16/11/2024
" -স্যার, শুধু আমাগো গ্রামেই আকাল নামে নি।
-মানে?
-দূরে এক গ্রামে এক বেটি জোয়ান বিবাহিত ব্যাটা পোলাপাইনকে উঠায় নদীর তলে নিয়া যাইতাছে।
ভুরু কুচকে যায় কবিরের। যতোসব কল্পকাহিনী। সে তাদের দিকে তাকিয়ে বলে,
-বাউল নিয়ে কি জানো?
-বাউল নিয়া তেমন কিছু জানি না। লোকে কয়, বাউল খারাপ!
-তোমরা কি মনে করো?
-আমাদের মাস্টার সাহেব শিখাইছে, সংগীত মানুষকে বাচতে সাহায্য করে। আর সংগীতকাররা হলো সেই সংগীতের ধারক। বাউল ও তো সংগীতকার, স্যার!
কবির একজনের মাথায় হাত বুলিয়ে বলে,
-কথা সত্য। কিন্তু সবকিছুর মূল হলো ভালোবাসা। সংগীতকারদের সংগীতের প্রতি ভালোবাসা থাকে।
-খুনীদের ভালোবাসা কিসের প্রতি, স্যার?
-বলা কঠিন। খুনীদের সাইকোলজি বোঝা এতোটা সহজ নয়।
-সাইকো... "
what happens next? To know, read "বাউল" here: https://writemedead.xyz/prologue-of-baul/
For more exciting stories and poems, visit our website, https://writemedead.xyz/
Support from Y'all will be a great help for us to grow. To support us,
Like, Comment, Share🙏
Be Humane, Be a Superhero.