█▒▒▒ ব্রেকিং নিউজ #দূধর্ষ_ডাকাতি ▒▒▒█ ইতালীর রোমে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানে দূধর্ষ ডা!
█▒▒▒ ব্রেকিং নিউজ #দূধর্ষ_ডাকাতি ▒▒▒█
ইতালীর রোমে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানে দূধর্ষ ডাকাতি! ২ রাউন্ড গুলি করে প্রায় ৯ হাজার ইউরো (৯ লক্ষ) টাকা ডাকাতি!
ইতালীর রোমের ফিনোক্কির দোকানে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে (বিকাল ৫ টায়)। দোকানের ভিতর ২ রাউন্ড গুলি করে প্রায় ৯ হাজার ইউরো (৯ লক্ষ) টাকা ছিনিয়ে নিয়েছে। তাৎক্ষনিক ভাবে পুলিশ এসে পুরো এলাকা তল্লাশী করছে।
ইতালীর বিশিস্ট ব্যবসায়ী বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এ্যাড আনিচুজ্জামান আনিচ।
উনার বাড়ী বাংলাদেশের বরিশালে।
লিবিয়া উপকূলে গত সোমবার ১৫ জন শরনার্থীর মৃতদেহ উদ্ধার করেছে কতৃপক্ষ, ইউরোপে প্রবেশের আশায় প্লার
লিবিয়া উপকূলে গত সোমবার ১৫ জন শরনার্থীর মৃতদেহ উদ্ধার করেছে কতৃপক্ষ, ইউরোপে প্রবেশের আশায় প্লাস্টিকের নৌকাযোগে এমন মৃত্যু সত্যি দুঃখজনক।
লিবিয়ান কোস্টগার্ড বিপজ্জনকভাবে অভিবাসীদের জলযানের খুব কাছ থেকে গুলি ছোড়ে । জলযানটি আন্তর্জা
লিবিয়ান কোস্টগার্ড বিপজ্জনকভাবে অভিবাসীদের জলযানের খুব কাছ থেকে গুলি ছোড়ে । জলযানটি আন্তর্জাতিক জলসীমায় ছিল। সি ওয়াচ একটি বিমান থেকে পুরো ঘটনা ভিডিওবন্দি করে এবং ছবি তোলে। সি ওয়াচের দাবি, জলযানটিকে ডুবিয়ে দিতে চেয়েছিল লিবিয়ান কোস্টগার্ড ।
30.6.2021 গতরাতে ইতালির ল্যাম্পেদুসার কাছাকাছি নৌকা ডুবিতে ৭ জন শরনার্থীর মৃত্যু হয় এবং ৯ জন শরনার্থী
30.6.2021
গতরাতে ইতালির ল্যাম্পেদুসার কাছাকাছি নৌকা ডুবিতে ৭ জন শরনার্থীর মৃত্যু হয় এবং ৯ জন শরনার্থী নিখোঁজ রয়েছে । ইতালিয়ান কোস্টগার্ড জীবিত অবস্থায় ৪৮ জন শরনার্থীকে উদ্ধার করে ।
ভিডিও টা পরাতন
ভিডিও টা পরাতন। লিবিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে হাফতার নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা বাহিনী মানব পাচারকারী দের আস্তানায় অভিযান চালিয়ে বাংলাদেশ, মিশর, ঘানা, নাইজেরিয়া, নাইজার, চাদ, ক্যামেরুন, এবং অন্যান্য এশীয় ও আফ্রিকান বিভিন্ন দেশের নাগরিক উদ্ধার করে। অভিমানের সময় এক পাচারকারীকেও আটক করা হয় বলে জানানো হয়।
১৫.৬.২০২১ গত দুইদিনে মোট ২২০০ শরনার্থী ইতালির ল্যাম্পেদুসায় পৌঁছেছে ।
,
31-05-2021 উদ্ধার জাতীয়তা: বাংলাদেশ ,৭২, বুর্কিনা ফাসো ১, ক্যামেরুন ১, মিশর ৫, গাম্বিয়া ৫, ঘানা,, গিনি ২৪, আইভরি উপকূল ৩, মরোক্কো ১, মালি ২, নাইজেরিয়া ২, পাকিস্তান ৩, সেনেগাল ১৬ , সিয়েরা লিওন 8 এবং সুদান 14. সমস্ত ডিসিআইএম কর্তৃপক্ষের কাছে স্থানান্তরিত হয়েছে।
31.5.2021 লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে দুইটি অভিযান চালিয়ে বাংলাদেশী সহ মোট ২৭৪ জন শরনার্থীকে আটক
31.5.2021
লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে দুইটি অভিযান চালিয়ে বাংলাদেশী সহ মোট ২৭৪ জন শরনার্থীকে আটক করে । আটককৃতদের লিবিয়ার শহর ত্রিপলির ডিটেনশন সেন্টারে প্রেরণ করা হয় ।
90 জন বাংলাদেশি তিউনিসিয়া উপকুলে নৌকা দূর্ঘটনায় বাকি বাঙালি রা ও উদ্ধার হয়েছে। দুই এক জন হয়তো মি আ
90 জন বাংলাদেশি তিউনিসিয়া উপকুলে নৌকা দূর্ঘটনায় বাকি বাংলিরা ও উদ্ধার হয়েছে। দুই এক জন হয়তো মিসিং আছে তাদের তথ্য মতে।