সরকারের অত্যদিক অনুগত, এখানেও একজন ব্রি: জেনারেলের গাড়ী/মেসেজ আসার পরেই সেনাবাহিনী জায়গা ছেড়ে চলে যায়। এই হত্যার বিচার করা হবে।
Video Credit: RK Sohan