Libya Probashi1

Libya Probashi1 Libya Probashi 1

04.16.2024 🇱🇾বেনগাজি গতকাল বিকেলে, অবৈধ অভিবাসন পুলিশ কর্তৃক গ্রেফতার টহল অভিযানের ফলে 123 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ক...
19/04/2024

04.16.2024 🇱🇾
বেনগাজি গতকাল বিকেলে, অবৈধ অভিবাসন পুলিশ কর্তৃক গ্রেফতার টহল অভিযানের ফলে 123 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা তাদের নির্বাসনের প্রস্তুতিতে কুনফুদাহের আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত হয়েছিল।
আপনাদের যদি কারো পরিচিত লোক থাকে তো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিবেন 😭কারণ বর্তমানে তাদের জেলখানা থেকে মাফিয়ারা কিনে নিয়ে যায় 😭
পোস্ট টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন পিলিজ 🙏
😭😭🇱🇾🇱🇾🇱🇾🇱🇾

30/01/2024

লিবিয়ার বেনগাজীসহ পূর্বাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দূতাবাস দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে বেনগাজীতে কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান করে আসছে। এপ্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয় এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে দূতাবাস সর্বদা প্রবাসীদের দ্বারগোড়ায় বিভিন্ন কনস্যুলার ও কল্যাণমূলক সেবা পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে।

দূতাবাসের প্রতিনিধি দলের পূর্বাঞ্চল সফরের জন্য প্রয়োজনীয় অনুমোদন, লজিস্টিক সাপোর্ট ও বিভিন্ন জটিলতার কারণে সাম্প্রতিক সময়ে বেনগাজীতে কন্স্যুলার ও কল্যাণ সেবা দেওয়া সম্ভব হয়নি। তবে দূতাবাস দ্রুত সময়ের মধ্যে লিবিয়ার পূর্বাঞ্চলে বিশেষত বেনগাজীতে কন্স্যুলার ও কল্যাণ সেবা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতদসংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সাপেক্ষে বেনগাজীতে কন্স্যুলার সেবার তথ্য দূতাবাসের ফেসবুক পেজে জানানো হবে।

এমতাবস্থায় লিবিয়ার বেনগাজীসহ পূর্বাঞ্চল হতে ইতোমধ্যে দূতাবাসে পাসপার্ট রি-ইস্যুর জন্য আবেদনকারী প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে তাদের পাসপোর্ট প্রাপ্তিসহ প্রয়োজনীয় তথ্য পেতে দূতাবাসের +২১৮৯১০০১৩৯৬৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।...

29/01/2024

আজকে লিবিয়াতে অনেক বৃষ্টি ⛈️🌦️🇱🇾

২৫/০১/২০২৪লিনিয়া বেনগাজী সিবনা সেরাজেদ ভয়াবহ অগ্নি কান্ড 😭🇱🇾যদি আপনাদের কোনো  আপন জন থাকে যোগাযোগ করোন।দয়া করে পোস্ট টি ...
24/01/2024

২৫/০১/২০২৪
লিনিয়া বেনগাজী সিবনা সেরাজেদ ভয়াবহ অগ্নি কান্ড 😭🇱🇾
যদি আপনাদের কোনো আপন জন থাকে যোগাযোগ করোন।

দয়া করে পোস্ট টি শিয়ার করে দিবেন..?

20/01/2024ভূমধ্যসাগর লিবিয়ার জুয়ারা থেকে একটি কাঠের বোড থেকে ৬০ জন শরনার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড এবং জুয়ারার এ...
20/01/2024

20/01/2024
ভূমধ্যসাগর লিবিয়ার জুয়ারা থেকে একটি কাঠের বোড থেকে ৬০ জন শরনার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড এবং জুয়ারার একটি গেইম ঘরে অভিযান চালিয়ে আরো ৪০ জন শরনার্থীকে আটক করেছে লিবিয়ান পুলিশ ।🇱🇾

20/01/2024

মিসরাতায় দূতাবাসের কন্স্যুলার ও কল্যাণ সেবা
**************************************
মিসরাতা ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি টীম ২২ জানুয়ারি ২০২৪ তারিখে মিসরাতা সফর করবেন। এই প্রেক্ষিতে দূতাবাসের টীমের পক্ষ থেকে আগামী ২৩ - ২৪ জানুয়ারি ২০২৪ সময়ে মিসরাতায় নিম্নোক্ত কন্স্যুলার ও কল্যাণমূলক সেবাসমূহ প্রদান করা হবে।

(ক) মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রিইস্যু’র আবেদনপত্র গ্রহণ;
(খ) পূর্বে আবেদনকৃত MRP বিতরণ;
(গ) ট্র্যাভেল পারমিট (আউটপাস) এর আবেদনপত্র গ্রহণ ও বিতরণ;
(ঘ) দেশে ছুটিতে যাওয়ার প্রত্যয়নপত্র ইস্যু;
(ঙ) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদের আবেদনপত্র গ্রহণ;
(চ) নতুন পাসপোর্টে ভিসার জন্য/হারানো পাসপোর্টের জন্য সার্টিফিকেট ইস্যু;
(ছ) বিভিন্ন কাগজপত্র সত্যায়ন;
(জ) অন্যান্য কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান;

এখানে উল্লেখ্য যে, ডিজিটাল পাসপোর্ট (MRP) রিইস্যু’র জন্য পুরানো পাসপোর্ট (হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট), পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধন/ভোটার আইডির ফটোকপি এবং এক কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে৷ ডিজিটাল পাসপোর্ট রিইস্যু’র ফি সাধারণ কর্মীদের জন্য ৩৩ মার্কিন ডলার এবং পেশাজীবীদের জন্য ১১০ মার্কিন ডলার।

এমতাবস্থায়, মিসরাতা ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণকে প্রয়োজনীয় কন্স্যুলার ও কল্যাণ সেবা দূতাবাসের টীমের নিকট থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

স্থানঃ সাফওয়া হোটেল
ঠিকানাঃ মিসরাতা সিটি সেন্টার
সুক জাহাব ভবনের নিকটবর্তী এবং
জাজিরাতুল মুকাউবার বিপরীতে।

সময়ঃ
সকাল ০৯ ঘটিকা থেকে বিকাল ০৫ ঘটিকা

এ বিষয়ে আরো কোন তথ্যের জন্য দূতাবাসের মোবাইল নম্বর +২১৮৯১০০১৩৯৬৮-এ যোগাযোগ করা যাবে।
কফি পোস্ট 🇱🇾

17/01/2024🇱🇾🇱🇾দূতাবাসের ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ত্রিপলীর তারিক মাতার ডিটেনশন সেন্টারে আটক ১৩১ জন বাংলাদেশি নাগরিক...
18/01/2024

17/01/2024🇱🇾🇱🇾
দূতাবাসের ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ত্রিপলীর তারিক মাতার ডিটেনশন সেন্টারে আটক ১৩১ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (UZ222) মেতিগা বিমানবন্দর হতে ১৭ জানুয়ারি ২০২৪ তারিখে সন্ধ্যা ০৬:৫৫ ঘটিকায় উড্ডয়ন করেছে এবং আগামীকাল ১৮ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার সকাল ০৯:৩০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।

লিবিয়ায় নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদেরকে বিদায় জানান। এসময় তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি পচারকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে দেশে ফিরে আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

মান্যবর রাষ্ট্রদূত প্রত্যাবাসিত অভিবাসীদের ভবিষ্যতে দালাল ও পাচারকারীদের প্ররোচনা-প্রতারণায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশে গমন না করার অনুরোধ জানান। এছাড়াও তিনি অবৈধ অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য তাদের ভয়াবহ অভিজ্ঞতা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং পরিচিতদেরকে জানানোর অনুরোধ করেন। মান্যবর রাষ্ট্রদূত ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট স্থানীয় সকল কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এখানে উল্লেখ্য যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের পর ত্রিপলী ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশীদের সাথে সাক্ষাৎ এবং তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে দূতাবাস সচেষ্ট রয়েছে। একইসাথে আইওএম এর নিকট তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবাসনে দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

14/01/2023 🇱🇾লিবিয়ার আজদাবিয়া শহরে ব্রেগা এড়িয়ার সাগরপাড়ে  একজন শরনার্থীর মৃত্যু দেহ উদ্ধার করেছে লিবিয়ার সিআইডি ।🇱🇾😭   ...
18/01/2024

14/01/2023 🇱🇾
লিবিয়ার আজদাবিয়া শহরে ব্রেগা এড়িয়ার সাগরপাড়ে একজন শরনার্থীর মৃত্যু দেহ উদ্ধার করেছে লিবিয়ার সিআইডি ।🇱🇾😭

05/01/2024তিউনিসিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ১৮৮ জন শরনার্থীকে আটক   করেছে ।।  ১৩ টি বোর্ড থেকে এসব শরনার্থীদের আটক ক...
07/01/2024

05/01/2024
তিউনিসিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ১৮৮ জন শরনার্থীকে আটক করেছে ।। ১৩ টি বোর্ড থেকে এসব শরনার্থীদের আটক করা হয় । আটককৃতদের মধ্যে ৩ জন তিউনিসিয়ান নাগরিক ছিলো যাদেরকে জেলখানায় প্রেরণ করা হয়ছে ।

21/12/2023 🇮🇹🇮🇹🇮🇹আলহামদুলিল্লাহ লিবিয়া থেকে ছেড়ে আসা তিনটি কাঠের নৌকা ।.   ইতালির শীপ রিসিভ করেছে । সব মিলিয়ে ২৪৪জন শর...
04/01/2024

21/12/2023 🇮🇹🇮🇹🇮🇹
আলহামদুলিল্লাহ লিবিয়া থেকে ছেড়ে আসা তিনটি কাঠের নৌকা ।. ইতালির শীপ রিসিভ করেছে । সব মিলিয়ে ২৪৪জন শরনার্থী ছিল ।🇮🇹🇮🇹🇮🇹
লাইক শিয়ার করে পাশে থাকুন?

16/12/2023

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন..?
অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম ✌️🇱🇾

  রাতের কক্সবাজার রেলস্টেশন !!সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।😳এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থ...
02/11/2023


রাতের কক্সবাজার রেলস্টেশন !!

সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।😳
এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় সমুদ্র নগরীতে পৌঁছানো যাবে। আর চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, ঢাকা থেকে কক্সবাজার চলাচলে সর্বোচ্চ টিকিটের মূল্য হবে ১৫০০ টাকা।

এশিয়ার একমাত্র পর্যটন স্টেশন চালু হলে এটি দেখতে অনেক মানুষ ছুটে আসবেন কক্সবাজারে। আবার যাতায়াত সহজ হওয়ায় সমুদ্র নগরীতে বাড়বে কয়েক গুণ পর্যটক।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথ নিয়ে সবার অপেক্ষা, সেই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই রেলস্টেশন। ছয় শতাধিক শ্রমিক ও প্রকৌশলীর শ্রমে চার বছরে এটি এখন দৃশ্যমান। চারদিকে চলছে গ্লাস ফিটিংস, ছাদের স্টিল ক্যানোফি আর নানা ধরনের ফিটিংস বসানোর কাজ।

স্টেশনটি অনেকটা উন্নত বিশ্বের কোনও বিমান বন্দরের মতো। ভবনের নিচতলায় আছে টিকিট কাউন্টার, লকারসহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিংমল, রেস্তোরাঁ। তিন তলায় আছে তারকামানের হোটেল, যেখানে ৩৯টি রুমে পর্যটকরা থাকতে পারবে।

ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়ার পাশাপশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরো বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী। সবমিলিয়ে এ রেলপথে বছরে যাত্রী আসা যাওয়া করবে প্রায় ২ কোটি।

চট্টগ্রাম কক্সবাজার রেলপথে এটিসহ মোট নয়টি স্টেশন থাকবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল-মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরই পর্যটকরা ট্রেনে চেপে কক্সবাজার যাতায়াত করতে পারবে।
সূত্র: SA tv

মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি টীম বর্তমানে বেনগাজী স...
30/10/2023

মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি টীম বর্তমানে বেনগাজী সফর করছেন। সফরের প্রথম দিনে দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীতে বসবাসরত বিভিন্ন পেশার বাংলাদেশি নাগরিকদের সাথে মতবিনিময় করা হয়। এই সময় মান্যবর রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে অবহিত হন এবং তা সমাধানের দূতাবাস হতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

মতবিনিময় সভায় মান্যবর রাষ্ট্রদূত প্রবাসীদের কল্যাণে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি মাননীয় প্রবাসীকল্যাণ মন্ত্রীর মহোদয়ের সাম্প্রতিক লিবিয়া সফর এবং দুদেশের মাধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সম্পর্কে উপস্থিত প্রবাসীদেরকে অবহিত করেন। এই সময় মান্যবর রাষ্ট্রদূত দারনা শহরসহ লিবিয়ার পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি দূতাবাস হতে তাদেরকে দেশে পাঠানোর প্রচেষ্টার কথা জানান। এছাড়াও গানফুদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দ্রুত সময়ের মধ্যে দেশে প্রেরণের জন্য আইওএমসহ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সফরকালে দূতাবাসের টীমের পক্ষ থেকে গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে দেশে প্রেরণের পদক্ষেপ সম্পর্কে আশ্বস্ত করা হয়। একইসঙ্গে ডিটেনশন সেন্টারের উর্ধতন কর্মকর্তাসহ আইওএম প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করে আটক বাংলাদেশিদের চিকিৎসাসহ নানাবিধ কল্যাণ নিশ্চিত করা হয়। অন্যদিকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দূতাবাসের কন্স্যুলার টীমের পক্ষ থেকে বেনগাজী এবং তার আশেপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে কন্স্যুলার ও বিভিন্ন কল্যাণ সেবা দেওয়া হয়।
copy post

লিবিয়ার পূর্বাঞ্চলে বসবাসরত প্রবাসীদের কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান করতে দূতাবাসের টীম ইতোমধ্যে বেনগাজীতে পৌঁছেছেন। এ...
29/10/2023

লিবিয়ার পূর্বাঞ্চলে বসবাসরত প্রবাসীদের কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান করতে দূতাবাসের টীম ইতোমধ্যে বেনগাজীতে পৌঁছেছেন। এপ্রেক্ষিতে দূতাবাসের টীমের পক্ষ থেকে ২৯ অক্টোবর থেকে ০১ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত নিম্নে বর্ণিত ঠিকানায় কন্স্যুলার ও কল্যাণ সেবা দেওয়া হবে। এই সময়ে দূতাবাসের টীমের নিকট হতে নিচের তালিকায় সংযুক্ত পাসপোর্ট সমূহ সংশ্লিষ্ট প্রবাসীগণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও উক্ত টীমের পক্ষ থেকে প্রবাসীদের এনালগ পাসপোর্ট থেকে ডিজিটাল পাসপোর্ট প্রাপ্তির আবেদন সম্পাদনসহ বিভিন্ন কন্স্যুলার সেবা প্রদান করা হবে।

স্থান: আইওএম অফিস
ভিনিশিয়া, বেনগাজী।
সময়: সকাল ০৯ ঘটিকা থেকে বিকাল ০৫ ঘটিকা।

এ বিষয়ে যেকোন তথ্যের জন্য দূতাবাসের মোবাইল নম্বর +২১৮৯১০০১৩৯৬৮ - এ যোগাযোগ করা যাবে।.

28/10/2023

So sad😭

  28/10/202328 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর পযন্ত 2420 জন শরনার্থী লিবিয়া এন্ড তিউনিসিয়া হয়ে ইতালিতে গিয়েছেন।
28/10/2023


28/10/2023
28 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর পযন্ত 2420 জন শরনার্থী লিবিয়া এন্ড তিউনিসিয়া হয়ে ইতালিতে গিয়েছেন।

   গতকাল সন্ধ্যায়,    মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে দুর্দশাগ্রস্ত একটি নৌকা থেকে 18 জনকে সরিয়ে নিয়েছে। ছোট, ওভারল...
27/10/2023

গতকাল সন্ধ্যায়, মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে দুর্দশাগ্রস্ত একটি নৌকা থেকে 18 জনকে সরিয়ে নিয়েছে। ছোট, ওভারলোড করা এবং অপ্রয়োজনীয় নৌকাটি 20 ঘন্টার জন্য একটি পণ্যবাহী জাহাজ দ্বারা খারাপ আবহাওয়া থেকে আশ্রয় নিতে হয়েছিল। মেরিতাইমা আইন অনুসারে, আমরা উদ্ধারের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। বেঁচে থাকা লোকেরা আতঙ্কিত এবং ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন নিরাপদে আমাদের জাহাজে উঠলেই কান্নায় ভেঙে পড়ে। তারা প্রায় তিন দিন রুক্ষ সমুদ্রে কাটিয়েছে। এবং টিম এখন এ থাকা 47 জন জীবিতদের যত্ন নিচ্ছে যখন আমরা -এর দিকে যাচ্ছি।

19/10/2023লিবিয়ার বেনগাজির আল বেদা শহর এর আল হেলাল এরিয়া থেকে ইতালির উদ্দেশ্য যাত্রা শুরু করার সময় ২২ জন বাংলাদেশীকে আটক...
26/10/2023

19/10/2023
লিবিয়ার বেনগাজির আল বেদা শহর এর আল হেলাল এরিয়া থেকে ইতালির উদ্দেশ্য যাত্রা শুরু করার সময় ২২ জন বাংলাদেশীকে আটক করেছে লিবিয়ান পুলিশ।

