Siraz Uddin

Siraz Uddin Alone life is the best life

29/11/2023

শুন্যস্থান শুন্যই থাকুক
তবুও ভুল মানুষ জিবনে না আসুক

27/06/2023

লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির❤️

20/05/2023
✍🏾"তোমরা ভয় কর সেদিনকে, যে দিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না, কারও কাছ থেকে বিনিময় গৃহীত হবে ন...
01/04/2023

✍🏾"তোমরা ভয় কর সেদিনকে, যে দিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না, কারও কাছ থেকে বিনিময় গৃহীত হবে না, কার ও সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্য প্রাপ্ত ও হবে না।

[সূরাঃ আল-বাকারা [2:123]

26/11/2022

ভুলেও কি মনে পড়ে না আমায়?

15/11/2022

কথা শুনে কান্না চলে আসলো 💔

04/11/2022

যদি আর্থ খোঁজো,আমি শূন্য, যদি ভালোবাসা খোঁজো আমি পরিপূর্ণ 🙂🥀

তার শহরে আমার কোনো মূল্য ছিল না😔🥀অথছ সে প্রতিদিন আমাকে বলতো ভালোবাসি😔💔
16/10/2022

তার শহরে আমার কোনো মূল্য ছিল না😔🥀
অথছ সে প্রতিদিন আমাকে বলতো ভালোবাসি😔💔

16/10/2022

দুনিয়াতে এতো এতো মানুষ থাকতে শুধুমাএ একটা মানুষকেই মিস করা,ফিল করা,কল্পনায় রাখা, সারাদিন তার ভাবনাতে আটকে থাকা,এই ব্যাপারটা অদ্ভুত সুন্দর, একদমই অদ্ভুত 🙂🥀

তুমি আমি পাশাপাশি এমন একটা মূহুর্ত হোক 🌸🤍🖤
03/10/2022

তুমি আমি পাশাপাশি এমন একটা মূহুর্ত হোক 🌸🤍🖤

কথা দেওয়া মানুষের অভাব নেই , অভাব হলো কথা দিয়ে কথা রাখার মানুষের ।🖤
02/10/2022

কথা দেওয়া মানুষের অভাব নেই ,
অভাব হলো কথা দিয়ে কথা রাখার মানুষের ।🖤

একদিন কোনো অস্তিত্ব থাকবে না আমার!থেকে যাবে কীবোর্ড এ চাপা কিছু লেখা!
29/09/2022

একদিন কোনো অস্তিত্ব থাকবে না আমার!
থেকে যাবে কীবোর্ড এ চাপা কিছু লেখা!

_ কিছু তারিখ আমাদের আজীবন মনে থাকবে হয়তো বিরহে নয়তো ভালোবাসায়!🥀🖤
27/09/2022

_ কিছু তারিখ আমাদের আজীবন মনে থাকবে হয়তো বিরহে নয়তো ভালোবাসায়!🥀🖤

26/09/2022

একজনকেই ভালোবাসি - একজনকে নিয়েই থাকব --- সেই একজনকে না পেলে সারাজীবন একাই থাকব 🙂😊

তপ্ত দুপুর ভীষণ রোদের সাজেক্লান্ত শহরমিথ্যা শ্রাবণ খোঁজে ....
25/09/2022

তপ্ত দুপুর
ভীষণ রোদের সাজে
ক্লান্ত শহর
মিথ্যা শ্রাবণ খোঁজে ....

মাঝরাতে হুটহাট নিঃশ্বাস আটকে আসা মুহুর্তগুলো হয়তো কারো কাছেই ব্যাখ্যা করা যায়না💔🥀
25/09/2022

মাঝরাতে হুটহাট নিঃশ্বাস আটকে আসা মুহুর্তগুলো হয়তো কারো কাছেই ব্যাখ্যা করা যায়না💔🥀

24/09/2022

প্রেম করার চেয়ে প্রেমে পড়ার মুহূর্ত টা অনেক সুন্দর ❤️🌻

আমি যে তাকে ভালোবাসি তা তোমার রূপের জন্যও নয়, গুনের জন্যও নয়! তোমাকে ভালো না বেসে থাকতে পারিনা বলে ভালোবাসি! 🙂~শীষের্ন...
23/09/2022

আমি যে তাকে ভালোবাসি তা তোমার রূপের জন্যও নয়,
গুনের জন্যও নয়! তোমাকে ভালো না বেসে থাকতে পারিনা বলে ভালোবাসি! 🙂

~শীষের্ন্দু মুখোপাধ্যায়

জীবনে সুন্দর ভাবতে ভাবতে-আমরা ভুলে যায় পৃথিবীতে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি?ভুলে যায় জীবনের আপন স্বকীয়তা,ভুলে যায় জীবন...
22/09/2022

জীবনে সুন্দর ভাবতে ভাবতে-
আমরা ভুলে যায় পৃথিবীতে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি?ভুলে যায় জীবনের আপন স্বকীয়তা,ভুলে যায় জীবনের মূল্যবোধ,ভুলে যায় আপন সাংস্কৃতি,ধার করা সাংস্কৃতিতে অন্ধ হয়ে ভাবছি জীবন সুন্দর,ভাবা দরকার পৃথিবীটা জীবনের পরীক্ষাগার.......

