#donation #Lesotho #Bangladesh #menofdestiny
I got my Sosotho name today as a
gift from this children "BONTLE" meaning beautiful
Happy moments for children #donation #Lesotho #africa
Happy moments for children #donation #Lesotho #africa
Christmas present for him 🙏#donation
#donation #Lesotho #africa #Bangladesh #humanity
লেসোথো আফ্রিকা তে সমাজের কিছু অরক্ষিত ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে করতে আমার কাছে মনে হলো তাদেরকে নিয়ে কি করা যায়। ওদের মৌলিক চাহিদার যথেষ্ট অভাব রয়েছে। এই ছেলে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে কেউ কেউ একটা রুটির জন্য টাকা জোগাড় করার চেষ্টা করে। এখানে একটা রুটির মুল্য ৬০ বাংলাদেশি টাকা। আবার কিছু কিছু ছেলেরা কারো গাড়ি পরিস্কার করে,কারো বাজার গাড়ি পর্যন্ত বহন করে দেয়, কেউ বা এক প্যাকেট চকলেট বা বিস্কুট বিক্রি করে, আর কেউ কেউ হাত পেতে ভিক্ষা বৃত্তি ও করছে।
আমরা হয়তো ওদের সব অভাব পুরণ করতে পারবো না। তবে তার নিজের প্রতিদিনের খাবার যেন সে নিজে কিনে খেতে পাতে তার ব্যবস্থা হিসেবে ক্ষুদ্র ব্যবসা শুরু করে দিতে পারি।
লেসোথোর একটা জনগোষ্ঠী আছে যারা স্বল্প মূলধন দিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, কেউ বা একটা ছাতার নিচে দাঁড়িয়ে কেউ বা একটা টং দোকান দিয়ে তাদের জিনিস বিক্র
#humanity
I donated food for the vulnerable people of Lesotho
#donation #food
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই Engineer Abdullah Al Hussain ভাই, বৃষ্টি ভাবি, এবং Masum Hassan কে আমাদের আজকের কাজটিতে পাশে থাকার জন্য।
আমার কাজের অংশ হিসেবে আজ আমরা গিয়েছিলাম মাসেরু থেকে ২০ কি: মি : দূরে "হা ফসো" তে অবস্থিত একটি অনাথ আশ্রমে। এই আশ্রমের নাম "মারগারেট মেরি সেন্টার"। ফ্রান্সের এক তরুণ দম্পতি এই আশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
সেখানে প্রায় ৪০ জন অনাথ ছেলেমেয়ে রয়েছে ৪ থেকে ১৮ বছর বয়সের।
ওদেরকে আজ আমরা দুপুরের খাবার পরিবেশন করেছি। খাবারে পাপা, মুরগীর মাংস, বিন্স এবং কেক দেয়া হয়।
খাবার পরিবেশন এর পর ছেলেমেয়েরা আমাদের সামনে ট্রেডিশনাল আফ্রিকান নাচ পরিবেশন করে।
ওদের সংস্পর্শ এবং হাসিমাখা মুখ, মানুষ হিসেবে অনেক কিছু ভাবতে শেখায়।
লেসোথো, আফ্রিকা
#Lesotho
#Bangladesh
#africa #humanity
Thanks and gratitude to Engineer Abdullah Al Hussain brother, Bhrithi Bhabi, and Masum Hassan for supporting us in today's work.
As part of my work today we went to an orphanage located 20 km from Maseru at "Ha Phoso". The name of this Ashram is "Margaret Mary Centre".
#Lesotho
#africa #Bangladesh
#humanity
Looking for vulnerable people in Lesotho to help
#Lesotho #africa #Bangladesh
#humanity
আমার সাথে যে দুজন ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে ওরা দুজন ভাইবোন। রাস্তার পাশে ওদের খুব ছোট্ট একটা দোকান, লেসোথাতে এ ধরনের দোকান কে বলে "মুকুকু"। বহুদিন ধরে আমাদের যাওয়া আসার পথে ওদের দুজনকে দেখেছি, ওরা খুব পরিশ্রমী। প্রতিদিন ওরা বিভিন্ন জিনিষ বিক্রী করার জন্য একটা ঠেলায় করে বাড়ি থেকে নিয়ে আসে আবার সন্ধ্যার সময় বাড়ি ফিরে যায় যেহেতু এটা ওদের স্থায়ী কোনো দোকান নয়। ওদেরকে উতসাহ দেবার জন্য মাসুম প্রায় ই কিছু না কিছু কেনে ওদের কাছ থেকে। ওরা বিনয় করে কথা বলে,ওদের মাঝে কোনো উগ্রতা নেই, আছে একাগ্রতা ও নিষ্ঠা। কথা বলে জানতে পারি ওদের ভবিষ্যত ইচ্ছা এই ক্ষুদ্র ব্যবসা যেন একদিন বড় করতে পারে।
পরিশ্রম ও আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে। ওদের পাশে থাকার চেষ্টা করলাম একটু ভিন্নভাবে।
আশা করি ওরা দুই ভাইবোন তাদের স্বপ্ন পুরণ করতে পারবে।
লেসোথো, আফ্
"Food Donation programme "
Lesotho,Africa
ক্যান্সার যোদ্ধাদের পাশে 🙏
লেসোথো, আফ্রিকা
#humanity #Lesotho
#africa #Bangladesh
Donating food to the Cancer patients of Lesotho
শীতের কাপড় পেয়ে এক টুকরো হাসি ওদের মুখে❤
#humanity
#Lesotho
#africa #Bangladesh Donating winter clothes for vulnerable people of Lesotho
Making Mochachino coffee with love and smile at #restauran7
#Lesotho
#Maseru #Bangladesh