২.১১.২০২২
ইতালিতে নতুন সরকার গঠনের পরে ভূমধ্যসাগর মাল্টা থেকে জিও বারেন্টস এ উদ্ধারকৃত ৫৭২ জন শরনার্থীদের ইতালিতে অবতরণের অনুমতি দেওয়া হচ্ছে না । যদি ইতালি শরনার্থীদের তাদের দেশে না নেয় তাহলে জিও বারেন্টস শীপটি যে দেশের তাদেরকে ঐ দেশেই নেয়া হবে ।
৩১.১০.২০২২
ইউরোপীয় সংস্থা শীপ ৩ টি শীপ ভূমধ্যসাগর লিবিয়া থেকে মোট ৫৭২ জন শরনার্থীকে উদ্ধার করেছে । ইতালিয়ান সংস্থা এখনো তাদেরকে ইতালিতে অবতরণের অনুমতি দেয়নি । উদ্ধারকৃত শরনার্থীদের মধ্যে অনেক বাংলাদেশী রয়েছে ।
২৮.১০.২০২২
২৮ লাখ টাকা দিয়ে ও বাঁচানো যায়নি মাদারীপুরের এক যুবককে 🇱🇾😭😭
২৬.১০.২০২২
গত ২০ তারিখে লিবিয়া থেকে বাংলাদেশীসহ ১১৩ জন শরনার্থী নিয়ে একটি কাঠের বোর্ড ইতালির উদ্দেশ্য ছাড়া হয় । ইতালির লিনোসা কাছাকাছি গেলে বোর্ডের ইন্জিন বা তেল শেষ হয়ে যায় । দূর থেকে শরনার্থীরা ইতালির লিনোসা দ্বীপ দেখলে ৭ জনের মতো পানিতে ঝাপিয়ে পড়ে । কয়েকজন বোর্ডে উঠতে পাড়লে ও বাকীরা এখনো নিখোঁজ রয়েছে ।
নিখোঁজদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে , তারা হলেন
১. মিলন মল্লিক
পিতা : ইদ্রিস মল্লিক
খাতিয়াল, ডাসার থানা , মাদারীপুর
২. সাব্বির মাতুব্বর
পিতা : দুলাল মাতুব্বর
আদিত্যপুর, কুনিয়া , মাদারীপুর
যদি কোন বাংলাদেশী তাদের কোন সন্ধান পান তাহলে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করুন
01310544580. Dulal matubber
01977856092 .Mahabub mollik
২৫.১০.২০২২
ইউরোপীয় সংস্থা শীপ ওশান ভাইকিংস ভূমধ্যসাগর লিবিয়া থেকে ৪০ জন শরনার্থীকে উদ্ধার করেছে ।
২৩.১০.২০২২
ইউরোপীয় সংস্থা শীপ ওশান ভাইকিংস ভূমধ্যসাগরর আন্তর্জাতিক জলসীমা থেকে একটি ফাইবার বোর্ড থেকে ৩৯ জন বাংলাদেশী শরনার্থীকে উদ্ধার করেছে ।
লিবিয়া রাজধানী ত্রিপলি মদিনা