16/07/2024
দুনিয়ার সব কিছুরই বিচার হবে। সেটা এখন বুঝে আসবে না। যখন অসহয় অত্নসমর্পনে, মৃত্যর নিকটবর্তী হবে, তখন মজলুমের কাছে ক্ষমা চাওয়ারও সময় পাবে না। আফসোস করতে করতে বিদায় নিতে হবে। দুনিয়াতে এমন কিছু করিও না, যেন তোমার মৃত্যুতে সবাই খুশি থাকে।
(ছাত্র আন্দোলনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই)