Rajib South Korea

Rajib South Korea দক্ষিণ কোরিয়া রিলেটেট তথ্য ও আপডেট পেতে পেজটি লাইক,ফলো করে সাথেই থাকুন।

সকল প্রবাসীর উদ্দেশ্যে বলছি, সেফটি নিশ্চিত করে কাজ করুন! সুন্দর হোক সবার প্রবাস জীবন!
16/01/2025

সকল প্রবাসীর উদ্দেশ্যে বলছি, সেফটি নিশ্চিত করে কাজ করুন! সুন্দর হোক সবার প্রবাস জীবন!

15/01/2025

দিন দিন বেসরকারিভাবে যে পরিমাণ লোক কোরিয়াতে আসছে, এভাবে চলতে থাকলে ইপিএস তথা বোয়েসেলের মাধ্যমে কোরিয়া আসার সপ্নটা আর পুরন হবে না , হাজারো সপ্নবাজদের!🇧🇩🛫🇰🇷🥲

আজ সকাল ১০.৩৩ মিনিটে সামরিক শাসন জারি করা দায়ে গ্রেফতার হয়েছেন কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সক ইয়ল। সামরিক শাসন জারির ৪৩ দিনে...
15/01/2025

আজ সকাল ১০.৩৩ মিনিটে সামরিক শাসন জারি করা দায়ে গ্রেফতার হয়েছেন কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সক ইয়ল। সামরিক শাসন জারির ৪৩ দিনের মাথায় গ্রেফতার হলেন তিনি। আর সোনার বাংলায় অপরাধীর পক্ষে হেলিকপ্টার, বিমান রেডি.,!

দক্ষিণ কোরিয়ার ভিসা ক্যাটাগরি:দক্ষিণ কোরিয়া বিভিন্ন ধরণের ভিসা অফার করে যা বিভিন্ন উদ্দেশ্যে দেশটিতে যাত্রার জন্য প্রয...
14/01/2025

দক্ষিণ কোরিয়ার ভিসা ক্যাটাগরি:

দক্ষিণ কোরিয়া বিভিন্ন ধরণের ভিসা অফার করে যা বিভিন্ন উদ্দেশ্যে দেশটিতে যাত্রার জন্য প্রয়োজনীয়। নিচে প্রধান ভিসা ক্যাটাগরিগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:

🎓 স্টাডি ভিসা (D-2, D-4)
D-2 (স্টুডেন্ট ভিসা):
🏫 স্নাতক, স্নাতকোত্তর, বা পিএইচডি প্রোগ্রামের জন্য।
📜 স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি চিঠি আবশ্যক।
D-4 (ভাষা প্রশিক্ষণ ভিসা):
📝 কোরিয়ান ভাষা কোর্স বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য।

💼 ওয়ার্ক ভিসা (E সিরিজ)
E-2 (শিক্ষক ভিসা):
📚 স্কুল বা প্রাইভেট একাডেমিতে ইংরেজি শেখানোর জন্য।
E-7 (বিশেষ দক্ষতা ভিসা):
🛠️ নির্দিষ্ট শিল্পক্ষেত্রে বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য।

💼 ব্যবসা ও বিনিয়োগ ভিসা
D-8 (বিনিয়োগ ভিসা):
💰 দক্ষিণ কোরিয়ায় ব্যবসা স্থাপন বা বিনিয়োগের জন্য।
D-9 (ট্রেড ম্যানেজমেন্ট ভিসা):
🌐 আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাপনার জন্য।

👨‍👩‍👧‍👦 পরিবার ও নির্ভরশীল ভিসা
F-3 (নির্ভরশীল ভিসা):
👫 দীর্ঘমেয়াদী ভিসাধারীদের পরিবারের জন্য।
F-6 (বিবাহ ভিসা):
💍 কোরিয়ান নাগরিকদের সাথে বিবাহিত ব্যক্তিদের জন্য।

✈️ ট্যুরিজম ও স্বল্পমেয়াদী ভিসা
C-3 (শর্ট-টার্ম ভিসা):
🗺️ পর্যটন, ব্যবসা, বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য।

🏠 স্থায়ী বসবাস ভিসা (F-5)
দীর্ঘমেয়াদী বসবাস, বিনিয়োগ, বা দক্ষিণ কোরিয়ায় বিশেষ অবদানের জন্য।

