29/08/2023
আমাদের পরিচয়টা ফেসবুক থেকে একদিন তারেস্ট্রি দেখে আমার খুব ভালো লাগে তারপরে আমি তাকে এসএমএস দিয়ে বলি সেন্ড মি সে আমাকে বলে আপনাকে দেব কেন আমি বলি আমার ভালো লেগেছে তাই আমি অনেকবার যাওয়ার পরও সে ভিডিওটা দেয়নি তারপরে বলছি আমার ভাইয়া হবা আমি বললাম না ফ্রেন্ড হব উত্তরে সে বলল ওকে সেখান থেকে আমার আর ওর কথা হয় টুকটাক দিনে দুই তিন ঘন্টা তারপরেও একদিন আমাকে বলে যে এমন কিছু করো না যেন আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় আমি বললাম কেমন কি সে বলল আমার একটা ফ্রেন্ড ছিল সে একদিন আমাকে বলছে ও নাকি আমাকে ভালোবাসে এরকম কোন কথা বলবা না আমি সেদিনই বলেছিলাম আমি তোমাকে প্রথম দেখাই ভালবেসে ফেলছি সে বলছে তাই আমি বললাম তা সে বললা আর বলবে না আমার ওসব ভালো লাগে না আমিও সেদিন ওর আবেগকে পরে বলে দিয়েছিলাম যে ঠিক আছে আর বলবো না কিন্তু আমি ওকে খুব ভালবাসতাম আর হারানোর ভয় তো খুব এসএমএস এর রিপ্লাই দিতে যদি একটু লেট হতো আমার মনের ভেতর উল্টোপাল্টা চিন্তা ঢাইকে যেত আমি তাকে অল্পদিনে খুব ভালবেসে ফেলেছিলাম তাই সন্দেহকে আর ঝগড়া দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করছিলাম কিন্তু তার হয়তো আমার সন্দেহতা পছন্দ হয়নি আমি মনে হয় তার জন্য পারফেক্ট ছিলাম না আর হয়তো খুব খারাপ ছিলাম আনন্দ করতাম তাকে তারপর একদিন আমি আবার ওকে বলে ফেলি যে আমি তোমাকে ভালবাসি সেও বলেছিল আমিও তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে খুব ভালোবাসি আমরা দুজন খুব মজা করতাম আমি ওকে বলার চেষ্টা করতাম যে ফ্রেন্ড টা বাদ দাও আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু সে বুঝতো না সেও আমাকে বেশি বেশি করে বলতো আমিও তোমাকে ফ্রেন্ড হিসাবে ভালোবাসি একদিন আমার মন খারাপ ছিল তাই ওর সাথে একটু মজা করেছিলাম যে আমি আর বাঁচবো না ও খুব রাগ করেছিল যে কথা আর বলবা না আমি মরার কথা বললেই ও খুব রাগ করতো আমি জানি ও আমাকে খুব ভালোবাসতো একদিন আমাদের দুজনার খুব রাগারাগি হয় রাতে আমি একটা ওষুধের ফটো নিয়ে একটু সরিয়ে সিডিএ ফটোটা পাঠায় ওকে জামে হয়তো আরো আসবো না ও খুব ভয় পেয়ে গেছিল আমাকে প্রায় ১০০ বার বলছিল প্লিজ ওসব করোনা প্রায় আধা ঘন্টা পরে আমি এসএমএস করা বন্ধ করে দেয় রাত ১২ টার পরে আমি আমার বন্ধু সেজে ওকে এসএমএস করে যে তোমাদের কিছু হয়েছে অত বিষ খেয়ে নিয়েছে অথবা হসপিটালে আছে এখন রাতে কোন রিপ্লাই পাই না সকালে উঠে দেখে অনেকটা এসএমএস করেছে তারপরে বন্ধু সেজে অনেক কথা বলার পরে হসপিটাল এসব নাটক নাটক করেছিলাম আমি ও হয়তো ভয় পেয়ে গেছিল যে আমি হয়তো সত্যিই বিষ খেলেসি তাই ও আমাকে আর অতটা এসএমএস করত না সেই থেকে আমাকে আর অতটা কেয়ার করে না ও অনেকদিন পরে জানতে পারি যে ওর নাকি একটা বয়ফ্রেন্ড আছে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি বলছিলে বয়ফ্রেন্ড নাই তোমার তা বলছে আগে ছিল না এখন হয়েছে আমি বলছি ও ভালো সে থেকে আমার সাথে তেমন এসএমএস হয় না এখন তাকে অনেক মিস করি দিনে অর্ধেক টাইম তার প্রোফাইলে গিয়ে কাটায় আমি টুকটাক অফ যে এসএমএস করতাম রিপ্লাই খুব লেটে পেতাম সে একদিন বলল তুমি আর এসএমএস করবা না সত্যি কথা সেই দিন আমার যা কষ্ট লাগছিল আমিও বলছিলাম কেন তোমার কি কোন সমস্যা হয় তা বলেছিল না আমায় হয়না আর একজনের হয় আমি বলছিলাম আপনার বয়ফ্রেন্ডের তো সে বলছিল হ্যাঁ সেই থেকে আমাদের আর এসএমএস হয় না আমি তার কথা রাখার খুব চেষ্টা করেছি যে আর এসএমএস করব না কিন্তু সে যদি আমার সত্যিই কোনদিন ভালোবেসে থাকে সে এসএমএস করলে আমাকে অনলাইন পাবে আর সত্যি কথা বলতে আমি ওর মায়ায় এমন করে আটকেছি সেটা আমি বলে বোঝাতে পারবো না তারপরেও দুই তিন দিনের আকাশ তো খবর নাই যেও কেমন আছে কিন্তু ও আমার খবরটাই নেয় আমি কথা শুরু করার আগেই বলেছিলাম যে আমি কথা রাখার চেষ্টা করব আর আমি যদি না পারি আমার উপরে রাগ করে যেন কথা বলা বন্ধ করে দিও না আজ সেটাই হলো আমি তাকে একটা কথাই বলতে চাই যেসব পোস্ট আমি করি সেসব কোন সব তোমার জন্য পারলে ফুল দেখে যেও তুমি হয়তো ভুলে গেছো ফার্স্ট আমি তোমাকে বলেছিলাম যে আমি ভুল করলে আমাকে ক্ষমা করে দিও কিন্তু কথা বলাটা জানা ছিল না খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বললাম যদি আমার কোন ভুল হয়ে থাকে মাফ করে দিও।🙏🙏 তুমি আমাকে মিস করছ কি জানিনা কিন্তু আমি তোমাকে সবসময় মিস করি কাজের ফাঁকেও যদি থাকে না যদি কোন এসএমএস আছে আমি কাজ করতে করতে চলে আসি দেখি কে এসএমএস করছ তুমি হয়তো বিশ্বাস করবা না আমি প্রায় দিনে দু'ঘণ্টা তোমারা প্রোফাইলে থাকি তোমার পোস্টগুলো দেখি কিন্তু রেট দিতে পারি না খুব কষ্ট লাগে জানো😥। আজ খুব কষ্ট হচ্ছিল তাই কথাগুলো লিখলাম। পারলে আমার উপর থেকে অভিমান সরিয়ে একটু এসএমএস করো দেখো আমি হয়তো সবচেয়ে খুশি তাতে এখনই পাবো আর তুমি হয়তো চাও আমি খুশি থাকি তাহলে আমাকে এসএমএস করো। kub i miss you kutte
I miss you... i miss you .. 😞😞
পারলে যেটুকু আমি লিখেছি পুরোটাই পড়ো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে