22/01/2022
সময়ের সাথে অনেক কিছু
বদলে যায়, তুমি ও
বদলে যাবে একদিন।
ভুলে যাবে আমার
ভালাবাসা। আমার স্বপ্ন
ধূসর হয়ে রবে।
আমি রবো আমার মত
যেমনটি আমি ছিলাম।
আমার ভালোবাসা আমার
কাছে থেকে যাবে।
থেকে যাবে তোমার
ছবি আর কিছু স্মৃতি আমার
হৃদয়ের এবং ভালবাসার ক্যানভাসে.