🌟 বিশেষ ভিসা
H-1 (ওয়ার্কিং হলিডে ভিসা):
🌏 ১৮-৩০ বছর বয়সীদের জন্য কাজ ও ভ্রমণের সুযোগ।
D-10 (জব সিকার ভিসা):
🏢 চাকরির সুযোগ অনুসন্ধানের জন্য।

11/01/2025

সবার কি অবস্থা কেমন আছেন

11/01/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Ripon Mahmud
❤️❤️❤️❤️❤️

09/01/2025
বিদেশে শুধু টাকা আর টাকা
09/01/2025

বিদেশে শুধু টাকা আর টাকা

01/01/2025

ভিসা ইস‍‍্যু কম হওয়ার কারন কি সবাই কমেন্ট স করেন

31/12/2024

রাত ১ টা দক্ষিন কোরিয়া

আমাদের কলিগ, পাকিস্তানি ভাই ,একসাথেই কাজ করি, সে দেশে যাবে বিয়ে করতে! সবাই তার জন্য দোয়া করবেন!আমরা বাংলাদেশীদের পক্ষ থে...
30/12/2024

আমাদের কলিগ, পাকিস্তানি ভাই ,একসাথেই কাজ করি, সে দেশে যাবে বিয়ে করতে! সবাই তার জন্য দোয়া করবেন!আমরা বাংলাদেশীদের পক্ষ থেকে তাকে গিফট তুলে দিচ্ছি!স্মৃতির পাতায় রেখে দিতেই পোস্ট, সবাই দোয়া করবেন আমাদের জন্য ❤️

Sad News,😭আজ ২৯/১২/২৪ দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যুর আশঙ্কা। এখন পর্যন্ত ১৭৭ জন নিহত ও ...
29/12/2024

Sad News,😭
আজ ২৯/১২/২৪ দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যুর আশঙ্কা। এখন পর্যন্ত ১৭৭ জন নিহত ও ২ জন সম্ভাব্য নিহত বলে মনে করা হচ্ছে। দুই জন ক্রু বেঁচে আছেন। ১৭৩ জন কোরিয়ান, ২ জন থাই নাগরিক ও ৬ জন ক্রু ছিলেন জেজু এয়ারলাইন্সের এই বিমানে।

আজ সকালে জেজু এয়ারলাইন্স এর একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান এয়ারপোর্ট অবতরণকালে একটি পাখির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাইলটের জরুরি মেসেজ ও একজন যাত্রী তার আত্মীয় এর নিকট কাকাও মেসেজে এই তথ‍্য পাঠিয়েছিলেন। পাইলট প্রথমবার ল‍্যান্ড করার চেষ্টা করেও আবার রানওয়ে থেকে আকাশে উঠেছিলেন এবং দ্বিতীয়বার রানওয়েতে নেমে এয়ারপোর্টের দেওয়ালের সাথে ধাক্কা লেগে এই ভয়াবহ দুর্ঘটনায় কবলিত হয়।

জেজু এয়ারলাইন্স এর এই বিমান দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সকলের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

উল্লেখ্য এর আগে ১৯৯৭ সালে কোরিয়ান এয়ারলাইন্স এর একটি বিমান দুর্ঘটনায় কবলে পরে ২২৮ জন নিহত হয়েছিল।

27/12/2024

বাংলাদেশীদের ভিসা কম ইস্যু হওয়ার কারন কি সবাই কমেন্টস করে মতামত দিন, ….?

শীতের সময় যেমন প্রয়োজন হয় গরম পানি ঠিক তেমনি গরমের সময় প্রয়োজন হয় ঠান্ডা পানির , তাই কাউকে অবহেলা বা অসম্মান না করাটাই হ...
22/12/2024

শীতের সময় যেমন প্রয়োজন হয় গরম পানি ঠিক তেমনি গরমের সময় প্রয়োজন হয় ঠান্ডা পানির , তাই কাউকে অবহেলা বা অসম্মান না করাটাই হলো বুদ্ধিমানের কাজ! একজন ভালো মানুষ হিসেবে প্রয়োজন ও বটে❤️🇧🇩🇰🇷

22/12/2024

যেমনি নাচাও তেমনি নাচি না নাচিলেও বাচি না Faruk Sorkar

Address

Ulsan

Alerts

Be the first to know and let us send you an email when Rajib South Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category