ভালোবাসার ডায়েরি

ভালোবাসার ডায়েরি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভালোবাসার ডায়েরি, Digital creator, Tongyeong.
(1)

সরকারি কর্মচারীদের স্বাস্থ্যকার্ড চালুর পদক্ষেপ।
24/12/2024

সরকারি কর্মচারীদের স্বাস্থ্যকার্ড চালুর পদক্ষেপ।

★সতর্কতা - এই শীতে রিকশা, ভ্যান বা সাইকেল, মটর সাইকেলে যারা চড়বেন তারা বিশেষ সতর্ক থাকবেন। বিশেষ করে পেছনের আরোহী মা -বো...
22/12/2024

★সতর্কতা -
এই শীতে রিকশা, ভ্যান বা সাইকেল, মটর সাইকেলে যারা চড়বেন তারা বিশেষ সতর্ক থাকবেন। বিশেষ করে পেছনের আরোহী মা -বোনেরা গায়ের চাদর, ওড়না, বোরকা সাবধানে রাখবেন। ফি আমানিল্লাহ।

20/12/2024
বন্ধু আর আমি
17/12/2024

বন্ধু আর আমি

16/12/2024

আসেন আমরা পরিচিত হয়
আমি গাজীপুর 💪💪শুভ সকাল সবাই কে জানায়

ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত নোটিশবিস্তারিত দেখুন নিচেঃ
15/12/2024

ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত নোটিশ

বিস্তারিত দেখুন নিচেঃ

রাজধানী ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে 'স্টুডেন্স এলাইয়েন্স, আটোয়ারী, পঞ্চগড়' নামে নতুন একটি  ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছ...
15/12/2024

রাজধানী ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে 'স্টুডেন্স এলাইয়েন্স, আটোয়ারী, পঞ্চগড়' নামে নতুন একটি ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ ১৪ ই ডিসেম্বর, রোজ শনিবার এই সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। একটি বুদ্ধিবৃত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে সত্য ও সুন্দরকে জারি রাখার অভিপ্রায় নিয়ে এই জনকল্যাণমূলক ছাত্রসংগঠনটি আত্মপ্রকাশ করেছে বলে সংগঠকেরা জানান৷
দেশের সর্বউত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা হতে দেশের বিভিন্ন প্রান্তে অধ্যায়নরত পাবলিক, জাতীয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সমন্বয় করে এই ছাত্র প্ল্যাটফর্মটির পদযাত্রা শুরু করেছে।
সংগঠনটি সাংগঠনিক কাঠামোতে বলা হয়েছে
এটি পাবলিক, প্রাইভেট এবং জাতীয় তিন শিক্ষা কাঠামোর প্রত্যেকটি থেকে এক জন করে নির্বাচিত করে তিন জন প্রতিনিধি নির্বাচিত হবে, যারা সংগঠনটির সিনিয়র প্রতিনিধি হিসেবে সকল কার্যক্রম পরিচালনা করবে। এই সিনিয়র প্রতিনিধিরা হবেন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের(অনার্সে পড়ুয়া) ছাত্রছাত্রীদের মধ্য থেকে।
পরবর্তী সাংগঠনিক স্তরে, বিশ্ববিদ্যালয়ের বর্ষভিত্তিক স্ব স্ব বিশ্ববিদ্যালয় কাঠামোর মধ্য থেকে দুইজন করে মোট ছয়জন ব্যাচ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে সিনিয়র প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবেন। এ ছাড়া সংগঠনে একজন কোষাধ্যক্ষ, একজন প্রচার প্রকাশনা প্রতিনিধি থাকবেন।
সংগঠনের কার্যক্রমের প্রধান লক্ষ্য হিসেবে থাকবে একটি পাঠচক্র, যেটি আটোয়ারী উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত গ্রন্থকূটির লাইব্রেরি কে কেন্দ্র করে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষ হয়েছে এমন ছয় সদস্যের একটি প্রতিনিধি টিম বানানো হয়েছে যারা পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন পরিচালনা, গঠনতন্ত্র প্রণয়ণ সহ নানাবিধ সাংগঠনিক কার্যক্রম করে স্টুডেন্স এলায়েন্সকে গতিশীল করবে। এ ৬ সদস্যের টিমে রয়েছেন সামিউল আলীম রেজভী (বশেমুরবিপ্রবি), মাহফুজা মিরু (জবি), আওসাফ আঞ্জুম তকী (IUBAT), নুর এ আজাদ শিহাব (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), রবিউল ইসলাম রনি (সরকারি তিতুমীর কলেজ), ফারিয়া তাসমিন (বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
সংগঠনটি তাদের আত্মপ্রকাশের শুভলগ্নে একটি ষণ্মাসিক পরিকল্পনাও পেশ করেন যার মধ্যে শিক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনোদনমূলক কার্যক্রম সহ প্রায় ১০ টিরও অধিক জনহিতকর কাজের

আমার ছোট বেলার বন্ধু সবাই দোয়া করবেন আমাদের জন্য এই বন্ধুত যেনো থাকে সারাজীবন আল্লাহ হাফেজ
15/12/2024

আমার ছোট বেলার বন্ধু সবাই দোয়া করবেন আমাদের জন্য এই বন্ধুত যেনো থাকে সারাজীবন আল্লাহ হাফেজ

Good morning All
14/12/2024

Good morning All

Address

Tongyeong

Telephone

+8801704527742

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share