26/10/2023

বেনগাজীতে দূতাবাসের কন্স্যুলার ও কল্যাণ সেবা
********************************************
লিবিয়ার বেনগাজী ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি কন্স্যুলার টীম ২৮ অক্টোবর ২০২৩ তারিখে বেনগাজী সফর করবেন। উক্ত কন্স্যুলার টীমের পক্ষ থেকে আগামী ২৯ অক্টোবর থেকে ০১ নভেম্বর ২০২৩ পর্যন্ত বেনগাজীতে নিম্নোক্ত কন্স্যুলার ও কল্যাণমূলক সেবাসমূহ প্রদান করা হবে।

(ক) মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রিইস্যু’র আবেদনপত্র গ্রহণ;
(খ) পূর্বে আবেদনকৃত MRP বিতরণ;
(গ) ট্র্যাভেল পারমিট (আউটপাস) এর আবেদনপত্র গ্রহণ ও বিতরণ;
(ঘ) দেশে ছুটিতে যাওয়ার প্রত্যয়নপত্র ইস্যু;
(ঙ) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদের আবেদনপত্র গ্রহণ;
(চ) নতুন পাসপোর্টে ভিসার জন্য/হারানো পাসপোর্টের জন্য সার্টিফিকেট ইস্যু;
(ছ) বিভিন্ন কাগজপত্র সত্যায়ন;
(জ) অন্যান্য কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান;

এখানে উল্লেখ্য যে, ডিজিটাল পাসপোর্ট (MRP) রিইস্যু’র জন্য পুরানো পাসপোর্ট (হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট), পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধন/ভোটার আইডির ফটোকপি এবং এক কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে৷ ডিজিটাল পাসপোর্ট রিইস্যু’র ফি সাধারণ কর্মীদের জন্য ৩৩ মার্কিন ডলার এবং পেশাজীবীদের জন্য ১১০ মার্কিন ডলার।

এমতাবস্থায়, বেনগাজী ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণকে প্রয়োজনীয় কন্স্যুলার ও কল্যাণ সেবা দূতাবাসের প্রতিনিধি দলের নিকট থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

স্থানঃ
আইওএম অফিস
ভিনিশিয়া, বেনগাজী।

সময়ঃ
সকাল ০৯ ঘটিকা থেকে বিকাল ০৫ ঘটিকা

এ বিষয়ে আরো কোন তথ্যের জন্য দূতাবাসের মোবাইল নম্বর +২১৮৯১০০১৩৯৬৮-এ যোগাযোগ করা যাবে।
Copy post..

20/10/2023

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন? 💗🇱🇾

14/10/2023

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
লিবিয়া বেনগাজীতে থাকা আপনাদের বাবা/ভাই/মামা/কাকা ইত্যাদি যাদি কেউ থাকে যোগাযোগ করতে পারছেনা তাহলে চিন্তার কোনো কারণ নেই।এখনো নেটওয়ার্ক ভালো করে সব খানে ব্যবহার করা যাচ্ছে না।তাই হয়তো যোগাযোগ করতে পারছেন না।
সবাই দোয়া করবেন ?
আল্লাহ হাফেজ।

06/10/2023    আজ ভোরে GeoBarents টিম 258 জনকে উদ্ধার করেছে,যার মধ্যে নারী ও শিশু রয়েছে, যারা দুটি কাঠের নৌকায় ছিল।তাদে...
06/10/2023

06/10/2023 আজ ভোরে GeoBarents টিম 258 জনকে উদ্ধার করেছে,যার মধ্যে নারী ও শিশু রয়েছে, যারা দুটি কাঠের নৌকায় ছিল।তাদের সরাসরি GeoBarents ব্রিজ থেকে দেখা গেছে, এবং মূল্যায়ন করার পরে পরিস্থিতি ও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে উদ্ধার অভিযান চালানো হয়। নৌকা থাকার যাত্রী আমাদের জানিয়েছেন যে তারা গত রাতে লিবিয়া থেকে চলে আসছে। তারা সবাই এখন বোর্ডে নিরাপদ এবং যত্নশীল। বেশি ভাগ বাংলাদেশি সেই বুটে

04/10/2023

ওরে দালাল রে🥲মানুষের জীবন আর নষ্ট করিস না রে 😭
#

Address

Benghazi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Libya Probashi1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like