এতোটা তীব্র ভালোবাসার পরেও মানুষ কেন ছেড়ে যায়?😢
22/09/2022

এতোটা তীব্র ভালোবাসার পরেও মানুষ কেন ছেড়ে যায়?😢

জীবন হোক খুব সাধারণ সুন্দর‚ বিস্তীর্ণ আকাশের মতো— সেখানে শ্রাবণের মেঘ থাক বা রোদের নীল উত্তাপ; তবু বিশালতা থাক।জীবন হোক ...
20/09/2022

জীবন হোক খুব সাধারণ সুন্দর‚ বিস্তীর্ণ আকাশের মতো— সেখানে শ্রাবণের মেঘ থাক বা রোদের নীল উত্তাপ; তবু বিশালতা থাক।

জীবন হোক প্রকৃতির মতো‚ রঙ বেরঙের পাখা মেলা প্রজাপতিটির মতো— বন্দী গৃহে হোক বা ঝোপ ঝাড় জঙ্গলের মুক্ত বাতাসে; হোক তা প্রাপ্তির‚ সুউচ্চ পর্বতে পৌঁছে যাবার মতো- সন্মানের।

তোমায় নিয়ে আমার অনুভুতি গুলো, প্রকাশে বাক্যহীন, ব্যাখ্যাহীন কাল্পনিক সত্যি।
19/09/2022

তোমায় নিয়ে আমার অনুভুতি গুলো,
প্রকাশে বাক্যহীন, ব্যাখ্যাহীন কাল্পনিক সত্যি।

গদ্য-পদ্য বুঝিনা,তোমার চোখেই কাব্য খুঁজি,❤️ভালোবাসা বলতে আমি কেবল, তোমাকেই বুঝি🥰🥰
18/09/2022

গদ্য-পদ্য বুঝিনা,তোমার চোখেই কাব্য খুঁজি,❤️
ভালোবাসা বলতে আমি কেবল, তোমাকেই বুঝি🥰🥰

ভালোবাসার মানুষটাকে ভালোবাসলেই হয়না,        ভালো রাখতেও জানতে হয় ।           ভালোবাসলে মুক্ত করে দিতে হয়            মাঝে...
16/09/2022

ভালোবাসার মানুষটাকে ভালোবাসলেই হয়না,
ভালো রাখতেও জানতে হয় ।

ভালোবাসলে মুক্ত করে দিতে হয়
মাঝে মাঝে স্বার্থ পর হতে হয়,
প্রিয় মানুষটার ভালোর জন্য
নিজের ভালো থাকাটুকু ছেড়ে দিতে হয় ।

যে মানুষটাকে আপনি এত ভালোবেসেও
ভালো রাখতে পারেননি,
সেই মানুষটাকে মুক্ত করে দিন ।
দূরে গিয়ে আপনার শূন্যতা অনুভব করতে দিন ।

যেই মানুষটা আপনার শূন্যতাই অনুভব করে না,
সেই মানুষটা কখনো আপনাকে ভালোবাসে না ।

15/09/2022

কারো প্রতি কোনো অভিযোগ নেই; উদ্দেশ্য করে চিঠি নেই, নেই কোনো ফেসবুক স্ট্যাটাস। একজন মানুষ আ-ত্মহ-ত্যা করার অনেক আগে থেকেই প্ল্যান করতে থাকে সিদ্ধান্ত নিতে থাকে পৃথিবী ছাড়ার। অথচ তার এতদিনের প্ল্যানে একটা স্যাড স্ট্যাটাস পর্যন্ত নেই।

শুধু চলে যাওয়ার আগে একটা স্টোরি দিয়েছে। কত বড় ভুল কাজ করে ফেলে মানুষ অথচ কাউকে কিছু বুঝতেও দেয়না। এটাও কি তাহলে একটা অভিযোগ? কারণ এই পৃথিবীর মানুষকে বুঝতে দিয়ে লাভ কি। পৃথিবী ত্যাগ করার কারণ তো ওরাই।

মানুষ গুলো যে কেন এভাবে নিজেকে শে-ষ করে দেয়।💔

--Love i's Beautiful __☺️🦋--If the lived one is right..!🦋🍁-- ভালোবাসা সুন্দর __🖤🦋-- যদি প্রিয় মানুষটা সঠিক হয়...!☺️🥀🌻
15/09/2022

--Love i's Beautiful __☺️🦋
--If the lived one is right..!🦋🍁
-- ভালোবাসা সুন্দর __🖤🦋
-- যদি প্রিয় মানুষটা সঠিক হয়...!☺️🥀🌻

দিনশেষে যখন 'আপনাকে' দেখি তখন আমার সব ক্লান্তি 'দূর' হয়ে যায়! ❤️
13/09/2022

দিনশেষে যখন 'আপনাকে' দেখি তখন আমার সব ক্লান্তি 'দূর' হয়ে যায়! ❤️

দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারাটা যখন অসম্ভব লাগে! তখন দেখবেন কিছু মানুষ হঠাৎ-ই চলে আসে, সত্যি তারা খুব খুব স্পেশাল হয়...
13/09/2022

দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারাটা যখন অসম্ভব লাগে! তখন দেখবেন কিছু মানুষ হঠাৎ-ই চলে আসে, সত্যি তারা খুব খুব স্পেশাল হয়। এদের নিজস্ব এক ম্যাজিক থাকে, পাথর হয়ে যাওয়া মনেও এরা ভালোবাসা ফিরিয়ে আনে।'🖤🌸

হারিয়ে যেতে চাই বহুদূরে, কোলাহল ছেড়ে একা, নির্জনে। 🖤
11/09/2022

হারিয়ে যেতে চাই বহুদূরে, কোলাহল ছেড়ে একা, নির্জনে। 🖤

Address

Bentong
28700

Alerts

Be the first to know and let us send you an email when Siraz Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siraz Uddin:

Videos

Share

Category


Other Video Creators in Bentong

Show All